Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word মাকুল Bengali definition [মাকুল] (বিশেষণ) যথার্থ; ন্যায্য; ন্যায়সঙ্গত; উপযুক্ত (মোরে কেন করিবে কবুল আমা হৈত জৈগুণ মাকুল-সৈয়দ হামজা)। {(আরবি) মা’কুল}
  • Bengali Word মাক্ষিক, মাক্ষীক Bengali definition [মাক্‌খিক্‌] (বিশেষণ) মাছি বিষয়ক। □ (বিশেষ্য) ১ মধু। ২ একপ্রকার খনিজ দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) মক্ষিকা+অ(অণ্‌)}
  • Bengali Word মাকড়, মাকড়সা, মাকসা Bengali definition [মাকোড়্‌, মাকড়শা, মাক্‌শা] (বিশেষ্য) এক প্রকার অষ্টপদী কীট; ঊর্ণনাভ; লূতা; spider। মাকড়াশার জাল (বিশেষ্য) কীট পতঙ্গাদি ধরার জন্য মাকড়সা নিজ দেহনিঃসৃত লালা দিয়ে যে সূক্ষ্ম জাল রচনা করে; লুতাতন্তু। {(তৎসম বা সংস্কৃত) মর্কট> (প্রাকৃত) মক্কড়>মাকড়, (বাংলা) সা,>}
  • Bengali Word মাকড়ি, মাকড়ী Bengali definition [মাক্‌ড়ি] (বিশেষ্য) কানে পরার এক প্রকার গহনা। {(তৎসম বা সংস্কৃত) মকর>মাকড়ি}
  • Bengali Word মাখন, মাখম Bengali definition [মাখোন্‌, মাখোম্‌] (বিশেষ্য) দুধ থেকে উৎপন্ন স্নেহ পদার্থ; ননি; নবনী; নবনীত। {(তৎসম বা সংস্কৃত) ম্রক্ষণ>মক্‌খন>মাখন}
  • Bengali Word মাখনা ১ Bengali definition [মাখ্‌না] (বিশেষ্য) জলজ উদ্ভিদ বিশেষের ফল; কাঁটাপদ্ম। {(তৎসম বা সংস্কৃত) মাখান্ন>}।
  • Bengali Word মাখনা ২ Bengali definition [মাখ্‌না] (বিশেষ্য) ‘মাখন’ নাম আদরে বা তুচ্ছার্থে উচ্চারিত ‘মাখনা’। {মাখন+আ}
  • Bengali Word মাখম Bengali definition ⇒ মাখন
  • Bengali Word মাখা ১ Bengali definition [মাখা] (ক্রিয়া) ১ লেপন করা; লেপা (পাউডার মাখা)। ২ মর্দন করা (আটা মাখা)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। মাখানো (ক্রিয়া) ১ লেপন করা (তেল মাখানো)। ২ মর্দন করানো (চাকর দিয়ে তেল মাখানো)। □ (বিশেষ্য) লেপন করানো (ময়দা মাখানো)। মাখামাখি১ (বিশেষ্য) ১ দহরম মহরম; মেশামেশি; অন্তরঙ্গতা; ঘনিষ্ঠতা (কাহারো সহিত মাখামাখি করিতে পারিত না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ একে অন্যকে বা পরস্পর লেপন (আবির মাখামাখি)। মাখামাখি২ (ব্যঙ্গার্থ) (বিশেষ্য) ভালোবাসার বাড়াবাড়ি (অত মাখামাখি ভালো না)। {√মাখ্‌+আ, (তৎসম বা সংস্কৃত) ম্রক্ষ> (বাংলা) √মাখ্‌}
  • Bengali Word মাখা ২ Bengali definition [মাখা] (বিশেষণ) লিপ্ত; জড়িত (লক্ষ যুগের সঙ্গীতে মাখা সুন্দর ধরাতল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {√মাখ্‌+আ}
  • Bengali Word মাগ Bengali definition (অশিষ্ট) [মাগ্‌] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ স্ত্রী; পত্নী (দিব্বি মাগটি পেয়েছ, দেখতে নাকি পরমা সুন্দরী-মীর মশাররফ হোসেন)। ২ স্ত্রীলোক। {⇒ মাউগ}
  • Bengali Word মাগধ Bengali definition [মাগোধ্‌] (বিশেষণ) মগধদেশীয়; মগধদেশের। □ (বিশেষ্য) স্তুতিপাঠক। মাগধি, মাগধী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ মগধের রাজকন্যা। ২ মগধের প্রাচীন ভাষা; একটি প্রাকৃত ভাষার নাম। ৩ জুঁইফুল। □ (বিশেষণ) মগধ সংক্রান্ত। অর্ধমাগধি, অর্ধমাগধী (বিশেষ্য) ১ শিলালিপিতে ব্যবহৃত মাগধি ভাষা। ২ প্রাকৃতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মগধ+অ(অণ্‌)}
  • Bengali Word মাগন, মাঙন, মাঙ্গন Bengali definition [মাগোন্‌, মাঙোন্‌, মাঙ্‌গোন্‌] (বিশেষ্য) যাচ্‌ঞা বা ভিক্ষা কার্য। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ> (প্রাকৃত) মগ্‌গ, (বাংলা) মাগ+অন}
  • Bengali Word মাগনা, মাঙনা, মাংনা Bengali definition [মাগ্‌না, মাঙ্‌না, মাংনা] (বিশেষণ) ১ বিনামূল্যে পাওয়া; ভিক্ষা দ্বারা প্রাপ্ত বা লব্ধ। □ (ক্রিয়াবিশেষণ) বিনা পয়সায়; বিনামূল্যে (গাড়ি ঘোড়া মাংনা দিয়ে যেতে হবে-মনোজ বসু)। মাগনা পাওয়া (ক্রিয়া) বিনমূল্যে প্রাপ্ত (মাগনা পেয়েছ কিনা)। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ> (প্রাকৃত) √মগ্‌গ> (বাংলা) √মাগ্‌+অন, মাগন+আ}
  • Bengali Word মাগফেরাত, মাগফিরাত Bengali definition [মাগ্‌ফেরাত্‌, মাগ্‌ফিরাত্‌] (বিশেষ্য) ১ ক্ষমা; নিষ্কৃতি (এই প্রেমময়ী রমণী আল্লাহ্‌র কাছে সিরাজের মাগফেরাতের জন্য মুনাজাত করতেন-সৈয়দ মুজতবা আলী)। ২ আল্লাহর্‌ ক্ষমা ভিক্ষা করা (সবার রুহের মাগফেরাতে উঠাইয়া দুই হাত-রওশন ইজদানী)। {(আরবি) মাগফিরত}
  • Bengali Word মাগশির, মার্গশীর্ষ Bengali definition [মার্‌গোশির্‌, মার্‌গোর্‌শো] (বিশেষ্য) যে মাসের পূর্ণিমা মৃগশিরা নক্ষত্রযুক্ত; অগ্রহায়ণ মাস। {(তৎসম বা সংস্কৃত) মার্গ+শির, শীর্ষ}
  • Bengali Word মাগা, মাঙা, মাঙ্গা Bengali definition [মাগা, মাঙা, মাঙ্‌গা] (ক্রিয়া) ১ যাচ্ঞা করা; চাওয়া (বর মাগা)। ২ ভিক্ষা করা। □ (বিশেষ্য) প্রার্থনা করা; মোনাজাত করা (মাগিবে দুয়ারে দুয়ারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। মাগানো, মাঙানো (ক্রিয়া) ভিক্ষা যাচ্ঞা বা প্রার্থনা করানো। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ> (প্রাকৃত) √মগ্‌গ> (বাংলা) মাগা}
  • Bengali Word মাগি, মাগী Bengali definition [মাগি] (বিশেষ্য) ১ (অশিষ্ট) প্রাপ্তবয়স্কা স্ত্রীলোক; সাবালিকা নারী (মাগী যেন ষাঁড়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বেশ্যা; গণিকা। মাগিবাড়ি (বিশেষ্য) বেশ্যালয়; গণিকাগৃহ। {(তৎসম বা সংস্কৃত) মাতৃগ্রাম> (প্রাকৃত) মাউগ্‌গাম> (বাংলা) মাউগ>মাগ+ঈ}
  • Bengali Word মাগুর Bengali definition [মাগুর্‌] (বিশেষ্য) জিওল জাতীয় মাছ। {(তৎসম বা সংস্কৃত) মদ্‌গুর>}
  • Bengali Word মাগ্যি Bengali definition ⇒ মাগ্‌গি
  • Bengali Word মাগ্‌গি, মাগ্যি Bengali definition [মাগ্‌গি] (বিশেষ্য) দুর্মূল্য; মহার্ঘ; পূর্বাপেক্ষা অনেক অধিক মূল্য হওয়া।মাগ্‌গি গণ্ডার বাজার (বিশেষ্য) দুর্মূল্যতার দিন বা কাল; যে বাজারে সব দ্রব্যই মহার্ঘ (আজকাল মাগ্‌গি গণ্ডার বাজারে সবই অগ্নিমূল্য)। মাগ্‌গি ভাতা (বিশেষ্য) জিনিস-পত্রাদির দাম বাড়ার জন্য কর্মচারীদের বেতন ছাড়াও প্রদত্ত বাড়তি অর্থ; dearness allowance। {(তৎসম বা সংস্কৃত) মহার্ঘ> (প্রাকৃত) মহগ্‌ঘ}
  • Bengali Word মাঘ Bengali definition [মাঘ্‌] (বিশেষ্য) মাসবিশেষ; বাংলা বর্ষপঞ্জিতে দশম মাস। মাঘী (বিশেষণ) মাঘ মাসে জাত; মাঘ মাস সম্পর্কিত; মাঘ মাসের (বাছাই করিয়া সেজন মাঘী মটরের চাষ-জসীমউদ্‌দীন)। মাঘী পূর্ণিমা (বিশেষ্য) ১ মাঘ মাসের পূর্ণিমা। ২ মঘা পক্ষে যুক্ত পূর্ণিমা তিথি। {(তৎসম বা সংস্কৃত) √মঘা+অ(অণ্‌)}
  • Bengali Word মাঙন Bengali definition ⇒ মাগন
  • Bengali Word মাঙনা Bengali definition ⇒ মাগনা
  • Bengali Word মাঙা Bengali definition ⇒ মাগা
  • Bengali Word মাঙ্গন ১ Bengali definition [মাঙ্‌গোন্‌] (বিশেষ্য) চাওয়া; প্রার্থনা; জমিদার কর্তৃক প্রজাগণের নিকট থেকে খাজনার অতিরিক্ত বা অন্যায়পূর্বক গৃহীত অর্থ (কখন মুচিরাম প্রজাদিগের নিকট মাঙ্গন মাথট লায়ন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ> (প্রাকৃত) √মাগ্‌গ> (বাংলা) মাগা; √মাগ্‌+অন>মাগন>মাঙ্গন}
  • Bengali Word মাঙ্গন ২ Bengali definition ⇒ মাগন
  • Bengali Word মাঙ্গলিক, মাঙ্গল্য, মঙ্গল্য Bengali definition [মাঙ্‌গোলিক্‌, মাঙ্‌গোল্‌লো, মঙ্‌গোল্‌লো] (বিশেষ্য) মাঙ্গল্য দ্রব্য; মঙ্গলাচার (আজকের দিনে হিন্দু মুসলমানের সব মাঙ্গলিকেই সুপারির প্রয়োজন হয়-সৈয়দ মুজতবা আলী)। □ (বিশেষণ) ১ শুভপ্রদ; শুভদায়ক। ২ মঙ্গলজনক। {(তৎসম বা সংস্কৃত) মঙ্গল+ইক্‌(ঠঞ্‌), য(ষ্যঞ্‌), য(য্য)}
  • Bengali Word মাঙ্গা ১ Bengali definition [মাঙ্‌গা] (বিশেষণ) দুর্মূল্য; মহার্ঘ (আজকাল সব কিছু মাঙ্গা হয়ে গেছে)। মাঙ্গি গণ্ডা, মাগ্‌গি গণ্ডা (বিশেষ্য) দুর্মূল্য (এ মাঙ্গি গণ্ডার বাজারে অভাব অভিযোগে মানুষ জনের কি হালটা হয়েছে-সরদার জয়েনউদ্দীন)। (আঞ্চলিক)। {(তৎসম বা সংস্কৃত) মহার্ঘ>}
  • Bengali Word মাঙ্গা ২ Bengali definition ⇒ মাগা