Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গুবরে পোকা Bengali definition [গুব্‌রে পোকা] (বিশেষ্য) এক প্রকার পতঙ্গ (মাকড়াসার জালে যেমন গুবরে পোকা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোবিট্‌+ (বাংলা) এ>গুবরে; (তৎসম বা সংস্কৃত শব্দ) পুত্তিকা>পোকা}
  • Bengali Word গুবলেট Bengali definition [গুব্‌লেট্‌] (বিশেষ্য) উদ্ভট মিশ্রণ; hodgepodge; জগাখিচুড়ি (দুটো মাংসের ককটেলকে আমার গুবলেট বলে মনে হয়- সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) goblet (এক ধরনের পানপাত্র)>}
  • Bengali Word গুবাক, গূবাক Bengali definition [গুবাক্‌] (বিশেষ্য) ১ সুপারি (বিশ্বাসে গুবাক পান খান তার হাতে-ঘনরাম চক্রবর্তী)। ২ সুপারি গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গু+আক}
  • Bengali Word গুম ১ Bengali definition [গুম্‌] (অব্যয়) ১ গম্ভীর শব্দবোধক। ২ অপ্রকাশিত বা বদ্ধ অবস্থবোধক। □ (বিশেষণ ) ১ গম্ভীর (গুম হইয়া কাঁদে বিবি ভাবিয়া রব্বানী-ফকির গরীবুল্লাহ)। ২ নির্বাক বা নিশ্চুপ ও গম্ভীর; স্তম্ভিত; স্তব্ধ (আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে-সৈয়দ মুজতবা আলী)। গুমগুম, গুমাগুম (অব্যয়) উপর্যুপরি বা একাধিকবার গুম শব্দ। গুমে গুমে, গোমে গোমে (ক্রিয়াবিশেষণ) ভিতরে ভিতরে; গুপ্তভাবে; চক্ষুর অগোচরে (পাপের আগুন পাঁজার আগুনের মতো গোমে গোমে জ্বলে -দীনবন্ধু মিত্র)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গুম ২ Bengali definition [গুম্‌] (বিশেষণ) গুপ্ত; লুক্কায়িত (গুম খুন)। □ (বিশেষ্য), (বিশেষণ ) ১ নিখোঁজ; লাপাত্তা। ২ গায়েব; অদৃশ্য (গুম করে ফেলা, গুম হয়ে যাওয়া)। গুম খুনি, গোম খুনি (বিশেষ্য) গুপ্তহত্যা (আপনার নামে গোম খুনির নালিশ হয়েছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। গুমি, গুমী (বিশেষণ) ১ গোপন; লুক্কায়িত (চুরি করে আনিয়াছে এবং গুমি করে রাখিবে-দীনবন্ধু মিত্র)। ২ অপরাধজনকভাবে লুক্কায়িতকরণ সম্বন্ধীয়। গুমোট, গুমট (বিশেষ্য) ১ বায়ু স্তম্ভিত থাকার ফলে যে গরম; বায়ু চলাচলের অভাবজনিত ভাপসা গরম (প্রথম রাত্রে গুমট গেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্তব্ধ ভাব; ভাবের আদানপ্রদানের অভাবে অবরুদ্ধ ভাব (মনের গুমট)। □ (বিশেষণ) স্তব্ধ (তাই গুমোট পরিবেশটাকে সহজ করা প্রয়োজন)। {(ফারসি) গুম্‌ }
  • Bengali Word গুমটি, গুমটী, গুমটিঘর Bengali definition [গুম্‌টি, গুমটী, গুমটিঘর্‌] (বিশেষ্য) প্রহরীদের থাকার অপ্রশস্ত কুঠুরিবিশেষ। {(হিন্দী) গুমটি>}
  • Bengali Word গুমর, গুমোর, গুমার Bengali definition [গুমোর্‌, গুমোর, গুমার] (বিশেষ্য) ১ অহঙ্কার; দেমাক (যে স্ত্রীলোক স্বয়ং উপার্জন করে তাহার একটু একটু গুমর হয় -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); নতুন পৈঁচি বাজুবন্দ পরে চাষা-বৌ কথা কয় না গুমোরে-(কাজী নজরুল ইসলাম))। ২ গোপন কথা; রহস্য; গোপন অভিসন্ধি (মনের গুমর কন্যা মনে লুকাইয়া গোয়ালিনীর কাছে কয় হাসিয়া হাসিয়া-ময়মনসিংহ গীতিকা)। ৩ মূল্য। ৪ চাহিদা (জমির এমত গুমর হইয়াছিল যে- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(প্রাকৃত) গুম্মড; (ফারসি) গুমান }
  • Bengali Word গুমরন, গুমরনো Bengali definition গুমরানো
  • Bengali Word গুমরানো, গুমরনো Bengali definition [গুম্‌রানো, গুমরনো] (ক্রিয়া) চাপা শোক দুঃখ বা ক্রোধ প্রভৃতিতে ক্লেশ পাওয়া। □ (বিশেষ্য ) উক্ত অর্থে (পাট-কাটী তিন ছেলে নিয়া সুয়োরাণী গুম্‌রে গুম্‌রে আগুনে পুড়িয়া ঘর করে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; বোঝে আর গুমরে মরে-রাজিয়া খান)। গুমরানি (বিশেষ্য) ১ অসন্তোষসূচক চাপা গর্জন (শুধু ক্রুদ্ধ শহরের ঘুমহীন গুমরানি-বুদ্ধদেব বসু)। ২ চাপা শোক দুঃখ বা বেদনার কাতরানি। {(ফারসি) গুমার +(বাংলা) আনো}
  • Bengali Word গুমরাহ, গোমরাহ Bengali definition [গুম্‌রাহ্‌, গোমরাহ] (বিশেষণ) বিপথগামী; পথভ্রষ্ট; (গুম হয়ে রয় গুমরাহ যত চোরে- নই; গোমরাহ্‌ লোককেই বেশী হেদায়েত করিবার প্রয়োজনীয়তা-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) গুমরাহ্‌ }
  • Bengali Word গুমসা, গুমসো Bengali definition [গুম্‌শা, গুমশো] (বিশেষণ) ১ ভাপসা; গুমোট ভাবযুক্ত। ২ গরমের আধিক্য হেতু দুর্গন্ধযুক্ত। গুমসানো, গুমসনো (ক্রিয়া) ১ গুমসা হওয়া; গুমট হওয়া। ২ গেঁজে ওঠা। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। গুমসানি, গুমসনি ( বিশেষ্য) ১ গুমট হওয়া। ২ গুমটের বা গুমসার ভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রীষ্মতা>; (ফারসি) গুম্‌ + (বাংলা) সা}
  • Bengali Word গুমাগুম Bengali definition ‍গুম১
  • Bengali Word গুমান, গুমাণ Bengali definition [গুমান্‌] (বিশেষ্য) ১ গর্ব; অহঙ্কার; দেমাক (ইহা জানি মনে হেন না করে গুমাণ। দেখাদার সৃজন দুই একহি সমান- হেয়াত মাহমুদ)। ২ অনুমান। {(ফারসি) গুমান্‌ }
  • Bengali Word গুমার Bengali definition গুমর
  • Bengali Word গুমি, গুমী Bengali definition গুম২
  • Bengali Word গুমোর Bengali definition গুমর
  • Bengali Word গুম্ফ Bengali definition [গুম্‌ফো] (বিশেষ্য) ১ গোঁফ; moustache। ২ গুচ্ছ; গোছা; স্তবক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুম্‌ফ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word গুম্ফন Bengali definition [গুম্‌ফন্‌] (বিশেষ্য) গ্রন্থিতকরণ; গ্রন্থন। ২ রচনা; বিন্যাস। গুম্ফিত (বিশেষণ) ১ গ্রথিত; গাঁথা। ২ রচিত; প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুম্‌ফ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word গুম্ফা Bengali definition গুফা
  • Bengali Word গুম্বজ, গম্বুজ Bengali definition [গুম্‌বজ্‌, গম্‌বুজ্‌] (বিশেষ্য) মসজিদ, মন্দির, মিনার, মাজার প্রভৃতির গোলাকার শীর্ষদেশ; গম্বুজ; dome (মর্মর গুম্বজ ভরি ধ্বনি ধায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) গুমবদ }
  • Bengali Word গুরগুটে, গুরগুট্টে Bengali definition [গুর্‌গুটে, গুরগুট্‌টে] (বিশেষ্য) বেঁটে খাটো গোলগাল ও শক্তপোক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুটিকা>}
  • Bengali Word গুরবত Bengali definition গোরবৎ
  • Bengali Word গুরমুখী, গুরুমুখী Bengali definition [গুর্‌মুখি, গুরুমুখী] (বিশেষ্য) ১ শিখদের ভাষা ও বর্ণমালা। ২ পাঞ্জাবি ভাষার বর্ণমালাবিশেষ। {পাঞ্জাবি গুরুমুখী>}
  • Bengali Word গুরিয়া Bengali definition [গুরিয়া] (বিশেষণ) ছোটো (তাঁর স্ত্রী একটি চিত্তির-করা হাঁড়ী ঘুন্সি ও গুরিয়া পুতুল আনতে বলেছিল-কালীপসন্ন সিংহ)। □ (বিশেষ্য) ছোটো পুতুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ডিকা>; (হিন্দী) গুড়িয়া}
  • Bengali Word গুরু Bengali definition [গুরু] (বিশেষ্য) ১ ধর্মজীবনের উপদেষ্টা; সাধনপন্থানির্দেশক। ২ উপদেশক; শিক্ষক; ওস্তাদ। ৩ সম্মানে বা বয়সে জ্যেষ্ঠ; মাননীয় ব্যক্তি। □ (বিশেষণ) ১ ভাবী; ওজনসম্পন্ন; লঘু বা হালকা নয় এমন। ২ দুর্বহ (চিন্তার গুরুভার)। ৩ দায়িত্বপূর্ণ। ৪ কঠিন; মহান (গুরু দায়িত্ব)। ৫ দুরূহ (গুরু বিষয়)। ৬ শ্রদ্ধেয়; মাননীয় (গুরু লঘু ভেদ)। ৭ অতিশয়; অধিক (গুরু ভোজন)। ৮ (ব্যাকরণ) দীর্ঘ মাত্রাযুক্ত (গুরু স্বর)। গুরুকন্যা (বিশেষ্য) ওস্তাদের কন্যা। গুরু করা, গুরুকরণ (ক্রিয়া) পীর ধরা; গুরুরূপে গ্রহণ করে মুরিদ বা শিষ্য হওয়া। গুরুকুল (বিশেষ্য) গুরুর বংশ। গুরুক্রম (বিশেষ্য) গুরুপরম্পরাগত। □ ( বিশেষণ) ১ গুরুর অনুগত; গুরুর বাধ্য। ২ গুরুঘটিত। গুরুগম্ভীর (বিশেষণ) ১ ওজোগুণসম্পন্ন ও মহত্ত্বপূর্ণ। ২ গভীর অর্থযুক্ত ও গম্ভীর শব্দবিশিষ্ট। ৩ উচ্চ ও গম্ভীর। গুরুগিরি (বিশেষ্য) ১ গুরুর বৃত্তি; শিক্ষকতা। ২ (ব্যঙ্গার্থ) গুরুর ন্যায় ভাবভঙ্গি (গুরুগিরি ফলানো)। গুরুগৃহ (বিশেষ্য) শিক্ষকের বাড়ি। গুরুঘাতক, গুরুঘাতী, গুরুঘ্ন ( বিশেষ্য) গুরুহন্তা। গুরুচণ্ডালী, গুরুচাণ্ডালী (বিশেষ্য) সাধু ভাষার সহিত কথ্য ভাষার ব্যবহাররূপ দোষ; সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণের অসঙ্গতি (তাঁর সাবেকী ভাষা বঙ্কিমের মতো গুরু-চণ্ডালী দোষে দুষ্ট নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। গুরুজন (বিশেষ্য) সম্মানিত ব্যক্তি; গুরুর ন্যায় মান্য ব্যক্তি; বয়স বা জ্ঞানে জ্যেষ্ঠ ব্যক্তি; মুরুব্বি। গুরুজল ( বিশেষ্য) ধাতুমিশ্রিত জল; hard water; যে জলে সাবানের ফেনা হয় না। গুরুঠাকুর (বিশেষ্য) ১ হিন্দুদের পারিবারিক বা বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ২ (ব্যঙ্গার্থ) অশ্রদ্ধেয় ব্যক্তি (বাজে লোক অর্থে) (ওরে আমার গুরুঠাকুর এসেছেন)। গুরু তনয় (বিশেষ্য) গুরুর পুত্র; ওস্তাদের পুত্র। গুরুতর (বিশেষণ) দুইয়ের মধ্যে বেশি গুরু। □ ( বিশেষ্য) সাংঘাতিক; ভয়ানক; অত্যন্ত; মহা (গুরুতর বিপদ)। গুরুতা, গুরুত্ব (বিশেষ্য) ১ গুরুগিরি। ২ মহত্ত্ব। ৩ ভার; ওজন। ৪ আধিক্য। ৫ গাম্ভীর্য। ৬ কাঠিন্য। ৭ স্তূপ; mass; পিণ্ড। গুরুদক্ষিণা (বিশেষ্য) ১ শিক্ষা বা দীক্ষা দানের জন্য গুরুর প্রাপ্য অর্থ প্রভৃতি। ২ (ব্যঙ্গার্থ) প্রহার বা অন্য উপায়ে অপদস্থকরণ; ‍উত্তমমধ্যম। গুরদশা (বিশেষ্য) ১ (হিন্দুদের) পিতা বা মাতার মৃত্যুজনিত অশৌচ অবস্থা। ২ (জ্যোশা.) বৃহস্পতির দশা; সৌভাগ্য দশা। গুরুদেব (বিশেষ্য) গুরু; শ্রদ্ধেয় গুরু। গুরুনিতম্ব (বিশেষণ) যার নিতম্বদেশ স্থূল। গুরুনিতম্বা, গুরুনিতম্বিনী (স্ত্রীলিঙ্গ)। গুরুনিন্দা (বিশেষ্য ) গুরুর নিন্দা। গুরুপত্নী (বিশেষ্য) গুরুর স্ত্রী। গুরুপরিচর্যা (বিশেষ্য) গুরুর সেবা; ওস্তাদের খেদমত। গুরুপাক (বিশেষণ) সহজে পরিপাক হয় না এমন; দুষ্পাচ্য। গুরুপাট, গুরুর পাট (বিশেষ্য) গুরুর স্থান। গুরু পুত্র (বিশেষ্য) গুরুর ছেলে। গুরু পুরত, গুরু পুরোহিত (বিশেষ্য) হিন্দুদের মন্ত্রগুরু বা পুরোহিত। গুরুবধ (বিশেষ্য) গুরুহত্যা। গুরুবরণ (বিশেষ্য) দীক্ষাগুরুকে বস্ত্রালঙ্কার দ্বারা সম্মান। গুরুবর্ন (বিশেষ্য) উচ্চবর্ণ। গুরুবল (বিশেষ্য) ১ গুরুর আশীর্বাদ; গুরুর কৃপাবল। ২ গুরুর করুণা-রূপা শক্তি। গুরুবার (বিশেষ্য) বৃহস্পতিবার। গুরুভক্ত (বিশেষ্য) গুরুর প্রতি ভক্তিভাবসম্পন্ন। গুরুভক্তি (বিশেষ্য) গুরু প্রতি ভক্তি। গুরুভাই (বিশেষ্য) একই গুরুর শিষ্য। গুরুভার (বিশেষ্য ) ১ অধিক ভার। ২ দায়িত্বের আধিক্য। □ (বিশেষণ) ১ অধিক ভারযুক্ত; খুব ভারী। ২ অত্যধিক দায়িত্বযুক্ত। গুরু মহাশয়; গুরু মশাই (বিশেষ্য) ১ শিক্ষক বা পাঠশালার পণ্ডিত। ২ (ব্যঙ্গার্থ) অকালপক্ব বালক; নেতৃত্ব ফলানো। গুরুমা (বিশেষ্য) ১ ধর্মোপদেশদাত্রী। ২ গুরুপত্নী। ৩ শিক্ষাদাত্রী; শিক্ষিকা; ওস্তাদ-আম্মা। গুরু মরার (বিশেষণ) গুরুকে বিদ্যায় হারানোর মতো (করি কতমতো গুরু-মারাটিকে লেখনীর ঘুচে খেদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। গুরু মারা বিদ্যা (বিশেষ্য) ১ গরুর নিকট থেকে লব্ধ যে বিদ্যা দ্বার গুরুকেই পরাস্ত করা হয়; গুরুর শিষ্য হয়েও সেই গুরুকে হারাবার মতো বিদ্যা; গুরুর নিকট থেকে প্রাপ্ত বিদ্যা দ্বারা গুরুকে শিক্ষাদান। ২ গুরুর নিকট থেকে লব্ধ অপপ্রযুক্ত বিদ্যা। গুরুমুখী বিদ্যা (বিশেষ্য) যে বিদ্যা কেবল গুরুর মুখ হইতে শুনিয়া অধিগত করিতে হয়। গুরুরত্ন (বিশেষ্য) পুষ্পরাগ মণি। গুরুশিষ্য (বিশেষ্য) শিক্ষক ও ছাত্র। গুরু-শুশ্রূষা (বিশেষ্য) গুরুর পরিচর্যা। গুরু স্থানীয় (বিশেষণ) গুরুতুল্য; গুরুপদবাচ্য। গুরু হত্যা (বিশেষ্য) গুরুতে হত্যা করা রূপ মহাপাতক। গুরু হন্তা, গুরুহা বিন গুরু হত্যাকারী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ+উ}
  • Bengali Word গুরুগুরু Bengali definition [গুরুগুরু] (অব্যয়) ১ মৃদুগম্ভীর মেঘগর্জন ধ্বনি। ২ ভয়ের অনুভূতিজনিত দ্রুত হৃৎকম্পবোধক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গুরুচণ্ডালী Bengali definition গুরু
  • Bengali Word গুরুমুখী Bengali definition গুরমুখী
  • Bengali Word গুরুয়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গুরুয়া] (বিশেষণ) গুরু; ভারী; স্থূল (শরীর গুরুয়া তার অতি ভয়ঙ্কর-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুরু>}
  • Bengali Word গুর্খা Bengali definition [গুর্‌খা] (বিশেষ্য) পার্বত্য যোদ্ধা জাতিবিশেষ; নেপালি (এই গুর্খা আর তাদের ভায়রা ভাই ‘গাড়োয়াল’ এই দুটো জাতই ....যুদ্ধের সময় কি রকম ভীষণ হয়ে উঠে-(কাজী নজরুল ইসলাম))।