Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word শিক্ষাগুরু, শিক্ষাদাতা Bengali definition [শিক্‌খাগুরু, শিক্‌খাদাতা] (বিশেষ্য) শিক্ষক; যিনি বিদ্যা দান করেন। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+গুরু, দাতা}
 • Bengali Word শিক্ষাদীক্ষা Bengali definition [শিক্‌খাদিক্‌খা] (বিশেষ্য) ১ শাস্ত্রপাঠ ও মন্ত্রগ্রহণ। ২ শিক্ষণ ও আচরণ; তালিম; তরবিয়ত। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+দীক্ষা; (দ্বন্দ্ব সমাস)}
 • Bengali Word শিক্ষাধীন Bengali definition [শিক্‌খাধিন্‌] (বিশেষণ) শিক্ষানবিস; শিক্ষাগ্রহণরত ব্যক্তি; apprentice। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+অধীন}
 • Bengali Word শিক্ষানবিস, শিক্ষানবিশ Bengali definition [শিক্‌খানোবিশ্‌] (বিশেষ্য), (বিশেষণ) শিক্ষার্থী। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+ (ইংরেজি) novice}
 • Bengali Word শিক্ষামূলক Bengali definition [শিক্‌খামুলক্‌] (বিশেষণ) শিক্ষা সংক্রান্ত; শিক্ষা বিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) শিক্ষা+মূলক}
 • Bengali Word শিক্ষিত Bengali definition [শিক্‌খিতো] (বিশেষণ) ১ শিক্ষাপ্রাপ্ত। ২ বিদ্বান; বিদ্যাবান; পণ্ডিত। ৩ শিক্ষা করা হয়েছে এমন। শিক্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। শিক্ষিতব্য (বিশেষণ) শিক্ষাণীয়। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্‌+ত(ক্ত)}
 • Bengali Word শিক্ষয়িতা Bengali definition [শিক্‌খোয়িতা] (বিশেষণ) শিক্ষাদাতা; শিক্ষক। শিক্ষয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √শিক্ষ্‌+ই(ণিচ্‌)+তৃ(তৃচ্‌)}
 • Bengali Word শিকড় Bengali definition [শিকড়্‌] (বিশেষ্য) মূল; গাছের মূল্ শিকড় গাড়া (আলঙ্কারিক) (ক্রিয়া) মজবুত হয়ে বসা; নিজেকে দৃঢ়ভাবে স্থাপন করা। {(তৎসম বা সংস্কৃত) শিখর/শৃঙ্খল>}
 • Bengali Word শিখ Bengali definition [শিখ্‌] (বিশেষ্য) গুরু নানক প্রবর্তিত ধর্ম; উক্ত ধর্মাবলম্বী সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) শিষ্য> (প্রাকৃত)সিক্‌খ>}
 • Bengali Word শিখণ্ড, শিখণ্ডক Bengali definition [শিখন্‌ডো, শিখন্‌ডক্‌] (বিশেষ্য) ১ ময়ূরপুচ্ছ (শিখণ্ড তোর মুণ্ডে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ চূড়া। ৩ জুলফি। শিখণ্ডিক (বিশেষ্য) কুক্কুট; মোরগ। শিখণ্ডী(-ণ্ডিন্‌) ১ ময়ূর; শিখণ্ড আছে যার (ধন্য তুই পক্ষিকুলে শিখণ্ডী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ মহাভারতোক্ত দ্রুপদ রাজার পুত্রের নাম। ৩ যাকে সম্মুখে রেখে অন্যায় কাজ করা হয় (মীর জাফরকে শিখণ্ডীরূপে সামনে দাঁড় করিয়ে-ছদরুদ্দীন)। শিখণ্ডিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) শিখণ্ডবিশিষ্টা; ময়ূরী (রূপসী দূতী যথা শিখণ্ডিনী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) শিখিনম্‌ অমতি}
 • Bengali Word শিখন Bengali definition ⇒ শেখা
 • Bengali Word শিখর Bengali definition [শিখর্‌] (বিশেষ্য) চূড়া; শীর্ষদেশ; উপরিভাগ। ২ পর্বত শৃঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) শিখা+র}
 • Bengali Word শিখরী(-রিন্‌) Bengali definition [শিখোরি] (বিশেষ্য) ১ চূড়া বা শৃঙ্গ আছে যার; পর্বত (মানস সকাশে শোভে কেলাস শিখরী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ পার্বত্য দুর্গ। ৩ বৃক্ষ; গাছ। ৪ শিখরবিশিষ্ট। শিখরিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ চূড়াবিশিষ্ট; পর্বত। ২ একটি সংস্কৃত ছন্দের নাম। {(তৎসম বা সংস্কৃত) শিখর+ইন্‌(ইনি)}
 • Bengali Word শিখা ১ Bengali definition [শিখা] (বিশেষ্য) ১ চূড়া; শিখর; শীর্ষদেশ। ২ টিকি; চৈতন্য। ৩ আগুনের শিষ বা অগ্রভাগ; ময়ূর। {(তৎসম বা সংস্কৃত) √শিী+খ+আ(টাপ্‌)}
 • Bengali Word শিখা ২ Bengali definition ⇒ শেখা
 • Bengali Word শিখী(-খিন্‌) Bengali definition [শিখি] (বিশেষ্য) ময়ূর; শিখণ্ডযুক্ত প্রাণী। শিখিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ময়ূরী (শিখিবৃন্দ অশ্বত্থের সাথে নাচিছে শিখিনী সনে-কায়কোবাদ)। শিখীধ্বজ, শিখীবাহন (বিশেষ্য) দেবসেনাপতি কার্তিকেয়। {(তৎসম বা সংস্কৃত) শিখা+ইন্‌(ইনি)}
 • Bengali Word শিঙ Bengali definition ⇒ শিং
 • Bengali Word শিঙ্গা, শিঙা Bengali definition [শিঙ্‌গা, শিঙা] (বিশেষ্য) ফুঁ দিয়ে বাজানোর জন্য শিং বা ধাতু দ্বারা তৈরি এক প্রকার বাদ্যযন্ত্র বিষাণ; horn; tumpet। শিঙ্গা ফোঁকা (ক্রিয়া) মরা; মারা যাওয়া; শেষ নিঃশ্বাস বের করে দেওয়া; পরলোক গমন করা। শিঙ্গাবাদন দিন (বিশেষ্য) কিয়ামতের দিন (ঐ শিঙ্গাবাদন দিন পর্যন্ত অক্ষয়রূপে স্থায়িত্বের উপায় বিধান করুন-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ>}
 • Bengali Word শিঙ্গার Bengali definition [শিঙ্‌গার্‌] (বিশেষ্য) নায়ক-নায়িকার মিলনসজ্জা বা বেশবিন্যাস। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গার>}
 • Bengali Word শিঙ্গাড়া, শিঙাড়া Bengali definition [শিঙ্‌গাড়া, শিঙাড়া] (বিশেষ্য) ১ মশলা মিশানো আলু, কপি প্রভৃতির পুর দেওয়া ময়দার তৈরি তেকোনা তেলে ভাজা খাদ্যবিশেষ। ২ পানিফল। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গাটক>}
 • Bengali Word শিঙ্গি, শিঙি Bengali definition [শিঙ্‌গি, শিঙি] (বিশেষ্য) মাথায় দুই দিকে বিষাক্ত কাঁটাযুক্ত মাগুরজাতীয় মৎসবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গী>}
 • Bengali Word শিঙ্ঘাণ Bengali definition [শিঙ্‌ঘান্‌] (বিশেষ্য) নাসামল; নাকের পোঁটা; শিকনি। ২ লৌহমল; মরিচা। {(তৎসম বা সংস্কৃত) √শিঙ্ঘ্‌+আণক>}
 • Bengali Word শিঞ্জন, শিঞ্জিত ১ Bengali definition [শিন্‌জন্‌, শিন্‌জিতো] (বিশেষ্য) নুপুর ইত্যাদির ধ্বনি; অলঙ্কারের শব্দ (গহনার শিঞ্জন নেই প্রেক্ষাকক্ষে-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) √শিঞ্জ্‌+অন(ল্যুট্‌), ত(ক্ত)}
 • Bengali Word শিঞ্জিত ২ Bengali definition [শিন্‌জিতো] (বিশেষণ) মুখর; শব্দকারী (নূপুর-শিঞ্জিত পদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। শিঞ্জিনিকা (বিশেষ্য) নূপুরের ধ্বনি বা শব্দ। শিঞ্জিনী (বিশেষ্য) ১ নূপুর। ২ ধনুর্গুণ বা ধনুকের ছিলা। (তৎসম বা সংস্কৃত) √শিঞ্জ্‌+ত(ক্ত)}
 • Bengali Word শিট Bengali definition [শিট্‌] (বিশেষ্য) চওড়া ও পাতলা পাতখণ্ডবিশেষ (কাগজের শিট, টিনের শিট)। {(ইংরেজি) sheet}
 • Bengali Word শিটকিনি Bengali definition ⇒ ছিটকিনি
 • Bengali Word শিটা, শিঠা Bengali definition [শিটা, শিঠা] (বিশেষ্য) গাদ; ক্বাথ; কাইট। {(তৎসম বা সংস্কৃত) শিষ্ট>}
 • Bengali Word শিটি Bengali definition ⇒ সিটি
 • Bengali Word শিটে Bengali definition ⇒ শিটা
 • Bengali Word শিঠা Bengali definition ⇒ শিটা