Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word ভাদ্দর Bengali definition ⇒ ভাদ্র
 • Bengali Word ভাদ্দর বউ Bengali definition [ভাদ্‌দোর্‌ বোউ] (বিশেষ্য) কনিষ্ঠ ভ্রাতার স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) ভাদ্রবধূ>}
 • Bengali Word ভাদ্দুরে, ভাদুরে Bengali definition [ভাদ্‌দুরে, ভাদুরে] (বিশেষণ) ভাদ্রমাসীয়; ভাদ্রমাস সম্বন্ধীয়; ভাদ্রমাসে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) ভাদ্র>(বাংলা) ভাদ্দর, ভাদ্দুর+(বাংলা) ইয়া>এ}
 • Bengali Word ভাদ্র, ভাদ্দর Bengali definition [ভাদ্‌দ্রো, ভাদ্‌দোর্‌] (বিশেষ্য) বাংলা বৎসরের পঞ্চম মাস। ভাদ্রপদ (বিশেষ্য) ভাদ্র মাস। ভাদ্রপদা (স্ত্রীলিঙ্গ)। ভাদ্রবধূ, ভাদ্রবৌ, ভাদ্দরবউ (বিশেষ্য) কনিষ্ঠ ভ্রাতার স্ত্রী (ভিখারীকে একটি পয়সা দিতে ভাসুর ভাদ্রবৌ সকলে নারাজ-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) ভাদ্র>(বাংলা) ভাদ্দুর}
 • Bengali Word ভান ১ Bengali definition [ভান্‌] (বিশেষ্য) ছল; কৃত্রিম আচরণ; কপটতা (অসুখের ভান করা)। {(ফারসি) √বাহানহ্‌}
 • Bengali Word ভান ২ Bengali definition [ভান্‌] (বিশেষ্য) ১ দীপ্তি; শোভা। ২ জ্ঞান। ৩ ভাব (চিত চঞ্চল ভান-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ভা+অন(ল্যুট্‌)}
 • Bengali Word ভানা Bengali definition [ভানা] (ক্রিয়া) ভাঙা; ধান কুটে চাল প্রস্তুত করা; শস্যের তুষ বা খোসা ছাড়িয়ে রাখা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) ভগ্ন>ভান+(বাংলা) আ}
 • Bengali Word ভানাকুটা Bengali definition [ভানাকুটা] (ক্রিয়া) ১ ধান ভানা ও চাল কোটা। ২ অতিরিক্ত কথা বলা; কথার কেঁড়েলি করা (সবাসনে সদাই একথা ভানা কুটা-ঘনরাম চক্রবর্তী)। {ভানা+কুটা}
 • Bengali Word ভানু Bengali definition [ভানু] (বিশেষ্য) ১ সূর্য। ২ সৌন্দর্য; কান্তি। ৩ কিরণ; রশ্মি (জানু ভানু কৃপানু শীতের পরিত্রাণ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ প্রভু; রাজা। ৫ গন্ধর্ববিশেষ। ভানুবার (বিশেষ্য) রবিবার। ভানুমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কান্তিমতী; সুন্দরী। □(বিশেষ্য) ১ দুর্যোধনের মহিষী। ২ বিক্রমাদিত্যের মহিষী। ৩ হিন্দুপুরাণ মতে ভোজ রাজার কন্যা ইন্দ্রজাল-নিপুণা ভানুমতী; জাদুবিদ্যায় দক্ষ এক পৌরণিক নারী। ভানুমতীর খেল, ভানুমতীর ভেলকি (বিশেষ্য) ১ ভোজ রাজতনয়া ভানুমতী প্রবর্তিত ইন্দ্রজাল। ২ জাদুবিদ্যা; ভোজবাজি; কুহকবিদ্যা (ভানুমতীর ভেল্কী দেখাইয়া কার্যোদ্ধার-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ভানুমান (বিশেষণ) (পুংলিঙ্গ) দীপ্তিশালী; কান্তিমান। □(বিশেষ্য) দিবাকর; সূর্য। {(তৎসম বা সংস্কৃত) √ভা+নু}
 • Bengali Word ভান্তে Bengali definition = ভন্তে ⇒ ভন্তে
 • Bengali Word ভাপ, বাপরা Bengali definition [বাপ্‌, ভাপ্‌রা] (বিশেষ্য) ১ উত্তাপ; বাষ্প। ২ গরম সেক (সে কাপড়ে ফুঁ পাড়িয়া চোখে তাপ দিতে লাগিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {তৎসম বা সংস্কৃত বাষ্প>}
 • Bengali Word ভাপসা, ভেপসা, ভ্যাপসা, ভ্যাঁপসা Bengali definition [ভাপ্‌শা, ভ্যাপ্‌শা, ভ্যাপ্‌শা, ভ্যাঁপ্‌শা] (বিশেষণ) ১ বায়ু চলাচল রহিত স্থানসুলভ দুর্গন্ধ (ভাপসা গন্ধ; সেই ভ্যাঁপসা গন্ধ গলির মাঝে-জসীমউদ্‌দীন)। ২ অবরুদ্ধ বাষ্প বা তাপের সদৃশ; গুমট (তৎসম বা সংস্কৃত) বাষ্প<ভাপ+(বাংলা) সা)
 • Bengali Word ভাপা Bengali definition [ভাপা] (ক্রিয়া) বাষ্পে পরিনত হওয়া; ভাপযুক্ত হওয়া। □(বিশেষণ) ভাপে সিদ্ধ। ভাপানো (ক্রিয়া) ১ ভাপ দেওয়া। ২ বাষ্পের উত্তাপে সিদ্ধ করা; ‍ভাপযুক্ত করা (ভাপা পিঠা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত উভয় অর্থে। {(তৎসম বা সংস্কৃত) বাষ্প>ভাপ+(বাংলা) আ}
 • Bengali Word ভাব Bengali definition ভাব [ভাব্‌] (বিশেষ্য) ১ জন্ম; সৃষ্টি; উৎপত্তি। ২ সত্তা; অভাবের বৈপরীত্য। ৩ ভক্তি; পরম তত্ত্ব (ভাবের গান)। ৪ অভিপ্রায় (মনোভাব)। ৫ মনের অবস্থা (ভাবান্তর)। ৬ প্রকৃতি (অসুর ভাব, তার ভাবই ঐ)। ৭ অবস্থা; প্রবণতা (ভাবগতিক ভালো ঠেকছে না)। ৮ মর্ম; নিগূঢ়; অর্থ (কবিতার ভাব)। ৯ অনুভূতির গাঢ়তা; emotion। ১০ চিন্তা; ধ্যান। ১১ ধরণ; রকম; প্রকার (এমনভাবে)। ১২ প্রেম; প্রীতি; প্রণয় (তাদের মধ্যে ভাব আছে; সেই দুই তাপিত মতি ভাবেতে ব্যাকুল-দৌলত উজির বাহরাম খান)। ১৩ (ব্যাকরণ) ক্রিয়ার প্রকার; mood। ভাব করা (ক্রিয়া) আলাপ করা; বন্ধুত্ব স্থাপন করা। ভাব গত (বিশেষণ) মনোভাববিষয়ক নিগূঢ় অর্থ সংক্রান্ত; চিন্তাধারা সম্বন্ধীয়। ভাবগতিক, ভাবভঙ্গি (বিশেষ্য) রকম-সকম; প্রবণতা; চালচলন; ধরণ-ধারণ। ভাবগর্ভ (বিশেষণ) নিগূঢ় অর্থপূর্ণ; ভাবপূর্ণ; ভাবাত্মক (ভাবগর্ভ আলোচনা)। ভাবগ্রাহী(-হিন্) (বিশেষণ) মর্মজ্ঞ; অন্তরের গূঢ় ভাব গ্রহণ করেন এমন। ভাবঘন (বিশেষণ) নিবিড় ভাবময়;জমাট বাঁধা (ভাবঘন ভাষা)। ভাবচোর (বিশেষ্য), (বিশেষণ) যে ব্যক্তি অন্য লেখকের ভাব বা অভিপ্রায়কে আপন রচিত বা উদ্ভাবিত বলে প্রকাশ করে; plagiarist। ভাবচ্ছবি (বিশেষ্য) ভাবচিত্র; ভাবময় ছবি (বাংলা কাব্য ও অসংলগ্ন ভাবচ্ছবির অনিকাম সংঘট্ট-সুঠা)। ভাবদ্যোতক (বিশেষণ) ভাবব্যঞ্জক; ভাব-প্রকাশক। ভাবপ্রবণ (বিশেষণ) ভাবাবেগে চালিত; আবেগযুক্ত। ভাবপ্রবণতা (বিশেষ্য)। ভাববিলাসী(-সিন্‌) (বিশেষণ) কল্পনাপ্রিয়; কল্পনা-রাজ্যে বিচরণ করতে ভালোবসে এমন। ভাবব্যঞ্জক, ভাবসূচক (বিশেষণ) অর্থ প্রকাশক; ভাবময় (ভাবব্যঞ্জক মূর্তি)। ভাবভঙ্গি, ভাবভঙ্গী (বিশেষ্য) মনোভাব; মনোভাব ও ভাববাচক অঙ্গচালনা। ভাবভোলা (বিশেষণ) ভাবাবেশে আত্মবিস্মৃত। ভাবমূর্তি (বিশেষ্য) চিন্তা ও অনুভূতির পরিপূর্ণ রূপ; কল্পনা দিয়ে তৈরি মূর্তি। ভাবয়িত্রী (বিশেষণ) ভাবুক; যে কল্পনা-রাজ্যে নানা পরিকল্পনা করে থাকে (মুখ্যত ভাবয়িত্রী হলেও কারয়িত্রী পরিকল্পনাতেও তিনি অদ্বিতীয়-সুঠা)। ভাব লাগা (ক্রিয়া) ভাবাবেশ হওয়া (ভাব লেগে চাঁহ বুড়ো যেন মূর্চ্ছিত হন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ভাবশুদ্ধি (বিশেষ্য) ভাবের পবিত্রতা; পবিত্র চিন্তা। ভাবাত্মক (বিশেষণ) ভাবময়; ভাবব্যঞ্জক; ভাবপূর্ণ। ভাবানুষঙ্গ (বিশেষ্য) এক বিষয়ে চিন্তা করার সময়ে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্বন্ধে চিন্তা; Association of ideas। ভাবান্তর (বিশেষ্য) মনের অবস্থার পরিবর্তন; মানসিক অবস্থান্তর (আমায় দেখিলেই তোমার ভাবান্তর উপস্থিত হয়- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ভাবাবেশ (বিশেষ্য) ১ ভাবোদয়; ভাবের আবির্ভাব। ২ ভাবজনিত বিহ্বলতা। ভাবাভাস (বিশেষ্য) ১ অস্পষ্ট ভাব; ভাবের ইঙ্গিত। ২ ভাবাল্পতা। ভাবার্থ (বিশেষ্য) মর্ম; নিগূঢ় অর্থ। ভাবের ঘরে চুরি- আসল উদ্দেশ্য পণ্ড করে শুধু বাইরের ঠাঁট বজায় রাখার প্রবণতা। ভাবোচ্ছ্বাস (বিশেষ্য) ভাবের বেগ; প্রবল আবেগ বা ভাব; তীব্র অনুভূতিসহ প্রেম ও কল্পনা শক্তির সংযোগ। ভাবোদয়, ভাবোণ্মেষ (বিশেষ্য) ভাবোদ্রেক; ভাবের সঞ্চার। ভাবোদ্দীপক (বিশেষণ) ভাবের উদ্রেককারী; ভাবসঞ্চারকারী। ভাবোদ্দীপন (বিশেষ্য) ভাবের সঞ্চার বা উদ্রেক। ভাবোন্মত্ত (বিশেষ্য) ভাববিহ্বল; ভাবে অভিভূত। ভাবোন্মাদ (বিশেষ্য) ভাববিহ্বলতা; ভাবজনিত মত্ততা। □(বিশেষণ) ভাবে উন্মত্ত; ভাবে মাতোয়ারা। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অ(ঘঞ্‌)}
 • Bengali Word ভাবক Bengali definition [ভাবোক্‌] (বিশেষণ) ১ স্মরণকারী; ভাবুক; চিন্তক (শতেক ভাবক তোর হোক কদাচিত-দৌলত উজির বাহরাম খান)। ২ উৎপাদক। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+ণিচ্‌(=√ভাবি)+অক(ণ্বুল্‌)}
 • Bengali Word ভাবকানি Bengali definition [ভাব্‌কানি] (বিশেষ্য) ভাবের পসরা (কাশীতে বেচিতে আমি আইলাম ভাবকানি-কৃষ্ণদাস কবিরাজ)। {ভাবক+আনি}
 • Bengali Word ভাবন Bengali definition [ভাবোন্‌] (বিশেষ্য) ১ চিন্তন। ২ কল্পনা বা ধ্যান কার্য। ৩ সৃজন; সৃষ্টি; সৃষ্টিকর্তা; স্রষ্টা। ৪ প্রসাধন; বেশবিন্যাসকরণ। ৫ ঔষধাদির শোধন বা সংস্কার। ভাবনি, ভাবনী (বিশেষ্য) ভাবন-প্রিয় নারী; অতিরিক্ত বেশবিন্যাসে অনুরাগিণী নারী। {(তৎসম বা সংস্কৃত) √ভাবি+অন(ল্যুট্‌)}
 • Bengali Word ভাবনা Bengali definition [ভাব্‌না] (বিশেষ্য) ১ চিন্তা। ২ মানসিক উদ্বেগ; দুশ্চিন্তা। ৩ কবিরাজি ঔষধ প্রস্তুত করার প্রক্রিয়াবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অন(যুচ্‌)+আ(টাপ্‌)}
 • Bengali Word ভাবা ১ Bengali definition [ভাবা] (ক্রিয়া) ১ চিন্তা করা। ২ বিবেচনা করা। ৩ সংকল্প করা; স্থির করা। ৪ দুশ্চিন্তা করা। ৫ অনুমান করা। ৬ গণ্য করা (বিদেশি ভাবা)। ৭ উদ্ভাবন বা বের করা (একটা উপায় ভাবা)। ৮ মনে করা (তুমি কি আমার কথা ভাবো)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। ভাবাগোনা (বিশেষ্য) চিন্তা-ভাবনা (স্বামী-স্ত্রীতে প্রায়ই এখন মেয়ের বিয়ের ভাবাগোনা হতে লাগল-শেখ ফজলল করিম)। ভাবানো (ক্রিয়া) ১ চিন্তিত বা উদ্বেগযুক্ত বা অস্থির করা। □(বিশেষ্য) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) ভাব+(বাংলা) আ}
 • Bengali Word ভাবা ২ Bengali definition [ভাবা] (বিশেষ্য) প্রবঞ্চনা; ধোঁকা (কামিনী কুহকে পড়ি খায় যেই ভাবা-ইগু)। {ভ্যাবা>ভাবা}
 • Bengali Word ভাবাত্মক, ভাবান্তর, ভাবাবেশ, ভাবাভাস, ভাবার্থ Bengali definition ⇒ ভাব
 • Bengali Word ভাবালু Bengali definition [ভাবালু] (বিশেষণ) ভাব বা কল্পনাবিলাসী; ভাবপ্রবণ; কল্পনাপ্রবণ বা প্রিয়; sentimental (কৃপালু, দয়ালূ ইত্যাদির অনুকরণে গঠিত)। ভাবালুতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) ভাব+আলু(আলুচ্‌)}
 • Bengali Word ভাবি Bengali definition ⇒ ভাবী২
 • Bengali Word ভাবিক Bengali definition [ভাবিক্‌] (বিশেষণ) ১ উদ্দীপক; প্রেরণাদায়ক। ২ প্রাকৃতিক; স্বাভাবিক। ৩ ভাবযুক্ত; ভাববিশিষ্ট। ৪ ভাবী; ভবিষ্যৎকালিক। {(তৎসম বা সংস্কৃত) ভাব+ই(ঠক্‌)}
 • Bengali Word ভাবিজি Bengali definition ⇒ ভাবীজান
 • Bengali Word ভাবিত Bengali definition [ভাবিতো] (বিশেষণ) ১ চিন্তিত; চিন্তাগ্রস্ত। ২ উদ্বিগ্ন; উদ্বেগাকুল (ভাবিত হওয়া; মহাভাবিত হয়ে বসে আছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ঘটিত। ৪ পবিত্রীকৃত। ৫ বাসিত; যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+ণিচ্‌জ(=Öভাবি)+ত(ক্ত)}
 • Bengali Word ভাবিনী ১ Bengali definition [ভাবিনি] (বিশেষ্য) ১ ভাবময়ী নারী; হাবভাববিশিষ্টা নারী (বিবহার্থী ব্রাহ্মণকুমাররাও ভাবিনী ভার্যার আদর্শনবার্ত্তা শ্রবণগোচর করিয়া ম্লান বদনে তথায় উপস্থিত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রেমিকা। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+ইন(ইনি)+ঈ(ঙীপ্‌)}
 • Bengali Word ভাবিনী ২ Bengali definition ⇒ ভাবী১
 • Bengali Word ভাবী ১ (-বিন্‌) Bengali definition [ভাবি] (বিশেষণ) ১ ভবিষ্যৎ; আগামী (ভাবী কাল; নিশীথের গর্ভে ভাবী ঊষার ন্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ হবু; ভবিষ্যতে হবে এমন (ভাবী ভগ্নিপতি)। ভাবিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+ইন(ইনি)}
 • Bengali Word ভাবী ২, ভাবি Bengali definition [ভবি] (বিশেষ্য) বড় ভাইয়ের স্ত্রী; ভাতৃজায়া; বৌদি। {(হিন্দি) ভাবী}