Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভণ্ডুল Bengali definition [ভোন্‌ডুল্‌] (বিশেষণ) ব্যর্থ; বিফল; পণ্ড; নষ্ট। {(প্রাকৃত) ভংডুল(কলহ)}
  • Bengali Word ভদন্ত Bengali definition ভদন্ত [ভদন্‌তো] (বিশেষণ) সম্ভ্রান্ত; মান্য। □(বিশেষ্য) বৌদ্ধ সন্ন্যাসীদের প্রতি সম্ভ্রমসূচক আহ্বান বা সম্বোধন। {(তৎসম বা সংস্কৃত) √ভন্দ্‌+অন্ত(ঝচ্‌)}
  • Bengali Word ভদ্র Bengali definition [ভদ্‌দ্রো] (বিশেষণ) ১ শিষ্ট; মার্জিতরুচি; সভ্য; সাধু; উচ্চ সমাজের অন্তর্গত। ২ সুন্দর; মনোহর। □(বিশেষ্য) ১ কল্যাণ; মঙ্গল; সৌভাগ্য। ভদ্রকালী (বিশেষ্য) হিন্দু দেবী কালীর রূপবিশেষ। ভদ্রতা (বিশেষ্য) সৌজন্য; আদব-কায়কোবাদদাসম্মত ভদ্র আচরণ। ভদ্রত্ব (বিশেষ্য) ভদ্রতা; সম্ভ্রমশীলতা। ভদ্রসন্তান (বিশেষ্য) ভদ্রবংশের লোক। ভদ্রস্থতা (বিশেষ্য) ১ মঙ্গল (আর এখানে থাকার ভদ্রস্থতা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসারগর)। ২ ভদ্রতা (তাহার ভদ্রস্থতা নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ ভদ্র ব্যবহার (আমি যেটুকু বিলিতি ভদ্রস্থতা শিখেছি তার থেকে-সৈয়দ মুজতবা আলী)। ভদ্রা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ কল্যাণী; মঙ্গলময়ী (ভদ্রা যিনি-ভরা নদী বেয়ে আসেন তিনি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সুশীলা। □(বিশেষ্য) ১ ভদ্র নারী। ২ সুভদ্রা। ৩ তিথিবিশেষ। ভদ্রানী (বিশেষ্য) হিন্দুদেবতা শিবের স্ত্রী; দুর্গা। ভদ্রাম (বিশেষ্য) লাল রঙের চুনি; মূল্যবান মণিবিশেষ (হীরা মণি মাণিক্য মুক্তা গজমণি পুষ্পরাগ গোমেজ ভদ্রাম নানা ভাঁতি-সৈয়দ আলাওল)। ভদ্রাসন (বিশেষ্য) ১ বাস্তুভিটা; বসতবাটী। ২ সিংহাসন। ভদ্রে-ভদ্রমহিলার উদ্দেশ্যে সম্বোধন। {(তৎসম বা সংস্কৃত) √ভন্দ্‌+র(রন্‌)}
  • Bengali Word ভনভন Bengali definition [ভন্‌ভন্‌] (অব্যয়) মশা মাছি প্রভৃতির গুঞ্জন। ভনভনানো (ক্রিয়া) ভনভন শব্দ করা। ভনভনানি (বিশেষ্য) ভনভন শব্দ; গুঞ্জনধ্বনি (চারিদিকে মাছির ভনভনানি-আবু রুশ্‌দ্‌)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভনা, ভণা, ভন (পদ্যে ব্যবহৃত) Bengali definition [ভনা, ভনা, ভন্‌] (ক্রিয়া) বলা; প্রচার করা (মন দিয়া শুনে যাহা গুরুদেব ভনে-ময়মনসিংহ গীতিকা; কাশীরাম দাস ভনে শুনে পূণ্যবান-কাশীরাম দাস; ভনয়ে বিদ্যাপতি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্‌>}
  • Bengali Word ভনি Bengali definition [ভুনি] (বিশেষ্য) ১ হিন্দু বিধবাদের পরিধেয় পাড়হীন মোটা তসরের ধুতিবিশেষ। ২ সূক্ষ্ম রেশমি কাপড়; গরদের শাড়ি (শত শত একজায় গুজরাটে তন্তুবায় ভুনি ধুতি আদি বুনে গড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষৌম>খুমি>ভুনি}
  • Bengali Word ভন্তে, ভান্তে Bengali definition [ভন্‌তে, ভান্‌তে] (বিশেষ্য) (সম্বোধনে) অবশ্যমান্য; বৌদ্ধ ভিক্ষুর প্রতি সম্বোধনে ব্যবহৃত; ভদ্রে (গণপতি বলতে লাগালেন ভন্তেগণ শুনুন-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। {তৎসম বা সংস্কৃত ভদন্ত>}
  • Bengali Word ভব Bengali definition [ভবো] (বিশেষ্য) ১ সংসার; ইহলোক; জগৎ। ২ উৎপত্তি; জন্ম; সত্তা। ৩ প্রাপ্তি। ৪ কল্যাণ; মঙ্গল। □(বিশেষণ) উৎপন্ন; সম্ভূত। ভবকারা (বিশেষ্য) সংসার রূপ কারাগার। ভবঘুরে (বিশেষণ) উদ্দেশহীনভাবে সর্বত্র ঘুরে বেড়ায় এমন (সেই পুরাতন ভবঘুরে জয়নাল বয়াতি আবার পথে বেরুল-হেয়াত মাহমুদয়েত হোসেন)। ভবতারণ (বিশেষণ) সংসারযন্ত্রণা থেকে মুক্তদাতা। ভবতারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সংসার- দুঃখ থেকে মুক্তিদাত্রী; মোক্ষদাত্রী। ভবদম দুনিয়া দমনকারী (দমনিয়া ভবদম দুরন্ত শমনে-মাইকেল মধুসূদন দত্ত)। ভবধাম (বিশেষ্য) জগৎ; দুনিয়া; ইহলোক (তাহাদের মনে বিশ্বাস-ভবধামে তাহারাই রূপবান বিদ্বান-মীর মশাররফ হোসেন)। ভবপার (বিশেষ্য) সংসার রূপ সমুদ্র উত্তরণ; ভববন্ধন থেকে মুক্তি। ভবপারাপার, ভবসমুদ্র, ভবসাগর-ভবরূপ সাগর। ভববন্ধন (বিশেষ্য) সংসার-রূপ বন্ধন। ভবভার (বিশেষ্য) সংসারের দুঃখ-কষ্টের বোঝা। ভবলীলা (বিশেষ্য) জীবনের কাজ; জীবনযাত্রা; সংসারের খেলা। ভবলীলা সাঙ্গ করা (ক্রিয়া) (আলঙ্কারিক) মারা যাওয়া। ভবসিন্ধু (বিশেষ্য) সংসাররূপ সমুদ্র। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অ(অচ্‌)}
  • Bengali Word ভবতী Bengali definition [ভবোতি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পূজণীয়া; মান্যা। ভবৎ ক্লী.। ভবান (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অৎ(শতৃ)=ভবৎ+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word ভবদীয় Bengali definition [ভবোদিয়ো] (বিশেষণ) আপনার; তোমার/আপনার সম্পর্কে বা সংক্রান্ত (আপনি সিন্ধুনদ অতিক্রম করিবা মাত্রই আমরা ভবদীয় বিজয় বৈজয়ন্তী মূলে একত্র হইব-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অৎ(শতৃ)=ভবৎ+ঈয়(ছস্‌)}
  • Bengali Word ভবন Bengali definition [ভবন্‌] (বিশেষ্য) ১ গৃহ; বাসস্থান (বঙ্গভবন, কলাভবন)। ২ উৎপত্তি; হওয়া (দ্রবীভবন)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ভবাদৃশ Bengali definition [ভবাদ্‌দৃশো] (বিশেষণ) আপনার মতো; আপনার তুল্য; তোমার ন্যায়। {(তৎসম বা সংস্কৃত) ভবৎ+√দৃশ্‌+ক্বিপ্}
  • Bengali Word ভবানী Bengali definition [ভবানি] (বিশেষ্য) শিবপত্নী; হিন্দুদেবী দুর্গা। ভব (পুংলিঙ্গ)। ভবানিপতি (বিশেষ্য) শিব; মহাদেব। {(তৎসম বা সংস্কৃত) ভব+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word ভবার্ণব Bengali definition [ভবার্‌নব্‌] (বিশেষ্য) সংসাররূপ সমুদ্র; সংসারসমুদ্র। {(তৎসম বা সংস্কৃত) ভব+অর্ণব; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word ভবি Bengali definition ⇒ ভবী
  • Bengali Word ভবিতব্য Bengali definition [ভবিতোব্‌বো] (বিশেষণ) ঘটবেই এমন; অনিবার্য; অবশ্যম্ভাবী (ভবিতব্যের কথা কে বলিতে পারে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ভবিতব্যতা (বিশেষ্য) ভাগ্যলিপি; অদৃষ্ট; তকদির; অবশ্যম্ভাবিতা (ভবিতব্যতা যখন খণ্ডে না তখন চোখ তো তোমার কেহই বাঁচাইতে পারিতে না-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+তব্য}
  • Bengali Word ভবিতা Bengali definition [ভোবিতা] (বিশেষণ) উৎপত্তির কারণ; উৎপত্তিজনক। ভবিত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+তৃ(তৃন্‌)}
  • Bengali Word ভবিষ্ণু Bengali definition [ভোবিশ্‌নু] (বিশেষণ) ১ ভবিষ্যতে ঘটবে এমন; ভাবী। ২ সৃষ্ট হবে এমন; উৎপত্তিশীল। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+ইষ্ণু(ইষ্ণুচ্‌)}
  • Bengali Word ভবিষ্য Bengali definition [ভোবিশ্‌শো] (বিশেষণ) ১ অনাগত; পরে ঘটবে এমন (অন্ধভাবে অন্ধকারে কোন এক ভবিষ্য অমঙ্গল আবছা আবছা বুঝতে পেরে-সৈয়দ মুজতবা আলী)। ২ ভাবী; আগামীকালে ঘটবে এমন (ভবিষ্য কবিদিগের উপজীব্য হইবেক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ আগামী; ভবিষ্যৎ (‘ভবিষ্য জ্ঞান নাহিক তোমার কিছুই যবে’)। ভবিষ্য তহবিল (বিশেষ্য) চাকরিজীবীদের সঞ্চিত অর্থসম্পদ যা চাকুরির কাল শেষ হলে দেওয়া হয়; provident fund। ভবিষ্যবাণী (বিশেষ্য) ভবিষ্যতে কী ঘটবে সে সম্বন্ধে উক্তি। ভবিষ্য-সূচনা (বিশেষ্য) ভবিষ্যতে যা ঘটবে তার পূর্বলক্ষণ; পূর্বাভাস। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+স্যৎ(স্যতৃ)=ভবিস্যৎ>ভবিষ্য}
  • Bengali Word ভবিষ্যৎ Bengali definition [ভোবিশ্‌শত্‌] (বিশেষণ) পরে ঘটবে এমন; ভাবী। □(বিশেষ্য) ১ আগামী সময়; পরিণাম (তার ভবিষ্যৎ আদৌ আশাপ্রদ নয়)। ২ আগামী দিনের ‍সুফল বা কুফল (আজ যা করছে তার ভবিষ্যৎ আছে)। ভবিষ্যদ্বক্তা, ভবিষ্যৎ-বক্তা (বিশেষ্য) ভবিষ্যতে কী ঘটবে তা যিনি বলতে পারেন। ভবিষ্যদ্বাণী, ভবিষ্যৎ-বাণী (বিশেষ্য) ভবিষ্যতে কী ঘটবে সে সম্বন্ধে উক্তি। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+স্যৎ(স্যতৃ)}
  • Bengali Word ভবী Bengali definition [ভোবি] (বিশেষ্য) ১ যে জিদ ধরেছে; নাছোড়বান্দা (এত সহজে ভবী ভুলবার নয় মিষ্টি বের কর-নীলিমা ইব্রাহীম)। ২ হিন্দু দেবী ভবানী; দুর্গা (আমি ভবানী ভাবিয়া করিতে প্রণাম হেরি বাগদিনী ভবী গো-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+অ(অচ্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word ভব্য Bengali definition [ভোব্‌বো] (বিশেষণ) ১ ভদ্র; শান্ত; মার্জিতরুচি (ভব্যজন নগরের শোভা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ সাধু; সৎ। ৩ মঙ্গলজনক; কল্যাণকর। ভব্যা (স্ত্রীলিঙ্গ)। ভব্যতা (বিশেষ্য) ভদ্রতা; আদব; সভ্যতা (ভব্যতার গণ্ডি মাঝে শান্তি নাহি মানি-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভব্যিযুক্ত (কথ্য) (বিশেষণ) ভব্যতাবিশিষ্ট; শান্তশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+য(যৎ)}
  • Bengali Word ভভম, ভভম্বম, ভভম্ভম Bengali definition [ভভম্‌, ভভম্‌বম্‌, ভভম্‌ভম্‌] (অব্যয়) শিঙ্গা বাজার শব্দ (ভভম্ভম ভভম্বম শিঙ্গা ঘোর বাজে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ভমর Bengali definition [ভমর্‌] (বিশেষ্য) ভ্রমর; মধুকর। ভমরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমর>}
  • Bengali Word ভম্পেয়ার, ভাম্পায়ার Bengali definition [ভম্‌পেয়ার্‌, ভাম্‌পায়ার্‌] (বিশেষ্য) রক্তচোষা বাদুড়বিশেষ (একে একে রাজ্যগুলি গরাস করিয়া শেষে ভম্পেয়ার সম রক্ত খাইবেক-ইসমাইল হোসেন)। {(ইংরেজি) vampire}
  • Bengali Word ভর Bengali definition [ভর্‌] (বিশেষ্য) ১ ভার; চাপ। ২ অবলম্বন; নির্ভর (পরের সাহায্যে ভর করে তাকে চলতে হয়)। ৩ আবির্ভাব; অধিষ্ঠান (কবিরাজের ধারণা, মেয়েটার উপর জিনের ভর)। ৪ আধিক্য (মানভরে কথাই বলে না)। ৫ (পদার্থবিদ্যা) বস্তুমাত্রা। □(বিশেষণ) সকল; সমস্ত (ভর সংসার; দিনভর)। ২ ভরা; পূর্ণ; পরিপূর্ণ (ভরপেট, ভর-দুপুর)। ৩ পরিমিত; পরিমাণ (সের ভর)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অ(অচ্‌)}
  • Bengali Word ভরই Bengali definition [ভরোই] (ব্রজবুলি) পূর্ণ করে (ক্ষণে ক্ষণে বসন ধূলি তনু ভরই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ>(তৎসম বা সংস্কৃত) ভরতি>ভরই}
  • Bengali Word ভরছন Bengali definition [ভরছন] (বিশেষ্য) লাঞ্ছনা; ভর্ৎসনা (হয় গজের গরজন সোনার তরজন; পয়োধি ভরছন লাজে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভর্ৎসন>ভর্ছন>(স্বরাগমে)ভরছন}
  • Bengali Word ভরণ Bengali definition [ভরোন্‌] (বিশেষ্য) ১ পূরণ; পূর্বকরণ। ২ প্রতিপালন; খাদ্যাদি দান (ভরণ-পোষণ)। ৩ বেতন; মাইনা। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অন(ল্যুট্‌)}
  • Bengali Word ভরণদান Bengali definition ⇒ দান১