র পৃষ্ঠা ১২
- Bengali Word রাজপুরুষ Bengali definition [রাজ্পুরুশ্] (বিশেষ্য) ১ সরকারি কর্মচারী। ২ উচ্চপদস্থ সরকারি কর্মচারী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পুরুষ}
- Bengali Word রাজপুষ্প Bengali definition [রাজ্পুশ্পো] (বিশেষ্য) নাগকেশর ফুল বা ফুলের গাছ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+পুষ্প}
- Bengali Word রাজপ্রমুখ Bengali definition [রাজ্প্রোমুখ্] (বিশেষ্য) স্বাধীনতা লাভের পর ভারতের দেশীয় রাজ্যমণ্ডলীর প্রধানরূপে নিয়োজিত সামন্ত নৃপতি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+প্রমুখ}
- Bengali Word রাজপ্রসাদ Bengali definition [রাজ্প্রোশাদ্] (বিশেষ্য) রাজার অনুগ্রহ বা দান। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+প্রসাদ}
- Bengali Word রাজপ্রাসাদ, রাজপুরী, রাজভবন Bengali definition [রাজ্প্রাশাদ্, রাজ্পুরি, রাজ্ভবোন্] (বিশেষ্য) যে অট্টালিকায় নৃপতি বা দেশের শাসক বাস করেন; শাহি মহল। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+প্রাসাদ, পুরী, ভবন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবংশ Bengali definition [রাজ্বঙ্শো] (বিশেষ্য) রাজাদের বংশ; রাজা যে বংশে জন্মগ্রহণ করেছেন; শাহি খান্দান। রাজবংশী (বিশেষ্য) তফসিলি সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায় বিশেষ; হিন্দু জেলে সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বংশ}
- Bengali Word রাজবংশীয় Bengali definition [রাজ্বোঙ্শিয়ো] (বিশেষণ) ১ রাজবংশ জাত। ২ রাজবংশ সম্বন্ধীয়। রাজবংশীয়া (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বংশীয়}
- Bengali Word রাজবন্দী Bengali definition [রাজ্বোন্দি] (বিশেষ্য) রাজনৈতিক কারণে কারাগারে আটক ব্যক্তি; ভিন্ন মতাবলম্বী হিসেবে কারারুদ্ধ ব্যক্তি; সরকার বিরোধিতা বা রাষ্ট্রদ্রোহিতার কারণে আটক রাজনৈতিক নেতা বা কর্মী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বন্দী}
- Bengali Word রাজবর্ত্ম Bengali definition [রাজ্বর্তোঁ] (বিশেষ্য) রাজপথ (তোমা লাগি রাজবর্ত্ম প্রশস্ত সুগম-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বর্ত্ম; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবল্লভ Bengali definition [রাজবল্লোভ্] (বিশেষ্য), (বিশেষণ) রাজার প্রিয়পাত্র। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বল্লভ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবল্লি, রাজবল্লী Bengali definition [রাজ্বোল্লি] (বিশেষ্য) উচ্ছে; করলা। □ (বিশেষণ) উচ্ছে লতা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বল্লি, বল্লী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবাটী, রাজবাড়ি, রাজবাড়ী Bengali definition [রাজ্বাটি, রাজ্বাড়ি, রাজ্বাড়ি] (বিশেষ্য) ১ রাজপ্রাসাদ বা রাজার বাসভবন; রাজমহল; শাহিমহল। ২ যে ভবনে দেশের শাসক বাস করেন। {(তৎসম বা সংস্কৃত) রাজ+বাটী, বাড়ি, বাড়ী (<বাটিকা)}
- Bengali Word রাজবালা Bengali definition [রাজ্বালা] (বিশেষ্য) রাজার মেয়ে; রাজকন্যা; শাহজাদি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বালা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবিদ্রোহ Bengali definition [রাজ্বিদ্দ্রোহো] (বিশেষ্য) রাজদ্রোহ; রাজার বা সরকারের বিরুদ্ধাচরণ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বিদ্রোহ; ২ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজবিধান, রাজবিধি Bengali definition ⇒ রাজনিয়ম
- Bengali Word রাজবিপ্লব Bengali definition [রাজ্বিপ্প্লব্] (বিশেষ্য) রাজ্যশাসনের প্রচলিত নিয়মের পরিবর্তন বা বিপর্যয়। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বিপ্লব}
- Bengali Word রাজবেশ Bengali definition [রাজ্বেশ্] (বিশেষ্য) রাজপোশাক; নৃপতির পদমর্যাদাসূচক পোশাক; শাহি লেবাস। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+বেশ}
- Bengali Word রাজভক্ত Bengali definition [রাজ্ভক্তো] (বিশেষণ) রাজার প্রতি অনুরক্ত। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভক্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভক্তি Bengali definition [রাজ্ভোক্তি] (বিশেষণ) সরকারের অনুগত; রাজার প্রতি অনুরক্তি; সরকারের আনুগত্য। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভক্তি; ২ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভবন Bengali definition ⇒ রাজবাড়ি
- Bengali Word রাজভাষা Bengali definition [রাজ্ভাশা] (বিশেষ্য) ১ রাজার বা শাসক জাতির মাতৃভাষা। ২ সরকারি কাজে ব্যবহৃত কাজে ব্যবহৃত ভাষা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভাষা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভিষক Bengali definition [রাজ্ভিশক্] (বিশেষ্য) রাজার দরবারের চিকিৎসক; রাজ্যের প্রধান চিকিৎসক (তিনি যখন বাগদাদের রাজভিষক-আবদুল মওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভিষক্; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভৃত্য Bengali definition [রাজ্ভৃত্তো] (বিশেষ্য) ১ রাজকর্মচারী। ২ রাজার চাকর বা পরিচালক। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভৃত্য; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভোগ Bengali definition [রাজ্ভোগ্] (বিশেষ্য) ১ রাজার উপযুক্ত খাদ্য বা ভোগ্য সামগ্রী; শাহিখানা। ২ বৃহৎ আকারের রসগোল্লার ন্যায় মিঠাই। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভোগ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজভোগ্য Bengali definition [রাজ্ভোগ্গো] (বিশেষণ) রাজা কর্তৃক উপভোগের উপযুক্ত। রাজভোগ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভোগ্য}
- Bengali Word রাজভয় Bengali definition [রাজ্ভয়্] (বিশেষ্য) নৃপতি বা সরকারের নিকট থেকে শাস্তি পাওয়ার আশঙ্কা। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+ভয়; ৫ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাজমজুর Bengali definition ⇒ রাজ২
- Bengali Word রাজমহিষী Bengali definition [রাজ্মোহিশি] (বিশেষ্য) পট্টমহিষী; পাটরানি; রাজ্ঞী; মহারানি; রাজার প্রধানা পত্নী। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+মহিষী}
- Bengali Word রাজমান্য Bengali definition [রাজ্মান্নো] (বিশেষ্য) প্রজাদের নিকট থেকে রাজা বা জমিদারের প্রাপ্য উপহারাদি। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+মান্য}
- Bengali Word রাজমার্গ Bengali definition [রাজমার্গো] (বিশেষ্য) রাজপথ। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+মার্গ}