Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word শের, শির Bengali definition [শের, শির্‌] (বিশেষ্য) ব্যাঘ্র; সিংহ (হরিণ যেথায় ‍বিহার করে আরাম করে শের-কাজী নজরুল ইসলাম)। শেরকা বাচ্চা (বিশেষ্য) ব্যাঘ্রশাবক; (আলঙ্কারিক) দুঃসাহসী যুবক (অমনি শেরকা বাচ্চা গর্জে উঠল-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। শের-নজিবর রহমান (বিশেষ্য) ১ পুরুষসিংহ। ২ (আলঙ্কারিক) বীরপুরুস (মরুপ্রান্তে তাজিতে সওয়ার বিশাল শের নর-ফররুখ আহমদ)। {(ফারসি) শের্‌}
 • Bengali Word শেরওয়ানি, শেরওয়ানী Bengali definition [শের্‌ওয়ানি] (বিশেষ্য) হাঁটু পর্যন্ত লম্বা জামা; আচকান (আকণ্ঠ আবদ্ধ করা শেরওয়ানী পরা-সৈয়দ আলী আশরাফ)। {(হিন্দি) শেরওয়ানী}
 • Bengali Word শেরা Bengali definition ⇒ সেরা
 • Bengali Word শেরি, শেরী Bengali definition [শেরি] (বিশেষ্য) এক ধরনের মদ (এখনকার ব্রাণ্ডি, শ্যাম্পেন, শেরী, ক্লারেট প্রভৃতি বোতল-ইসমাইল হোসেন শিরাজী)। {(ইংরেজি) sherry}
 • Bengali Word শেরিফ Bengali definition ⇒ শরিফ
 • Bengali Word শেরে বাংলা, শের-এ-বাংলা Bengali definition [শেরেবাংলা] (বিশেষ্য) বাংলা বাঘ; জনপ্রিয় নেতা ও বাংলার সাবেক প্রধানমন্ত্রী এ. কে. ফজলুল হককে প্রদত্ত উপাধি। {(ফারসি) শের-এ-বাংলা}
 • Bengali Word শেরে-খোদা, শের-এ-খোদা Bengali definition [শেরেখোদা] (বিশেষ্য) আল্লাহর সিংহ; হজরত আলী (রা.)-র উপাধি। {(ফারসি) শের-এ-খোদা}
 • Bengali Word শেরেক, শির্‌ক Bengali definition [শেরেক্‌, শির্‌ক্‌] (বিশেষ্য) ১ অংশীকরণ। ২ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিককরণ (শেরেককে দিয়েছে যে ভিতরে স্থান-জগলুল হায়দার আফরিন)। ৩ পৌত্তলিকতা। শেরেকি, শেরেকী (বিশেষ্য) ১ শেরেক করার কাজ (হজরত বাল্যকাল হইতে শেরেকী হইতে দূরে থাকিতেন-শেখ আবদুর রহিম)। ২ কুফরি। {(আরবি) শিরক্‌}
 • Bengali Word শেল ১ Bengali definition [শেল্‌] (বিশেষ্য) এক প্রকার প্রাচীন যুদ্ধাস্ত্র; শূল (শক্তিশেল)। {(তৎসম বা সংস্কৃত) শল্য>}
 • Bengali Word শেল ২ Bengali definition [শেল্‌] (বিশেষ্য) কামানোর গোলা। {(ইংরেজি) shell}
 • Bengali Word শেলক Bengali definition [শেল্‌ক] (বিশেষ্য) আলমারি প্রভৃতির দেরাজ। {(ইংরেজি) shelf}
 • Bengali Word শেষ Bengali definition [শেশ্‌] (বিশেষ্য) ১ সমাপ্তি; অবসান; খতম; অন্ত (রহস্যের শেষ নেই)। ২ সীমা; প্রান্ত (পথের শেষ)। ৩ ধ্বংস (কারও শেষ দেখা)। ৪ সর্পরাজ; অনন্তনাগ; বাসুকি। ৫ সর্বাপেক্ষা নিম্নস্থান; সবার পশ্চাৎ (শেষ স্থান)। ৬ অবশেষ (কাজের শেষ রাখতে নেই)। ৭ নিষ্পত্তি (বিবাদের শেষ চাই)। ৮ অন্তিম (জীবনের শেষ মুহূর্ত)। □ (বিশেষণ) ১ সমাপ্ত (কাজ প্রায় শেষ)। ২ বিনষ্ট; বিধ্বস্ত। ৩ অবশিষ্ট (শেষ কাজটুকু)। ৪ চরম (শেষ সর্তক বাণী)। শেষ কথা (বিশেষ্য) আলোচনার ইতিকথা; যার পর আর বলার কিছু নেই। শেষ করা (ক্রিয়া) ১ সমাপ্ত বা অবসান করা। ২ ধ্বংস বা বিনাশ করা। শেষতক (ক্রিয়াবিশেষণ) শেষ পর্যন্ত (এই ভেবে শেষতক ফিরেছি আবার-আবুল ফারাহ মুঃ আবদুল হক ফরিদীসান হাবীব)। শেষমেশ (ক্রিয়াবিশেষণ) অবশেষে; পরবর্তীকালে (১৯৪৪ সালের ঘটনার কথা শেষমেশ ভুলে গিয়েছি-সৈয়দ মুর্তাজা আলী)। শেষ রক্ষা (বিশেষ্য) কাজের বাকি অংশ যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হওয়া; সর্বশেষ ঝক্কি সামলাতে পারা। শেষাশেষি (ক্রিয়াবিশেষণ) প্রায় শেষ হওয়ার সময়ে; শেষদিকে। শেষোক্ত (বিশেষণ) সকলের পরে বা অন্তে কথিত বা উল্লিখিত। {(তৎসম বা সংস্কৃত) √শিষ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word শেহালা Bengali definition ⇒ শেওলা
 • Bengali Word শেয়াকুল Bengali definition [শেয়াকুল্‌] (বিশেষ্য) কুলজাতীয় বন্য কাঁটাগাছ। {(তৎসম বা সংস্কৃত) শৃগালকোলি>}
 • Bengali Word শেয়ার Bengali definition [শেয়ার্‌] (বিশেষ্য) ১ ব্যবসায়ের মূলধনের অংশ। ২ অংশ; ভাগ। শেয়ার মার্কেট (বিশেষ্য) ব্যবসায় প্রতিষ্ঠানের অংশ যে বাজারে ক্রয়-বিক্রয় করা হয়; ফটকা বাজার। {(ইংরেজি) ‍share}
 • Bengali Word শেয়াল Bengali definition ⇒ শিয়াল
 • Bengali Word শেয়ালা Bengali definition ⇒ শেওলা
 • Bengali Word শৈত্য Bengali definition [শোইত্‌তো] (বিশেষ্য) শীতলতা; ঠাণ্ডা ভাব; উষ্ণতার অভাব। {(তৎসম বা সংস্কৃত) শীত+য(ষ্যঞ্‌)}
 • Bengali Word শৈথিল্য Bengali definition [শোইথিল্‌লো] (বিশেষ্য) ১ শিথিলতা; আলগা ভাব। ২ অবসন্নতা; অমনোযোগ (ছেলে যেন পড়াশুনায় কিছুমাত্র শৈথিল্য করিতে না পারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ঢিলেমি; অলসতা; কুঁড়েমি। শিথিলতা ⇒। {(তৎসম বা সংস্কৃত) শিথিল+য(ষ্যঞ্‌)}
 • Bengali Word শৈব Bengali definition [শোইবো] (বিশেষণ) শিব সম্বন্ধীয়। □ (বিশেষ্য) শিবের ভক্ত বা উপাসক। {(তৎসম বা সংস্কৃত) শিব+অ(অণ্‌)}
 • Bengali Word শৈবাল, শৈবল (বিরল) Bengali definition [শোইবাল্‌, শোইবল্‌] (বিশেষ্য) শেওলা; জলজ তৃণবিশেষ। শৈবালিত (বিশেষণ) শৈবালপূর্ণ (শৈবালিত স্তব্ধ হ্রদ-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শৈবাল+ইত(ইতচ্‌)}
 • Bengali Word শৈবালিনী Bengali definition [শোইবোলিনি] (বিশেষ্য) নদী। {(তৎসম বা সংস্কৃত) শৈবল+ইন্‌(ইনি)+ঈ(ঙীপ্‌)}
 • Bengali Word শৈল Bengali definition [শোইলো] (বিশেষ্য) পর্বত; গিরি। □ (বিশেষণ) ১ শিলাজাত; পাষাণময়। ২ শিলা বা পর্বত সম্বন্ধীয়।শৈলজ (বিশেষণ) পর্বতজাত; পর্বতীয়। শৈলজা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শৈলজায় (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিমালয়ের স্ত্রী মেনকা। শৈলরাজ, শৈলেন্দ্র (বিশেষ্য) পর্বতশ্রেষ্ঠ হিমালয়। শৈলসুতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) উমা; পার্বতী; গৌরী। {(তৎসম বা সংস্কৃত) শিলা+অ(অণ্‌)}
 • Bengali Word শৈলী Bengali definition [শোইলি] (বিশেষ্য) ১ কৌশল; সংক্ষিপ্ত প্রণালি। ২ আচরণ। ৩ ধারা। ৪ রচনারীতি; style (তার বর্ণনা দেবার মতো ভাষা এবং শৈলী আমার পেটে নেই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) শীল+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
 • Bengali Word শৈলেন্দ্র Bengali definition ⇒ শৈল
 • Bengali Word শৈশব Bengali definition [শোইশব্‌] (বিশেষ্য) বাল্যাবস্থা; ছেলেবেলা। শৈশবসঙ্গী(-ঙ্গিন্‌) (বিশেষ্য) শিশুকালের সহচর। শৈশবস্মৃতি (বিশেষ্য) বাল্যকালের যে সব কথা মনে আছে। শৈশবাবস্থা (বিশেষ্য) শৈশব; শিশুকাল; ছেলেবেলা; বাল্যকাল। {(তৎসম বা সংস্কৃত) শিশু+অ(অণ্‌)}
 • Bengali Word শো Bengali definition [শো] (বিশেষ্য) ১ দৃশ্য। ২ সিনেমা; নাটক; প্রদর্শনী (রাতের শোতে যাবেন না আজ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) show}
 • Bengali Word শোঁ শোঁ Bengali definition [শোঁশোঁ] (অব্যয়) বাতাসের প্রবল বেগসূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word শোঁকা, শুঁকা, শোঁখা, শুঁখা, শোখা Bengali definition [শোঁকা, শুঁকা, শোঁখা, শুঁখা, শোখা] (ক্রিয়া) গন্ধ নেওয়া (মুখ শোঁকাশুকি করে-মনোজ বসু)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। শোঁকানো (ক্রিয়া) ঘ্রাণ নেওয়ানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √শিঙ্ঘ> (বাংলা) √শুঁক্‌+আ}
 • Bengali Word শোক Bengali definition [শোক্‌] (বিশেষ্য) প্রিয়জনের মৃত্যু ইত্যাদির ফলে দুঃখ। শোকগাথা, শোকসঙ্গীত (বিশেষ্য) শোক বা দুঃখপ্রকাশক গান; মর্সিয়া। শোকগ্রস্ত (বিশেষণ) শোক ভোগ করছে এমন; শোকান্বিত। শোকগ্রস্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শোকাকুল, শোকাতুর, শোকার্ত (বিশেষণ) শোকে পীড়িত বা কাতর (এককিনী শোকাকুলা অশোক কাননে-মাইকেল মধূসূদন দত্ত)। শোকানল, শোকাগ্নি (বিশেষ্য) শোকরূপ অগ্নি; শোক থেকে উৎপন্ন যন্ত্রণা। শোকাবেগ, শোকাচ্ছ্বাস (বিশেষ্য) শোকের প্রবল বেগ। শোকী(-কিন্‌) (বিশেষণ) শোকার্ত (মিত্রশোকে শোকী সৌমিত্রী কেশরী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √শুচ্‌+অ(ঘঞ্‌)}