Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word গুণীপনা Bengali definition গুণ
  • Bengali Word গুণীভূত Bengali definition [গুনিভুতো] (বিশেষণ) গৌণ। গুণীভূত-ব্যঙ্গ (বিশেষ্য) (অল.) যে রচনায় ব্যঙ্গার্থ অপেক্ষা বাচ্যার্থের চমৎকারিত্ব অধিক। {গুণ+চ্বি+ভূত(√ভূ+ক্ত)}
  • Bengali Word গুণের ঘাট Bengali definition গুণ
  • Bengali Word গুণোপেত Bengali definition [গুনোপেতো] (বিশেষণ) গুণসম্পন্ন; গুণবান; গুণী; গুণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+উপেত; ৩ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word গুণোৎকর্ষ Bengali definition [গুনোত্‌কর্‌শো] (বিশেষ্য) ১ গুণের জন্য শ্রেষ্ঠতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ+উৎকর্ষ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word গুণ্ঠন Bengali definition [গুন্‌ঠন্‌] (বিশেষ্য) ১ ঘোমটা; অবগুণ্ঠন (মুখর মুখ আর বাচাল নয় লাজ-মুখে আজ যাচে গুণ্ঠন-(কাজী নজরুল ইসলাম))। ২ বেষ্টন; আবরণ; আচ্ছাদন। গুণ্ঠিত (বিশেষণ) ১ বেষ্টিত; আবৃত; আচ্ছাদিত। ২ গুটানো; সংকুচিত। গুণ্ঠিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অবগুণ্ঠিতা; গুণ্ঠনাবৃতা (সেই কুন্ঠিতা গুণ্ঠিতা তব চিরসঙ্গিনী-( কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ঠ্‌+অন(ল্যুট্‌), ত(ক্ত)}
  • Bengali Word গুণ্ডা Bengali definition [গুন্‌ডা] (বিশেষ্য) ১ বদমাশ; দুর্জন; দুর্বৃত্ত। ২ জবরদস্তিকারী। গুণ্ডামি, গুণ্ডামো (বিশেষ্য) গুণ্ডার বৃত্তি বা গুণ্ডার ন্যায় আচার ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুন্ড্‌+অ(ঘঞ্‌)+ (বাংলা) আ}
  • Bengali Word গুণ্ডিত Bengali definition [গুন্‌ডিতো] (বিশেষণ) ১ চূর্ণিত; চূর্ণীকৃত। ২ গুঁড়িমিশ্রিত; চূর্ণযুক্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ড্‌+ত(ক্ত)}
  • Bengali Word গুণ্য, গুণনীয় Bengali definition গুণন
  • Bengali Word গুদ Bengali definition [গুদ্‌] (বিশেষ্য) (অশিষ্ট) ১ গুহ্যদেশ; সমদ্বরা; পায়ু। ২ স্ত্রী-চিহ্ন; যোনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গু+দ; (তৎসম বা সংস্কৃত শব্দ) √গুদ্‌+অ(ক); (তৎসম বা সংস্কৃত শব্দ) √গুহ্‌>}
  • Bengali Word গুদাম Bengali definition [গুদাম্‌] (বিশেষ্য) ১ মালখানা; godown (মহাজন গুদাম খালি করে পাট বিক্রি করল)। ২ ভাঁড়ার। ৩ বদ্ধ আলোবাতাসহীন কামরা (ঘরটাকে গুদাম বানিয়েছে)। {(ইংরেজি) godown; (পর্তুগিজ) gudao}
  • Bengali Word গুদার, গুদারা ১ Bengali definition [গুদার্‌, গুদারা] (বিশেষ্য) খেয়াঘাট। {(ফারসি) গুদার্‌ }
  • Bengali Word গুদারা ২, গুজারা Bengali definition [গুদার, জারা] (বিশেষ্য) বড়ো খেয়া নৌকা; খেয়া নৌকা। {(ফারসি) গুদারাহ গুজারাহ }
  • Bengali Word গুন ১ Bengali definition [গুন্‌] (বিশেষ্য) ১ দড়ি; পাকানো মোটা সূত্র; রজ্জু; কাছি। ২ সুতা। ৩ নৌকা টানার সূত্র বিশেষ (সে তরীর দাঁড় বাহি, গুন টানি যাই-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ>}
  • Bengali Word গুন ২ Bengali definition [গুন্‌] (বিশেষ্য) চট বা সেলাই করা চটের থলি। গুনচট (বিশেষ্য) শণের সুতা দ্বারা প্রস্তুত মোটা চট বা চটের থলি (সোনা মুগের ডাল মোটা মোটা গুনচটের থলিতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গুনসুচ, গুনছুঁচ ( বিশেষ্য) চট সেলাই করার বড় সুচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গোণী; (ইংরেজি) gunny}
  • Bengali Word গুনকার, গুনগার Bengali definition গুনা১
  • Bengali Word গুনগুন, গুণগুণ Bengali definition [গুন্‌গুন্‌] (অব্যয়) মৃদু মধুর ধ্বনি; গুঞ্জন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word গুনতি, গুণতি, গনতি, গণতি Bengali definition [গুন্‌তি, গুণতি, গোণতি, গণতি] (বিশেষ্য) গণনা; সংখ্যা নিরূপণ। {(বাংলা) √গুন্‌((তৎসম বা সংস্কৃত শব্দ) √গণ্‌+তি}
  • Bengali Word গুনা ১, গুনাহ, গোনাহ Bengali definition [গুণা, গুনাহ, গোনাহ] (বিশেষ্য) ১ পাপ; অন্যায়। ২ অপরাধ; দোষ (মুমীন সবের গুণা করিমে ক্ষেমিব-সৈয়দ আলাওল)। গুনাখাতা (বিশেষ্য) দোষ (গুনাখাতা মোর ভুলে যেয়ো তুমি হে পরওয়ারদিগার-আজহারুল ইসলাম)। গুনাগার (বিশেষণ) ১ পাপী। ২ অপরাধী (নিদানে নৃপতি আগে হব গুণাগার- ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষ্য) ১ জরিমানা; অর্থ দণ্ড (টিকিট না কাটার দরুন কত গুণাগার দিতে হয়- অচিসে; বাবুদের কাছে তোকে গুণাকার না লাগিয়ে ছাড়বো না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত) ২ আক্কেল-সেলামি। গুনাগারি, গুনাগারী (বিশেষ্য) ১ জরিমানা; অর্থদণ্ড (গুনাগারী দেয় বণিকেরা নাকি-(কাজী নজরুল ইসলাম))। ২ আক্কেল-সেলামি। {(ফারসি) গুনাহ্‌ }
  • Bengali Word গুনা ২, গুনো Bengali definition [গুনা, গুনো] (বিশেষ্য) তার; ধাতুনির্মিত সুতা; ধাতুসূত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ>}
  • Bengali Word গুনাহ্‌ Bengali definition গুনা১
  • Bengali Word গুনিত Bengali definition [গুণিতো] (বিশেষণ) গুণন করা হয়েছে এমন; পূরিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্‌+ত(ক্ত)}
  • Bengali Word গুনিন, গুণিন Bengali definition [গুনন্‌] (বিশেষ্য) ওঝা; মন্ত্রতন্ত্রে বা তুকতাকে দক্ষ ব্যক্তি (প্রায়ই দেখা যায় গুণিনগণ ব্যাঘ্রের হাতেই মারা যায় -শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণিন>}
  • Bengali Word গুনো Bengali definition গুনা২
  • Bengali Word গুপত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গুপত] (বিশেষণ) গুপ্ত (গুপত বেদ করলেও প্রভু করতার-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ] )। গুপতে (বিশেষ্য) গোপনে (গুপতে গুমরি মরি মরি- চদা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুপ্ত>(স্বরাগমে কবিতায়) গুপত}
  • Bengali Word গুপীযন্ত্র Bengali definition গোপীযন্ত্র
  • Bengali Word গুপ্ত Bengali definition [গুপ্‌তো] (বিশেষণ) ১ গূঢ়; লু্ক্কায়িত। ২ লুকিয়ে বা গোপন রাখা হয়েছে এমন (গুপ্ত বৃত্তান্ত)। ৩ অপরিজ্ঞাত; অদৃশ্য। ৪ সংবৃত; আচ্ছাদিত। ৫ সংরক্ষিত; সম্যকভাবে রক্ষিত বা পালিত। □ (বিশেষ্য) উপাধি বিশেষ। গুপ্তা (স্ত্রীলিঙ্গ) (বিশেষণ) বি। গুপ্ত কথা (বিশেষ্য) ১ গোপনীয়, অপ্রকাশ্য বা অব্যক্ত কথা। ২ অপ্রকাশিত কাহিনী; অজ্ঞাত বৃত্তান্ত। গুপ্ত গতি (বিশেষ্য) গোপনে গমন; গুপ্তচর। গুপ্তচর (বিশেষ্য) ১ গোয়েন্দা। ২ গোপনে সংবাদ সংগ্রহকারী। গুপ্ততোয়া (বিশেষণ) অন্তঃসলিলা (উলসি ওঠে গুপ্ততোয়া সুপ্ত নদী সুড়ঙ্গে-সত্যেন্দ্রনাথ দত্ত)। গুপ্তধন (বিশেষ্য) লুকানো ধন; যে ধনের সন্ধান কেউ জানে না। গুপ্তবেশ (বিশেষ্য) ছদ্মবেশ। গুপ্তভোট, গুপ্তমত (বিশেষ্য ) ব্যালটে ভোট। গুপ্তমন্ত্র (বিশেষণ) যে মন্ত্রণা কেউ জানিতে পারে না। গুপ্ত রহস্য (বিশেষ্য) গোপনীয় বিষয়ে গূঢ় তত্ত্ব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্‌+ত(ক্ত)}
  • Bengali Word গুপ্তি Bengali definition [গুপ্‌তি] (বিশেষ্য) ১ ফাঁপা যষ্টির অভ্যন্তরে লুক্কায়িত সরু তরবারি; অস্ত্রবিশেষ (এক গুপ্তির আঘাতে করিয়াছে হত্যা এক মোস্লেম সৈনিকে-কায়কোবাদকোবাদ)। ২ গুপ্তভাবে রক্ষণ (মন্ত্রগুপ্তি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্‌+তি(ক্তি)}
  • Bengali Word গুফা, গুম্ফা Bengali definition [গুপা, গুম্‌ফা] (বিশেষ্য) পর্বতগুহা; পর্বত-কন্দর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুহা>}
  • Bengali Word গুবগুব Bengali definition [গুব্‌গুব্‌] (অব্যয়) পানিতে ডুব দেওয়ার বা (কলসি) ডোবানোর শব্দ। □ (বিশেষ্য) গোপীযন্ত্র। গুবগুবাগুব, গাবগুবাগুব (অব্যয়) গোপীযন্ত্র বাজানোর ফলে উত্থিত ধ্বনি। {ধ্বন্যাত্মক}