Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word রাজমিস্ত্রি Bengali definition [রাজমিস্‌ত্রি] (বিশেষ্য) রাজ; যে কারিগর ইট-সুরকি-সিমেন্ট যোগে অট্টালিকাদি নির্মাণ করে। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+ (বাংলা) মিস্ত্রি}
  • Bengali Word রাজমুকুট Bengali definition [রাজ্‌মুকুট্‌] (বিশেষ্য) ১ রাজচিহ্নযুক্ত বা রাজার পদমর্যাদাসূচক শিরোভূষণ; তাজ। ২ (আলঙ্কারিক) রাজপদ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+মুকুট}
  • Bengali Word রাজযক্ষ্মা Bengali definition [রাজ্‌জোক্‌খাঁ] (বিশেষ্য) অত্যন্ত কঠিন ধরণের যক্ষ্মারোগ; galloping; phthisis। উগল্লখযোগ্য, এক সময়ে যক্ষ্মারোগের চিকিৎসা বা প্রতিষেধক ছিল না। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+যক্ষ্মা}
  • Bengali Word রাজযোগ Bengali definition [রাজ্‌জোগ্‌] (বিশেষ্য) হিন্দু যোগসাধন পদ্ধতিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+যোগ}
  • Bengali Word রাজযোটক Bengali definition [রাজ্‌জোটোক্‌] (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) বর-কনের রাশি প্রভৃতি বিষয়ে শ্রেষ্ঠ সুসঙ্গতি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+যোটক}
  • Bengali Word রাজরাজ Bengali definition [রাজ্‌রাজ্‌] (বিশেষ্য) ১ রাজার রাজা; সম্রাট; শাহানশাহ্‌। ২ কুরেব। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+ রাজন্‌}
  • Bengali Word রাজরাজেশ্বর Bengali definition [রাজ্‌রাজেশ্‌শর্‌] (বিশেষ্য) সম্রাট; শাহানশাহ। রাজরাজেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সম্রাজ্ঞী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+রাজ+ঈশ্বর}
  • Bengali Word রাজরাজড়া Bengali definition [রাজ্‌রাজ্‌ড়া] (বিশেষ্য) ১ নৃপতি ও সামন্ত নৃপতিগণ। ২ (আলঙ্কারিক) ধনী বা অভিজাত সম্প্রদায়; বড়লোকের দল। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+রাজন্‌+ (বাংলা) ড়া}
  • Bengali Word রাজরানি, রাজরানী Bengali definition [রাজ্‌রানি] (বিশেষ্য) ১ রাজার রানি; রাজ্ঞী; শাহবানু। ২ (আলঙ্কারিক) অতুল ঐশ্বর্যশালিনী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+(রাজ্ঞী)>রানি}
  • Bengali Word রাজর্ষি Bengali definition [রাজোর্‌শি] (বিশেষ্য) ঋষির মতো আচরণ করেন যে রাজা; যিনি রাজা অথচ ঋষি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+ঋষি}
  • Bengali Word রাজলক্ষণ Bengali definition [রাজ্‌লক্‌খোন্‌] (বিশেষ্য) ১ রাজশক্তির চিহ্নাদি। ২ ভবিষ্যতে রাজা হবে শরীরের সেরূপ চিহ্নাদি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+লক্ষণ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজলক্ষ্মী Bengali definition [রাজ্‌লোক্‌খি] (বিশেষ্য) হিন্দুমতে রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী; রাজ্যশ্রী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+লক্ষ্মী; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজলেখ, রাজলিখা Bengali definition ⇒ রাজলেখ্য
  • Bengali Word রাজলেখ্য, রাজলেখ, রাজলিখা Bengali definition [রাজ্‌লেক্‌খো, রাজ্‌লেখ্‌, রাজ্‌লিখা] (বিশেষ্য) রাজার স্বাক্ষরিত আদেশপত্র বা সরকারি নির্দেশপত্র; শাহি ফরমান; বাদশার দস্তখতযুক্ত ফরমান। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+লেখ্য; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজশক্তি Bengali definition [রাজ্‌শোক্‌তি] (বিশেষ্য) রাষ্ট্রের শক্তি; রাজ্য পরিচালনা ক্ষমতা; রাজ্যের সৈন্যদল; রাজ্য বা সরকারের শাসন-ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+শক্তি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজশফর Bengali definition [রাজশফোর্‌] (বিশেষ্য) ইলিশ মাছ; বড় পুঁটিমাছ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+শফর; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজশয্যা Bengali definition [রাজশোজ্‌জা] (বিশেষ্য) রাজার উপযোগী বিছানা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+শয্যা; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজশাসন Bengali definition [রাজ্‌শাশোন্‌] (বিশেষ্য) রাজার নির্দেশ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+শাসন; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজশেখর Bengali definition [রাজ্‌শেখর্‌] (বিশেষ্য) রাজচক্রবর্তী; সম্রাট; শাহানশাহ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+শেখর}
  • Bengali Word রাজশ্রী Bengali definition [রাজোস্‌স্রি] (বিশেষ্য) হিন্দুমতে রাজ্যের মঙ্গলকারিণী দেবী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+শ্রী}
  • Bengali Word রাজস, রাজসিক Bengali definition [রাজোশ্‌, রাজোশিক্‌] (বিশেষ্য) গর্ব; খ্যাতি; প্রভুত্ব প্রভৃতিমূলক কর্ম। □ (বিশেষণ) ১ রজো গুণ সম্বন্ধীয়। ৩ রজোগুণবিশিষ্ট। রাজসী, রাজসিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রজস্‌+অ(অণ্‌), +ইক(ঠক্‌)}
  • Bengali Word রাজসংস্করণ Bengali definition [রাজ্‌শঙোশ্‌করোন্‌] (বিশেষ্য) পুস্তকাদির অতীব সুন্দর সংস্করণ বা শ্রেষ্ঠ সংস্করণ; শোভন সংস্করণ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+সংস্করণ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজসদন Bengali definition [রাজ্‌শদোন্‌] (বিশেষ্য) রাজপ্রাসাদ; রাজার বাড়ি; শাহিমহল। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+সদন; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word রাজসভা Bengali definition [রাজ্‌শভা] (বিশেষ্য) রাজদরবার। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+সভা}
  • Bengali Word রাজসভাসদ Bengali definition [রাজ্‌শভাশদ্‌] (বিশেষ্য) রাজার দ্বারা নিযুক্ত হয়ে যে ব্যক্তি মন্ত্রণাদি দানের জন্য নিয়মিতভাবে রাজসভায় বসেন; রাজদরবারের বিশেষ সদস্য। {(তৎসম বা সংস্কৃত) রাজ+সভাসদ্‌}
  • Bengali Word রাজসরকার Bengali definition [রাজ্‌শর্‌কার্‌] (বিশেষ্য) রাজার শাসন বা সভা; শাহি হুকুমত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+ (ফারসি) সরকার}
  • Bengali Word রাজসর্প Bengali definition [রাজ্‌শর্‌পো] (বিশেষ্য) বিষধর সর্প; শঙ্খচূড় সাপ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+সর্প; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word রাজসর্ষপ Bengali definition [রাজ্‌শর্‌শপ্‌] (বিশেষ্য) রাইসরিষা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+সর্ষপ; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word রাজসিংহাসন Bengali definition [রাজশিঙ্‌হাশোন্‌] (বিশেষ্য) রাজার আসন; শাহি তখ্‌ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্‌+সিংহাসন}
  • Bengali Word রাজসিক Bengali definition [রাজোশিক্‌] (বিশেষ্য) গর্ব; খ্যাতি; প্রভুত্বমূলক কর্ম। □ (বিশেষণ) ১ রাজরাজড়াদের মতো। ২ আড়ম্বরপূর্ণ। রাজসিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রজস্‌+ইক(ঠক্‌)}