য পৃষ্ঠা ১১
- Bengali Word যৎ ১ Bengali definition [জত্] (বিশেষ্য) গানের একটি তাল। {(তৎসম বা সংস্কৃত) যতি>}
- Bengali Word যৎ ২ Bengali definition [জত্] (বিশেষণ) ১ যে (যৎকালে)। ২ যা (যদিচ্ছা, যৎসামান্য)। ৩ যার (যৎপরোনাস্তি)। যৎকালে (ক্রিয়াবিশেষণ) যে সময়ে (যৎকালে আমরা তিনজনে পঞ্চবটীতে অবস্থিতি করি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। যৎকিঞ্চিৎ, যৎসামান্য (বিশেষণ) ১ কিছু। ২ খুব অল্প; সামান্য। যৎপরিমাণ (বিশেষণ) যে পরিমাণ; যতটা; যতখানি। যৎপরোনাস্তি (বিশেষণ) যারপরনাই; অত্যন্ত; অতীব (ধরা পড়িলেই যৎপরোনাস্তি শাস্তিভোগ অবধারিত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) যদ্>}