Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রাই ১ Bengali definition [রাই] (বিশেষ্য) রাধিকা। রাইকিশোরী (বিশেষ্য) কিশোরী রাধিকা। {(তৎসম বা সংস্কৃত) রাধিকা>রাহি>রাই}
  • Bengali Word রাই ২ Bengali definition [রাই] (বিশেষ্য) সরিষাবিশেষ; mustard। রাইকুড়িয়ে বেল (বিশেষ্য) কণা কণা সংগ্রহ করে বৃহৎ কিছু সৃষ্টি। রাইখাড়া (বিশেষ্য) রাই সরিষা গাছের ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) রাজি}
  • Bengali Word রাই ৩ Bengali definition [রাই] (বিশেষ্য) রাজা। {(তৎসম বা সংস্কৃত) রাজা>রাআ>রাই}
  • Bengali Word রাইখস্টাগ Bengali definition [রাইখ্‌স্টাগ্‌] (বিশেষ্য) জার্মানির পার্লামেন্ট। {(তৎসম বা সংস্কৃত) reichstag}
  • Bengali Word রাইঙ Bengali definition [রাইঙ্‌] ⇒ রাইন
  • Bengali Word রাইঙ, রাইন, রাঙ Bengali definition [রাইঙ্‌, রাইন্‌, রাঙ্‌] (বিশেষ্য) বড় হাঁড়ি। {(বাংলা) আঞ্চলিক}
  • Bengali Word রাইট Bengali definition [রাইট্‌] (বিশেষ্য), (বিশেষণ) যথার্থ; ঠিক; শুদ্ধ (দশটি অঙ্কের মধ্যে নয়টিই রাইট করেছে-সুফী মোতাহার হোসেন)। □ (বিশেষ্য) অধিকার; স্বত্ব (কপিরাইট)। {(ইংরেজি) right}
  • Bengali Word রাইফেল Bengali definition [রাইফেল্‌] (বিশেষ্য) দূর পাল্লার বন্দুকবিশেষ (পাশ দিয়ে চলে যাচ্ছে রাইফেল আর মেশিনগানের গুলি-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) rifle}
  • Bengali Word রাইয়ত, রায়ত Bengali definition [রাইয়ত্‌, রায়ত্‌] (বিশেষ্য) ১ প্রজা। ২ যে প্রজা নিজে চাষ করার বা নিজ স্বার্থে অন্যের দ্বারা চাষ করার জন্য ভূমিস্বত্ব লাভ করে। রাইয়তি, রায়তি (বিশেষণ) ১ রাইয়ত সংক্রান্ত। ২ রায়তের প্রাপ্য। ৩ রায়তের দাবিবিশিষ্ট। {(আরবি) রাইয়ত}
  • Bengali Word রাউত (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [রাউত্‌] (বিশেষ্য) ১ অশ্বারোহী সৈন্য; ক্ষত্রিয়; রাজপুত্র। ২ কুলের উপাধি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রাজপুত্র> (প্রাকৃত) রাউত্ত>}
  • Bengali Word রাও, রাওল Bengali definition [রাও, রাওল্‌] (বিশেষ্য) ১ রাজা। ২ সম্ভান্ত্র ব্যক্তিগণকে প্রদত্ত সরকারি খেতাব। {(তৎসম বা সংস্কৃত) রাজ>রাও, রাজকুল>রাওল}
  • Bengali Word রাওয়ারাই (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [রাওয়ারাই] (বিশেষ্য) উচ্চস্বরে (সেন হেতা কাঁদে রাওয়ারাই-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) রব+ (বাংলা) আ= রাওয়া}
  • Bengali Word রাকা Bengali definition [রাকা] (বিশেষ্য) পূর্ণিমাতিথি; পূর্ণিমা (রাকা শশী); নবঋতুমতী স্ত্রীলোক। রাকাপতি, রাকেশ (বিশেষ্য) চন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) √রা+ক+আ(টাপ্‌)}
  • Bengali Word রাকাত Bengali definition [রাকাত্‌] (বিশেষ্য) নামাজের অংশবিশেষ। ⇒ রেকাত। {(আরবি) রক্‌‘আত}
  • Bengali Word রাক্ষস Bengali definition [রাক্‌খোশ্‌] (বিশেষ্য) ১ নরখাদক জাতি। ২ নিশাচর; কর্বুর। ৩ প্রাচীন অনার্যজাতি। □ (বিশেষণ) ১ (ব্যঙ্গার্থ) পেটুক; ঔদরিক। ২ রাক্ষস- সম্পর্কীয়। রাক্ষসী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রাক্ষসগণ (জ্যোতিষ শাস্ত্র) জাতকের তিন প্রকার (দেব, নর ও রাক্ষস) প্রকৃতির একটি। রাক্ষস বিবাহ (বিশেষ্য) কন্যাকে বলপূর্বক ধরে এনে বিবাহ। রাক্ষসী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রাক্ষস সম্পর্কিত। রাক্ষসী বেলা (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) দিনমানের শেষ এক পঞ্চমাংশ সময়; দিনের আড়াই ঘন্টা সময়। রাক্ষসী মায়া (বিশেষ্য) ১ রাক্ষসের ইন্দ্রজাল বা ছলনা। ২ মারাত্মক ছলনা। রাক্ষুসে (বিশেষণ) ১ রাক্ষসসুলভ; রাক্ষসের উপযুক্ত; রাক্ষস সম্পর্কিত (রাক্ষুসে কাণ্ড)। ২ প্রবল; প্রচণ্ড; অত্যন্ত; অধিক; বিকট (রাক্ষুসে ক্ষুধা)। ৩ বিরাট; প্রকাণ্ড (রাক্ষুসে মুলা)। {(তৎসম বা সংস্কৃত) রক্ষস্‌+অ(অণ্‌)}
  • Bengali Word রাখন Bengali definition [রাখোন্‌] (বিশেষ্য) ১ রক্ষাকরণ। ২ রাখার কাজ। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্‌> (বাংলা) রাখ+অন}
  • Bengali Word রাখা Bengali definition [রাখা] (ক্রিয়া) ১ স্থাপন বা নিবেশন করা; থোয়া (মাথায় রাখা)। ২ আশ্রয় দান করা (পায়ে রাখা)। ৩ রক্ষা বা ত্রাণ বা উদ্ধার করা (নিরাপদে রাখা)। ৪ পালন করা (ঘোড়া রাখা)। ৫ ধারণ করা (টিকি রাখা, দাঁড়ি রাখা)। ৬ সংরক্ষিত করা বা গচ্ছিত করা (ব্যাংকে রাখা)। ৭ মর্যাদা দান করা (সম্মান রাখা)। ৮ ক্ষতি হতে না দেওয়া (প্রাণ রাখা)। ৯ বন্ধক দেওয়া বা গ্রহণ করা (জিনিস রেখে ঋণ দেওয়া)। ১০ নিয়োগ করা (চাকর রাখা)। ১১ ফেলে আসা (টাকার থলিটা রেখে এসেছি)। ১২ ভোগ করা (মেয়ে মানুষ রাখা)। ১৩ সঞ্চয় বা মজুদ করা (টাকা রাখা)। ১৪ বাধা দেওয়া (ও সব রাখো বাপু)। ১৫ প্রার্থনা রাখা; গ্রাহ্য করা (আমার কথা রাখো)। ১৬ পোষণ করা (মনে দুঃখ রাখা)। ১৭ ছেড়ে যাওয়া (তোমাদের রেখে চিরদিনের মতো যাচ্ছি)। ১৮ বিরত করা (নৌকাটা রাখো)। ১৯ কেনা (টাকা দিয়ে কিছু জিনিস রাখা)। ২০ বন্দোবস্ত নেওয়া (জমি রাখা)। ২১ দেওয়া (নাম রাখা)। ২২ খুশি করা (মন রাখা)। ২৩ কোনো কাজ আগেই করে রাখা। □ (বিশেষণ) ১ উক্ত সকল অর্থে। ২ রক্ষা করা হয়েছে এমন; রক্ষিত। ৩ আশ্রিত; আশ্রয়প্রাপ্ত। ৪ রক্ষণোপযোগী; রাখার জন্যেই। ৫ ক্রয় করা হয়েছে এমন; ক্রীত। ৬ প্রদত্ত। কথারাখা (ক্রিয়া) অনুরোধ রক্ষা বা পালন করা। চোখ বা নজর রাখা (ক্রিয়া) সতর্ক দৃষ্টি রাখা; পাহারা দেওয়া (দুষ্ট ছেলেটির দিকে চোখ রেখো)। নাম রাখা (ক্রিয়া) ১ নাম দেওয়া। ২ মর্যাদা বজায় রাখা (এ ছেলে বাপের নাম রাখবে)। ফেলে রাখা (ক্রিয়া) ১ ব্যবহার না করা বা কাজে না লাগোনো (ঘড়িটা ফেলে রেখেছ কেন)। ২ অবহেলা করা। পায়েরাখা (ক্রিয়া) ১ আশ্রয় দান করা। ২ দয়া করা। মন রাখা (ক্রিয়া) ১ তোষামোদ বা চাটুকারিতা করা; তুষ্টি বিধান করা (তাহার মন রেখে কথা বোলো)। মনেরাখা (ক্রিয়া) ভুলে না যাওয়া; স্মরণ রাখা (আমার কথাটা মনে রেখো)। মাথায় রাখা (ক্রিয়া) ১ ভক্তি করা; শ্রদ্ধা বা সম্মান করা; আদর করা (তাঁকে আমি মাথায় করে রাখতাম)। রেখে ঢেকে বলা, রাখিয়া ঢাকিয়া বলা (ক্রিয়া) গোপনীয়তা রজায় রেখে কথা বলা। শ্যাম রাখি কি কুল রাখি (ক্রিয়া) (আলঙ্কারিক) উভয় সঙ্কটে পড়া। {(তৎসম বা সংস্কৃত) √রক্ষ্‌> (প্রাকৃত)√রক্‌খ> (বাংলা) √রাখ্‌+আ}
  • Bengali Word রাখানো Bengali definition [রাখানো] (ক্রিয়া) তত্ত্বাবধানর করানো; রক্ষা করানো। {√রাখ্‌+আনো}
  • Bengali Word রাখাল Bengali definition [রাখাল্‌] (বিশেষ্য) গোরক্ষক; যে গরু চরায়। রাখালরাজ (বিশেষ্য) ১ রাখালের রাজা। ২ কৃষ্ণ। রাখালি, রাখালিয়া (বিশেষ্য) রাকারের কাজ; রাখালের পারিশ্রমিক বা মজুরি (আমি মেয়ের পিছনে পিছনে রাখালি করে বেড়াই আর কি-কাজী আবদুল ওদুদ)। □ (বিশেষণ) ১ রাখালের। ২ রাখাল সম্পর্কিত। রাখোয়াল (বিশেষ্য) রাখাল। {(তৎসম বা সংস্কৃত) রক্ষপাল; (হিন্দি) রাখৱাল; (বাংলা) √রাখ্‌+আল}
  • Bengali Word রাখি, রাখী Bengali definition [রাখি] (বিশেষ্য) ১ হিন্দুসমাজে শ্রাবনী পূর্ণিমাতে বিপদ থেকে রক্ষা কামনায় প্রিয়জনের দক্ষিণ হস্তের মণিবন্ধে বাঁধা রঙিন মঙ্গলসূত্র; রক্ষাসূত্র। ২ প্রীতিবন্ধনের স্মারকসূত্র (তোমার স্নেহের রাখী হাতে রাক্ষসদের বশ করেছে নরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। রাখিপূর্ণিমা (বিশেষ্য) শ্রাবণ পূর্ণিমা। রাখিবন্ধন (বিশেষ্য) শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জনদের হাতে রাখি বন্ধনের অনুষ্ঠান। {(তৎসম বা সংস্কৃত) রক্ষী>}
  • Bengali Word রাখোয়াল Bengali definition ⇒ রাখাল
  • Bengali Word রাগ ১ Bengali definition [রাগ্‌] (বিশেষ্য) ১ ক্রোধ; রোষ; কোপ; গোসা (বড় রাগ হয়েছে)। ২ রং; রঞ্জন দ্রব্য (রক্তরাগ)। ৩ রক্তবর্ণ; রক্তিম। ৪ অনুরাগ; প্রেম; প্রণয়; আসক্তি; মমতা। ৫ (সন্‌) সুরের বিন্যাসের পদ্ধতি-বিভাগ; ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ-এই ছয়টি মূল রাগ (ছয় রাগ)। রাগত (বিশেষণ) ক্রোধান্বিত; রুষ্ট; কুপিত (ছোটটা রাগত হয়ে বড়কে বল্লে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। রাগ পড়া (ক্রিয়া) ক্রোধ প্রশমিত হওয়া বা না থাকা। রাগমালা (বিশেষ্য) সঙ্গীতের বিভিন্ন রাগের তালিকা। রাগ-মুখ (বিশেষণ) ক্রুব্ধ ভাব। রাগসামলানো (ক্রিয়া) ক্রোধ দমন করা। রাগসূত্র (বিশেষ্য) তুলাদণ্ডের সূত্র। রাগা (ক্রিয়া) ক্রুদ্ধ হওয়া; রাগ করা; চটা (রেগে আগুন)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। রাগে গর গর করা (ক্রিয়া) ক্রোধ সঞ্চারের ফলে মনে মনে অতিশয় ক্ষুব্ধ হওয়া। রেগেমেগে (অসমাপিকা ক্রিয়া) ক্রুদ্ধ হয়ে। রাগানো (ক্রিয়া) ক্রুদ্ধ বা রুষ্ট করা; চটানো। {(তৎসম বা সংস্কৃত) √রন্‌জ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word রাগ ২ Bengali definition [রাগ্‌] মোটা কম্বল (রাগ মুড়ি দেওয়া)। {(ইংরেজি) rug}
  • Bengali Word রাগবি Bengali definition [রাগ্‌বি] (বিশেষ্য) ডিম্বাকৃতি বল দিয়ে খেলা আমেরিকান ফুটবল খেলা যাতে বল হাত দিয়েও ধরা যায়। {(ইংরেজি) Rugby}
  • Bengali Word রাগান্ধ Bengali definition [রাগান্‌ধো] (বিশেষণ) ক্রোধে অজ্ঞান বা জ্ঞানহীন। {রাগ+অন্ধ; ৭ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাগান্বিত Bengali definition [রাগান্‌নিতো] (বিশেষণ) ১ রুষ্ট; ক্রুদ্ধ; ক্রোধযুক্ত। ২ আসক্তিযুক্ত; অনুরাগযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) রাগ+অন্বিত; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাগারাগি Bengali definition [রাগারাগি] (বিশেষ্য) রোষ প্রকাশ; কলহ; ঝগড়াঝাটি। {রাগ+রাগ; ব্যতিহার (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word রাগারুণ Bengali definition [রাগারুন্‌] (বিশেষণ) রক্তবর্ণে রঞ্জিত; রক্তিম। {(তৎসম বা সংস্কৃত) রাগ+অরুণ}
  • Bengali Word রাগিণী ১ Bengali definition [রাগিনি] (বিশেষ্য) ১ (সন্‌) রাগের পত্নী অর্থাৎ শাখা; এক এক রাগের অন্তর্গত স্বরবিন্যাসের প্রকারভেদ (ছত্রিশ রাগিণী)। ২ সঙ্গীত; সুর (তোমারি রাগিণী জীবন-কুঞ্জে বাজে যেন সদা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) রাগ+ইন্‌(ইনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word রাগী (-গিন্‌) Bengali definition [রাগি] (বিশেষণ) ১ যে অল্পেই ক্রুদ্ধ হয়; ক্রোধী; রোষযুক্ত; কোপন স্বভাববিশিষ্ট। ২ ক্রুদ্ধ; রুষ্ট। ৩ অনুরাগযুক্ত। রাগিণী২ (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাগ+ইন্‌(ইনি)}