Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শয্যা Bengali definition [শোজ্‌জা] (বিশেষ্য) ১ বিছানা। ২ যার উপরে শোয়া হয় (ফুলশয্যা)। ৩ শয়ন; শোয়ার স্থান (শয্যাগৃহ)। শয্যাকণ্টক, শয্যাকণ্টকী (বিশেষ্য) যে রোগে শয্যা কন্টকতুল্য অসহ্য বোধ হয়। শয্যা করা (ক্রিয়া) বিছানা পাতা। শয্যাগত, শয্যাশায়ী(-য়িন্‌) (বিশেষণ) অত্যন্ত অসুস্থতাহেতু বিছানা থেকে উঠতে পারে না এমন। শয্যাগতা, শয্যাশায়িনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শয্যাগার, শয্যাগৃহ (বিশেষ্য) ঘুমানোর জন্য নির্দিষ্ট ঘর। শয্যাতল (বিশেষ্য) ১ বিছানার তলদেশ। ২ বিছানার উপরিভাগ (শয্যাতলে শয়নমাত্র নিদ্রাকর্ষন হইল)। শয্যাতুলুনি (বিশেষ্য) বরবধূর বাসর শয্যা তোলার জন্য বরের নিকট যে অর্থ আদায় করা হয়। শয্যা তোলা (বিশেষ্য) বরবধূর বাসরশয্যা তোলা নামক অনুষ্ঠান। শয্যা রচনা (বিশেষ্য) বিছানা পাতা। শয্যা নেওয়া (ক্রিয়া) শয্যাশায়ী হওয়া। শয্যা-সঙ্গিনী (বিশেষ্য) পত্নী; স্ত্রী; ভার্যা; বিছানায় সাথি হয় যে নারী। শয্যাসহচর (বিশেষ্য) শয্যাসঙ্গী; স্বামী। শয্যাসহচরী। শয্যাস্তরণ (বিশেষ্য) বিছানার চাদর। {(তৎসম বা সংস্কৃত) √শী+য(ক্যাপ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word শর ১ Bengali definition [শর্‌] (বিশেষ্য) তীর; বাণ; শায়ক। □ (বিশেষণ) এক জাতীয় তৃণ; নল-খাগড়া গাছ। শরক্ষেপ; শরক্ষেপণ; শরত্যাগ, শরনিক্ষেপ (বিশেষ্য) লক্ষ্য বিদ্ধ করার জন্য ধনুকে যোজনাপূর্বক বাণ ছোড়া; তীর ছোড়া। শরজাল (বিশেষ্য) ১ বাণসমূহ। ২ একসঙ্গে নিক্ষিপ্ত বহু বাণ। শরবন (বিশেষ্য) শর নামক তৃণপূর্ণ ভূমি। শরবর্ষণ (বিশেষ্য) ঘন ঘন বা একই সময়ে বহু বাণ নিক্ষেপ। শরবিদ্ধ (বিশেষণ) তীর দ্বারা বিদ্ধ। শরব্য (বিশেষ্য) তীরের লক্ষ্য। শরশয্যা (বিশেষ্য) ১ তীর দ্বারা প্রস্তুত শয্যা; শররচিত শয়ন স্থান (ভীষ্মের শরশয্যা)। ২ যুদ্ধক্ষেত্র (কেন না শুইনু আমি শরশয্যা ’পরি-মাইকেল মধূসূদন দত্ত)। শরসন্ধান (বিশেষ্য) ১ নিক্ষেপের উদ্দেশ্যে ধনুকে তীর স্থাপনা। ২ তীর ছোড়া। শরাহত (বিশেষণ) তীর বিদ্ধ হয়ে আহত। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অ(অপ্‌)}
  • Bengali Word শর ২ (বিরল), সর Bengali definition [শর্‌] (বিশেষ্য) ১ দধি দুগ্ধাদির সার ভাগ (দুধের মধ্যে শর নাইরে মাখন কেনে হইতে চাও-পূর্ববঙ্গ গীতিকা)। ২ দুগ্ধাদির উপরে যে ঘন ও নরম আবরণ পড়ে। {(তৎসম বা সংস্কৃত) √শৃ……+অ(অচ্‌)>শর; (তৎসম বা সংস্কৃত) √সৃ+অ(অচ্‌)=সর}
  • Bengali Word শরচ্চন্দ্র Bengali definition [শরোচ্‌চন্‌দ্রো] (বিশেষ্য) শরৎ কালের চাঁদ। {(তৎসম বা সংস্কৃত) শরৎ+চন্দ্র; সংস্কৃতে সমাসের নিয়ম অনুযায়ী শব্দটির চেহারা এ-রশিদ করিমম। তবে শ্রুতিমাধুর্য সৃষ্টি ও প্রাঞ্জলতার যুক্তিতে বাংলা ভাষায় এটি সন্ধিবিহীন “শরৎচন্দ্র” রূপে বহুল প্রচলিত}
  • Bengali Word শরণ Bengali definition [শরোন্‌] (বিশেষ্য) ১ আশ্রয়দাতা; রক্ষাকর্তা; রক্ষক (দীনশরণ; শরণ পালন কর হয়ে কৃপান্বিত-কালীপ্রসন্ন সিংহ)। ২ আশ্রয়; আশ্রয় স্থান রক্ষন (তাপহরণ তোমার চরণ অসীম শরণ দীনজনার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গৃহ। শরণাগত, শরণাপন্ন, শরণার্থী(-থিন্‌) (বিশেষণ) আশ্রয়ের জন্য আবেদন করে এমন; আশ্রয়প্রার্থী; refugee (আরেক জন মর্যাদাসম্পন্ন শরণার্থী....হোসেন সাহেবের নিকট আশ্রয় নেন-মুঃ আবদুর রাজ্জাক)। শরণাগতা, শরণাপন্ন, শরণার্থিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শরণ্য (বিশেষ্য) রক্ষাকর্তা; রক্ষক। □ (বিশেষণ) রক্ষণসমর্থ; রক্ষণীয়; আশ্রয় প্রাপ্তির স্থান (সম্রাটদুহিতার পক্ষে প্রেমের আবশ্যক নাই, সুখই একমাত্র শরণ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। শরণ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রক্ষাকর্ত্রী; রক্ষণসমর্থা; রক্ষণীয়া। □ (বিশেষ্য) হিন্দু দেবী দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অন(অনট্‌)}
  • Bengali Word শরণি, শরণী, সরণি, সরণী Bengali definition [শরোনি] (বিশেষ্য) ১ পথ; রাস্তা। ২ শ্রেণি; সারি। ৩ রীতি; প্রণালি (শৃঙ্খলে বাজে তব সম্বোধনী করায় কারায় জাগে তব শরণি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অনি}
  • Bengali Word শরণ্য, শরণ্যা Bengali definition ⇒ শরণ
  • Bengali Word শরদ, সরদ Bengali definition [শরোদ্‌] (বিশেষ্য) বীণাযন্ত্রবিশেষ; সরোদ। {(ফারসি) সরোদ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) √শৃ+অদ্‌}
  • Bengali Word শরদিন্দু Bengali definition [শরোদিন্‌দু] (বিশেষ্য) শরৎকালের চাঁদ যা অতিশয় সুন্দর ও উজ্জ্বল; শরৎশশী। শরদিন্দু-নিভাননা (বিশেষণ) শরৎকালের চাঁদের মতো দীপ্ত ও মনোহর মুখমণ্ডলবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) শরদ্‌+ইন্দু}
  • Bengali Word শরবত, শরবৎ, সরবত, সরবৎ Bengali definition [শর্‌বত্‌] (বিশেষ্য) ১ মিষ্ট শীতল পানীয়। ২ চিনি মিছরি ফলের রস ইত্যাদি সমন্বয়ে তৈরি ঠাণ্ডা পানীয়। শরবতি, সরবতি (বিশেষ্য) এক প্রকার বড় লেবু। {(আরবি) শরবত্‌}
  • Bengali Word শরভ Bengali definition [শরোভ্‌] (বিশেষ্য) ১ এক জাতীয় মৃগ। ২ সিংহ অপেক্ষা বলবান প্রাচীন কালের আট পাবিশিষ্ট জন্তু (শরভে শরভে মারে ঢুসাইয়া মুণ্ডে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৩ উষ্ট্র। ৪ হস্তিশাবক। ৫ পতঙ্গবিশেষ। ৬ বানরবিশেষ। ৭ শলভ। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+অভ(অভচ্‌)}
  • Bengali Word শরম Bengali definition [শরোম্‌] (বিশেষ্য) লজ্জা (শরমে সরমা সই মরিলা-মাইকেল মধূসূদন দত্ত)। শরমানো (ক্রিয়া) লজ্জা পাওয়া। শরামার্ত (বিশেষণ) লজ্জিত (ও শরমার্ত অরূপ আনন দেখেছি কোথায় হে বিদেশিনী-সুধীণ্দ্রনাথ দত্ত)। শরমিন্দা, শরমেন্দা (বিশেষণ) লজ্জিত (নিতান্ত শরমিন্দা হইলাম-আবুল মনসুর আহমদ)। শরমের ফাঁসি (বিশেষ্য) লজ্জার ডোর (জলদ গরজে যবে ময়ূরী নাচে সে রবে আমি কেন না কাটিব শরমের ফাঁসি-মাইকেল মধূসূদন দত্ত)। লজ্জাশরম (বিশেষ্য) লাজুকতা ও সংকোচ। {(ফারসি) শর্‌ম্‌}
  • Bengali Word শরা ১, সরা Bengali definition [শরা] (বিশেষ্য) মৃত্তিকানির্মিত পাত্রবিশেষ; হাঁড়ি; কলসীর ঢাকনিরূপে ব্যবহৃত মাটির তৈরি পাত্র। {(তৎসম বা সংস্কৃত) শরাব, সরাব> (প্রাকৃত)শরাঅ}
  • Bengali Word শরা ২ Bengali definition [শরা] (বিশেষ্য) ইসলামি বিধানাবলি। শরার কাজি (বিশেষ্য) ইসলামের বিধান অনুযায়ী যিনি বিচার করেন। শরা-শরিয়ত (বিশেষ্য) ইসলামি কানুন; ইসলাম প্রদত্ত জীবনবিধান (শরা-শরিয়তের ব্যাপারে উপদেশ দেওয়ার জন্য-কাজী আবদুল মান্নান)। {(আরবি) শরা; শরীআত}
  • Bengali Word শরাফত, শরাফৎ, সরাফত Bengali definition [শরাফত্‌] (বিশেষ্য) ১ ভদ্রতা; ভদ্র আচরণ; শরিফের ভাব ও আচরণ (শরাফৎ ও সৌজন্যের প্রতিমূর্তি-ছদরুদ্দীন)। ২ আভিজাত্য। শরাফতি, সরাফতি (বিশেষ্য) ভদ্রতা; সৌজন্য (বেল্লিক তুমি সরাফতি বোঝ না লোকের-অদ্ভুতাচার্য (১৬ শ শতক))। {(আরবি) শরাফত}
  • Bengali Word শরাব ১ Bengali definition [শরাব্‌] (বিশেষ্য) মাটির সরা; ঢাকনি। {(তৎসম বা সংস্কৃত) শর+√অব্‌+অ(অণ্‌)}
  • Bengali Word শরাব ২, সরাব, শরাপ, সরাপ Bengali definition [শরাব্‌, সরাব, শরাপ, সরাপ] (বিশেষ্য) ১ মদ্য; সুরা (খোদার প্রেমের শরাপ পিয়ে বেহুস হয়ে রই পড়ে-কাজী নজরুল ইসলাম)। ২ সুস্বাদু পানীয়; শরবত (সরাব-সাকির গুলিস্তায় আয় বেহেস্তে কে যাবি আয়-কাজী নজরুল ইসলাম)। শরাবখানা (বিশেষ্য) শুঁড়িখানা; মদের দোকান। শরাবন-তহুরা (বিশেষ্য) পবিত্র পানীয়; বেহেস্তে যে পানীয় পান করতে দেওয়া হবে (কণ্ঠ তরিয়া কোরোছিস পান শরাবন তহুরায়-শাহাদাত হোসেন; বেহেস্তের শরাবন তহুরার মিষ্টতা-আবুল মনসুর আহমদ)। শরা(বিশেষ্য), শারা(বিশেষ্য), শরাবখোর (বিশেষ্য) ১ যে মদ্য পান করে; মদ্যপায়ী। ২ মাতাল। শরাব-সুরাহী পড়ে আছে জীর্ণ পান্থশালে-জাহানারা আরজু)। {(আরবি) শরাব্‌}
  • Bengali Word শরাসন Bengali definition [শরাশোন্‌] (বিশেষ্য) ধনু; ধনুক; কার্মুক; কোদণ্ড। {(তৎসম বা সংস্কৃত) শর+আসন}
  • Bengali Word শরিক Bengali definition ⇒ শরীক
  • Bengali Word শরিক, শরীক Bengali definition [শোরিক্‌] (বিশেষ্য) ভাগীদার; অংশী; অংশ আছে যার (ওপরে অন্যতম শরিক রাম বাঁড়ুয্যের বাড়ি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। শরিক হওয়া (ক্রিয়া) অংশগ্রহণ করা (মেহেরবানি করে শরিক হলে খুশি হবো)। শরিকান, শরীকান (বিশেষ্য) একাধিক ভাগীদার। শরিকানা, শরীকানা (বিশেষ্য) শরিকের প্রাপ্য অংশ। শরিকানি, শরিকি, শরিকানী, শরীকী (বিশেষণ) এজমালি; অনেকের অংশ আছে এমন; বহু ভাগীদার। {(আরবি) শরীক}
  • Bengali Word শরিফ, শরীফ Bengali definition [শোরিফ্‌] (বিশেষণ) ভদ্র; মহানুভব; প্রফুল্ল; আনন্দিত; উদার; উচ্চমনা; অভিজাত; পবিত্র; শ্রেষ্ঠ। □ (বিশেষ্য) মক্কার শাসনকর্তার উপাধি। মক্কাশরিফ (বিশেষ্য) পবিত্র মক্কা। {(আরবি) শরীফ}
  • Bengali Word শরিফা Bengali definition [শোরিফা] (বিশেষ্য) আতাফল। {(আরবি) শরীফ}
  • Bengali Word শরিয়ত Bengali definition ⇒ শরিয়ত
  • Bengali Word শরিয়ত, শরিয়ৎ, সরিয়ত, সরিয়ৎ Bengali definition [শোরিয়ত্‌] (বিশেষ্য) ১ ইসলামের বিধি-বিধান (ঈমান একটা শক্তি এবং শরিয়ত উহার ফল-সৈয়দ আলী আহসান)। ২ ধর্মাচার ও ধর্মীয় আইন-কানুন। শরিয়তি, শরীয়তী (বিশেষণ) ১ ধর্মীয় শরিয়ত সম্পর্কীয়। ২ শরিয়ত মানে এমন; শরিয়ত অনুসারে চলে এমন। {(আরবি) শরীয়ত}
  • Bengali Word শরীর Bengali definition [শোরির্‌] (বিশেষ্য) দেহ; বিগ্রহ; কলেবর; কায় (কালামাটির কালাতে ভাই শরীর হইলো কালা-মানিক রাজার গান)। শরীরগত (বিশেষণ) ১ শারীরিক; দেহসম্পকীয়; দেহস্থ। ২ দেহের অভ্যন্তরস্থ। শরীর গতিক (বিশেষ্য) দেহের অবস্থা (শরীর গতিক বেশি ভালো না)। শরীরজ (বিশেষণ) ১ দেহ থেকে উৎপন্ন; দেহজাত। ২ আত্মজ। □ (বিশেষ্য) রোগ। শরীরপাত (বিশেষণ) দেহক্ষয়। শরীরী(-রিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) দেহ আছে যার; দেহধারী; দেহবিশিষ্ট; দেহী। □ (বিশেষ্য) ১ প্রাণী; জীব। ২ মানুষ। ৩ জীবাত্মা। শরীরিণী (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শারীর (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+ঈর(ঈরচ্‌)}
  • Bengali Word শর্করা Bengali definition [শর্‌করা] (বিশেষ্য) ১ চিনি। ২ কঙ্কর; কাঁকর। ৩ দানা। ৪ রোগবিশেষ; পাথরি। শর্করাবৎ (বিশেষণ) দানাওয়ালা; দানাযুক্ত; দানাদার। {(তৎসম বা সংস্কৃত) √শৃ+কর+আ(টাপ্‌)}
  • Bengali Word শর্কি, শর্কী Bengali definition [শোর্‌কি] (বিশেষ্য) পূর্ব দেশীয় (শকী সৈয়দ সুলতানদের স্মরণ সাধন জড়োয়া তাজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) শরকী}
  • Bengali Word শর্ট-সাইট Bengali definition [শর্‌ট্‌সাইট্‌] (বিশেষ্য) দূরে সুস্পষ্ট দেখে না এমন দৃষ্টিশক্তি। শর্ট সাইটেড (বিশেষণ) ১ দূর-দৃষ্টিশক্তির অভাবযুক্ত। ২ (আলঙ্কারিক) দূরদৃষ্টিহীন; অপরিণামদর্শী। {(ইংরেজি) short-sight}
  • Bengali Word শর্ত, সর্ত Bengali definition [শর্‌তো] (বিশেষ্য) চুক্তির নিয়ম বা ধারা; কড়ার; নিয়ম; যে সমস্ত নিয়মে চুক্তি নির্ধারিত হয়। {(আরবি) শরত}
  • Bengali Word শর্তা Bengali definition [শর্‌তা] (বিশেষ্য) সুপারি কাটার যন্ত্র; যাঁতি; কাটারি; যা সুপারি কাটার কাজে ব্যবহৃত হয় (সুপারি কাটার শর্তার আওয়াজ বন্ধ করিয়া তিনি বলিলেন-আবুল মনসুর আহমদ)। {(হিন্দি) সরওতা}