Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মঞ্জুষা, মঞ্জূষা (বিরল) Bengali definition [মোন্‌জুশা] (বিশেষ্য) ১ বেত্রাদি-নির্মিত ঝাঁপি; পেটিকা; পেটরা; casket (মহার্ঘ মঞ্জুষা খোল-আলাউদ্দীন আল আজাদ)। ২ পার্বত্য লতাবিশেষ; মঞ্জিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) √মস্‌জ্‌+উষ(উষন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word মট Bengali definition [মট্‌] (অব্যয়) কঠিন দ্রব্য ভাঙার শব্দ। মটমট (অব্যয়) বার বার ভাঙার শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মটকা ১ Bengali definition [মটকা] (বিশেষ্য) ১ শীর্ষ; চূড়া; মস্তক। ২ ঘরের চালের মাথা। ৩ ছোট আকারের গোলাকার ধানের গোলা। ৪ গতিশীল ভঙ্গিবিশেষে; চোখ ইত্যাদির বিশেষ ভঙ্গিমা। ৪ কপট নিদ্রা; ঘুমের ভান। মটকামারা (ক্রিয়া) ১ কাঁচা ঘরের শীর্ষস্থ ফাঁক বন্ধ করা। ২ নিদ্রার ভান করে শুয়ে থাকা। {(তৎসম বা সংস্কৃত) মট্টক>মটক+আ}
  • Bengali Word মটকা ২ Bengali definition [মট্‌কা] (বিশেষ্য) মোটা রেশমের কাপড়বিশেষ (মটকার পাঞ্জাবি)। {মোটা+আ>; (তুলনীয়) (হিন্দি) মোটকা)}
  • Bengali Word মটকা ৩, মটকি, মটকী Bengali definition [মট্‌কা, মোট্‌কি, মোট্‌কী] (বিশেষ্য) মৃত্তিকা নির্মিত ছোট বড় আধার; মাটির তৈরি জালা (গুড়ের মটকা বা মটকি)। {(তৎসম বা সংস্কৃত) মৃত্তিকা>}
  • Bengali Word মটকানো Bengali definition [মট্‌কানো] (ক্রিয়া) মট করে শব্দ হয় এমনভাবে ভাঙা বা মোচড়ানো বা দুমড়ানো (আঙুল ঘাড় বা গাছের ডাল মটকানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {মটকা+আনো}
  • Bengali Word মটকি, মটকী Bengali definition ⇒ মটকা৩
  • Bengali Word মটন, মাটন Bengali definition [মটন্‌, মোটন্‌] (বিশেষ্য) মেষ বা ভেড়ার মাংস। মটন-চপ (বিশেষ্য) মশলা সংযোগে ভেড়ার মাংসের তৈরি এক প্রকার খাবার। {(ইংরেজি) mutton}
  • Bengali Word মটমট Bengali definition [মট্‌মট্‌] (অব্যয়) ক্রমাগত মট শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মটর ১ Bengali definition [মটর্‌] (বিশেষ্য) ১ কড়াই শুঁটি; কড়াই শুঁটির দানা। ২ ডালবিশেষ। {বাটুল>}
  • Bengali Word মটর ২ Bengali definition ⇒ মোটর
  • Bengali Word মটাৎ Bengali definition [মটাত্‌] (অব্যয়) বাঁশ ইত্যাদি ভাঙার সময়ে মট মট শব্দ (লগিটা মটাৎ করে বেঙ্গে দুইভাগ হয়ে যায়-আবু ইসহাক)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word মটুক Bengali definition [মোটুক্‌] (বিশেষ্য) শিরোভূষণ; মুকুট (মাথায় আনারসী মটুক পরে সভা আলো করে বসে আছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মকুট>(বর্ণ-বিদ্যাপতির্যয়ে) মুটুক>}
  • Bengali Word মঠ ১ Bengali definition [মঠ্‌] (বিশেষ্য) ১ আশ্রম; আখড়া। ২ হিন্দু মন্দির। ৩ টোল; বিদ্যালয়। মঠধারী, মঠাধ্যক্ষ (বিশেষ্য) মঠের অধ্যক্ষ; মোহান্ত। মঠধারিণী, মঠাধ্যক্ষা বিস্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত) মঠ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word মঠ ২ Bengali definition [মঠ্‌] (বিশেষ্য) মঠের বা মন্দিরের আকারবিশিষ্ট চিনিতে প্রস্তুত মিষ্টান্ন। {(তৎসম বা সংস্কৃত) মঠ>}
  • Bengali Word মডেল Bengali definition [মডেল্‌] (বিশেষ্য) ১ প্রতিরূপ; নকল; নমুনা। ২ ভাস্কর ও শিল্পীদের নিকট যে ব্যক্তি বিশেষ ভঙ্গিতে অবস্থান করে। ৩ ধরন; ছাঁচ; মানদণ্ড; আদর্শ। ৪ বিজ্ঞাপনের জন্য যারা পত্রিকা ও প্রচার মাধ্যমে পোজ দেন বা অভিনয় ও কণ্ঠ দান করেন (এটাই পরবর্তীকালে পৃথিবীর মানচিত্র অঙ্কনে মডেল হিসাবে গৃহীত হয়-আবদুল মওদুদ)। {(ইংরেজি) model}
  • Bengali Word মণ Bengali definition ⇒ মন
  • Bengali Word মণি Bengali definition [মোনি] (বিশেষ্য) ১ গহনা হিসেবে ব্যবহৃত দামি পাথর; মূল্যবান প্রস্তর; বহুমূল্য রত্ন। ২ আদরসূচক (খুকুমণি, সোনামণি)। ৩ বংশকে উজ্জ্বল করে যে শ্রেষ্ঠ ব্যক্তি। মণিকাঞ্চনযোগ (বিশেষ্য) সোনার সঙ্গে মণির সংযোগের মতো শোভন ও উপযুক্ত; অতি সুন্দর মিলন। মণিকার (বিশেষ্য) জহুরি; রক্তবণিক; মণি প্রভৃতি কেটে পালিশ করে যে। মণিকুট্টিম (বিশেষ্য) মণি বসানো গৃহতল; রত্ননির্মিত মেঝে; পাথর বসানো হয়েছে এমন মেঝে। মণিকুন্তলা (বিশেষণ) শিরে এমন (কুন্তল এখানে শির অর্থে) (ফণিনী মণিকুন্তলা-মাইকেল মধুসূদন দত্ত)। মণিকোঠা (বিশেষ্য) মণি দ্বারা তৈরি ঘর। মণিদীপ (বিশেষ্য) ১ মণিময় প্রদীপ। ২ অতিমূল্যবান স্মরণযোগ্য বস্তু (তোমার হাতের সেই বেদনার রাত্রিই ত আমার জীবন গহনে একমাত্র মণিদীপ-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। মণিদীপ্ত (বিশেষণ) রত্নের আভায় উজ্জ্বল (রবিহীন মণিদীপ প্রদোষের দেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। মণিবর্ণা (বিশেষণ) মণিমুক্তার উজ্জ্বল বর্ণবিশিষ্ট (ও মণিবর্ণা দেহ-হাসান হাফিজুর রহমান)। মণিমণ্ডিত, মণিময় (বিশেষণ) রত্নখচিত; মণিদ্বারা খচিত বা প্রস্তুত। মণিমাণিক্য (বিশেষ্য) নানা প্রকার মূল্যবান মণি ও রত্ন। মণিমালা (বিশেষ্য) মণির মালা; মণিময় হার; রত্নময় হার। মণিরাগ (বিশেষ্য) হিঙ্গুল। মণিহারা ফণী (বিশেষ্য) ১ মাথার মণি হারানোর ফলে অস্থিরচিত্ত সাপ। ২ অতিপ্রিয় বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্থির ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √মণ্‌+ই(ইন্‌)}
  • Bengali Word মণিকর্ণিকা Bengali definition [মোনিকোর্‌নিকা] (বিশেষ্য) ১ কাশীস্থ হিন্দু তীর্থবিশেষ (মণিকর্ণিকার জল স্পর্শ কিংবা অবগাহন করে-কালীপ্রসন্ন সিংহ)। ২ মণিময় কর্ণের অলঙ্কারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মণি+কর্ণিকা}
  • Bengali Word মণিপুরি Bengali definition [মোনিপুরি] (বিশেষণ) ১ হিন্দুদের কাশীস্থ তীর্থবিশেষ। ২ মণিপুর নিবাসী। ৩ মণিপুরে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) মণি+পুর+ই}
  • Bengali Word মণিবন্ধ Bengali definition [মোনিবন্‌ধো] (বিশেষ্য) হাতের কবজি (রুম ঝুমঝুম মঞ্জীর বাজে কঙ্কণ মণিবন্ধে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মণি+বন্ধ}
  • Bengali Word মণিযোনি Bengali definition [মোনিজোনি] মণির উৎপত্তিস্থল (মণিযোনি খানি যত, দিব হে তোমারে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মণি+যোনি}
  • Bengali Word মণিহারী Bengali definition ⇒ মনিহারী
  • Bengali Word মণ্ড Bengali definition [মন্‌ডো] (বিশেষ্য) ১ মাড়; ক্বাথ; ফেন। ২ সারভাগ। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্‌+অ(অচ্‌)}
  • Bengali Word মণ্ডন Bengali definition [মন্‌ডন্‌] (বিশেষ্য) ১ সাজসজ্জা; প্রসাধন; অলঙ্করন (তোমার গমন শুনি করিনু মণ্ডন-কাশীরাম দাস)। ২ ভূষণ; অলঙ্কার। মণ্ডিত (বিশেষণ) অলঙ্কৃত; ভূষিত; সজ্জিত; খচিত (হাকিম বাবু গজদন্তমণ্ডিত যষ্টিমুণ্ড ঘুরাইতে ঘুরাইতে...উপস্থিত-মীর মশাররফ হোসেন)। মণ্ডিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word মণ্ডপ Bengali definition [মন্‌ডোপ্‌] (বিশেষ্য) ১ উপরে ছাদযুক্ত চারদিকে খোলা প্যাণ্ডেল; ছাদযুক্ত বড় প্রাঙ্গণ বা চত্বর। ২ হিন্দুদের মন্দির (চণ্ডীমণ্ডপ)। ৩ উৎসবাদির জন্য নির্মিত চাঁদোয়া ঢাকা স্থান; প্যান্ডাল (বিবাহমণ্ডপ, সভামণ্ডপ)। □ (বিশেষণ) মণ্ড পানকারী। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্‌+পা+অ(ক)}
  • Bengali Word মণ্ডল ১ Bengali definition [মন্‌ডোল্‌] (বিশেষ্য) ১ গোলক; গোল আকৃতিবিশিষ্ট বস্তু (সৌরমণ্ডল)। ২ চক্র; পরিধি (দিঙ্‌মণ্ডল)। ৩ সঙ্ঘ (সচিবমণ্ডল)। ৪ স্থান (ভূমণ্ডল)। ৫ বৃহৎ রাজ্য। ৬ অঞ্চল (ব্রজমণ্ডল)। ৭ মোড়ল। মণ্ডলাকার (বিশেষণ) গোল; গোলাকার (মুখমণ্ডল চতুর্গুণ মণ্ডলাকার করিয়া বলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। মণ্ডলাধীশ, মণ্ডলেশ্বর (বিশেষ্য) সুবিস্তীর্ণ রাজ্যের অধিপতি; সম্রাট; রাজচক্রবর্তী। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্‌+অল+অ(অচ্‌)}
  • Bengali Word মণ্ডল ২ Bengali definition [মন্‌ডোল্‌] (বিশেষ্য) মোড়ল; সর্দার; মাতব্বর; পদবিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √মণ্ড্‌+অল+ অ(অচ্‌)}
  • Bengali Word মণ্ডলী Bengali definition [মন্‌ডোলি] (বিশেষ্য) ১ সমূহ (জনমণ্ডলী)। ২ বৃত্ত (মণ্ডলী করা)। {(তৎসম বা সংস্কৃত) মণ্ডল+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word মণ্ডা ১, মোণ্ডা, মণ্ডিত Bengali definition [মন্‌ডা, মোন্‌ডা, মোন্‌ডি] (বিশেষ্য) ১ সন্দেশজাতীয় ছানার মিষ্টান্নবিশেষ। ২ গুটিকাকৃতি মিঠাইবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মণ্ডল>}