Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word লো ১ Bengali definition [লো] (অব্যয়) সমবয়স্কা স্ত্রীলোকদের পরস্পর সম্বোধন-বাচক শব্দ; ওলো (লো সহচরী-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ওলো}
  • Bengali Word লো ২, লোতক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লো, লোতক] (বিশেষ্য) অশ্রু; চোখের জল বা পানি (বহে নয়নের লো-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; নয়নে লোতক ঝরে-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) লোত>}
  • Bengali Word লোআ Bengali definition ⇒ লোহা
  • Bengali Word লোক Bengali definition [লোক্‌] (বিশেষ্য) ১ মনুষ্য; জন; ব্যক্তি (ভালো লোক, দুষ্ট লোক)। ২ জনসাধারণ (লোকনিন্দা; লোকসমাজ)। ৩ একই ঐতিহ্যের ধারক ক্ষুদ্র গোষ্ঠী বা সম্প্রদায়; folk। ৪ হিন্দু শাস্ত্রমতে ত্রিলোক; স্বর্গ-মর্ত্য-পাতাল এই তিন লোক (যত লোকে আমি তোমারি বিরহে ফেলিয়াছি অশ্রুজল-কাজী নজরুল ইসলাম; স্বর্গলোক, মর্ত্য লোক)। ৫ হিন্দু শাস্ত্রোক্ত ভূঃ, ভুবঃ, স্বঃ, মহঃ, জন, তপঃ, ও সত্য-এই সপ্তলোক। ৬ ভুবন; জগৎ; বিশ্ব (তার নিমন্ত্রণ লোকে লোকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৭ ভৃত্য; মজুর (লোক খাটানো)। লোককথা, লোক-কাহিনী (বিশেষ্য) লোকগল্প; folktale; উপকথা। লোকগণনা (বিশেষ্য) সরকারিভাবে জনসংখ্যা গণনা; আদমশুমারি; জনগণনা, census। লোকগল্প (বিশেষ্য) লোক-কাহিনী। লোকগাথা (বিশেষ্য) বহুকালাগত গ্রামীণ জনগণের মধ্যে মুখে মুখে প্রচারিত পালাগান। লোকচক্ষু (বিশেষ্য) ১ জনসাধারণের বা সর্বসাধারণের নজর বা দৃষ্টি। ২ অনুচরবর্গ; ভৃত্যগণ; দলবল; সহচরগণ। লোকচরিত্র (বিশেষ্য) মানব প্রকৃতি; মনুষ্য স্বভাব। লোকজন (বিশেষ্য) ১ একাধিক লোক; লোকবল। ২ অনুচরবর্গ; ভৃত্যগণ; দলবল; সহচরগণ। লোকত (অব্যয়) লোকের দৃষ্টিতে; সমাজের চক্ষুতে বা বিচারে। লোক দেখানো (বিশেষণ) ১ বাহ্যিক। ২ আন্তরিকতা বর্জিত (লোক দেখানো ভদ্রতা)। লোকনাথ (বিশেষ্য) ১ (হিন্দুমতে) জগদীশ্বর। ২ ব্রহ্মা। ৩ বিষ্ণু। ৪ শিব। ৫ নৃপতি; রাজা। লোকনিন্দা (বিশেষ্য) ১ জনসাধারণ বা জনগণ কর্তৃক নিন্দা। ২ লোকসমাজ প্রচারিত কারো কুৎসা। লোক পরম্পরা (বিশেষ্য) একের পর অন্য লোক; পর্যায়ক্রমে; এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে; পুরুষানুক্রমে। লোকপাল (বিশেষ্য) ১ রাজা। ২ হিন্দু পুরাণোক্ত ইন্দ্রাদি অষ্ট দিকপাল। লোকপিতামহ (বিশেষ্য) হিন্দুমতে ব্রহ্মা। লোকপ্রবাদ (বিশেষ্য) লোকসমাজে যা প্রচলিত; জনশ্রুতি। লোক প্রশাসন (বিশেষ্য) প্রজাতন্ত্রের শাসন-ব্যবস্থা; public administration। লোকপ্রসিদ্ধ (বিশেষ্য), (বিশেষণ) ১ বিখ্যাত; জনগণের মধ্যে খ্যাত। ২ জগদ্বিখ্যাত। লোকপ্রসিদ্ধি (বিশেষ্য)। লোকবল (বিশেষ্য) ১ জনবল; জনশক্তি। ২ সাহায্যকারী ব্যক্তিবর্গ। লোকবহির্ভূত, লোকবাহ্য (বিশেষণ) ১ মানব সমাজের বহির্ভূত; সাধারণের দৃষ্টি হয় না এমন। ২ সৃষ্টিছাড়া। লোক-ব্যবহার (বিশেষ্য) লোকচার; জনসমাজে প্রচলিত সংস্কার। লোকযাত্রা (বিশেষ্য) সংসার-যাত্রা। লোকরঞ্জন (বিশেষ্য) লোকের প্রীতিসম্পাদন; জনসাধারণের সন্তোষ সাধন। লোকলজ্জা (বিশেষ্য) লোক-নিন্দার জন্য লজ্জা; জনসাধারণের কাছে লজ্জা। লোকলশকর, লোকলস্কর (বিশেষ্য) লোকজন; সৈন্যসামন্ত (অনেকে কিছু লোকলস্কর লইয়া আসিয়াছিলেন-মোহাম্মদ ওয়াজেদ আলী)। লোকলীলা (বিশেষ্য) ১ ভবলীলা; মানবলীলা; জীবনাকল। ২ নর-নারীর কার্যকলাপ। লোকশিক্ষা (বিশেষ্য) জনসাধারণের শিক্ষা। লোক-সংস্কৃতি (বিশেষ্য) ফোকলোর; লোক-সাহিত্য; লোকশিল্প; লোক-বিশ্বাস-সংস্কার; লোকচার; ঐতিহ্যবাহী সমাজের সংস্কৃতি। লোকসঙ্গীত (বিশেষ্য) ঐতিহ্যগত সমাজের (traditional society) বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর গান যেমন বাউল গান; folksong; গ্রামীণ অনক্ষর সর্বসাধারণের মধ্যে প্রচলিত আঞ্চলিক গান। লোকসভা (বিশেষ্য) কোনো দেশের জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিমণ্ডলী যে সভায় আইন প্রণয়ন করেন; দেশের সর্বোচ্চ আইনসভা; ব্যবস্থাপরিষদ; parliament। লোকসমাজ (বিশেষ্য) মানবসমাজ; মনুষ্য জাতি। লোক-হাসানো (ক্রিয়া) জনসাধারণের নিকট বিদ্রুপের পাত্র হওয়া। লোকহিত (বিশেষ্য) জনগণের কল্যাণ; জগতের মঙ্গল। লোকহিতৈষী (বিশেষণ) জনগণের কল্যাণকামী; জগতের মঙ্গলকারী। {(তৎসম বা সংস্কৃত) √লোক্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word লোকমা Bengali definition [লোক্‌মা] (বিশেষ্য) গ্রাস (দুই চার লোকমা খেয়েছি-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(ফারসি) লুকমাহ}
  • Bengali Word লোকসান, নোকসান Bengali definition [লোক্‌শান্‌, নোকসান] (বিশেষ্য) ১ ক্ষতি (আমার সোনা যায় যাক মহারাজের লোকসান না হয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মূল দর অপেক্ষা কম মূল্য (জীবনভরে করলি লোকসান আজ হিসাব তার খতিয়ে নে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) নুকসান}
  • Bengali Word লোকসাহিত্য Bengali definition [লোক্‌শাহিত্‌তো] (বিশেষ্য) ফোকলোরের একটি শাখা; লোকগল্প; রূপকথা, লোকগাথা ইত্যাদি; মৌখিক সাহিত্য (oral literature)। {(তৎসম বা সংস্কৃত) লোক+সাহিত্য}
  • Bengali Word লোকাকীর্ণ Bengali definition [লোকাকির্‌নো] (বিশেষণ) বহুলোকের ভিড়; নরনারীতে পূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) লোক+আকীর্ণ}
  • Bengali Word লোকাচার Bengali definition [লোকাচার্‌] (বিশেষ্য) সামাজিক রীতি-নীতি বা প্রথা। {(তৎসম বা সংস্কৃত) লোক+আচার}
  • Bengali Word লোকাতিগ Bengali definition ⇒ লোকাতীত
  • Bengali Word লোকাতীত, লোকাতিগ Bengali definition [লোকাতিত্‌, লোকাতি্‌গ্‌] (বিশেষণ) অলৌকিক; অসাধারন; অলোকসামান্য (লোকাতিগ লাবণ্য-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) লোক+অতীত, অতিগ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোকান্তর Bengali definition [লোকান্‌তর্‌] (বিশেষ্য) ১ ভিন্ন জগৎ বা বিশ্ব; অন্যলোক। ২ পরলোক। ৩ মৃত্যু। লোকান্তরিত (বিশেষণ) মৃত; পরলোকগত। লোকান্তরিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) লোক+অন্তর}
  • Bengali Word লোকাপবাদ Bengali definition [লোকাপোবাদ্‌] (বিশেষ্য) ১ লোকনিন্দা; জনসাধারণ থেকে নিন্দা। ২ অখ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) লোক+অপবাদ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোকাভাব Bengali definition [লোকাভাব্‌] (বিশেষ্য) ১ লোকের অভাব; লোকের ঘাটতি অবস্থা। ২ সহায়তা করার লোকের অভাব। ৩ জনবিরলতা। {(তৎসম বা সংস্কৃত) লোক+অভাব; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোকারণ্য Bengali definition [লোকারোন্‌নো] (বিশেষ্য) অসংখ্য লোকসমাগম; বহু লোকের ভিড় (লোকে লোকারণ্য)। {(তৎসম বা সংস্কৃত) লোক+অরণ্য}
  • Bengali Word লোকালবোর্ড Bengali definition [লোকাল্‌বোর্‌ড্‌] (বিশেষ্য) পাশাপাশি কয়েকটি গ্রামের উন্নতিকল্পে জনগণের প্রতিনিধিগণকে নিয়ে গঠিত সভা। {(ইংরেজি) local board}
  • Bengali Word লোকালয় Bengali definition [লোকালয়্‌] (বিশেষ্য) জনগণের আবাসস্থান; জনপদ; বসতি। {(তৎসম বা সংস্কৃত) লোক+আলয়; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোকায়ত Bengali definition [লোকায়োতো] (বিশেষণ) ১ প্রাকৃতজনের মধ্যে প্রচলিত বিশ্বাস-সংস্কার-ধারণা ও আচার। ২ প্রাচীন হিন্দু দার্শনিক চার্বাকের মতানুসারী; নাস্তিক; পরলোকে ও ঈশ্বরে অবিশ্বাসী। ৩ ধর্মনিরপেক্ষ (এ মত যে সর্বলোকসামান্য তা প্রাচীন হিন্দুরা জানতেন; এ মতকে তাঁরা লোকায়ত বলেছেন-প্রথম চৌধুরী)। ৪ চার্বাকের মত; নাস্তিক্যবাদ (তুমি নিয়ে চলো আমাকে লোকাত্তরে তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি-সুধীণ্দ্রনাথ দত্ত)। লোকায়তিক (বিশেষণ) ১ চার্বাকের মতাবলম্বী; নাস্তিক; জড়বাদী (ওই লোকায়তিকদের সকলে সমন্বরে রটিয়েছিলেন-সুধীণ্দ্রনাথ দত্ত)। ২ চার্বাক। {(তৎসম বা সংস্কৃত) লোক+আয়ত}
  • Bengali Word লোকেশ Bengali definition [লোকেশ্‌] (বিশেষ্য) ১ জগদীশ্বর। ২ হিন্দু শাস্ত্রোক্ত ব্রহ্মা। ৩ রাজা (লোকেশের কণ্ঠে দেহ মালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) লোক+ঈশ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোকো Bengali definition [লোকো] (বিশেষ্য) কয়লাচালিত রেলইঞ্জিন। লোকাশেড (বিশেষ্য) রেলইঞ্জিন রাখার জায়গা। {(ইংরেজি) loco}
  • Bengali Word লোকোত্তর Bengali definition [লোকোত্‌তর্‌] (বিশেষণ) ১ লোকদুর্লভ। ২ অপার্থিব; অলৌকিক। ৩ অসাধারণ। ৪ লোকাতীত। {(তৎসম বা সংস্কৃত) লোক+উত্তর; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word লোচন Bengali definition [লোচোন্‌] (বিশেষ্য) চোখ; চক্ষু; নয়ন; নেত্র (আয়তলোচন, পদ্মলোচন)। {(তৎসম বা সংস্কৃত) √লুচ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word লোচ্চা Bengali definition ⇒ লুচ্চা
  • Bengali Word লোটন Bengali definition [লোটোন্‌] (বিশেষ্য) ১ মাটিতে গড়াগড়ি দেওয়া। ২ একজাতীয় ঝুঁটিদার পায়রা; নোটন পায়রা। ৩ টিলা খোঁপা; শিথিল কবরী-বন্ধন (লোটন খোঁপা)। ৪ পিঠে লম্বা শিথিল খোঁপা (পিঠের লোটনে শোভে গজমতি হার-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) √লুট্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word লোটা ১ Bengali definition [লোটা] (বিশেষ্য) ঘটিবিশেষ (একপ্রকার নলওয়ালা লোটা ব্যবহার করা-ছদরুদ্দীন)। {(হিন্দি) লোটা}
  • Bengali Word লোটা ২, লুটা, লুঠা Bengali definition [লোটা, লুটা, লুঠা] (ক্রিয়া) ১ লুট বা লুণ্ঠন করা। ২ অন্যায়পূর্বক আত্মসাৎ বা গ্রাস করা (প্রতিষ্ঠানের টাকা লোটা)। ৩ অধিক পরিমাণ আনন্দ লাভ বা উপভোগ করা; ভোগ করা (মজা লোটা)। ৪ ভূলুণ্ঠিত হওয়া; ভূমিতলে গড়াগড়ি দেওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। লোটানো, লুটানো (ক্রিয়া) ১ লুঠ বা লুণ্ঠন বা ডাকাতি করানো। ২ মাটিতে গড়াগড়ি দেওয়া বা দেওয়ানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √লুণ্ঠ্‌>}
  • Bengali Word লোটায়ল (ব্রজবুলি) Bengali definition [লোটায়ল, লুটায়ল] (ক্রিয়া) লুণ্ঠিত হলো; (মাটিতে) লুটাল (লোটায়ল গোকুল চাঁদ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √লুণ্ঠ্‌}
  • Bengali Word লোড-শেডিং Bengali definition [লোড্‌শেডিঙ্‌] (বিশেষ্য) বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিরতি। {(ইংরেজি) load-shedding}
  • Bengali Word লোণ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লোন্‌] (বিশেষ্য) ১ লবণ; নুন। ২ ঋণ (শোধহ আমার ঋণ লোণ-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) লবণ> (প্রাকৃত)লোণ}
  • Bengali Word লোত, লোৎ, লোথ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [লোত্‌, লোৎ, লোথ্‌] (বিশেষ্য) চোরাই মাল; যে বস্তু চুরি গিয়েছে (লোৎ গেছে বাঁধে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; হাতে লোথে ধরিয়াছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) লোপ্‌ত্র> (প্রাকৃত)লোত্ত>}