Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রসম Bengali definition [রশোম্‌] (বিশেষ্য) ১ প্রচলিত রীতি; নিয়ম। ২ আচার। রসম ও রেওয়াজ (বিশেষ্য) প্রচলিত রীতি বা আচার-ব্যবহার। {(আরবি) রসম}
  • Bengali Word রসা ১ Bengali definition [রশা] (বিশেষ্য) পৃথিবী; ধরা; ধরণী (রসাতল)। {(তৎসম বা সংস্কৃত) √রস্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word রসা ২ Bengali definition [রশা] (বিশেষণ) ১ রসযুক্ত; যাতে যথেষ্ট রস আছে (রসা আম)। ২ সামান্য পচা (রসা মাছ)। □ (বিশেষ্য) ১ অল্প ঝোলযুক্ত মাছ বা মাংসের ব্যঞ্জন। ২ সুরুয়া; ঝোল। {(তৎসম বা সংস্কৃত) রস+ (বাংলা) আ}
  • Bengali Word রসা ৩ Bengali definition [রশা] (ক্রিয়া) ১ রসযুক্ত বা ভিজে হওয়া; স্যাঁতসেতে (মাটি রসেছে)। ২ অল্প পচা (আমটা রয়েছে)। ৩ শ্লেষ্মাযুক্ত হওয়া (শরীরটা রসেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। রসানো (ক্রিয়া) ১ রসযুক্ত করা। ২ আর্দ্র বা রসযুক্ত হওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। রসিয়ে, রসাইয়া (ক্রিয়াবিশেষণ) রসযুক্ত করে (গল্পটা রসিয়ে বলবা-আবু রুশ্‌দ্‌)। {(তৎসম বা সংস্কৃত) রস+ (বাংলা) আ}
  • Bengali Word রসাঞ্জন Bengali definition [রশান্‌জন্‌] (বিশেষ্য) ১ সুর্মা। ২ অ্যান্টিমনি ও গন্ধযুক্ত খনিজ বস্তু; stebnite। {(তৎসম বা সংস্কৃত) রস+অঞ্জন}
  • Bengali Word রসাতল Bengali definition [রশাতল্‌] (বিশেষ্য) ১ পাতাল। ২ ভূতল (শুকনা জীবন ঝুঁকে রয়েছে রসাতলের দিকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অধঃপাত; অধোগতি; ধ্বংস; বিনাশ (রসাতলে যাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √রস্‌+ অ(অচ্‌)+আ(টাপ্‌)+তল}
  • Bengali Word রসান Bengali definition [রশান্‌] (বিশেষ্য) ১ রসসিক্ত-করণ। ২ স্বর্ণাদি ধাতু উজ্জ্বল করা; ধাতব পদার্থ উজ্জ্বল করার উপকরণ (রসান দিলে স্বর্নের বর্ণ যেমন উজ্জ্বল হয়-ইসমাইল হোসেন শিরাজী)। ৩ তীব্র কৌতুক। ৪ রসযুক্ত বাক্য কথন; ফোড়ন (রসান দিয়ে বলা)। {(তৎসম বা সংস্কৃত) রস+ (বাংলা) আন}
  • Bengali Word রসানি Bengali definition [রশানি] (বিশেষ্য) ১ অল্প বা বেশি পচা অবস্থায় নির্গত রস। ২ নির্যাস। {(তৎসম বা সংস্কৃত) রস+ (বাংলা) আনি}
  • Bengali Word রসানো ৩ Bengali definition [রশানো] (ক্রিয়া) ১ রসযুক্ত করা। ২ আর্দ্র বা রসযুক্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) রসায়ন>; ক্রিয়ারূপ-বসাই, রসাও, রসায়, রসাস, রসান, (অসমাপিকা ক্রিয়া)-রসিয়ে, রসালে, রসাতে ইত্যাদি}
  • Bengali Word রসাবেশ Bengali definition [রশাবেশ্‌] (বিশেষ্য) রসের সঞ্চার; প্রবল আসক্তি (নিখিলের সর্বশেষে মিলনের রসাবেশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √রস্‌+আবেশ}
  • Bengali Word রসাভাষ Bengali definition [রশাভাশ্‌] (বিশেষ্য) ১ রসপূর্ণ বাক্য বিনিময়। ২ বিশ্রম্ভালাপ। {(তৎসম বা সংস্কৃত) √রস+আভাষ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রসাভাস Bengali definition [রশাভাশ্‌] (বিশেষ্য) ১ প্রকৃত রস নয় কিন্তু রসের অস্পষ্ট প্রকাশ মাত্র; রসের অপকর্ষ। ২ নীচ বা অনুচিত বিষয় বর্ণন। ৩ নিকৃষ্ট বা নিম্নমানের রস। ৪ রস সৃষ্টির অসার্থক প্রয়াস। {(তৎসম বা সংস্কৃত) রস+আভাস}
  • Bengali Word রসাল Bengali definition [রশাল্‌] (বিশেষণ) ১ রসযুক্ত; সরস। ২ আম্রবৃক্ষ (রসাল কহিল উচ্চে স্বর্ণ লতিকারে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) রস+আ+√লা+অ(ক)}
  • Bengali Word রসালাপ, রসাস্বাদ, রসাস্বাদন Bengali definition ⇒ রস
  • Bengali Word রসায়ন Bengali definition [রশায়োন্‌] (বিশেষ্য) ১ পদার্থের বিভিন্ন উপাদান এবং তাদের ধর্ম ও সম্বন্ধ বিষয়ক বিদ্যা; কিমিয়া বিদ্যা; chemistry। ২ যে ওষুধ জীবনকাল দীর্ঘ করে এবং রোগ-জরা দূর করে। রসায়নি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রসায়ন সম্পর্কীয় (রসায়নি বিদ্যা)। রসায়নী (-নিন্‌) (বিশেষ্য), (বিশেষণ) রসায়নজ্ঞ; রসায়ন শাস্ত্রবিদ্‌; chemist। {(তৎসম বা সংস্কৃত) রস+অয়ন}
  • Bengali Word রসিক Bengali definition [রোশিক্‌] (বিশেষ্য), (বিশেষণ) মর্মগ্রাহী; রসজ্ঞ (কাব্যরসিক)। □ (বিশেষণ) ১ শৃঙ্গার রসে জ্ঞানযুক্ত (রসিক নাগর)। ২ বিদগ্ধ। ৩ রসিকতাপটু।রসিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রসিকতা (বিশেষ্য) হাস্যপরিহাস। {(তৎসম বা সংস্কৃত) রস+ইক(ঠন্‌)}
  • Bengali Word রসিত Bengali definition [রোশিতো] (বিশেষণ) ১ আস্বাদিত; গৃহীত স্বাদ। ২ মেঘমন্দ্র; শব্দিত। {(তৎসম বা সংস্কৃত) √রস্‌+ত(ক্ত)}
  • Bengali Word রসিদ, রসীদ, রশিদ Bengali definition [রোশিদ্‌] (বিশেষ্য) প্রাপ্তিস্বীকার-পত্র; acknowledgement receipt। {(ফারসি) রসীদ}
  • Bengali Word রসিয়া Bengali definition [রোশিয়া] (বিশেষ্য) রসিক নাগর (অঙ্গনে আওব যব রসিয়া-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) রস+ (বাংলা) ইয়া}
  • Bengali Word রসিয়ে Bengali definition [রোশিয়ে] (অসমাপিকা ক্রিয়া) রসযুক্ত করে। {রসাইয়া>}
  • Bengali Word রসীদ Bengali definition ⇒ রসিদ
  • Bengali Word রসুই Bengali definition [রোশুই] (বিশেষ্য) রান্না; রন্ধক; পাক (আমরা রাত্রে চিড়ে খেয়েছি এখন রসুই করে চারটে ভাত না খেলে আর চলতে পারব না-মীর মশাররফ হোসেন)। রন্ধনশালা অর্থে রসবতী। রসুই-ঘর (বিশেষ্য) পাকশালা; পাকগৃহ; রান্নাঘর; বাবুর্চিখানা। রসুইয়া, রসুইয়ে, রসুয়ে (বিশেষণ) রন্ধনকারী; পাচক। {(তুলনীয়) (হিন্দি) রসোই}
  • Bengali Word রসুন ১ Bengali definition [রোশুন্‌] (ক্রিয়া) থামুন; অপেক্ষা করুন (রসুন, বাঙ্গালায় হস্তীকে কি বলে বলুন দেখি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {√রহ্‌>}
  • Bengali Word রসুন ২ Bengali definition [রোশুন্‌] (বিশেষ্য) পিঁয়াজের মতো আকারযুক্ত উগ্রগন্ধি শ্বেতকন্দ। {(তৎসম বা সংস্কৃত) রসোন/লশুন>}
  • Bengali Word রসুম Bengali definition [রোসুম্] (বিশেষ্য) ১ পদ্ধতি; প্রণালি; ধারা। ২ মাশুল; শুষ্ক। {(ফারসি) রসুম}
  • Bengali Word রসুমাত, রুসুমাত Bengali definition [রোসুমাত্‌, রুসুমাত্‌] (বিশেষ্য) অনুষ্ঠান; বর-বধূর প্রথম সাক্ষাৎ উৎসব (বিয়ের রসুমাত)। {(আরবি) রুসুমাত}
  • Bengali Word রসুল, রসূল Bengali definition [রোসুল্‌] (বিশেষ্য) নবি; পয়গম্বর; আল্লাহর প্রেরিত পুরুষ বা দূত। রসুলে-খোদা, রসুলে- করিম, রসূল-করীম (বিশেষ্য) আল্লাহর প্রেরিত পয়গম্বর; মহানুভব দূত হযরত মুহম্মদ (সা.)। {(আরবি) রসূল}
  • Bengali Word রসুলুল্লাহ Bengali definition [রোসুলুল্‌লাহ্‌] (বিশেষ্য) ১ আল্লাহ্‌র প্রেরিত পুরুষ বা দূত। ২ মহানবি হজরত মুহম্মদ (সা.)। {(আরবি) রসূল+ (আরবি) আল্লাহ}
  • Bengali Word রসূল Bengali definition ⇒ রসুল
  • Bengali Word রসো Bengali definition [রোশো] (ক্রিয়া) ১ থামো; অপেক্ষা করো। ২ বুঝে দেখতে দাও। {√রহ্‌>}