Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word ভরণী Bengali definition [ভরোনি] (বিশেষ্য) (জ্যোবি) একটি নক্ষত্রের নাম। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অন(ল্যুট্‌)+ঈ(ঙীপ্‌)}
 • Bengali Word ভরত ১ Bengali definition [ভরোত্‌] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণ মতে কৈকেয়ীর পুত্র; রামচন্দ্রের বৈমাত্রেয় ভ্রাতা; ঋষিদেবের পুত্র; মহাযোগী জড়ভরত; শকুন্তলার পুত্র। ২ নাট্যশাস্ত্রকার মুনিবিশেষ। ৩ নাট্যশাস্ত্র। ৪ নট। ৫ তাঁতি। ৬ ব্যাধ; শিকারি। ৭ ভরতের বংশ। ভরতবচন, ভরতবাক্য (বিশেষ্য) নাটকের শেষে নটের মুখে শুভ কামনা; স্তব; স্তুতি (যাঁরা সমাজের সম্মুখে জীবনের শুধু নান্দী ও ভরতবচন পাঠ করেন-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অত(অতচ্‌)}
 • Bengali Word ভরত ২ Bengali definition [ভরোত্‌] (বিশেষ্য) পাখিবিশেষ; ভারুই পাখি। {(তৎসম বা সংস্কৃত) ভরদ্বাজ>}
 • Bengali Word ভরতা, ভর্তা Bengali definition [ভর্‌তা] (বিশেষ্য) আলু, বেগুন, কচু ইত্যাদি সেঁকে বা পুড়িয়ে কিংবা সিদ্ধ করে তেল মশলাযোগে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) ভরতা}
 • Bengali Word ভরতি, ভর্তি Bengali definition [ভোর্‌তি] (বিশেষ্য) ১ পূরণ। ২ ভরপুর; পরিপূর্ণ (ব্যাগ ভরতি হওয়া বা করা)। ৩ নিযুক্ত; বহাল (কাজে ভর্তি হওয়া)। ৪ অধ্যয়নার্থ প্রবিষ্ট; দাখিল (কলেজে ভর্তি হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>(বাংলা) ভর+তি=ভরতি>ভর্তি}
 • Bengali Word ভরদ্বাজ Bengali definition [ভরোদ্‌দাজ্‌] (বিশেষ্য) ১ হিন্দু পুরোণোক্ত ঋষিবিশেষ; দ্রোণের পিতা। ২ এক জাতীয় পাখি; ভারুই পাখি। ৩ গোত্রবিশেষ। ৪ বাজপাখি। {(তৎসম বা সংস্কৃত) ভরদ্বাজ}
 • Bengali Word ভরন Bengali definition [ভরোন্‌] (বিশেষ্য) তামার দস্তা ও রাং- মিশ্রিত নিকৃষ্ট কাঁসা। {(তৎসম বা সংস্কৃত) বর্তক, (ইংরেজি bronze}
 • Bengali Word ভরনা Bengali definition [ভর্‌না] (বিশেষ্য) ১ ঠেস; ভর; ভার (মহাকাল নিয়ে এল অশ্রু ভরনা-মোহিতলাল মজুমদার)। ২ নির্ভর। ৩ ভার সইবার শক্তি। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>(বাংলা) √ভর্‌+না}
 • Bengali Word ভরন্ত Bengali definition [ভরোন্‌তো] (বিশেষণ) ভরপুর; পূর্ণ (তার পৃষ্ঠে কুঁজ যেন ভরন্ত ডারবী-কৃত্তিবাস ওঝা)। {√ভর্‌+অন্ত}
 • Bengali Word ভরপুর Bengali definition [ভরপুর্‌] (বিশেষণ) পূর্ণ; পরিপূর্ণ (গন্ধে ভরপুর)। {ভরা+পুরা>}
 • Bengali Word ভরপেট Bengali definition [ভর্‌পেট্‌] (বিশেষণ) পেট ভরে এমন (ভরপেট খাবার)। □(ক্রিয়াবিশেষণ) পেট ভরে; উদর পূর্ণ করে (ভরপেট খাওয়া)। {ভরা+পেট}
 • Bengali Word ভরভর Bengali definition ⇒ ভুরভুর
 • Bengali Word ভরম Bengali definition [ভরোম্‌] (বিশেষ্য) ১ ভ্রান্তি; ভ্রম। ২ সম্ভ্রম; মর্যাদা (ভরম রাখা, মানমর্যাদা রাখা)। ভরম রাখা (ক্রিয়া) মান-মর্যাদা রাখা (তোমার আমার রাখতে ভরম করেছে তাই ধরম ঘট-সত্যেন্দ্রনাথ দত্ত)। শরমভরম, সরমভরম (বিশেষ্য) লজ্জা ও সম্ভ্রম (সরমভরম গেল উদরের লেগে-ভারতচন্দ্র রায়গুণাকর; তোমার ভুবন নটে নেচে বেড়াই ভুলে শরম ভরম লাজ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম>(স্বরাগমে)ভরম}
 • Bengali Word ভরযুয়ান, ভরযোয়ান (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভর্‌জুয়ান্‌, ভর্‌জোয়ান্‌] (বিশেষণ) পূর্ণ যৌবনসম্পন্ন (কি করিম ভরযুয়ান হইয়া)। {(তৎসম বা সংস্কৃত) বর+যৌবন}
 • Bengali Word ভরসা Bengali definition [ভর্‌শা] (বিশেষ্য) আস্থা; নির্ভর; বিশ্বাস। ২ অবলম্বন; আশ্রয়স্থল (আল্লাহ ভরসা)। ৩ আশা; আশ্বাস; সান্ত্বনা; অভয় (ভয়ও নেই ভরসাও নেই)। ৪ সাহস; নির্ভয়তা (পূর্বাপর ভরসা দিয়া অবশেষে আমার সর্বনাশ করিলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তুলনীয়) (হিন্দি) ভরোসা; (তৎসম বা সংস্কৃত) ভর+(বাংলা) সা (সাদৃশ্যার্থক)}
 • Bengali Word ভরা ১ Bengali definition [ভরা] (ক্রিয়া) ১ পূর্ণ করা; ভর্তি করা (কলসে পানির ভরা)। ২ পূর্ণ হওয়া (খাল পানিতে ভরে গেছে)। ৩ আচ্ছন্ন বা পরিব্যাপ্ত হওয়া (আনন্দে হৃদয় ভরে গেল)। □(বিশেষণ) পূর্ণ; বোঝাই (ভরা নদী, ধানভরা মাঠ; ভরা যৌবন; তাহার কলিকাতা ত্যাগের পর ভরা গাঙ্গে ভাটা আসিল-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>}
 • Bengali Word ভরা ২ Bengali definition [ভরা] (বিশেষ্য) ১ বোঝা; ভার (আম্মার সালভরা করিলেক চুরি-শেখ ফয়জুল্লাহ)। ২ নৌকাবিশেষ; বজরা; ভড় (ভরা পূর্ণ করিয়া যত বেসাতি তুই নিবি এমন ধন আমি দিব-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৩ বোঝাই নৌকা (প্রবঞ্চনার বিকিকিনি করে ভরা কৈলে ভারি-রামরাম বসুপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ভরাডুবি (বিশেষ্য) ১ নানা দ্রব্যে বোঝাই নৌকা ডুবে যাওয়া; মালবোঝাই নৌকার নিমজ্জন (আমি ভরা তরী করি ভরাডুবি-কাজী নজরুল ইসলাম)। ২ (আলঙ্কারিক) সর্বনাশ; মহাবিপদ (তোর ভরা ডুবে একবার চাহিয়া দেখিস না-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ভরাভরতি (বিশেষ্য) ১ পরিপূর্ণতা। ২ (আলঙ্কারিক) ভাগ্যের সুপ্রসন্নতা (দিব্বি ভরা ভরতি হয়ে উঠেছে (অচিন্ত্যকুমার সেনগুপ্ত))। {(বাংলা) √ভর্‌+আ}
 • Bengali Word ভরাট Bengali definition [ভরাট্‌] (বিশেষ্য) পূরণ; পূর্তি। □(বিশেষণ) ভরা; পূর্ণ; পূরিত। {(তৎসম বা সংস্কৃত) ভরা+বৃত্ত>; (বাংলা) ভরা+ট}
 • Bengali Word ভরানো Bengali definition [ভরানো] (ক্রিয়া) ১ পূর্ণ বা বোঝাই করানো। ২ পরিব্যাপ্ত বা আচ্ছন্ন করানো। {(বাংলা) √ভর্‌+আনো; ক্রিয়ারূপ-ভরাই, ভরাও, ভরায়, ভরাস, ভরান, (অসমাপিকা ক্রিয়া)-ভরিয়ে, ভরালে, ভরাতে ইত্যাদি}
 • Bengali Word ভরি, ভরী Bengali definition [ভোরি] (বিশেষ্য) ওজনবিশেষ; তোলা (সিকি ভরি সোনা)। ভরিটাক (বিশেষণ) কমবেশি এক ভরি পরিমাণ (ভরিটাক আলিঙ্গ গলদেশের অধোভাগে যেন তেন প্রকারেণ প্রেরণ করিলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {ভর+ই, ঈ}
 • Bengali Word ভরিত Bengali definition [ভোরিতো] (বিশেষণ) ১ পূর্ণ; ভরা; পূরিত। ২ প্রতিপালিত; পালিত; পোষিত; বর্ধিত। ৩ ভরবিশিষ্ট। □(বিশেষ্য) সবুজ রং। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+ইত(ইতচ্‌)}
 • Bengali Word ভর্গ Bengali definition [ভর্‌গো] (বিশেষ্য) ১ হিন্দুদেবতা শিব। ২ সূর্যের তেজ। {(তৎসম বা সংস্কৃত) √ভৃজ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word ভর্জন Bengali definition [ভর্‌জোন্‌] (বিশেষ্য) ভাজা; ভাজার কাজ। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রস্‌জ্‌+অন(ল্যুট্‌)}
 • Bengali Word ভর্জিত, ভৃষ্ট Bengali definition [ভোর্‌জিতো, ভৃশ্‌টো] (বিশেষণ) ভাজা হয়েছে এমন (ভর্জিত চিংড়ি একচেঠে করিবার উপক্রম করিল-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) √ভৃজ্‌+ত(ক্ত)}
 • Bengali Word ভর্তব্য Bengali definition [ভর্‌তোব্‌বো] (বিশেষণ) ভরণ-পোষণকারী; প্রতিপাল্য। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+তব্য}
 • Bengali Word ভর্তা ১ Bengali definition [ভর্‌তা] (বিশেষ্য) ১ (উদর) ভরণ করে যে; স্বামী; পতি (না পৌঁছিতে আমার ভর্তা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রভু; রাজা। □(বিশেষণ) পালন ও পোষণকারী। ভর্ত্রী, ভর্ত্রিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভার্যা; পত্নী (কি কাজে তুষিব তোমায় ভর্ত্রিণী শুভে-মাইকেল মধুসূদন দত্ত)। □(বিশেষণ) পালনকারী। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+তৃ(তৃচ্‌)}
 • Bengali Word ভর্তা ২ Bengali definition ⇒ ভরতা
 • Bengali Word ভর্তি, ভরতি Bengali definition [ভোর্‌তি] (বিশেষ্য) পূরণ। □(বিশেষণ) ১ ভরপুর; পরিপূর্ণ (ব্যাগ ভরতি হওয়া বা করা)। ২ নিযুক্ত; বহাল (কাজে ভর্তি হওয়া)। ৩ অধ্যয়নার্থ প্রবিষ্ট; দাখিল (কলেজে ভর্তি হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>(বাংলা) ভর+তি=ভরতি>ভর্তি}
 • Bengali Word ভর্তৃ, ভর্ত্তৃ Bengali definition [ভোর্‌তৃ] (বিশেষ্য) স্বামী (পুরুষের এইক্ষণে বড় স্পর্ধা হইয়াছে ভর্ত্তৃগণ স্ত্রীকে আর মানে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ভর্তৃদারক (বিশেষ্য) (সংস্কৃত নাটকে) রাজপুত্র; রাজার ছেলে। ভৃর্তিদারিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) রাজকন্যা; রাজার মেয়ে। ভর্তৃহীনা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্বামীহীনা (জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+তৃ(তৃচ্‌)}
 • Bengali Word ভর্ত্রী Bengali definition ⇒ ভর্তা