Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রিক্ত Bengali definition [রিক্‌তো] (বিশেষণ) ১ শূন্য; খালি; সম্বলহীন (রিক্তহস্ত)। ২ নিঃস্ব; সম্বলশূন্য; অত্যন্ত দরিদ্র। রিক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
  • Bengali Word রিক্রুটিং Bengali definition [রিক্‌ক্রুটিঙ্‌] (বিশেষ্য) রংরুট; শিক্ষানবিস নতুন সেনা পুলিশ ইত্যাদি নিয়োগ (তাঁহার বাড়ীর একটা রড় কামরায় রিক্রুটিং-এর আড্ডা বসেছিল-মাহবুব-উল-আলম)। {(ইংরেজি) recruiting}
  • Bengali Word রিক্‌থ Bengali definition [রিক্‌থ্‌] (বিশেষ্য) ১ অর্থ; ধন; সম্পত্তি। ২ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। {(তৎসম বা সংস্কৃত) রিচ্‌+থ(থক্‌)}
  • Bengali Word রিঙ Bengali definition ⇒ রিং
  • Bengali Word রিজক Bengali definition ⇒ রিজিক
  • Bengali Word রিজাইন Bengali definition [রিজাইন্‌] (ক্রিয়া) পদত্যাগ করা; কাজে ইস্তফা দেওয়া। {(ইংরেজি) resign}
  • Bengali Word রিজার্ভেশন Bengali definition [রিজারররভেশন্‌] (বিশেষ্য) পূর্ব সংরক্ষণ; পূর্ব থেকে টিকিট ক্রয় করে গাড়িতে নিজের জন্য জায়গা স্থিরকরণ (দূরের জার্নি হলে রিজার্ভেশন যেন বাধ্যতামূলক-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) reservation}
  • Bengali Word রিজিক, রিজক, রেজেক Bengali definition [রিজিক্‌, রিজিক্‌, রেজেক্‌] (বিশেষ্য) জীবনোপকরণ; অন্ন-বস্ত্র প্রভৃতি। {(আরবি) রিজিক্‌}
  • Bengali Word রিঝ, রিঝি ১ (ব্রজবুলি) Bengali definition [রিঝ্‌, রিঝি] (বিশেষ্য) হৃদয়; মন; অন্তর (বচন মৃদু মরমর কাঁপে রিঝ থর থর শিহরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) হৃদ>রিদ>রিঝ}
  • Bengali Word রিঝি ২ (ব্রজবুলি) Bengali definition [রিঝি] (অসমাপিকা ক্রিয়া) হৃষ্ট বা আনন্দিত হয়ে (বজাওত বীণা সমাধুরী রিঝি-বিদ্যাপতি)। {রিঝ+ই}
  • Bengali Word রিটার্ন Bengali definition [রিটার্‌ন্‌] (বিশেষ্য) ১ ফেরতা (রিটার্ন টিকিট)। ২ নির্দিষ্ট সাময়িক সরকারি বিবরণী, আয়কর হিসাব ইত্যাদি। রিটার্ন টিকিট (বিশেষ্য) একই সঙ্গে যাওয়া-আসার টিকিট। {(ইংরেজি) return}
  • Bengali Word রিঠা ১, রিঠে ১ Bengali definition [রিঠা, রিঠে] (বিশেষ্য) কাপড় কাচার জন্য ব্যবহৃত এক রকম ছোট ফল। {(তৎসম বা সংস্কৃত) অরিষ্ট>}
  • Bengali Word রিঠা ২, রিঠে ২ Bengali definition [রিঠা, রিঠে] (বিশেষ্য) রিঠামাছ; ইটামাছ। {(তৎসম বা সংস্কৃত) অরিষ্ট>}
  • Bengali Word রিড, রীড Bengali definition [রিড্‌] (বিশেষ্য) শব্দ উৎপাদনের জন্য হারমোনিয়ামে ব্যবহৃত যন্ত্রাংশ; নলখাগড়া। {(ইংরেজি) reed}
  • Bengali Word রিডার Bengali definition [রিডার্‌] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পদ, বর্তমানের সহযোগী অধ্যাপকের সমতুল্য। {(ইংরেজি) reader}
  • Bengali Word রিতু Bengali definition [রিতু] (বিশেষ্য) ঋতু (রিতু বসন্ত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ঋতু>}
  • Bengali Word রিনঝিন, রিনিঝিনি, রিমঝিম Bengali definition [রিন্‌ঝিন্‌, রিনিঝিনি, রিম্‌ঝিম্‌] (অব্যয়) তারযন্ত্র বা নূপুর বাজার শব্দ; ঝঙ্কার। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word রিপিট, রিবিট Bengali definition [রিপিট্‌, রিবিট্‌] (বিশেষ্য) ধাতুপাত প্রভৃতি জোড়া দেওয়ার কাজে প্রযুক্ত দুই দিকে মোটা পেরেকবিশেষ। {(ইংরেজি) rivet}
  • Bengali Word রিপু ১ Bengali definition ⇒ রিফু
  • Bengali Word রিপু ২ Bengali definition [রিপু] (বিশেষ্য) ১ শত্রু; দুশমন; বিপক্ষ (রিপুগণ উপহাসে মনে লাগে ভয়-দৌলত উজির বাহরাম খান)। ২ প্রবৃত্তি; ষড়রিপু- কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ও মাৎসর্য। রিপুদমন (বিশেষ্য) কাম ক্রোধাদি দমন; প্রবৃত্তিদমন (মহৎ ব্যক্তিগণ রিপুদমন করিতে পারেন)। রিপুদমী (-মিন্‌) বিন শত্রু দমন করে এমন। {(তৎসম বা সংস্কৃত) √রপ্‌+উ(কু)}
  • Bengali Word রিপোর্ট Bengali definition [রিপোর্‌ট্‌] (বিশেষ্য) ১ বিবরণী; প্রতিবেদক (কাজের রিপোর্ট)। ২ অনুসন্ধান; পরীক্ষা বা গবেষণা সম্পর্কে লিখিত বিবরণ (পুলিশের রিপোর্ট খুব ভাল নয়-কাজী আফছারউদ্দীন)। ৩ অভিযোগ; নালিশ (বাড়াবাড়ি করেন তো রিপোর্ট করবো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) report}
  • Bengali Word রিপোর্টার Bengali definition [রিপোর্‌টার্‌] (বিশেষ্য) প্রতিবেদক; সংবাদদাতা; খবরের কাগজের সংবাদ-প্রেরক; সাংবাদিক। {(ইংরেজি) reporter}
  • Bengali Word রিপ্লাই Bengali definition [রিপ্‌লাই] (ক্রিয়া) জবাব দেওয়া; reply। রিপোর্ট কার্ড (বিশেষ্য) দ্রুত উত্তর লাভের জন্য প্রেরিত জোড়া পোস্ট কার্ড। {(ইংরেজি) reply}
  • Bengali Word রিপ্লে Bengali definition [রিপ্‌লে] (বিশেষ্য) পুনরায় খেলা; replay। অ্যাকশন রিপ্লে কোনো একটি অংশ বা ভঙ্গি (টিভিতে) আবার দেখানো। {(ইংরেজি) replay}
  • Bengali Word রিফাইন Bengali definition [রিফাইন্‌] (ক্রিয়া) শোধন করা (রিফাইন করা)। রিফাইন্ড (বিশেষণ) শোধিত (রিফাইন্ড তেল)। {(ইংরেজি) refine}
  • Bengali Word রিফাইনারি Bengali definition [রিফাইনারি] (বিশেষ্য) শোধনাগার; যেখানে তেল ইত্যাদি শোধন করা হয় (জেটির সামনেই ছোট একটা রিফাইনারী, কোম্পানীর লোকদের তেল এখানে পরিশোধিত হয়-নাহার)। {(ইংরেজি) refinery}
  • Bengali Word রিফিউজি, রিফুজি, রেফুজি Bengali definition [রিফিউজি, রিফুজি, রেফুজি] (বিশেষ্য) উদ্বাস্তু; শরণার্থী। {(ইংরেজি) refugee}
  • Bengali Word রিফু, রিপু ৩ Bengali definition [রিফু, রিপু] (বিশেষ্য) সুচ সুতা দিয়ে বস্ত্রের ছিন্ন অংশ বুনে মেরামত (রিপু করা ধুতি পরি নাহি ভাবে দোষ-দীনবন্ধু মিত্র)। {(ফারসি) রফূ}
  • Bengali Word রিবিট, রিপিট Bengali definition [রিবিট্‌, রিপিট্‌] (বিশেষ্য) ধাতুপাত প্রভৃতি জোড়া দেওয়া কাজে প্রযুক্ত দুই দিকে মোটা পেরেকবিশেষ। {(ইংরেজি) rivet}
  • Bengali Word রিভলবার, রিভলভার, রিভলবর Bengali definition [রিভল্‌বার্‌, রিভল্‌ভার্‌, বিভল্‌বর্‌] (বিশেষ্য) একবার গুলি ভরে একাধিকবার গুলি ছোড়া যায় এমন পিস্তল; ছোটখাটো আগ্নেয়াস্ত্র (হাতে রিভলভার তো আছেই-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) revolver}