Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word দাক্ষিণ্য, দক্ষিণতা Bengali definition [দাক্‌খিন্‌নো, দোক্‌খিনতা] (বিশেষ্য) ১ অনুগ্রহ; দয়া; আনুকূল্য (বাঁধ হে আজি কৃতজ্ঞতা পাশে....দাক্ষিণ্য প্রকাশি-মাইকেল মধুষূদন দত্ত)। ২ উদারতা; সৌজন্য (ওগো আমার দক্ষিণ হাওয়া। অসীম তোমার দক্ষিণতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সরলতা। {(তৎসম বা সংস্কৃত) দক্ষিণ+য(ষ্যঞ্‌), +তা}
  • Bengali Word দাক্ষ্য Bengali definition [দাক্‌খো] (বিশেষ্য) দক্ষতা; নৈপুণ্য। {(তৎসম বা সংস্কৃত) দক্ষ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word দাখিল Bengali definition [দাখিল্‌] (বিশেষ্য) উপস্থাপন; পেশ (যথাস্থানে অর্পণ কর ও শওগাত দাখিল করণেতে তুষ্ট-রামরাম বসু)। □ (বিশেষণ) ১ উপস্থাপিত; অর্পিত। ২ শামিল; তুল্য; প্রায় (স্টিমার জলতলে যাবার দাখিল হয়েছিল-মনোজ বসু)। ৩ প্রবেশ; উপনীত (রাজমহলের কেল্লাতে দাখিল হইলেন-রামরাম বসু)। দাখিল-খারিজ (বিশেষ্য) জমিদারি সেরেস্তায় বা সরকারি রেকর্ডে পুরাতন স্বত্বাধিকারীর নাম কাটিয়ে নতুন স্বত্বাধিকারীর নাম লেখা (এই দাখিল-খারিজ সূত্রে প্রজাকে যে কি পর্যন্ত হয়রান পেরিশান করা যায়-প্রথম চৌধুরী)। দাখিলি, দাখিলী (বিশেষণ) উপস্থাপিত; পেশ করা হয়েছে এমন; পেশকৃত (রাধাকুমুদবাবুর দাখিলি বৈদিক দলিলগুলির কোন তারিখ নেই-প্রথম চৌধুরী)। {(আরবি)দাখিল}
  • Bengali Word দাখিলা Bengali definition [দাখিলা] (বিশেষ্য) যে খাজনা দেওয়া হয়েছে বা দাখিল করা হয়েছে তার প্রাপ্তি স্বীকারপত্র; খাজনা আদায়ের রসিদ (দাখিলা আজ কাটব না কো, টাকায় আনার কম না নিয়ে-জসীমউদ্‌দীন)। {(আরবি)দাখিল+ (বাংলা) আ}
  • Bengali Word দাখিলি, দাখিলী Bengali definition ⇒ দাখিল
  • Bengali Word দাগ Bengali definition [দাগ্‌] (বিশেষ্য) ১ চিহ্ন; ছাপ। ২ কলঙ্ক; বদনাম (চরিত্রের দাগ)। ৩ ক্ষত; আঘাত (লাল ফুলসম দাগ খাওয়া দিল-কাজী নজরুল ইসলাম)। ৪ মরিচা (লোহায় দাগ ধরা)। ৫ পরিচয়; চিহ্ন (কাপড়ের থানে দাগ দেওয়া)। ৬ রেখা; আঁক; আঁচড়। ৭ জমির খণ্ড বা কিতা; plot একদাগে অনেক জমি)। ৮ গরু, মহিষ ইত্যাদির গায়ে দেওয়া লোহা-পোড়ানো ছেঁকা। ৯ ((আলঙ্কারিক)) মলিনতা; মালিন্য; কলঙ্ক; অভিমান; দুঃখ (কাতর হিয়ার দাগ ধুয়ে ফেল-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। দাগ কাটা (ক্রিয়া) মনে রেখাপাত হওয়া; কার্যকর প্রভাব বিস্তার করা (তাঁর উপদেশ আমার মনে দাগ কেটেছে)। দাগ দেওয়া (ক্রিয়া) ১ রেখাঙ্কিত করা; চিহ্নিত করা (ভাল করে গামারটা পড়বে-আমি তোমাকে দাগ দিয়ে দেখিয়ে দেব-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ তপ্ত লৌহ ইত্যাদির চিহ্ন দেওয়া (গরুটাকে দাগ দিতে হবে)। দাগনি (বিশেষ্য) যে লোহা পুড়িয়ে গরু, মহিষ ইত্যাদির গায় দাগ দেওয়া হয়। দাগবিলি (বিশেষ্য) জমি ও প্রজার বিবরণী। দাগ রাজি (বিশেষ্য) ছাদ ইত্যাদির ভাঙা বা ফাটা স্থান জোড়া দেওয়ার কাজ; জীর্ণ সংস্কার; মেরামত। {(ফারসি) দাগ}
  • Bengali Word দাগা ১ Bengali definition [দাগা] (ক্রিয়া) ১ দাগ দেওয়া; চিহ্নিত করা (ভালো কথাগুলো দাগাও)। ২ অঙ্কিত করা। ২ তৃপ্ত লৌহাদি দিয়ে চিহ্নিত করা (গরু দাগাও)। ৪ নিক্ষেপ করা; ছোড়া (মশা মারতে কামান দাগা-প্রবাদ)। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। দাগানো (ক্রিয়া) ১ চিহ্নিত করানো। ২ অঙ্কিত করানো। ২ নিক্ষেপ করানো (কামান দাগানো)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(ফারসি) দাগ + (বাংলা) আ}
  • Bengali Word দাগা ২ Bengali definition [দাগা] (বিশেষ্য) ১ গভীর মর্মবেদনা; ক্লেশ; সন্তাপ; মানসিক আঘাত (হুযুর বড় দাগা পেয়েছেন-জোখা)। ২ প্রতারণা; বঞ্চনা; বিশ্বাসঘাতকতা (খাইয়া তোমার ধন না পালায় যেন জন অবশেষে নাহি পাবে দাগা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। ৩ কলঙ্ক; অপবাদ। ৪ লেখা শেখবার আদর্শ (দাগা বুলানো)। দাগাদার (বিশেষণ) ১ অনিষ্টকারী; দুষ্ট (বিশেষ বামন জাতি বড় দাগাদার-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কলঙ্ক দান করে এমন। ৩ বিশ্বাসঘাতক। দাগাদারি বিশ্বাসঘাতকতা (মেরা সাথে করে এয়ছা দাগাদারি কাম-সৈয়দ হামজা)। ২ ক্ষতিকর কাজ। ৩ প্রতারণামূলক; ক্ষতিকর (দাগাদারি বাত কহ করিয়া বাহানা-সৈয়দ হামজা)। দাগা দেওয়া ধোঁকা দেওয়া (শয়তান তাঁহাকে দাগা দিতেছে-মোস্তফা)। দাগাবাজ (বিশেষণ) বিশ্বাসঘাতক; শঠ; প্রতারক (মারা গেল দাগাবাজ হাবশি গোলাম-সৈয়দ হামজা)। দাগাবাজি (বিশেষ্য) বিশ্বাসঘাতকতা; শঠতা; প্রবঞ্চনা; প্রতারণা (কিন্তু দাগবাজির জন্য সংসারের উপর ঈশ্বরের রাগটা রহিয়া গোল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দাগা বুলানো (ক্রিয়া) লেখা শেখবার জন্য প্রথম শিক্ষার্থীর আদর্শ হস্তলিপির উপর রেখা আঁকা। ২ ((আলঙ্কারিক)) অন্যের বা পূর্ববর্তী লোকদের কৃতকর্ম বা আচরণের হুবহু অনুকরণ করা (বংশবলিক্রমে কেবল পূর্ববর্তীদিগের উপর দাগা বুলাইয়া চলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। দাগারি (বিশেষণ) প্রতারণামূলক (দেশময় দাগাদারী ভায়ের দাগারি কথা-মীর মশাররফ হোসেন)। দাগা ষাঁড় (বিশেষ্য) ১ হিন্দুদের শ্রাদ্ধাদিতে যে ষাঁড়কে দাগ দিয়ে উৎসর্গ করা হয়। ২ নামজাদা বদমাশ। {(ফারসি) দাগা}
  • Bengali Word দাগি, দাগী Bengali definition [দাগি] (বিশেষণ) ১ চিহ্নিত; দাগযুক্ত; দাগ দেওয়া হয়েছে বা দাগ পড়েছে এমন; পচনের চিহ্নযুক্ত (দাগি আম)। ২ কলঙ্কিত। ৩ অপরাধের জন্য পূর্বদণ্ডিত; ঘাগি (দাগি আসামি)। দাগি-কাটা (বিশেষণ) মার্কা মারা; পূর্বে দণ্ডপ্রাপ্ত (খসম তাহার দাগীকাটা চোর রাতে রচিত না ঘরে-জসীমউদ্‌দীন)। দাগি চোর (বিশেষ্য) যে চোর ইতোপূর্বে চুরির জন্য দণ্ড লাভ করেছে। {(ফারসি) দাগ + ই, +ঈ}
  • Bengali Word দাগড়া Bengali definition ⇒ দগড়া
  • Bengali Word দাঙ্গর ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [দাঙ্‌গোর্‌] (বিশেষণ) ডাঙ্গর; শক্তিমান; বলবান। ⇒ ডাঙ্গর
  • Bengali Word দাঙ্গা, দাংগা Bengali definition [দাঙ্‌গা] (বিশেষ্য) দলবদ্ধ হয়ে মারামারি মারপিট বা কাটাকাটি। দাঙ্গা ফেসাদ, দাঙ্গা-ফাসাদ (বিশেষ্য) মারামাটি ও তার আনুষঙ্গিক কাজকর্ম; বিবাদ; মারপিট ও মামলা-মকদ্দমা। দাঙ্গা বাজ (বিশেষণ) ঝগড়া ও মারামারিতে অভ্যস্ত; দাঙ্গা করাই স্বভাব এমন। {(ফারসি) জঙ্গবাজ}
  • Bengali Word দাঙ্গা-হাঙ্গামা Bengali definition [দাঙ্‌গাহাঙ্‌গামা] (বিশেষ্য) ক্রমাগত দাঙ্গা বা মারামারি ও কাটাকাটি। {(ফারসি) দাঙ্গা-হাঙ্গামাহ}
  • Bengali Word দাণ Bengali definition ⇒ দান২
  • Bengali Word দাণিলোঁ (-প্রাচীন বাংলা) Bengali definition [দানিলোঁ] (ক্রিয়া) ছেদন করলো। {√দা+অন(ল্যুট্‌)=দান>}
  • Bengali Word দাণ্ডা Bengali definition [দান্‌ডা] (বিশেষ্য) ১ ডাণ্ডা; বড় লাঠি। ২ বংশী খণ্ড। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+(বাংলা) আ>}
  • Bengali Word দাণ্ডাখাণ্ডা Bengali definition [দান্‌ডাখান্‌ডা] (বিশেষণ) ১ পতিপুত্রহীনা নারী। ২ বাঁজা। {রণ্ডাষণ্ডা>?}
  • Bengali Word দাণ্ডাল (-প্রাচীন বাংলা) Bengali definition [দান্‌ডাল্‌] (ক্রিয়া) দাঁড়ানো; দণ্ডায়মান হওয়া (সকল দেবতা গিয়া দণ্ডাইল কূলে-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>+(বাংলা) আল}
  • Bengali Word দাণ্ডি Bengali definition [দান্‌ডি] (বিশেষ্য) পার্বত্য অঞ্চলে দুর্গম পথে মনুষ্যবাহী যানবিশেষ (গিন্নি সবে অসুখ থেকে উঠেছেন, তিনি ছাতি মাথায় দাণ্ডি চেপে চলেছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>দাণ্ডি>ডাণ্ডি}
  • Bengali Word দাণ্ডিক Bengali definition [দান্‌ডিক্‌] (বিশেষণ) দণ্ড ধারণের যোগ্য। দাণ্ডিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word দাতব্য Bengali definition [দাতোব্‌বো] (বিশেষণ) ১ দানযোগ্য; দেয়। ২ যা সাধারণত দান করা হয় বা হয়ে থাকে। ৩ দান (তাঁহার দাতব্যে সব পায় বলাবল-সৈয়দ আলাওল)। দাতব্য চিকিৎসালয় (বিশেষ্য) যেখানে বিনা মূ্ল্যে চিকিৎসা করা হয় ও ঔষধ বিতরণ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √দা+তব্য(তব্যৎ)}
  • Bengali Word দাতা Bengali definition [দাতা] (বিশেষণ) ১ দানশীল; দান করে এমন; বদান্য। ২ দেয় এমন; দানকারী (হাজী মুহম্মদ মহসীন ছিলেন প্রকৃত দাতা)। ৩ প্রদানকারী (সংবাদদাতা)। দাত্রী (স্ত্রীলিঙ্গ)। দাতা কর্ণ (বিশেষ্য) ((আলঙ্কারিক)) অত্যন্ত দানশীল ব্যক্তি (রাজা আজি দাতা কর্ণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। দাতালি (বিশেষ্য) ((ব্যঙ্গার্থ)) দান কর্ম; দাতাগিরি (ত্রিশ টাকা মাইনার গরিব মাষ্টারের এত দাতালি করা কি ঠিক হইয়াছে?-আবুল মনসুর আহমদ)। দাতৃত্ব (বিশেষ্য) দানশীলতা; বদান্যতা; দাতার কাজ। {(তৎসম বা সংস্কৃত) √দা+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word দাত্যূহ Bengali definition [দাত্‌তুহো] (বিশেষ্য) ১ ডাহুক; ডাক পাখি। ২ চাতক। {(তৎসম বা সংস্কৃত) দাত্যূহ}
  • Bengali Word দাত্র Bengali definition [দাত্‌ত্রো] (বিশেষ্য) কাটারি; দা। {(তৎসম বা সংস্কৃত) √দো+ত্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word দাদ ১, দাউদ Bengali definition [দাদ্‌, দাউ্‌দ্‌] (বিশেষ্য) এক প্রকার চর্মরোগ। {(তৎসম বা সংস্কৃত) দদ্রু>}
  • Bengali Word দাদ ২ Bengali definition [দাদ্‌] (বিশেষ্য) প্রতিশোধ; প্রতিহিংসা; অনিষ্টকারীর ক্ষতি সাধন (কাকে না কহিলে দাদ দিবেক ঈশ্বর-তোহ্‌ফা)। দাদ তোলা, দাদ নেওয়া (ক্রিয়া) প্রতিশোধ গ্রহণ করা। দাদ-ফরিয়াদ, দাদ-ফরেদ (বিশেষ্য) প্রতিকারের জন্য ফরিয়াদ; বিচারের জন্য নালিশ (এ খোদার মার এর তো কোন দাদ-ফরেদ নেই-কাজী আবদুল ওদুদ)। {(ফারসি) দাদ}
  • Bengali Word দাদখাই Bengali definition [দাদ্‌খাই্‌] (বিশেষ্য) বিচার প্রার্থনা। □ (বিশেষণ) বিচার প্রার্থনাকারী। {(ফারসি) দাদ্‌ খ রাহ্‌}
  • Bengali Word দাদখানি Bengali definition [দাদ্‌খানি] (বিশেষ্য) গৌড়ের কররানি-সুলতান দাউদ খানের নামে প্রসিদ্ধ সরু চালবিশেষ; দিনাজপুরে উৎপন্ন মিহি ও অতি উৎকৃষ্ট চাল। {(আরবি)দাউদ; (ফারসি) খান}
  • Bengali Word দাদন Bengali definition [দাদন] (বিশেষ্য) বায়না; দ্রব্যাদির অগ্রিম মুল্য বা মূল্যাংশ (যিনি নীলকরের কুঠীতে যাইয়া একবার দাদন লইয়াছেন, তাঁহার দফা একেবারে রফা হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। দাদন দার (বিশেষ্য) যে দাদন দেয়; দাদন দাতা। দাদনি, দাদনী (বিশেষণ) ১ যে কাজ বা দ্রব্যের জন্য দাদন দেওয়া আছে। ২ অগ্রিম প্রদত্ত অর্থাদি (দাদানি না দেয় এবে মহাজন সবে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) দাদল}
  • Bengali Word দাদরা, দাদ্‌রা Bengali definition [দাদ্‌রা] (বিশেষ্য) বাদ্যে হালকা তালবিশেষ (বাদলা হাওয়ায় তালবনা ঐ বাজায় চটুল দাদরা তাল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দর্দুর>}