Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word শ্রমী(-মিন্‌) Bengali definition [স্রোমি] (বিশেষণ) পরিশ্রম করে জীবিকার্জন করে এমন; পরিশ্রমী; মেহনতি; শ্রমশীল। শ্রমিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) শ্রম+ইন(ঘিনুণ্‌)}
  • Bengali Word শ্রমোপজীবী (-বিন্‌) Bengali definition [স্রোমোপোজিবি] (বিশেষণ) পরিশ্রম দ্বারা জীবিকা নির্বাহকারী; শ্রমী; মেহনতি। {(তৎসম বা সংস্কৃত) শ্রম+উপ+জীবী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word শ্রাদ্ধ Bengali definition [স্রাদ্‌ধো] (বিশেষ্য) ১ হিন্দুধর্ম মতে মৃতের আত্মার কল্যাণ-কামনায় পিণ্ডদানাদি অনুষ্ঠান। ২ মৃতের উদ্দেশে শ্রদ্ধাপূর্বক অন্নাদি দান। ৩ (ব্যঙ্গার্থ) অপব্যয়; অপচয়; অপরিমিত ব্যয় (টাকাপয়সার শ্রাদ্ধ)। ৪ নিদারুণ ক্ষতি বা ধ্বংস (সে তার শ্রাদ্ধ করে ছাড়ল)। ৫ অব্যবস্থাজনিত শৃঙ্খলাশূন্য; বিসদৃশ বা অবাঞ্ছিত ব্যাপার সৃষ্টি (শ্রাদ্ধ গড়ানো)। শ্রাদ্ধ খাওয়া (ক্রিয়া) মৃত ব্যক্তির শ্রাদ্ধ উপলক্ষে নিমন্ত্রিত হয়ে আহার করা। (তুলনীয়) (মুসলমানদের) ফয়তা খাওয়া; চল্লিশা বা চেহলাম খাওয়া। শ্রাদ্ধ গড়ানো (ক্রিয়া) বিসদৃশ বিশৃঙ্খল ও অবাঞ্ছিত ব্যাপার ঘটা। শ্রাদ্ধশান্তি (বিশেষ্য) মৃতের আত্মার উপকারার্থ হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান। শ্রাদ্ধিক (বিশেষণ) শ্রাদ্ধ সম্পর্কিত। □ (বিশেষ্য) শ্রাদ্ধে দেয় বস্তু। শ্রাদ্ধীয় (বিশেষণ) শ্রাদ্ধসম্বন্ধীয়। ভূতের বাপের শ্রাদ্ধ (বিশেষ্য) বিশৃঙ্খলা ব্যাপার; বৃথা কার্যে অর্থ অপচয়। {(তৎসম বা সংস্কৃত) শ্রদ্ধা+অ(অণ)}
  • Bengali Word শ্রান্ত Bengali definition [স্রান্‌তো] (বিশেষ্য) শ্রমযুক্ত; কর্মক্লান্ত; অবসন্ন। □ (বিশেষণ) বিরত; নিবৃত্ত; শান্ত। শান্তি (বিশেষ্য) ১ পরিশ্রম করার ফলে শারীরিক ক্লান্তি ও অবসাদ। ২ পরিশ্রমজাত ক্লান্তি; অতিরিক্ত পরিশ্রমের ফলে কর্মে মন্থরতা বা কর্মনিবৃত্তি। ৩ বিশ্রাম; বিরাম। শ্রান্তিহীন (বিশেষণ) ১ পরিশ্রমে ক্লান্তিশূন্য। ২ বিরামহীন; অবিশ্রাম। {(তৎসম বা সংস্কৃত) √শ্রম্‌+ত(ক্ত)}
  • Bengali Word শ্রাবক Bengali definition [স্রাবোক্‌] (বিশেষ্য) ১ যে শোনে; শ্রোতা; শ্রবণকারী। ২ বুদ্ধশিষ্য; গৌতম বুদ্ধের অনুসারী (তোমার মতে....শ্রাবকরা সব অল্পবুদ্ধিসম্পন্ন কেমন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word শ্রাবণ ১ Bengali definition [স্রাবোণ্‌] (বিশেষ্য) বাংলা সনের চতুর্থ মাস; শ্রবণা নক্ষত্রে পূর্ণিমার চাঁদ ওঠে যে মাসে। □ (বিশেষণ) শ্রবণা নক্ষত্র সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) শ্রবণা+অ(অণ্‌)}
  • Bengali Word শ্রাবণ ২ Bengali definition [স্রাবোন্‌] (বিশেষণ) শ্রবণেন্দ্রিয়জনিত বা গ্রাহ্য; কর্ণেন্দ্রিয়সম্পর্কিত (শ্রাবণজ্ঞান)। {(তৎসম বা সংস্কৃত) শ্রবণ+অ(অণ্‌)}
  • Bengali Word শ্রাবিত Bengali definition [স্রাবিতো] (বিশেষণ) গুনানো হয়েছে এমন; শ্রবণ করানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word শ্রিত Bengali definition ⇒ শ্রয়
  • Bengali Word শ্রী Bengali definition [স্রি] (বিশেষ্য) ১ ঐশ্বর্য; সম্পদ; সৌন্দর্য; লাবণ্য; শোভা (দেহশ্রী, মুখশ্রী)। ২ চেহারা; আকৃতি; রূপ (শ্রী ফিরে যারে জাতির-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ঢং; ভঙ্গি; রূপ (কথার শ্রী)। ৪ হিন্দুদেবী লক্ষ্ণী। ৫ হিন্দুদেবী সরস্বতী। ৬ বেশবিন্যাস (শ্রীছাঁদ)। ৭ শ্রদ্ধাসূচক শব্দবিশেষ (শ্রীরাম)। ৮ জীবিত হিন্দু পুরুষের নামের পূর্বে ব্যবহৃত শব্দবিশেষ। ৯ (সন্‌) রাগিণীবিশেষ। শ্রীকণ্ঠ (বিশেষ্য) হিন্দুদেবতা শিব। শ্রীকরণ (বিশেষ্য) লেখনী; কলম। শ্রীকান্ত, শ্যীনাথ, শ্রীপতি (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণু। ২ সুন্দর কান্তিযুক্ত। শ্রীকৃষ্ণ (বিশেষ্য) মহাভারত-বর্ণিত অবতার পুরুষ। শ্রীক্ষেত্র (বিশেষ্য) পুরীধাম। শ্রীখণ্ড (বিশেষ্য) চন্দনকাঠ। শ্রীখণ্ডী (বিশেষ্য) ১ হিন্দুদের শুভকর্মে পরিহিত বস্ত্র। ২ হিন্দুদের বিয়ের পিঁড়ি। ৩ বৈষ্ণব সম্প্রদায়বিশেষ। শ্রীঘর (ব্যঙ্গার্থ) জেলখানা বা কারাগার। শ্রীঘরে যাওয়া (ক্রিয়া) জেলে যাওয়া। শ্রীচরণ, শ্রীচরণকমল (বিশেষ্য) পূজা বা শ্রদ্ধেয় ব্যক্তিদের চরণ। শ্রীচরণকমলেষু, শ্রীচরণেষু (বিশেষ্য) গুরুজনের নিকট লেখা পত্রের প্রারম্ভিক পাঠ (প্রধানত হিন্দু রীতির)। শ্রীপতি, শ্রীনিবাস (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। শ্রীপঞ্চমী (বিশেষ্য) হিন্দুদের সরস্বতী পূজার তিথি; মাঘ মাসের শুক্লাপঞ্চমী। শ্রীপদ, শ্রীপদপঙ্কজ, শ্রী-পদপল্লব, শ্রীপাদপদ্ম (বিশেষ্য) শ্রীচরণ। ⇒ শ্রীচরণ। শ্রীপর্ণ (বিশেষ্য) পদ্ম; কমল। শ্রীফল (বিশেষ্য) বেল। শ্রীবৎস (বিশেষ্য) ১ হিন্দুদেবতা বিষ্ণু। ২ বিষ্ণুর বক্ষঃস্থলস্থ দক্ষিণাবর্ত লোমাবলি। ৩ পুরাণোক্ত একজন রাজা। শ্রীবৎসলাঞ্ছন (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। শ্রীবৃদ্ধি (বিশেষ্য) ১ উন্নতি। ২ সমৃদ্ধি। শ্রীভ্রষ্ট (বিশেষণ) ১ বিনষ্টসম্পদ; সৌন্দর্যহীন। ২ লক্ষ্মীছাড়া; হতভাগ্য। শ্রীমৎ (বিশেষ্য) ১ সম্পদশালী; মহিমময়। ২ হিন্দু সাধু সন্ন্যাসী ও পবিত্র গ্রন্থাদির নামের পূর্বে ব্যবহৃত; ভক্তি বা সম্মানসূচক শব্দ (শ্রীমৎ-ভগবৎ-গীতা=শ্রীমদ্ভগবদ্গীতা)। শ্রীমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রীমতী (বিশেষণ) ১ ভাগ্যবতী। ২ সুন্দরী; সৌন্দর্যময়ী যুবতী। ৩ রাধিকা। শ্রীমান (বিশেষণ) সুন্দর; কান্তিযুক্ত; ভাগ্যবান পুত্র বা পুত্রস্থানীয়কে এ রকম সম্বোধন (হিন্দু সমাজে আশীর্বাদের যোগ্য পাত্রের নামের পূর্বে ব্যবহৃত)। শ্রীমন্ত (বিশেষণ) ভাগ্যবান; ঐশ্বর্যবান। শ্রীমুখ (বিশেষ্য) সুন্দর বা সৌন্দর্যময় মুখ; পবিত্র মুখ। শ্রীযুক্ত, শ্রীযুত, শ্রীল (বিশেষণ) ১ মহাশয়; মহোদয়। ২ সম্পদশালী; ঐশ্বর্যবান; ভাগ্যবান। ৩ গণ্যমান্য বা শ্রদ্ধেয় ব্যক্তির নামের পূর্বে হিন্দুসমাজে ব্যবহৃত শব্দ। শ্রীযুক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রীসম্পাদক (বিশেষ্য) যা সৌন্দর্য সাধন করে; সৌন্দর্যসাধক; শোভাবর্ধক। শ্রীহীন (বিশেষণ) শোভাসৌন্দর্যশূন্য; ভাগ্যহীন। {(তৎসম বা সংস্কৃত) √শ্রী+ক্বিপ্‌}
  • Bengali Word শ্রুত Bengali definition [স্রুতো] (বিশেষণ) ১ শ্রবণ করা হয়েছে এমন (কাহিনী ইহার সবার শ্রুত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আকর্ণিত। ৩ খ্যাত; প্রসিদ্ধ (শ্রুতকীর্তি)। শ্রুতকীর্তি (বিশেষণ) সুবিখ্যাত। □ (বিশেষ্য) রামের ভাই শত্রুঘ্নের স্ত্রী। শ্রুতলিপি (বিশেষ্য) অন্যের মুখে শুনে যা লেখা হয়; শ্রুতলিখন (শ্রুতলিপির সময়ে নেমে আসার অনুমতি হত-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+ত(ক্ত)}
  • Bengali Word শ্রুতি Bengali definition [স্রুতি] (বিশেষ্য) ১ শ্রবণ; শোনা (শ্রুতিপথ)। ২ কর্ণ; কান। ৩ শোনা কথা; গুজব (জনশ্রুতি)। ৪ বেদ। ৫ (সন্‌) দুই স্বরের মধ্যবর্তী সূক্ষ্ম স্বরাংশসমূহ। শ্রুতি-কটু, শ্রুতিকঠোর (বিশেষণ) ১ শুনতে খারাপ লাগে এমন; কর্কশ। ২ লালিত্যহীন। শ্রুতিগম্য, শ্রুতিগোচর (বিশেষণ) ১ শোনা যায় এমন; শোনা যেতে পারে এমন; কর্ণগোচর। ২ শ্রুত (যদি শ্রুতগোচর না হতো তর জন্যও কটু কথা শুনতে হতো-রখাঁ)। শ্রুতিধর (বিশেষণ) শোনামাত্র স্মরণ রাখা; যে একবার শুনেই স্মৃতিতে ধরে রাখতে পারে। শ্রুতিপথ (বিশেষ্য) শ্রবণ করার পথ; কর্ণকুহর; কর্ণবিবর; কানের ছিদ্র। শ্রুতিফল (বিশেষ্য) ১ শোনার ফল বা গুণ; ফলশ্রুতি। ২ শোনার প্রতিক্রিয়া। শ্রুতিবেধ (বিশেষ্য) কান বিঁধানো সংস্কার। শ্রুতিমধুর (বিশেষণ) শুনতে মধুর এমন; শ্রুতিসুখকর। শ্রুতিমূল (বিশেষ্য) ১ কর্ণমূল; কানের গোড়া। ২ যজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+তি(ক্তি)}
  • Bengali Word শ্রুয়মাণ Bengali definition [স্রুয়োমান্‌] (বিশেষণ) শোনা যাচ্ছে এমন; শ্রবণ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+মান(শানচ্‌)}
  • Bengali Word শ্রেণি, শ্রেণী Bengali definition [স্রেনি] (বিশেষ্য) ১ সারি; পঙ্‌ক্তি (পিপীলিকা শ্রেণি)। ২ সম্প্রদায়; সমাজ; একই ধর্ম গুণ বা বৃত্তি অবলম্বনকারী লোক (শ্রমিক শ্রেণি)। ৩ দল; পাল; যূথ; সর্বদা একত্র অবস্থান করে যারা (হস্তিশ্রেণি)। ৪ বিভাগ; ক্লাস; গুণানুযায়ী স্থান (দ্বিতীয় শ্রেণি)। শ্রেণিবদ্ধ (বিশেষণ) সারি বাঁধা। শ্রেণিবিন্যাস (বিশেষ্য) বিভিন্ন শ্রেণিতে সাজানো। শ্রেণিভুক্ত (বিশেষণ) নির্দিষ্ট দলের বা সঙ্ঘের অন্তর্ভুক্ত; দলভুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √শ্রি+ণি(ঈ), ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word শ্রেনিসংগ্রাম, শ্রেণীসংগ্রাম Bengali definition [স্রেনিশঙ্‌গ্রাম্‌] (বিশেষ্য) অধিকার বা প্রাধান্য প্রতিষ্ঠার জন্য সমাজের বিভিন্ন শ্রেণির মধ্যে বিবোধ। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি/শ্রেণী+সংগ্রাম}
  • Bengali Word শ্রেষ্ঠ Bengali definition [স্রেশ্‌ঠো] (বিশেষণ) অতি উৎকৃষ্ট; উত্তম; প্রধানতম; সর্বপ্রধান। শ্রেষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রেষ্ঠতর (অশুদ্ধ) (বিশেষণ) উত্তমতর; উৎকৃষ্টতর। শ্রেষ্ঠতরা (স্ত্রীলিঙ্গ)। শ্রেষ্ঠতম (অশুদ্ধ) (বিশেষণ) উৎকৃষ্টতম; সর্বোত্তম। শ্রেষ্ঠতমা (স্ত্রীলিঙ্গ)। শ্রেষ্ঠতা, শ্রেষ্ঠত্ব (বিশেষ্য) প্রাধান্য; উৎকর্ষ। {(তৎসম বা সংস্কৃত) প্রশস্য+ইষ্ঠ(ইষ্ঠন্‌)}
  • Bengali Word শ্রেষ্ঠী(-ষ্ঠিন্‌) Bengali definition [স্রেশ্‌ঠি] (বিশেষ্য) ১ ব্যবসায়ী; বণিক; শেঠ। ২ মহাধনী ব্যক্তি; ধনী সওদাগর (সে বাগদাদের এক শ্রেষ্ঠীর মেয়ে-মুহাম্মদ আবদুল হাই)। {(তৎসম বা সংস্কৃত) শ্রেষ্ঠ+ইন্‌(ইনি)}
  • Bengali Word শ্রৌত Bengali definition [স্রোউতো] (বিশেষণ) শ্রুতি অর্থাৎ বেদ দ্বারা নির্দিষ্ট; বেদানুসারী; বেদ-স্বীকৃত। {(তৎসম বা সংস্কৃত) শ্রুতি+অ(অণ্‌)}
  • Bengali Word শ্রেঢ়ী Bengali definition [স্রেঢ়ি] (বিশেষ্য) (গণিত.) পরস্পর সমান্তর বা সমগুণ সংখ্যাসমূহের বিন্যাস; progression (তার শ্রেঢ়ী অখণ্ড থেকে খণ্ডে শৃঙ্খলা থেকে সংঘাতে-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্রেণি>}
  • Bengali Word শ্রেয়, শ্রেয়ঃ (-য়স্‌) Bengali definition [স্রেয়ো, স্রেয়োহ্‌] (বিশেষ্য) ১ মঙ্গল; কল্যাণ; হিত; শুভ। ২ ধর্ম; মুক্তি। □ (বিশেষণ) ১ হিতকর; মঙ্গলজনক; কল্যাণকর। ২ প্রশস্ত; প্রশংসনীয়; শ্রেষ্ঠ। শ্রেয়কল্প (বিশেষণ) শুভাস্বরূপ; শ্রেষ্ঠতুল্য। শ্রেয়োবোধ (বিশেষ্য) কল্যাণ-বোধ; মঙ্গল-চেতনা; হিতাকাঙ্ক্ষা। শ্রেয়স্কর (বিশেষণ) হিতকর; কল্যাণজনক। শ্রেয়স্করী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শ্রেয়ান (বিশেষণ) ১ হিতকর; মঙ্গলজনক। ২ শ্রেষ্ঠ; সর্বোৎকৃষ্ট; প্রশস্ত। শ্রেয়সী (বিশেষণ) ১ শুভযুক্তা; শুভদা। ২ হরিতকী। শ্রেয়োলাভ (বিশেষ্য) কল্যাণ প্রাপ্তি। {(তৎসম বা সংস্কৃত) প্রশস্য+ঈয়স(ঈয়সুন্‌)}
  • Bengali Word শ্রোণি, শ্রোণী Bengali definition [শ্রোণি] (বিশেষ্য) নিতম্ব; পাছা; কটিদেশ। শ্রোণিদেশ (বিশেষ্য) নিতম্বদেশ (শ্রোণিদেশে ভাতিল মেখলা-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শ্রোণ+ই(ইন্‌), ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word শ্রোতব্য Bengali definition [স্রোতোব্‌বো] (বিশেষণ) শোনা যায় এমন; শ্রবণযোগ্য; শ্রবণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+তব্য}
  • Bengali Word শ্রোতা (-তৃ) Bengali definition [স্রোতা] (বিশেষ্য), (বিশেষণ) যে শ্রবণ করে; শ্রবণকারী। শ্রোত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। শ্রোতৃবর্গ, শ্রোতৃমণ্ডলী (বিশেষ্য) যারা বক্তৃতাদি শ্রবণ করে; audience। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word শ্রোত্র Bengali definition [স্রোত্‌ত্রো (বিশেষ্য) ১ শ্রবণেন্দ্রিয়; কর্ণ; কান। ২ বেদ; শ্রুতি। {(তৎসম বা সংস্কৃত) √শ্রু+ত্র(ত্রন্‌)}
  • Bengali Word শ্রোত্রিয় Bengali definition [স্রোত্‌ত্রিয়ো] (বিশেষ্য) ১ বেদজ্ঞ ব্রাহ্মণ। ২ অকুলীন বা কৌলীন্যহীন ব্রাহ্মণ। {(তৎসম বা সংস্কৃত) শ্রোত্র+ইয়(ঘ)}
  • Bengali Word শ্রয়, শ্রয়ণ Bengali definition [স্রোয়ো, স্রোয়োন্‌] (বিশেষ্য) আশ্রয়; অবলম্বন; সহায়; নির্ভর। শ্রিত (বিশেষণ) আশ্রয় বা সহায়রূপে গ্রহণ করা হয়েছে এমন; অবলম্বিত। {(তৎসম বা সংস্কৃত) √শ্রি+অ, অন(ল্যুট্‌)}
  • Bengali Word শ্লথ Bengali definition [স্লোথো] (বিশেষণ) ১ শিথিল; অদৃঢ়; ঢিলা (শ্লথ পায়ে বারে বারে চলে যেতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ দীর্ঘসূত্রী; বিলম্বে কাজ করে এমন (সে কাজে বড় শ্লথ)। ৩ মন্থর; ধীর; বিলম্বে কাজ করতে অভ্যস্ত (শ্লথ পায়ে চলি)। ৪ আলুথালু; এলোমেলো; বিশৃঙ্খল; বিস্রস্ত। শ্লথবদ্ধ (বিশেষণ) শিথিলভাবে গ্রথিত (শ্লথবদ্ধ কাহিনী)। {(তৎসম বা সংস্কৃত) √শ্লথ্‌+অ(র্তৃ)}
  • Bengali Word শ্লাঘা Bengali definition [স্লাঘা] (বিশেষ্য) আত্মপ্রশংসা; গৌবর (আমার প্রাণদণ্ড হয় তাহাতে আমি কাতর নহি বরং শ্লাঘা জ্ঞান করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শ্লাঘ্য, শ্লাঘনীয় (বিশেষণ) ১ প্রশংসার্হ; প্রশংসা-জনক। ২ বাঞ্ছিত; ঈপ্সিত; স্পৃহণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শ্লাঘ্‌+অ+ আ(টাপ্‌)}
  • Bengali Word শ্লিপ, স্লিপ Bengali definition [স্লিপ্‌] (বিশেষ্য) চিরকুট; চিট; রোকা (চাকর নির্মলার মার শ্লিপ লইয়া ডাক্তারখানায় ছুটিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) slip}
  • Bengali Word শ্লিষ্ট Bengali definition [শ্লিশ্‌টো] (বিশেষণ) ১ সংযুক্ত; যুক্ত; জড়িত; একত্রে মিলিত। ২ আলিঙ্গিন; আলিঙ্গনে আবদ্ধ; শ্লেষালঙ্কারযুক্ত; দুই প্রকার অর্থবাচক; একাধিক অর্থবোধক। {(তৎসম বা সংস্কৃত) √শ্লিষ্‌+ত(ক্ত)}