ভ পৃষ্ঠা ৭
- Bengali Word ভাগি Bengali definition [ভাগি] (বিশেষ্য) (ব্রজবুলি) ভাগ্য; অদৃষ্ট (হামারি আছল কত পূরবক ভাগি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ভাগ্য>ভাগ্গ>ভাগ+(বাংলা) ই}
- Bengali Word ভাগিনা Bengali definition ⇒ ভাগিনেয়
- Bengali Word ভাগিনেয়, ভাগনে, ভাগ্নে, ভাগিনা Bengali definition [ভাগিনেয়ো, ভাগ্নে, ভাগ্নে, ভাগিনা] (বিশেষ্য) ভাগিনীর পুত্র। ভাগিনেয়ী, ভাগিনী, ভাগ্নি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী+এয়(ঢক্)}
- Bengali Word ভাগী ১ Bengali definition (-গিন্) [ভাগি] (বিশেষণ), (বিশেষ্য) অংশী; অংশীদার (দুঃখের বা সম্পদের ভাগী)। ভাগিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+ইন(ইনি)}
- Bengali Word ভাগী ২ Bengali definition (-গিন্) [ভাগি] (বিশেষণ) ১ গ্রহণকারী; গ্রাহী (পাপভাগী)। ভাগিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+ইন্(ঘিনুণ্)}
- Bengali Word ভাগী ৩ Bengali definition (ব্রজবুলি) [ভাগি] (বিশেষণ) ভাগ্যবান (সো পাওয়ে বহুভাগী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ভাগ্য>}
- Bengali Word ভাগীরথী Bengali definition [ভাগিরোথি] (বিশেষ্য) (হিন্দু পুরাণমতে ভগীরথ কর্তৃক আনীত বলে গঙ্গার একটি নাম ভাগীরথী) গঙ্গা; জাহ্নবী; গঙ্গানদীর শাখা নদীবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভগীরথ+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word ভাগেল Bengali definition [ভাগেল্] (বিশেষ্য) যুদ্ধে পরাজিত দলের পৃষ্ঠপ্রদর্শন; পলায়নপর অবস্থা (টিকিতে না পারে কেহ হইল হ্যারেল। কুফর লস্কর বিচে পড়িল ভাগেল-সৈয়দ হামজা)। {(হিন্দি) ভাগা+(বাংলা) এল}
- Bengali Word ভাগ্নে, ভাগ্নি Bengali definition ⇒ ভাগিনেয়
- Bengali Word ভাগ্য Bengali definition [ভাগ্গো] (বিশেষ্য) অদৃষ্ট; তকদির; কপাল; নসিব; নিয়তি (ভাগ্যদোষ, ভাগ্যফল)। ভাগ্যক্রমে, ভাগ্যগুণে, ভাগ্যে (ক্রিয়াবিশেষণ) সৌভাগ্যবশত; শুভ অদৃষ্ট হেতু। ভাগ্যগণনা (বিশেষ্য) জ্যোতিষের সাহায্যে অদৃষ্টের শুভাশুভ নির্ণয়। ভাগ্যগুণ (বিশেষ্য) সৌভাগ্য। ভাগ্যচক্র (বিশেষ্য) চক্রবৎ ঘূর্ণ্যমান অদৃষ্ট; পরিবর্তনশীল ভাগ্য। ভাগ্যদেবতা, ভাগ্যদেবতা, ভাগ্যবিধাতা (তৃ) (বিশেষ্য) ১ অদৃষ্টের নিয়ন্তা (ইংরেজগণই আফগানিস্তানের ভাগ্যবিধাতা হইয়া বসিল-মাওলানা মুস্তাফিজুর রহমান)। ২ ভাগ্যের দেবতা। ভাগ্যদেবী, ভাগ্যবিধাত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। ভাগ্যফল (বিশেষ্য) নির্দিষ্ট ভবিষ্যৎ শুভাশুভ। ভাগ্যবস্তু, ভাগ্যমন্ত (বিশেষণ) ভাগ্যবান; খুশনসিব; সৌভাগ্যশালী (পাষাণ গাঁথা প্রাসাদ পরে আছেন ভাগ্যবন্ত-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভাগ্যবল (বিশেষ্য) ভাগ্যের জোর; সৌভাগ্য। ভাগ্যবান (বিশেষণ) সৌভাগ্যশালী; খুশনসিব। ভাগ্যবতী (স্ত্রীলিঙ্গ)। ভাগ্য-বিদ্যাপতির্যয় (বিশেষ্য) অবস্থার বৈপ্লবিক পরিবর্তন; দুর্ভাগ্য। ভাগ্যলিখন, ভাগ্যলিপি (বিশেষ্য) অদৃষ্টের লিখন; তকদির। ভাগ্যহীন (বিশেষণ) হতভাগ্য; বদনসিব; অভাগা। ভাগ্যহীনা (স্ত্রীলিঙ্গ)। ভাগ্যহীনতা (বিশেষ্য) দুরদৃষ্টের অবস্থা; দুর্ভাগ্যের দশা। ভাগ্যোদয় (বিশেষ্য) সৌভাগ্যের বা সুদিনের সঞ্চার; সৌভাগ্যের উদয় বা আবির্ভাব। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+য(ঘ্যণ্)}
- Bengali Word ভাগ্যি Bengali definition [ভাগ্গি] (বিশেষ্য) ১ ভাগ্য। ২ শুভ অদৃষ্ট; ভাগ্য। □(অব্যয়) সৌভাগ্যের বিষয় (কী ভাগ্যি! ভাগ্যি দেখা হলো)। ভাগ্যিমান (বিশেষণ) ভাগ্যবান; সৌভাগ্যশালী। ভাগ্যিমানী (স্ত্রীলিঙ্গ)। পড়াভাগ্যি, পোড়াভাগ্যি (বিশেষ্য) পোড়া কপাল; মন্দভাগ্য (ওমা ওমা পরাভাগ্যি উকিলের ওঁচা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ভাগ্যিস (অব্যয়) সৌভাগ্যের বিষয়; ভাগ্য ভালো তাই (ভাগ্যিস খাওনি; চাকরীটা পেয়েছিলে যে ভাগ্যিস (অচিন্ত্যকুমার সেনগুপ্ত))। {(তৎসম বা সংস্কৃত) ভাগ্য>}
- Bengali Word ভাঙ, ভাঙ্গ Bengali definition ⇒ ভাং
- Bengali Word ভাঙচি, ভাঙ্গচি Bengali definition ⇒ ভাংচি
- Bengali Word ভাঙটা, ভাঙ্গটা Bengali definition ⇒ ভাংটা
- Bengali Word ভাঙন ১, ভাঙ্গন ১ Bengali definition [ভাঙোন্, ভাঙ্গোন্] (বিশেষ্য) ১ ধস; ধসন; ধসা; ভেঙ্গে পড়া; নদীর পাড় ধসার ভাব (পদ্মার ভাঙন)। ২ (আলঙ্কারিক) অবনতির সূচনা; পতনের সূত্রপাত (‘মুঘল শক্তির তখন ভাঙন ধরেছে’)। ৩ মাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>}
- Bengali Word ভাঙন ২, ভাঙ্গন, ভাঙনা Bengali definition [ভাঙোন্, ভাঙ্গোন্, ভাঙ্না] (বিশেষ্য) মাছবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গান}
- Bengali Word ভাঙর, ভাঙ্গর (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভাঙোর্, ভাঙ্গোর্] (বিশেষ্য) ভাতিজা; ভাইপো (কোঙার ভাঙর সাথে যামান কৃপান হাতে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভাই+কোঙর(=পুত্র)>ভাঙর}
- Bengali Word ভাঙা, ভাঙ্গা Bengali definition [ভাঙা, ভাঙ্গা] (ক্রিয়া) ১ ভগ্ন করা; চূর্ণ হওয়া (পাথর ভেঙ্গে কাটছে যেথা-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ অকল্যাণ বা নিচু হওয়া; হীন করা; দুরবস্থায় পড়া (কপাল ভাঙা)। ৩ ভগ্নহৃদয় হওয়া বা করা; হতাশ হওয়া বা করা (মন ভাঙা)। ৪ দূর হওয়া; ঘুচানো (ঘুম বা মান ভাঙা)। ৫ পণ্ড করা; ছিন্ন হওয়া (বিবাহের সম্বন্ধ ভাঙা)। ৬ বিস্তার বা বিশদ করে বলা (কথাটা সে ভেঙে বলল না)। ৭ কাজের উপযুক্ত না থাকা; বিকৃত হওয়া (তার গলা ভেঙেছে)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ ভগ্ন; জীর্ণ; ধ্বংসপ্রাপ্ত (ভাঙা দেউলের দেবতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভাঙে এমন (হাড়ভাঙ্গা খাটনি)। ৩ দুর্বল; রুগ্ন (ভাঙা স্বাস্থ্য)। ৪ হতাশ; উৎসাহহীন (ভাঙা বুক)। ৫ মন্দ; অমঙ্গলজনক (ভাঙা কপাল)। ৬ অকার্যকর; বিকৃতি; অবরুদ্ধ (ভাঙা স্বর; ভাঙা গলা)। ৭ অশুদ্ধ (ভাঙা উর্দু)। ভাঙা কপাল জোড়া লাগা (ক্রিয়া) ভাগ্য পুণরায় প্রসন্ন হওয়া; ভাগ্য ফেরা। ভাঙাচুরা, ভাঙাচোরা (বিশেষণ) টুটাফুটা; ভগ্ন ও চূর্ণ। ভাঙা ভাঙা (বিশেষণ) ১ প্রায় ভঙ্গ। ২ বিকৃত (ভাঙা ভঙা ইংরেজি)। ৩ আধো আধো (ভাঙা ভাঙা কথা)। ভাঙা ভাংতি (বিশেষ্য) পূর্ণ সংখ্যা ও তার ভগ্নাংশ। ঘর ভাঙা (ক্রিয়া) ১ পরিবারের একতা নষ্ট হওয়া; সংসারে পরস্পরের সদ্ভাব নষ্ট করা। ২ স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন ধ্বংস হওয়া। মাথায় কাঁঠাল ভাঙা/ভাঙ্গা (ক্রিয়া) (আলঙ্কারিক) অন্যকে ঠকিয়ে স্বার্থ উদ্ধার করা, আদায় করা, বা কোনো বিষয়ে লাভবান হওয়া। ভেঙে পড়া বা আসা (ক্রিয়া) ছোট বড় আবাল-বন্ধ-বনিতা সকলে সুপ্রচুর সংখ্যায় সমবেত হওয়া (চোখের নিমিষে ভেঙ্গে আসে বণিকপাড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভাঙে/ভাঙ্গে তো মচকায় না (ক্রিয়া) (আলঙ্কারিক) ভেঙেও ভাঙে না; প্রাণ যায় অবস্থা তবু বিনীত হয় না। ভাঙানো, ভাঙ্গানো (ক্রিয়া) ১ ভাঙা; ভগ্ন করানো। ২ দূর করা (ঘুম বা মান ভাঙানো)। ৩ ভাংচি বা পরামর্শ দিয়ে বিরোধী করা; বিচ্ছেদ ঘটানো (মন ভাঙানো, ঘর ভাঙানো)। ৪ খুচরা মুদ্রা করা (টাকা ভাঙানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ভাঙানি, ভাঙ্গানি (বিশেষ্য) ১ খুচরা মুদ্রা; রেজগি। ২ ভাংতি। □(বিশেষণ) ১ (আলঙ্কারিক) নিন্দা বা দোষ ত্রুটির কথা বলে কোনো চুক্তি বা সম্বন্ধ নষ্ট করে এমন। ২ (আলঙ্কারিক) কুমন্ত্রণা দিয়ে বিচ্ছেদ ঘটায় এমন। ভাঙানে, ভাঙ্গানে (পুংলিঙ্গ)। কান ভাঙানি (বিশেষ্য) (আলঙ্কারিক) গোপনে মিথ্যা কথা বলে কারো বিরুদ্ধে কাউকে উত্তেজিত করা। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>}
- Bengali Word ভাঙ্গি Bengali definition ভাঙ্গি [ভাঙ্গি] (বিশেষণ) সিদ্ধিখোর; ভাংপায়ী (একে বুড়া তাহে ভাঙ্গী ধুতুরায় ভোল-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ভাঙ্গ+ই}
- Bengali Word ভাঙড়, ভাঙ্গর, ভাংগড় Bengali definition [ভাঙোড়্, ভাঙ্গোড়্, ভাঙ্গোড়্] (বিশেষণ) ভাং বা সিদ্ধিখোর; মাদকসেবী (ভাঙ্গড়ের নাহি যম-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ভাং+খোর>}
- Bengali Word ভাজ Bengali definition ⇒ ভাইজ
- Bengali Word ভাজক Bengali definition [ভাজোক্] (বিশেষণ) (গণিত.) ভাগকারী। □(বিশেষ্য) (গণিত.) যে রাশি দিয়ে ভাগ করা যায়; divisor। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+অক(ণ্বুল্)}
- Bengali Word ভাজন ১ Bengali definition [ভাজোন্] (বিশেষ্য) ১ পাত্র; ব্যক্তি (ভক্তিভাজন)। ২ ভাগকরণ; বিভাজন; খণ্ড খণ্ড করণ। ৩ আশ্রয় (কৈল দৈব দুঃখের ভাজন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+অন(ল্যুট্)}
- Bengali Word ভাজনা Bengali definition [ভাজ্না] (বিশেষ্য), (বিশেষণ) যাতে ভাজা হয় (ভাজনা খোলা)। {√ভাজ্+না}
- Bengali Word ভাজা Bengali definition [ভাজা] (ক্রিয়া) গরম তেলে বা ঘিয়ে রান্না করা; বালির সাহায্যে বা কেবল উত্তাপে পাক করা (মাছ লুচি মুড়ি বেগুন প্রভৃতি ভাজা)। □(বিশেষণ) ভাজা হয়েছে এমন; ভর্জিত (ভাজা মাছ)। ভাজা ভাজা (বিশেষণ) ১ প্রায় ভাজা হয়েছে এমন; ভর্জিত প্রায়। ২ (আলঙ্কারিক) সন্তপ্ত (নানান শোকে কলিজা ভাজা)। ভাজাভুজি ভাজা ভুনা সুস্বাদু খাদ্যদ্রব্য (ভাজাভুজি হত পাঁচটা ছটা-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভাজা মাছ উলটে খেতে জানে না-অতি সরল ও নেহাত নিরীহ প্রকৃতির ব্যক্তি সম্বন্ধে করা উক্তি; কপট ও ধূর্তলোক সম্পর্কেও বলা হয়। তেলে ভাজা (বিশেষ্য) বেসম দিয়ে প্রস্তুত তেলে ভাজা খাবারবিশেষ। হাড়ভাজা ভাজা হওয়া (ক্রিয়া) অত্যন্ত সন্তপ্ত বা জ্বালাতন হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রস্জ্>(প্রাকৃত) ভজ্জ>(বাংলা) √ভাজ্+আ}
- Bengali Word ভাজাং Bengali definition ⇒ ভুজং
- Bengali Word ভাজি Bengali definition [ভাজি] (বিশেষ্য) ভাজা তরকারি। {√ভাজ্+ই}
- Bengali Word ভাজিত Bengali definition [ভাজিতো] (বিশেষণ) ভাগ করা হয়েছে এমন; বিভক্ত। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+ণিচ্(=√ভাজি)+ত(ক্ত)}
- Bengali Word ভাজ্য Bengali definition [ভাজ্জো] (বিশেষণ) ১ ভাগার্হ; বিভাগযোগ্য; divisible। ২ (গণিত.) যে রাশিকে অন্য রাশি দিয়ে ভাগ করা হয়; divisible। {(তৎসম বা সংস্কৃত) √ভাজ্+ণিচ্(=√ভাজি)+য(যৎ)}
- Bengali Word ভাট Bengali definition [ভাট্] (বিশেষ্য) ১ একটি জাতি বা সম্প্রদায়। ২ বিবাহাদির ব্যাপারে যারা বংশচরিত কীর্তন করে (শেষে পাঠলী দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ স্তুতিপাঠক (ভাটের দিল গজ ঘোড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ স্তুতি বা বন্দনাকারী। ৫ চারণকবি। ভাট-শালিক (বিশেষ্য) গুয়েশালিক। ভাটকবিতা (বিশেষ্য) চারণ-কবিদের ছড়া। {(তৎসম বা সংস্কৃত) ভট্ট>}