Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রদ ১ Bengali definition [রদ্‌] (বিশেষণ) খারিজ; মওকুফ; রহিত; বন্ধ; বর্জিত; প্রত্যাহৃত; পরিবর্তি; বদল (হুকুম রদ করা বা হওয়া)। □ (বিশেষ্য) খন্ডন; রহিতকরণ; বন্ধ; বর্জন (নিলাম রদের মামলা)। রদবদল (বিশেষ্য) পরিবর্জন ও পরিবর্তন; অদলবদল; উল্টাপাল্টা (তাহাতেও কাটছাট ও রদ-বদল বরাবরই চলিয়া আসিয়াছে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(আরবি) রদ্দ}
  • Bengali Word রদ ২, রদন Bengali definition [রদ্‌, রদোন্‌] (বিশেষ্য) দাঁত (দ্বিরদ-রদ-নির্মিত-মাইকেল মধূসূদন দত্ত; রদনে রদনে লড়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। রদী১(-দিন্‌), রদনী (বিশেষ্য) দন্তী; হাতি; দ্বিরদ। {(তৎসম বা সংস্কৃত) √রদ্‌+অ(অচ্‌), +অন(ল্যুট্‌)}
  • Bengali Word রদ্দা Bengali definition [রদ্‌দা] (বিশেষ্য) ১ (বাহু দিয়ে ঘাড়ে) ঘুষি মারা বা চপেটাঘাত। ২ গলাধাক্কা প্রদান (রদ্দা দেওয়া)। ৩ ফালা কাঠের তক্তা; খন্ডা। ৪ ঘর্ষণ; রগড়ানো। ৫ সারি (পাঁচ রদ্দা গাঁথনি)। {(আরবি) রদ্দী (ফারসি) রন্দা}
  • Bengali Word রদ্দি, রদি Bengali definition [রোদ্‌দি, রোদি] (বিশেষণ) ১ নিষ্কৃষ্ট; খারাপ। ২ অব্যবহার্য; খারিজ; অচল। রদ্দিমাল (বিশেষ্য) নিকৃষ্ট জিনিস; বাজে জিনিস। রদ্দি-জবাব (বিশেষ্য) (আদালতের ভাষা) জবাবের খন্ডন; উত্তরের প্রত্যুত্তর; rejoinder। {(আরবি) রদ্দী}
  • Bengali Word রনপা Bengali definition ⇒ রণপা
  • Bengali Word রনরন, রনরনি Bengali definition [রনোরন্‌, রনোরোনি] (বিশেষ্য) ১ যুদ্ধাস্ত্রের ঘাত-প্রতিঘাতের শব্দ। ২ অলঙ্কারের শিঞ্জন (রনরনি কঙ্কণ কিঙ্কিণী)। ৩ ঝঙ্কার; দীর্ঘ রণন (হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রনরনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word রনিয়া Bengali definition [রোনিয়া] (অসমাপিকা ক্রিয়া) ঝঙ্কার দিয়ে (স্বর্ণবীণা তন্ত্রী হতে রণিয়া রণিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ধ্বন্যাত্মক) রন>}
  • Bengali Word রন্ড Bengali definition [রন্‌ডো] (বিশেষণ) বন্ধ্যা; সন্তান হয় না এমন; রাঁড়। □ (বিশেষ্য) যে বৃক্ষের বা লতার ফল বা পুষ্প হয় না; ফলহীন বৃক্ষ। □ (বিশেষণ) ১ আশ্রয়হীন। ২ ধর্মবিহীন। ৩ বিপত্নীক। {(তৎসম বা সংস্কৃত) √রম্‌+ড}
  • Bengali Word রন্ডা Bengali definition [রন্‌ডা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বিধবা; পতিহীনা; রাঁড়ি। ২ বন্ধ্যা। ৩ বেশ্যা; গণিকা। {(তৎসম বা সংস্কৃত) √রম্‌+ড+আ(টাপ্‌)}
  • Bengali Word রন্ধন Bengali definition [রন্‌ধন্‌] (বিশেষ্য) রান্না; পাকক্রিয়া। রন্ধনগৃহ, রন্ধনশালা (বিশেষ্য) রান্নাঘর; রসুই ঘর। রন্ধনী, রাঁধুনি, রান্ধনি (বিশেষ্য) রন্ধনের মসলাদি। □ (বিশেষণ) রন্ধনকারী; রাঁধুনী; পাচিকা (কেহ নাহি ঘরে হইয়া রন্ধনী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। রন্ধিত (বিশেষণ) রাঁধা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √রধ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word রন্ধ্র Bengali definition [রন্‌ধ্রো] (বিশেষ্য) ১ ছিদ্র; গর্ত (রন্ধ্রে রন্ধ্রে ওঠে শব্দের ঝঙ্কার)। ২ ত্রুটি; দোষ। ৩ (জ্যোতিষ শাস্ত্র) রাশিচক্রে লগ্ন থেকে অষ্টম স্থান; বিনাশ স্থান; মারাত্মক স্থল। {(তৎসম বা সংস্কৃত) √রধ্‌+র(রক্‌), ন আগম}
  • Bengali Word রপট Bengali definition [রপোট] (বিশেষ্য) ১ পরিশ্রম। ২ হাঁটাহাঁটি। ৩ লাফ; দ্রুতগতি (একই রপটে ভূপতির জটে ধেয়ে ধরে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √রফ্‌>}
  • Bengali Word রপ্ত, রফ্‌ত Bengali definition [রপ্‌তো, রফ্‌তো] (বিশেষ্য) আয়ত্ত; কন্ঠস্থ। □ (বিশেষণ) অত্যস্ত। {(আরবি) রব্‌ত}
  • Bengali Word রপ্তানি, রফতানি Bengali definition [রপ্‌তানি, রফ্‌তানি] (বিশেষ্য) ১ বিক্রির জন্য পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ; export। ২ দ্রব্য প্রেরণ (কিছুদিন মা দয়াকরি রপ্তানিটি বন্ধ রাখ-ঈশ্বর গুপ্ত)। □ (বিশেষণ) বিক্রির জন্য বিদেশে প্রেরিত হচ্ছে বা হয়েছে এমন। {(ফারসি) রফ্‌তানী}
  • Bengali Word রফা Bengali definition [রফা] (বিশেষ্য) ১ আপোস; মীমাংসা; সিদ্ধান্ত; মিটমাট; নিষ্পত্তি (তখন একটা রফা করিতেই হয়-রশিদ করিম)। ২ বিনাশ; নাশ; ধ্বংস; শেষ (দফা রফা)। রফাদফা (বিশেষণ) মীমাংসিত স্থিরীকৃত। রফানামা (বিশেষ্য) নিষ্পত্তি পত্র। দফরফা (বিশেষ্য) বিনাশ; ধ্বংস। {(আরবি) রিফা}
  • Bengali Word রব ১ Bengali definition [রব্‌] (বিশেষ্য) ১ শব্দ; ধ্বনি; আওয়াজ। ২ গোলমাল। ৩ সাড়া। ৪ জনরব; কথা; গুজব (একটা রব উঠেছে)। রবদব বি জাঁকজমক; প্রভাব- প্রতিপত্তি (কোন এক সময়ে তাদের বাড়িতে খুব রবদব ছিল)। রবরবা (বিশেষ্য) শোভা; খ্যাতি; প্রতাপ। □ (বিশেষণ) সম্পদশালী; ধনৈশ্বর্যে পরিপূর্ণ। রবাহূত (বিশেষণ) ১ ভোজের সংবাদ শুনে উপস্থিত হয় এমন; অনিমন্ত্রিত। ২ শব্দ বা গোলমাল শুনে আগত। {(তৎসম বা সংস্কৃত) √রু+অ(অপ্‌)}
  • Bengali Word রব ২ Bengali definition [রব্‌] (বিশেষ্য) ঈশ্বর; আল্লাহ; প্রভু; পালয়িতা প্রভু। ইয়া রব, ইয়া রব্বী-হে প্রতিপালক; আমার প্রভু। {(আরবি) রব্ব}
  • Bengali Word রবার, রাবার Bengali definition [রবার্‌, রাবার্‌] (বিশেষ্য) বীণা জাতীয় বাদ্যযন্ত্র (নীরব বৃক্ষের নির্যাস থেকে প্রস্তুত স্থিতিস্থাপক পদার্থ)। {(ইংরেজি) rubber}
  • Bengali Word রবাহূত Bengali definition [রবাহুতো] (বিশেষণ) ১ ভোজের সংবাদ শুনে উপস্থিত হয় এমন; অনিমন্ত্রিত আগন্তুক। ২ কাঙালি; শব্দ বা গোলমাল শুনে আগত। {(তৎসম বা সংস্কৃত) রব+আহুত}
  • Bengali Word রবি ১ Bengali definition [রোবি] (বিশেষ্য) সূর্য; ভাস্কর; আফতাব; দিবাকর; শাম্‌স (গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে)। □ (বিশেষণ) চৈতালি; বসন্তকালের। রবিকর, রবিরশ্মি (বিশেষ্য) সূর্যের কিরণ। রবিচ্ছবি (বিশেষ্য) সূর্যের দীপ্তি বা প্রভা বা শোভা। রবিতনয়, রবিনন্দন, রবিসূত (বিশেষ্য) ১ হিন্দু পুরোণোক্ত সূর্যের পুত্র। ২ শনি; যম; কর্ণ।রবিতনয়া, রবিনন্দনী, রবিসূতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরাণোক্ত সূর্যের কন্যা যমুনা। রবিবর্ষ (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) সৌর বৎসর; এক নক্ষত্র থেকে শুরু করে সমুদয় রাশিচক্র পরিক্রমণ শেষে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত থেকে সূর্যের যে সময় লাগে; সূর্যের রাশিচক্র পরিক্রমণ কাল; প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা কাল। রবিমন্ডল (বিশেষ্য) সূর্যের পরিধি। রবিমার্গ (বিশেষ্য) সূর্যের রাশিচক্র পরিক্রমণ পথ। {(তৎসম বা সংস্কৃত) √রু+ই}
  • Bengali Word রবিউল আউয়াল Bengali definition [রোবিউল্‌ আউয়াল্‌] (বিশেষ্য) হিজরি সালের তৃতীয় মাস। {(আরবি) রবীউল আউয়াল}
  • Bengali Word রবিখন্দ Bengali definition [রোবিখন্‌দো] (বিশেষ্য) বসন্তকালের শস্য; রবিশস্য। {(আরবি) রবী+আ খন্‌দক}
  • Bengali Word রবিবার, রবিবাসর Bengali definition [রোবিবার্‌, রোবিবাশোর্‌] (বিশেষ্য) বাইবেল অনুসারে সপ্তাহের প্রথম বা শুরু দিবস; ভট্টারক বার। {(তৎসম বা সংস্কৃত) রবি+বার, বাসর}
  • Bengali Word রবিশস্য Bengali definition [রোবিশোশ্‌শো] (বিশেষ্য) বসন্তকালীন ফসল; চৈতালি ফসল; রবিখন্দ; হেমন্তকালে বীজ বুনে যে ফসল বসন্তকালে ঘরে তোলা হয়। {(আরবি) রবী + (তৎসম বা সংস্কৃত) শস্য}
  • Bengali Word রব্ধ Bengali definition [রব্‌ধো] (বিশেষণ) ১ আরব্ধ; আরম্ভ করা হয়েছে এমন; কৃতারম্ভ এমন। {(তৎসম বা সংস্কৃত) √রভ্‌+ত(ক্ত)}
  • Bengali Word রভস Bengali definition [রভশ্‌] (বিশেষ্য) ১ প্রবল ভাবাবেগ; আবেশ; প্রবণতা; প্রাবল্য। ২ ঔৎসুক্য। ৩ গভীর দুঃখ বা শোক। ৪ উল্লাস; বেগ (জল-সিঞ্চিত ক্ষিতিসৌরভ-রভসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ মিলন; সম্ভোগ; কেলি; বিলাস (কত মধু যামিনী রভসে গোয়ায়নু-বিদ্যাপতি)। ৬ আকস্মিকতা। {(তৎসম বা সংস্কৃত) √রভ্‌+অস(অসচ্‌); রভস্‌+অ(অচ্‌)}
  • Bengali Word রম Bengali definition [রম্‌] (বিশেষণ) রমণীয়; আনন্দদায়ক; মনোরম। □ (বিশেষ্য) ১ স্বামী। ২ কন্দর্প। {(তৎসম বা সংস্কৃত) √রম্‌+ণিচ্‌+অ(অণ্‌)}
  • Bengali Word রমক Bengali definition [রমোক্‌] (বিশেষ্য) ১ রমণকারী। ২ উপপতি। {(তৎসম বা সংস্কৃত) √রম্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word রমজান, রমাযান, রমাদান Bengali definition [রম্‌জান, রমাজান্‌, রমাদান্‌] (বিশেষ্য) হিজরি বছরের নবম মাস; রোজার মাস; এ মাসে শারীরিকভাবে সমর্থ মুসলমান নারী-পুরুষের জন্য ফজরের আজানের কিছু পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ উপবাস থাকা ফরজ বা অবশ্যকরণীয়। {(আরবি) রমদান, জ্বলন}
  • Bengali Word রমণ ১ Bengali definition [রমোন্‌] (বিশেষ্য) ১ ক্রীড়া; খেলা; কেলি। ২ প্রমোদ-বিহার। ৩ মৈথুন; রতিক্রিয়া। {(তৎসম বা সংস্কৃত) √রম্‌+অন(ল্যুট্‌)}