Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রাণা Bengali definition ⇒ রানা
  • Bengali Word রাণী Bengali definition ⇒ রানি
  • Bengali Word রাণ্ডী (প্রাপ্র) Bengali definition [রান্‌ডি] (বিশেষ্য) রাঁড়ি; বিধবা (অবজ্ঞায়)। রাণ্ডীবাজ, রেণ্ডীবাজ (বিশেষণ) বেশ্যাসক্ত। {(তৎসম বা সংস্কৃত) রণ্ডা+ (বাংলা) ঈ}
  • Bengali Word রাত Bengali definition [রাত্‌] (বিশেষ্য) রাত্রি; রজনী; নিশা; যামিণী; শর্বরী; বিভাবরী; ক্ষণদা। রাতকরা (ক্রিয়া) অধিক রাত্রি পর্যন্ত সময় কাটানো (রাত করে আসা, রাত করে খাওয়া)। রাত কাটানো (ক্রিয়া) রাত্রি যাপন করা। রাতকানা, রাতকাণা (বিশেষ্য) রাতে যে ভালো দেখতে পায় না। রাতচোরা (বিশেষ্য) নিশাচর পাখি; বাদুড়, পেচক প্রভৃতি। রাতজাগা (বিশেষ্য) অনেক রাত পর্যন্ত না ঘুমানো; বিনিদ্র (রাত জাগা পাখি)। রাতদিন (বিশেষ্য) সব সময়ে; সারাদিন ও সারা রাত; অহর্নিশ। রাতবেরাত, রাতরেত (বিশেষ্য) রাতের অসুবিধাজনক সময়; গভীর নিশীথ। রাতভর, রাতভোর (ক্রিয়াবিশেষণ) সারা রাত ধরে; সমস্ত রাত্রি ব্যেপে। রাতারাতি (ক্রিয়াবিশেষণ) ১ রাত্রির মধ্যে; রাত্রি থাকতেই। ২ (আলঙ্কারিক) অল্প দিন বা সামান্য সময়ের মধ্যে (রাতারাতি বড়লোক হয়ে যাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) রাত্রি> (প্রাকৃত)রাত্তি>রাইত>রাত}
  • Bengali Word রাতা Bengali definition [রাতা] (বিশেষণ) লাল; মাথায় লাল ফুলবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) রক্ত> (প্রাকৃত)রত্ত>রাত>+ (বাংলা) আ}
  • Bengali Word রাতি (পদ্যে ব্যবহৃত) Bengali definition [রাতি] (বিশেষ্য) রাত্রি। {(তৎসম বা সংস্কৃত) রাত্রি>}
  • Bengali Word রাতিয়া (পদ্যে ব্যবহৃত) Bengali definition [রাতিয়া] (বিশেষ্য) রাত। {(বাংলা) রাত+ইয়া}
  • Bengali Word রাতী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [রাতি] (বিশেষ্য) রাত্রি (রাতী পোহাইবোঁ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) রাত্রি>}
  • Bengali Word রাতুল Bengali definition [রাতুল্‌] (বিশেষণ) রক্তবর্ণ; লাল (তনুরুচি জবাফুল জিনিয়া রাতুল স্থূল-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) রক্ততুল্য>}
  • Bengali Word রাত্র Bengali definition [রাত্‌ত্রো] (বিশেষ্য) সমাসে উত্তরপদে ‘রাত্রি’ শব্দের রূপ (অহোরাত্র, ত্রিরাত্র)। {(তৎসম বা সংস্কৃত) রাত্রি+অ(অচ্‌)}
  • Bengali Word রাত্রি Bengali definition [রাত্‌ত্রি] (বিশেষ্য) রাজনী; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী। রাত্রিচর (বিশেষণ) রাত্রিতে বিচরণকারী; রাতে চলাফেরা করে এমন; নিশাচর। □ (বিশেষ্য) রাক্ষস; চোর। রাত্রিচারী, রাত্রি-ঞ্চরী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। রাত্রি জাগরণ (বিশেষ্য) রাতে ঘুম না যাওয়া; রাত জাগা। রাত্রিপুষ্প (বিশেষ্য) এক প্রকার লাল ফুল। রাত্রিবাস (বিশেষ্য) ১ রাত্রি যাপন বা অতিবাহন; রাত্রিতে থাকা। ২ নিদ্রার জন্য পোশাকবিরশষ; night dress। রাত্রিবেলা (ক্রিয়াবিশেষণ) রাতে, রাত্রিতে; রজনীতে; নিশাসময়ে (‘বেলা’ অপপ্রয়োগ)। রাত্রিমণি (বিশেষ্য) চন্দ্র; শশধর; নিশানাথ; নিশাকর। {(তৎসম বা সংস্কৃত) √রা+ত্রি(ত্রিপ্‌)}
  • Bengali Word রাত্র্যন্ধ Bengali definition [রাত্‌ত্রোন্‌ধো] (বিশেষণ) রাত্রিবেলা যে ভালো দেখতে পায় না; রাতকানা। {(তৎসম বা সংস্কৃত) রাত্রি+অন্ধ}
  • Bengali Word রাদি আল্লাহু আনহু Bengali definition ⇒ রাজি আল্লাহু আনহু
  • Bengali Word রাদ্ধ Bengali definition [রাদ্‌ধো] (বিশেষণ) সিদ্ধ; সম্পন্ন; পক্ব। {(তৎসম বা সংস্কৃত) √রাধ্‌+ত(ক্ত)}
  • Bengali Word রাধন, রাধনা Bengali definition [রাধোন্‌, রাধ্‌না] (বিশেষ্য) আরাধনা। {(তৎসম বা সংস্কৃত) √রাধ্‌+অন(ল্যুট্‌),+আ}
  • Bengali Word রাধা Bengali definition [রাধা] (বিশেষ্য) ১ বৃষভানুকন্যা; রাধিকা; আয়ানপত্নী; কৃষ্ণপ্রিয়া (নব অনুরাগিণী রাধা-বিদ্যাপতি)। ২ বিশাখা নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) √রাধ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word রাধাকান্ত, রাধানাথ, রাধাবল্লভ, রাধামাধব, রাধারমণ Bengali definition [রাধাকান্‌তো, রাধানাথ্‌, রাধাবল্‌লোভ্‌, রাধামাধোব্‌, রাধারমোন্‌] (বিশেষ্য) কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) রাধা+কান্ত, নাথ, বল্লভ, মাধব, রমণ}
  • Bengali Word রাধাকৃষ্ণ Bengali definition [রাধাকৃশ্‌নো] (বিশেষ্য) রাধা ও কৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) রাধা+কৃষ্ণ}
  • Bengali Word রাধাপদ্ম Bengali definition [রাধাপদ্‌দোঁ] (বিশেষ্য) সূর্যমুখী ফুল। {(তৎসম বা সংস্কৃত) রাধা+পদ্ম}
  • Bengali Word রাধাবল্লভী Bengali definition [রাধাবল্‌লোভি] (বিশেষ্য) ১ বৈষ্ণব সম্প্রদায়বিশেষ। ২ খাদ্যবিশেষ; পুর দেওয়া বড় লুচি। {(তৎসম বা সংস্কৃত) রাধা+বল্লভী}
  • Bengali Word রাধাষ্টমী Bengali definition [রাধাশ্‌টোমি] (বিশেষ্য) ভাদ্র মাসের শুক্লাষ্টমী; রাধার জন্মতিথি বলে হিন্দু সমাজে পালিত। {(তৎসম বা সংস্কৃত) রাধা+অষ্টমী}
  • Bengali Word রাধিকা Bengali definition [রাধিকা] (বিশেষ্য) ১ রাধা; শ্রীরাধা (রাধিকা আদেশে-চণ্ডীদাস)। ২ বিশাখা নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) রাধা+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word রাধিকারঞ্জন, রাধিকারমণ Bengali definition [রাধিকারন্‌জোন্‌, রাধিকারমোন্‌] (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) রাধিকা+রঞ্জ, রমণ}
  • Bengali Word রাধেকৃষ্ণ Bengali definition [রাধেকৃশ্‌নো] (অব্যয়) ১ পুণ্যনাম হিসেবে বৈষ্ণবগণ কর্তৃক উচ্চারিত রাধা ও কৃষ্ণ নামের একটি রূপ। ২ ঘৃণাদি ভাবব্যঞ্জক উক্তি। {(তৎসম বা সংস্কৃত) রাধা>+কৃষ্ণ}
  • Bengali Word রাধেয় Bengali definition [রাধেয়ো] (বিশেষ্য) (হিন্দু পুরাণ বর্ণিত) অধিরথের পত্নী রাধার পালিত পুত্র কর্ণ। {(তৎসম বা সংস্কৃত) রাধা+এয়(ঢক্‌)}
  • Bengali Word রানা ১ Bengali definition [রানা] (বিশেষ্য) ১ উদয়পুরের সাবেক রাজাদের খেতাব। ২ রাজা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌>}
  • Bengali Word রানা ২, রাণা Bengali definition [রানা] (বিশেষ্য) ১ পুষ্করিণীর বাঁধানো ঘাটের চাতাল (রানায় বসিয়া মাছ ধরিতেছে)। ২ গৃহ- সংলগ্ন বাঁধানো খোলা জায়গা বা রাইরের বারান্দা (ব্রাহ্মণ পণ্ডিত ঘরের রানায় বসিয়া শাস্ত্রীয় বিচার করিতেছেন, দেখিলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি) রান}
  • Bengali Word রানি, রানী, রাণী Bengali definition [রানি] (বিশেষ্য) রাজার স্ত্রী; রাজ্ঞী; রাজবধূ; রাজমহিষী। {(তৎসম বা সংস্কৃত) রাজ্ঞী>}
  • Bengali Word রান্ধনি Bengali definition ⇒ রাঁধনি
  • Bengali Word রান্ধনী Bengali definition ⇒ রাঁধনি