Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভাঁড় ৩ Bengali definition [ভাঁড়্‌] (বিশেষ্য) বিদূষক; ভাঁড়ামি করা যার কাজ। {(তৎসম বা সংস্কৃত) ভণ্ড>(প্রাকৃত) ভংড>(বাংলা) ভাঁড়}
  • Bengali Word ভাঁড়ানো Bengali definition [ভাঁড়ানো] (ক্রিয়া) ১ প্রতারণা করা; প্রতারণা করবার ইচ্ছায় গোপন করা (নাম ভাঁড়ানো; সহজে এড়াইতে বা ভাঁড়াইতে পারা যায় না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ভুলানো (ভাল ভাঁড়াইয়া শিব পালাইয়া গেল দূর-বিজয় গুপ্ত)। ভাঁদাভাঁড়ি (বিশেষ্য) পুনঃপুন প্রতারণা; ক্রমাগত প্রবঞ্চনা। ভাঁড়াই, ভাঁড়ামি, ভাঁড়ামো (বিশেষ্য) ১ প্রতারণা; শঠতা; প্রবঞ্চনা; ছলনা। ২ ভাঁড়ের আচরণ; স্থূল রসিকতা। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ড>(প্রাকৃত) ভংড>ভাঁড়+বাংলা আনো; ক্রিয়ারূপ-ভাঁড়াই, ভাঁড়াও, ভাঁড়ান, ভাঁড়াও; (অসমাপিকা ক্রিয়া)-ভাঁড়াতে, ভাঁড়ালে, ভাঁড়িয়ে ইত্যাদি}
  • Bengali Word ভাঁড়ার Bengali definition ⇒ ভাণ্ডার
  • Bengali Word ভাঁড়ারী Bengali definition ⇒ ভাণ্ডারী
  • Bengali Word ভাং, ভাঙ, ভাঙ্গ Bengali definition [ভাঙ্‌, ভাঙ্‌, ভাঙ্‌গ্] (বিশেষ্য) ১ সিদ্ধিগাছ। ২ সিদ্ধিগাছের পাতায় প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ (ভংয়ের শরবত)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গা>}
  • Bengali Word ভাংচি, ভাঙচি, ভাঙ্গচি Bengali definition [ভাঙ্‌চি, ভাঙ্‌চি, ভাঙ্‌গ্‌চি] (বিশেষ্য) বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়ার জন্য মিথ্যা ত্রুটি দোষের কথা বানিয়ে বলা বা শত্রু করে তোলার জন্য গোপন উপদেশ; ভাঙানি; কুমন্ত্রণা (ভাঙচি দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>+(বাংলা) চি}
  • Bengali Word ভাংটা, ভাঙটা, ভাঙ্গটা Bengali definition [ভাঙ্‌টা, ভাঙ্‌টা, ভাঙ্‌গ্‌টা] (বিশেষ্য) খুচরা টাকা পয়সা; ভাংতি। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গ>ভাং+(বাংলা) টা}
  • Bengali Word ভাই Bengali definition [ভাই] (বিশেষ্য) ১ ভ্রাতা; সহোদর। ২ ভ্রাতৃতুল্য ব্যক্তি; বন্ধু-বান্ধবী বা নাতিকে সম্বোধন। ভাইঝি (বিশেষ্য) ভাইয়ের মেয়ে; ভ্রাতুষ্পুত্রী। ভাইপো (বিশেষ্য) ভাতুষ্পুত্র; ভাইয়ের ছেলে। ভাইফোঁটা (বিশেষ্য) হিন্দুদের মাঙ্গলিক অনুষ্ঠানবিশেষ; ভ্রাতৃদ্বিতীয়ায় বোনের দ্বারা ভাইয়ের কল্যাণ কামনায় তার কপালে ফোঁটা দান উৎসব (শশী ভাই-ফোঁটা দিতেছেন-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভাইবেরাদর (বিশেষ্য) আপনজন; আত্মীয়-স্বজন। {(তৎসম বা সংস্কৃত) ভাতৃ>(তৎসম বা সংস্কৃত) ভ্রাতা>(প্রাকৃত) ভাই}
  • Bengali Word ভাইজ, ভাউজ, ভাজ Bengali definition [ভাইজ্‌, ভাউজ্‌, ভাজ্‌] (বিশেষ্য) বয়োজ্যেষ্ঠ ভ্রাতৃবধূ; ভ্রাতৃজায়া (সকল ভাউজের সঙ্গে আমার দ্বন্দ বাজে-ক্ষেমানন্দ দাস; এ আমাদের ননদভাজের ঘরোয়া গোপন চিঠি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃজায়া>}
  • Bengali Word ভাইসরয় Bengali definition [ভাইস্‌রয়্‌] (বিশেষ্য) রাজপ্রতিনিধি (এই সময়ের মধ্যে দিল্লীর সম্রাট বাংলাদেশে ভাইসরয় নিযুক্ত করতেন-মুঃ আবদুর রাজ্জাক)। {(ইংরেজি) viceroy}
  • Bengali Word ভাইয়া Bengali definition [ভাইয়া] (বিশেষ্য) ভ্রাতা; ভ্রাতৃতুল্য জন। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতা> (হিন্দি) ভাইয়া}
  • Bengali Word ভাউ Bengali definition ⇒ ভাও
  • Bengali Word ভাউজ Bengali definition ⇒ ভাইজ
  • Bengali Word ভাউলিয়া, ভাউলে, ভাওয়ালিয়া Bengali definition [ভাউলিয়া, ভাউলে, ভাওয়ালিয়া] (বিশেষ্য) ঘরওয়ালি নৌকাবিশেষ; house-boat (বাবুরা বোট, বজরা, পিনসে ও ভাউলে ভাড়া করে সৎ দেখতে যতেন-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) বহুল>}
  • Bengali Word ভাও, ভাউ Bengali definition [ভাও, ভাউ] (বিশেষ্য) ১ অবস্থা; ভাব; হালচাল (ভাও বুঝে কাজে নামা; এহিমত পথিক মনেতে করি ভাও-হেয়াত মাহমুদ)। ২ দর; দাম; rate (‘ময়ূর সবাইকে জাঁকালো পোষাক আর হীরে জহরতের ভাউ বাৎলাতে লাগলেন’)। ৩ পদ্ধতি; কৌশল (কাজের ভাও)। {(তৎসম বা সংস্কৃত) ভাব, (ফারসি) বহা}
  • Bengali Word ভাওর Bengali definition [ভাওর্‌] (বিশেষ্য) ১ গোশালা। ২ অস্থায়ী কুঁড়েঘর। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডঘর>}?
  • Bengali Word ভাওলি Bengali definition [ভাওলি] (বিশেষ্য) খাজনার পরিবর্তে জমিদারকে যে শস্য দেওয়া হয়। {(হিন্দি) ভারলী>}
  • Bengali Word ভাক Bengali definition [ভাক্‌] (বিশেষণ) অংশীদার; পাত্র; যুক্ত (পুণ্যভাক, পাপভাক)। {(তৎসম বা সংস্কৃত) √ভাজ্‌+ক্বিপ্‌=ভাক্}
  • Bengali Word ভাক্ত Bengali definition [ভাক্‌তো] (বিশেষণ) ১ অপ্রধান; ভক্তের বিদ্রূপাত্মক বিকৃতি। ২ কপট; ভণ্ড (ভাক্ত সুফি)। ৩ ভাত-সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) ভক্ত+অ(অণ্‌)}
  • Bengali Word ভাখ (ব্রজবুলি) Bengali definition [ভাখ্‌] (বিশেষ্য) ভাষ; কথা (ডাহুকী কলকল ভাখ-বিদ্যাপতি)। ভাখা (ব্রজবুলি) ভাষা; বোল বা বুলি। ভাখি, ভাখী (বিশেষ্য) ভাষা; কথা (মিছ নাহি ভাখি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ভাষা>}
  • Bengali Word ভাগ ১ Bengali definition [ভাগ্‌] (বিশেষ্য) ১ বাটোয়ারা (জমিদারিভাগ)। ২ টুকরা; হিস্‌সা (সহস্র ভাগ)। ৩ কালাংশ (দিবাভাগ)। ৪ প্রদেশ; অঞ্চল; স্থান (ভূ-ভাগ)। ৫ অংশ; বখরা (আমার ভাগ)। ৬ ভাগ্য; অদৃষ্ট (মহাভাগ)। ৭ (গণিত.) বিভাজন; division। ভাগধেয় (বিশেষ্য) ১ ভাগ; অংশ। ২ কর; রাজস্ব; উত্তরাধিকারী। ভাগফল (বিশেষ্য) (গণিত.) এক রাশিকে অন্যান্য রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়। ভাগবাটোয়ারা (বিশেষ্য) বিভিন্ন অংশে ভাগ করে বন্টন। ভাগরা (বিশেষ্য) অন্যের জমি ফসলের অর্ধাংশ বা চুক্তিমতো কিছু অংশ পাওয়ার জন্য চাষ করার পদ্ধতি; বর্গা (এমন বহুলোক আছে যারা ভাগরায় চাষ করে (অচিন্ত্যকুমার সেনগুপ্ত))। ভাগশেষ (বিশেষ্য) (গণিত.) ভাগ করবার পর যা অবশিষ্ট থাকে। ভাগহর (বিশেষণ) অংশগ্রহণকারী; অংশগ্রাহী। ভাগহর (বিশেষণ) ১ অংশগ্রহণ। ২ ভাগ করার প্রণালি। ভাগের মা গঙ্গা পায় না (প্রবচন) ভাগাভাগির কাজ প্রায় সময়ই পণ্ড হয়ে যায় এমন; কাজের পূর্ণ দায়িত্ব কোনো একজনের উপর না থাকলে প্রায়ই তা সুসিদ্ধ হয় না এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভাগ ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভাগ] (বিশেষ্য) ভাগ্য; অদৃষ্ট (আজু রজনী হাম ভাগে গোমায়িলু-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ভাগ্য>}
  • Bengali Word ভাগউ Bengali definition (ব্রজবুলি) [ভাগউ] (ক্রিয়া) দূরে যাক (ভাগউ সব দুখ-বিদ্যাপতি)। ভাগল (ব্রজবুলি) পালিয়ে গেল। {(তৎসম বা সংস্কৃত) ভগ্ন>}
  • Bengali Word ভাগনা, ভাগনে Bengali definition ⇒ ভাগিনেয়
  • Bengali Word ভাগবত Bengali definition [ভগোবত্‌] (বিশেষ্য) ১ শ্রীমদ্ভাগবত নামক পুরাণ গ্রন্থ। □(বিশেষণ) ১ ভগবদ্‌বিষয়ক। ২ ভগবদ্ভক্ত; ভৈষ্ণব। {(তৎসম বা সংস্কৃত) ভগবৎ+অ(অণ্‌)}
  • Bengali Word ভাগা ১ Bengali definition [ভাগা] (বিশেষ্য) অংশ; পৃথক পৃথক ভাগ। {(তৎসম বা সংস্কৃত) ভাগ+(বাংলা) আ}
  • Bengali Word ভাগা ২ Bengali definition [ভাগা] (ক্রিয়া) ১ ভঙ্গ দেওয়া (স্বপ্ন জড়িমা পলকে ভাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ পরায়ন করা (জল্লাদ পেয়াদা দুজনেই ভাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভগ্ন>}
  • Bengali Word ভাগানো Bengali definition [ভাগানো] (ক্রিয়া) ১ তাড়ানো; পালাতে বাধ্য করা। ২ কুমন্ত্রণা দিয়ে কাউকে কর্মস্থল থেকে বের করে আনা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(হিন্দি) ভাগ+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-ভাগাই, ভাগাও, ভাগায়, ভাগান; অসমাপিকা ক্রিয়া-ভাগিয়ে, ভাগালে, ভাগাতে ইত্যাদি}
  • Bengali Word ভাগাভাগি Bengali definition [ভাগাভাগি] (বিশেষ্য) নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা; নিজেদের মধ্যে বন্টন বা বেঁটে নেওয়া। {ভাগ+আ+ভাগ+ই}
  • Bengali Word ভাগাড় Bengali definition [ভাগাড়্‌] (বিশেষ্য) ১ মৃত গরু-মহিষাদি ফেলার নির্দিষ্ট স্থান (সব আছে তবু শবের মতন ভাগাড়ে পড়িয়া কেন?-কাজী নজরুল ইসলাম)। ২ পতিত জমি। ভাগাড়ে গোরু পড়া (প্রবচন) ভাগাড়ে মরা গরু থাকলে মাংসের লোভে যেমন শকুন চারদিকে উড়তে থাকে তেমনি লোভজনক বস্তু লাভের আশায় বহু লোকের ভিড়। {অজ্ঞাতমূল}