র পৃষ্ঠা ১৭
- Bengali Word রামভক্ত Bengali definition [রাম্ভক্তো] (বিশেষ্য) হনুমান। {(তৎসম বা সংস্কৃত) রাম+ভক্ত}
- Bengali Word রামরাজত্ব Bengali definition [রাম্রাজোত্তো] (বিশেষ্য) ১ রাম রাজ্য। ২ যা খুশি করবার একচেটিয়া অধিকার। {(তৎসম বা সংস্কৃত) রাম+রাজত্ব}
- Bengali Word রামরাজ্য Bengali definition [রাম্রাজা] (বিশেষ্য) ১ রামের রাজ্য। ২ ন্যায়-সুখ-শান্তি পূর্ণ রাজ্য; অতি সুশাসিত দেশ। ৩ যা ইচ্ছা তাই করা (সে যেন রামরাজত্ব পেয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) রাম+রাজ্য}
- Bengali Word রামলীলা Bengali definition [রাম্লিলা] (বিশেষ্য) ১ রামচন্দ্রের জীবনে সংঘটিত কীর্তিকর কার্যসমূহ। ২ রামচন্দ্রের জীবনী ও ক্রিয়াকলাপ বিষয়ক যাত্রাভিনয়। {(তৎসম বা সংস্কৃত) রাম+লীলা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রামশালিক Bengali definition [রাম্শালিক্] (বিশেষ্য) বকজাতীয় পক্ষী। {(তৎসম বা সংস্কৃত) রাম+শালিক}
- Bengali Word রামশিঙা Bengali definition ⇒ রামশিঙ্গা
- Bengali Word রামশিঙ্গা, রামশিঙা Bengali definition [রাম্শিঙ্গা, রাম্শিঙা] (বিশেষ্য) বড় শিঙ্গা; ফুঁ দিয়ে বাজাতে হয় এমন এক প্রকার বাদ্যযন্ত্র। {রাম+শিঙ্গা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word রামশ্যাম, রামশ্যমা Bengali definition [রাম্শ্যাম্, রামশ্যামা] (বিশেষ্য) ১ যেকোনো লোক; বাজে লোক (রামশ্যাম সবাই যাবে)। ২ বাজে লোক। {(আরবি) রাম+শ্যাম, শ্যামা}
- Bengali Word রামা Bengali definition [রামা] (বিশেষ্য) ১ সুন্দরী বা রমণীয়া নারী। ২ সঙ্গীত ও অন্যান্য কলায় নিপুণা নারী। ৩ প্রিয়া; প্রেয়সী (আউলাইল মাথার কেশ দূর কৈল নাস বেশ কান্দে রামা ভূমে দিয়া হাড়ি-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) রাম+আ(টাপ্)}
- Bengali Word রামাইত Bengali definition ⇒ রামায়েত
- Bengali Word রামানুজ Bengali definition [রামানুজ্] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত দশরথ-পুত্র রামের ছোট ভাই ভরত, লক্ষ্মণ বা শত্রুঘ্ন। ২ বিশিষ্ট অদ্বৈতবাদ ত্রিপাঠী (জন্ম ১৯১৭ খ্রি.)। {(তৎসম বা সংস্কৃত) রাম+অনুজ}
- Bengali Word রামায়ণ Bengali definition [রামায়োন্] (বিশেষ্য) বাল্মীকি কর্তৃক দশরথ পুত্র রামচন্দ্রের জীবন-কাহিনী অবলম্বনে রচিত মহাকাব্য। {(তৎসম বা সংস্কৃত) রাম+অয়ণ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রামায়ণকার Bengali definition [রামায়োন্কার্] (বিশেষ্য) রামায়ণ-রচয়িতা বাল্মীকি। {(তৎসম বা সংস্কৃত) রাম+অয়ন+কার}
- Bengali Word রামায়েত, রামাইত Bengali definition [রামায়েত্, রামাইত্] (বিশেষ্য) একটি বৈষ্ণব সম্প্রদায়। {(হিন্দি) রামাৱত>}
- Bengali Word রাযাই Bengali definition ⇒ রেজাই
- Bengali Word রাযী Bengali definition ⇒ রাজি
- Bengali Word রাশ ১ Bengali definition [রাশ্] (বিশেষ্য) ১ রাশি; স্তুপ; গাদা (এক রাশ তরিতরকারি)। ২ প্রকৃতি; আচরণ (রাশভারী)। ৩ জন্মরাশি (রাশনাম)। রাশছাড়া (ক্রিয়া) আকাশপাতাল ভাবা; কল্পনার জাল বিস্তার করা (উৎপত্তি প্রসঙ্গে গবেষকেরা মাঝে মাঝে কল্পনার রাশ ছাড়তেন-সুধীণ্দ্রনাথ দত্ত)। রাশটানা (ক্রিয়া) সংযত করা; কঠোর শাসন করা। রাশনাম (বিশেষ্য) জন্মরাশি অনুসারে নাম। রাশ-পাতলা (বিশেষণ) হালকা; ছেবলা প্রকৃতির (সে রাশ পাতলা লোক)। রাশভারী (বিশেষণ) গম্ভীর প্রকৃতির লোক। রাশহালকা (বিশেষণ) লঘু প্রকৃতি (তাকে দখে রাশহালকা লোক বলে মনে হয় না)। {(তৎসম বা সংস্কৃত) রাশি>}
- Bengali Word রাশ ২ Bengali definition ⇒ রাস
- Bengali Word রাশি Bengali definition [রাশি] (বিশেষ্য) ১ স্তুপ; পুঞ্জ; সমূহ। ২ (গণিত.) সংখ্যা; number (এক রাশিকে অন্য রাশি দিয়া ভাগ করা)। ৩ (জ্যোতিষ শাস্ত্র) জ্যোতিষ চক্রের দ্বাদশ অংশ (মেঘ বৃষ মিথুনাদি)। ৪ (আলঙ্কারিক) অদৃষ্ট; নসিব; ভাগ্য (সুখ তার রাশিতেই নাই)। রাশিচক্র (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) দ্বাদশ রাশি চিহ্নিত বৃত্ত; ভচক্র; zodiac। রাশি রাশি (বিশেষণ) প্রভূত; সুপ্রচুর; অসংখ্য (রাশি রাশি ভারা ভারা ধানকাটা হলো সারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। রাশীকৃত (বিশেষণ) স্তুপীকৃত; গাদা দেওয়া (ছাই দিন দিন রাশীকৃত হইয়া উঠিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √অশ্+ই+(ইণ্)}
- Bengali Word রাষ্ট্র Bengali definition [রাশ্ট্রো] (বিশেষ্য) ১ এক শাসনতন্ত্রাধীন দেশ বা দেশের অংশ; রাজ্য; স্টেট; state। ২ দেশ; প্রদেশ। □ (বিশেষণ) প্রচারিত; ঘোষিত; বিজ্ঞাপিত; রচিত; দিবিত (রাষ্ট্র হওয়া)। রাষ্ট্র করা (ক্রিয়া) ১ প্রচার করা; ঘোষণা করা। ২ রটনা করা। রাষ্ট্রদূত (বিশেষ্য) রাজদূত; অন্যদেশে নিজ দেশের প্রতিনিধিত্বকারী দূত; ambassador। রাষ্ট্রনায়ক (বিশেষ্য) ১ রাষ্ট্রের শাসক বা পরিচালক। ২ রাষ্ট্রের নেতা; head of the state; রাষ্ট্রপতি; রাষ্ট্রপ্রধান; president। রাষ্ট্রনীতি (বিশেষ্য) রাজনীতি; রাষ্ট্র পরিচালনের নীতি। রাষ্ট্রনীতিক, রাষ্ট্রনীতিক, রাষ্ট্রনৈতিক (বিশেষণ) রাজনীতিমূলক বা বিষয়ক। রাষ্ট্রপতি (বিশেষ্য) ১ রাষ্ট্রের অধিপতি বা প্রধান; রাজা। ২ সাধারণতন্ত্র-রাষ্ট্রের নির্বাচিত অধিনায়ক; প্রেসিডেন্ট; president। রাষ্ট্রবিপ্লব (বিশেষ্য) ১ রাষ্ট্রের শাসন ব্যবস্থার আকস্মিক পরিবর্তন বা বিপর্যয়; রাষ্ট্রের শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন। ২ রাষ্ট্রের অভ্যন্তরের অরাজকতা, গৃহযুদ্ধ প্রভৃতি। রাষ্ট্রিক, রাষ্ট্রিয়, রাষ্ট্রীয় (বিশেষণ) রাষ্ট সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) √রাজ্+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word রাস ১ Bengali definition [রাশ্] (বিশেষ্য) অশ্ববল্গা; লাগাম; রশ্মি (আবার তর্ক, মুখে রাস নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। রাস আলগা করা, রাস ঢিলা করা (ক্রিয়া) (আলঙ্কারিক) শাসন শিথিল করা; যথেচ্ছভাবে চলতে দেওয়া। রাসটানা (ক্রিয়া) ১ লাগাম বা বল্গা ধরে টানা। ২ (আলঙ্কারিক) সংযত বা নিয়মিত করা। {(তৎসম বা সংস্কৃত) রশ্মি>}
- Bengali Word রাস ২, রাসযাত্রা, রাসলীলা Bengali definition [রাশ্, রাশ্জাত্ত্রা, রাশ্লিলা] (বিশেষ্য) গোপীগণের সঙ্গে কৃষ্ণের নৃত্যলীলা; কার্তিকী পূর্ণিমায় গোপীনারীদের সঙ্গে রাধাকৃষ্ণের নৃত্যোৎসব (এখনও অঙ্গ দোলে প্রাকৃত রাসে-বিষ্ণু দে)। রাসপূর্ণিমা (বিশেষ্য) কার্তিকী পূর্ণিমা। রাসবিহরী (বিশেষ্য) যিনি রাসমণ্ডলে বিহার করেন; কৃষ্ণ। রাসমণ্ডপ, রাসমণ্ডল (বিশেষ্য) রাধাকৃষ্ণের রাসনৃত্যের জায়গা বা মণ্ডপ। {(তৎসম বা সংস্কৃত) √রাস্+অ(ঘঞ্)}
- Bengali Word রাসকেল, রাস্কেল Bengali definition [রাশ্কেল্] (বিশেষ্য) দুর্বৃত্ত; পাজি; বদমাশ। {(ইংরেজি) rascal}
- Bengali Word রাসন Bengali definition [রাশোন্] (বিশেষণ) স্বাদ বা রসনা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) রসনা+অ(অণ্)}
- Bengali Word রাসভ Bengali definition [রাশোভ্] (বিশেষ্য) গর্দভ; গাধা। রাসভী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। রাসভনিন্দিত (বিশেষণ) গাধাকেও হার মানায় বা লজ্জা দেয় এমন। ২ অত্যন্ত শ্রুতিকটু। {(তৎসম বা সংস্কৃত) √রাস্+অভ(অভচ্)}
- Bengali Word রাসযাত্রা, রাসলীলা Bengali definition ⇒ রাস
- Bengali Word রাসায়নিক Bengali definition [রাশায়োনিক্] (বিশেষ্য) রসায়ন শাস্ত্রবিশারদ। □ (বিশেষণ) রসায়ন সংক্রান্ত; রসায়ন ঘটিত (অদৃষ্ট পুরুষের রাসায়নিক পরীক্ষাশালা-রবীন্দ্রনাথ ঠাকুর)। রাসায়নিক আকর্ষণ (বিশেষ্য) পরমানুগুলোর পরস্পরের প্রতি আকর্ষণ। {(তৎসম বা সংস্কৃত) রসায়ন+ইক(ঠক্)}
- Bengali Word রাস্কেল Bengali definition ⇒ রাসকেল
- Bengali Word রাস্তা Bengali definition [রাস্তা] (বিশেষ্য) ১ পথ; মার্গ; বর্ত্ম। ২ উপায়; ব্যবস্থা (রাস্তা-টাস্তা দেখাও)। রাস্তা খরচ (বিশেষ্য) রাস্তায় গাড়ি প্রভৃতির ভাড়া ও খাবার খরচ; পাথেয়। রাস্তাঘাট (বিশেষ্য) ১ পথঘাট; ছোট বড় রাস্তা। ২ সদর ও গলিপথ। রাস্তা দেখো (ক্রিয়া) চলে যাও (এখানে কিছু হবে না, রাস্তা দেখো)। রাস্তা দেখানো (ক্রিয়া) ১ পথ দেখানো। ২ উপায় বাতলানো (চলার মতো একটা রাস্তা দেখাও ভাই)। রাস্তা ধরা (ক্রিয়া) ১ পথ ধরা; চলতে আরম্ভ করা। ২ (আলঙ্কারিক) পদাঙ্ক অনুসরণ করা; একই পথ অবলম্বন করা। রাস্তা বন্ধ (বিশেষ্য) পথ বন্ধ। ২ কোনো উপায় না থাকা (তার আয়ের সব রাস্তা বন্ধ হয়ে গেছে)। রাস্তার লোক (বিশেষ্য) ১ অচেনা লোক; অপরিচিত ব্যক্তি (রাস্তার লোককে একথা বলা যায় না)। ২ পথ চলতি লোক। {(ফারসি) রাশতহ}
- Bengali Word রাস্না Bengali definition [রাস্না] (বিশেষ্য) পরগাছাজাতীয় লতা; এক ধরণের অর্কিড। রাস্নামালা (বিশেষ্য) পরগাছা জাতীয় লতা বিশেষের মালা (জটার পরে জড়িয়ে নিয়ে বিনি সুতার রাস্নামালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √রস্+ন+আ(টাপ্)}