Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রোচক Bengali definition [রোচক্‌] (বিশেষণ) রুচিকর; ভোজনে আগ্রহবর্ধক (মুখরোচক)। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word রোচনা Bengali definition [রোচোনা] (বিশেষ্য) ১ গোরোচনা। ২ রক্ত কহ্লার। ৩ উত্তমা নারী। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্‌+ই(ণিচ্‌)+অন(যুচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word রোচনি, রোচনী Bengali definition [রোচোনি] (বিশেষ্য) ১ পুদিনা শাক। ২ গোরোচনা। ৩ আমলকী। রোচা, রুচা (ক্রিয়া) রুচিকর হওয়া; ভালো লাগা (মুখে তার অন্ন রোচে না-হাবীবুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) রোচন+ (বাংলা) ই, ঈ}
  • Bengali Word রোচা Bengali definition [রোচা] (ক্রিয়া) ভালো লাগা। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word রোচ্য Bengali definition [রোচ্‌চো] (বিশেষণ) ১ রুচিকর। ২ রুচির যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √রুচ্‌+য(যৎ)}
  • Bengali Word রোছমত Bengali definition ⇒ রসুমৎ
  • Bengali Word রোজ কিয়ামত Bengali definition [রোজ্‌কিয়ামত্‌] (বিশেষ্য) ১ মৃত্যুর পর পুনরুত্থানের দিন। ২ শেষ বিচারের দিন। ৩ (আলঙ্কারিক) অতি কষ্টকর অবস্থা; বিপদ-আপদ (জানের উপর রোজ কেয়ামতের চলছে)। {(ফারসি) রোজ + (আরবি) কিয়ামত}
  • Bengali Word রোজ ১ Bengali definition [রোজ্‌] (বিশেষ্য) ১ দিন; তারিখ (সে সাত রোজ কাজ করছে; ৩রা রোজ সে কাজে যোগ দিয়েছে)। ২ দৈনিক পারিশ্রমিক বা মজুরি (পাঁচ টাকা রোজে কাজ)। ৩ দৈনিক সরবরাহ বা জোগান (রোজ-করা)। ৪ প্রত্যেকদিন; প্রতিদিন; প্রত্যহ (আলসে নয় সে ওঠে রোজ সকালে-কাজী নজরুল ইসলাম)। রোজ রোজ (অব্যয়) প্রত্যহ; প্রতিদিন; নিত্য (রোজ রোজ তুমি আমায় বিরক্ত কর কেন?)। {(ফারসি) রোজ}
  • Bengali Word রোজ ১, রোযা Bengali definition [রোজা] (বিশেষ্য) ইসলাম ধর্মীয় বিধি অনুসারে উপবাস; ঊষাকালের সামান্য পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরণের আহার ও যৌনমিলন থেকে সম্পূর্ণ বিরতি (এই যে উপবাসী জনগণ, চিরকাল রোজা রাখিবেন-আসে শুভ একতার ক্ষণ-কাজী নজরুল ইসলাম)। রোজা খোলা (ক্রিয়া) সমস্ত দিন রোজা রেখে সূর্যাস্তের পর ইফতার করা অর্থাৎ আহার্য গ্রহণ করা। রোজাদার (বিশেষ্য) যে রোজা পালর করে। রোজা রাখা (ক্রিয়া) ইসলামি নিয়মানুযায়ী রোজা পালন করা। {(ফারসি) রোজাহ}
  • Bengali Word রোজ ২ Bengali definition [রোজ্‌] (বিশেষ্য) গোলাপফুল। {(ইংরেজি) rose}
  • Bengali Word রোজ- হাসর Bengali definition [রোজ্‌হাশোর্‌] (বিশেষ্য) মহাপ্রলয়ের দিন (রোজ-হাসরের ময়দানেতে মোরদারা সব জীবন পাবে-জসীমউদ্‌দীন)। {(ফারসি) রোজ+ (আরবি) হাশ্‌র}
  • Bengali Word রোজগার Bengali definition [রোজ্‌গার্‌] (বিশেষ্য) আয়; উপার্জন (এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) রোজগার}
  • Bengali Word রোজগারি, রোজগেরে Bengali definition [রোজ্‌গারি, রোজ্‌গেরে] (বিশেষণ) আয় করে এমন; উপার্জনকারী (এত বড় সংসারে একজন মাত্র রোজগারী)। {(ফারসি) রোজগার + (বাংলা) ই, ইয়া>এ}
  • Bengali Word রোজদার Bengali definition ⇒ রোজাদার
  • Bengali Word রোজনামচা, রোজনামা Bengali definition [রোজ্‌নাম্‌চা, রোজ্‌নামা] (বিশেষ্য) যে বইতে প্রতিদিনের বিবরণ লেখা হয়; দিনলিপি; diary (এসব জ্ঞানপথের তীর্থযাত্রী ভ্রমণকালে রীতিমতো রোজনামচা রাখতেন-আবদুল মওদুদ)। {(ফারসি) রোজনামচা, রোজনামা}
  • Bengali Word রোজনামা Bengali definition ⇒ রোজনামচা
  • Bengali Word রোজা ২, রোঝা ২ Bengali definition [রোজা, রোঝা] (বিশেষ্য) ওঝা; যারা সাপের বিষ নামাবার বা ভূত-প্রেত ছাড়াবার মন্ত্র জানে। {(তৎসম বা সংস্কৃত) উপাধ্যায়>ওঝা>}
  • Bengali Word রোজানা Bengali definition [রোজানা] (বিশেষ্য) দৈনিক বরাদ্দ বা মাহিনা; পারিশ্রমিক (অবশ্য সেইজন্য রোজানা দিতে হইবে-গোপাল হালদার)। {(ফারসি) রোজানা}
  • Bengali Word রোজিনা Bengali definition [রোজিনা] (বিশেষ্য) ১ দৈনিক পারিশ্রমিক মজুরি বা বৃত্তি (রোজিনাদার)। ২ দৈনিক বরাদ্দ (দুধ রোজিনা দেওয়া)। {(ফারসি) রূজীনাহ্‌}
  • Bengali Word রোঝা ২ Bengali definition ⇒ রোজা২
  • Bengali Word রোটিকা Bengali definition [রোটিকা] (বিশেষ্য) রুটি। {(তৎসম বা সংস্কৃত) রোটিকা; (তুলনীয়) (পর্তুগিজ) roti}
  • Bengali Word রোড Bengali definition [রোড্‌] (বিশেষ্য) রাস্তা; রাজপথ। {(ইংরেজি) road}
  • Bengali Word রোথো, রোতো Bengali definition [রোথো, রোতো] (বিশেষণ) রদ্দি; ওঁচা; বাজে বা খারাপ জিনিস। {(আরবি) রদ্দী> (বাংলা) রথুয়া>রোথো}
  • Bengali Word রোদ, রোদ্দুর Bengali definition [রোদ্‌, রোদ্‌দুর্‌] (বিশেষ্য) সূর্যকিরণ (ছাদের উপর বিকাল বেলাকার রোদদুর পড়ে আসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। রোদ ওঠা (ক্রিয়া) বেলা হওয়া; সূর্যালোক প্রকাশ পাওয়া। রোদ পোহানো (ক্রিয়া) রোদ উপভোগ করা। রোদে দেওয়া (ক্রিয়া) শুকানোর জন্য রোদে মেলে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) রৌদ্র>(প্রাকৃত)রোদ্দ>}
  • Bengali Word রোদন Bengali definition [রোদোন্‌] (বিশেষ্য) ক্রন্দন; কান্না (রোদন ভরা এ বসন্ত, সখী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √রুদ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word রোদসী Bengali definition [রোদশি] (বিশেষ্য) পৃথিবী ও স্বর্গ; ক্রন্দসী। {(তৎসম বা সংস্কৃত) √রুদ্‌+অস্‌(অসুন্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word রোদি Bengali definition ⇒ রদি
  • Bengali Word রোদ্ধা (-দ্ধৃ) Bengali definition [রোদ্‌ধা] (বিশেষণ) রোধকারী; বাধাদানকারী। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্‌+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word রোধ Bengali definition [রোধ্‌] (বিশেষ্য) বাধা; অবরোধ; প্রতিরোধ; বাধা সৃষ্টি (কত কষ্টে করেছিনু অশ্রু বারি রোধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word রোধঃ Bengali definition [রোধোহ্‌] (বিশেষ্য) কূল; তট; তীর (যাদঃপতি রোধঃ যথা চলোর্মি আঘাতে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √রুধ্‌+অস্‌(অসুন্‌)}