ভ পৃষ্ঠা ২১
- Bengali Word ভোঁতা Bengali definition [ভোঁতা, ভোতা] (বিশেষণ) ১ চালাক নয় (সায়েব ভোঁতা, না ঘড়েল ডিপ্লোমেট ঠিক বুঝতে পারলুম না-সৈয়দ মুজতবা আলী)। ২ ধারশূন্য (ভোঁতা তীর মচকানো ধনুক নিয়ে কে কবে লক্ষ্য ভেদ করেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর; তোরা কি সুখ পাস এমন বেদিলের মতন বেদশা খায়ে ভোতা ছুর রগড়ে-কাজী নজরুল ইসলাম)। থোঁতা মুখ ভোঁতা করা (ক্রিয়া) জব্দ করা; বার বার লজ্জা দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ব্যাহতা>ভোঁতা}
- Bengali Word ভোঁতড়া, ভোঁদড়া, ভুতুড়ি Bengali definition [ভোঁত্ড়া, ভোঁদ্ড়া, ভুতুড়ি] (বিশেষ্য) দেহের বর্জনীয় অংশ-নাড়িভুড়ি। {(তৎসম বা সংস্কৃত) বুস্ত>(বাংলা) ভুঁতি>}
- Bengali Word ভোঁদা, ভুঁদো Bengali definition [ভোঁদা, ভুঁদো] (বিশেষণ) ১ স্থূলকায়; মোটা; মাংসল। ২ স্থূলবুদ্ধি; নির্বোধ। □(বিশেষ্য) (অশিষ্ট) স্ত্রীযোনি। ভোঁদাই (বিশেষণ) স্থূলবুদ্ধি সম্পন্ন। ভূঁদি (স্ত্রীলিঙ্গ)। {(হিন্দি) ভোংদু}
- Bengali Word ভোঁদড় Bengali definition [ভোঁদোড়্] (বিশেষ্য) উদ্বিড়াল জাতীয় জন্তু; উদ্বিড়াল; উদ। {(তৎসম বা সংস্কৃত) উদ্র>}
- Bengali Word ভোঁস ভোঁস Bengali definition [ভোঁশ্ভোঁশ্] (অব্যয়) (অনুকার) নিশ্বাস-প্রশ্বাসের শব্দ; নিদ্রাকালে নাসিকা গর্জন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভোক, ভুক Bengali definition [ভোক্, ভুক্] ক্ষুধা; ভুখ (ভোকেতে না খায় ভাত পিয়াছেতে নীর-গরীব)। {(তৎসম বা সংস্কৃত) বুভুক্ষা>}
- Bengali Word ভোক্তব্য Bengali definition [ভোক্তোব্বো] (বিশেষ্য) ভক্ষণীয়; ভক্ষ্য। □(বিশেষণ) উপভোগযোগ্য; উপভোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+তব্য}
- Bengali Word ভোক্তা Bengali definition [ভোক্তা] (বিশেষ্য) (বিশেষণ) ১ যে ভোগ করে; উপবোগকারী (যাঁরা শাস্তিদাতা তাঁহারাই ভোক্তা-মীর মশাররফ হোসেন)। ২ যে ভোজন করে; ভক্ষক। □(বিশেষণ) ১ ভোগী (পাত্র ভেদে দর্শক শ্রোতা ও ভোক্তার ওপরে কলাসমূহের প্রতিক্রিয়া এক এক রকম হয়ে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ধর্মভক্ত। ভোক্তী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+তৃ(তৃচ্)}
- Bengali Word ভোগ Bengali definition [ভোগ্] (বিশেষ্য) ১ সুখ দুঃখ ইত্যাদির অনুভূতি (সুখভোগ)। ২ ক্লেশাদি সওয়া; দুর্ভোগ; ভোগান্তি (রোগভোগ; এতো ভোগও কপালে ছিল)। ৩ উপভোগ (বিষয় ভোগ, ভোগে আসা)। ৪ ইন্দ্রিয় সেবা (ভোগবিলাস)। ৫ (হিন্দুদের) দেবতাকে নিবেদিত ভোজ্য বস্তু; নৈবেদ্য। ৬ সাপ। ৭ সাপের ফণা। ভোগগৃহ (বিশেষ্য) ১ বাসগৃহ; শয়নগৃহ। ২ হিন্দু দেবতার ভোগ দেওয়ার ঘর। ভোগতৃষ্ণা, ভোগপিপাসা (বিশেষ্য) সুখ বা বিষয় ভোগ দখল করার পূর্ণ অধিকার রয়েছে এমন (পুত্র-পৌত্রাদিক্রমে ভোগদখলাধিকার-মনোজ বসু)। ভোগদেহ (বিশেষ্য) মরণের পর যে সূক্ষ্ম দেহ কর্মফল ভোগ করে। ভোগপাল (বিশেষ্য) ধনরক্ষক। ভোগবিলাস (বিশেষ্য) সুখ ও ঐশ্বর্য ভোগ। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভোগবতী Bengali definition [ভোগোবোতি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরোণোক্ত পাতালে প্রবাহিত গঙ্গা নদী। {(তৎসম বা সংস্কৃত) ভোগবৎ+ঈ(ঙীপ্)}
- Bengali Word ভোগা ১ Bengali definition [ভোগা] (বিশেষ্য) ফাঁকি; ধোঁকা; প্রতারণা; প্রবঞ্চনা (ভোগ দেওয়া; তা আমাকে ভোগা দিয়ে ওর কি লাভ-কাজী ইমদাদুল হক)।
- Bengali Word ভোগা ২, ভুগা Bengali definition [ভোগা, ভুগা] (ক্রিয়া) দুঃখ কষ্ট রোগ ইত্যাদি ভোগ করা; ক্লেশ বা দুঃখ পাওয়া। □(বিশেষ্য) উক্ত অর্থে। ভোগানো (ক্রিয়া) দুঃখ দেওয়া। □(বিশেষ্য) উক্ত অর্থে। ভোগানি (বিশেষ্য) দুঃখভোগ; ব্যথা দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়া (এই ভোগানিতে বাছা আমার দুর্বল হয়ে গেছে-সুবি)। ভোগান্তি (বিশেষ্য) চরম ক্লেশ। ভোগানে (বিশেষ্য) ভোগায় এমন; কষ্টদায়ক। ভোগান্ত, ভোগান্তি (বিশেষ্য) দুর্ভোগ। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+অ(ঘঞ্)+(বাংলা) আ}
- Bengali Word ভোগানে Bengali definition [ভোগানে] (বিশেষণ) ভোগায় এমন; কষ্টদায়ক। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+(বাংলা) আনি+আনে}
- Bengali Word ভোগান্ত, ভোগন্তি Bengali definition [ভোগান্তো, ভোগান্তি] (বিশেষ্য) দুর্ভোগ; দুঃখভোগ; ভোগের শেষ; নিদারুন বা কষ্টদায়ক ভোগ (ভোগান্তির একশেষ)। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+(বাংলা) অন্ত, আন্তি}
- Bengali Word ভোগার্হ Bengali definition [ভোগার্হো] (বিশেষণ) ১ উপভোগের যোগ্য; ভোগের উপযোগী। ২ সম্পত্তি; ধন। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+অর্হ}
- Bengali Word ভোগাসক্ত Bengali definition [ভোগাশক্তো] (বিশেষণ) ঐহিক সুখে অনুরক্ত; ভোগ-বিলাসে সংসক্ত। ভোগাসক্তি (বিশেষ্য) ভোগ-বিলাসের প্রতি আসক্তি। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+আসক্ত}
- Bengali Word ভোগায়তন Bengali definition [ভোগায়োতন্] (বিশেষ্য) সুখদুঃখাদি ভোগের আধার দেহ। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+আয়তন}
- Bengali Word ভোগী(-গিন্) Bengali definition [ভোগি] (বিশেষণ) ভোগ করে এমন; বিলাসী; সুখী। □(বিশেষ্য) ১ গ্রামের প্রধান; রাজা। ২ নাপিত। ৩ সাপ। ৪ অশ্লেষা নক্ষত্র। ভোগিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+ইন্(ইনি)}
- Bengali Word ভোগৈশ্বর্য Bengali definition [ভোগোইশ্শর্জো] (বিশেষ্য) সুখ সম্পদ। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+ঐশ্বর্য; (দ্বন্দসমাস)}
- Bengali Word ভোগোত্তর Bengali definition [ভোগোত্তর্] (বিশেষ্য) ভোগের জন্য প্রদত্ত ভূমি। {(তৎসম বা সংস্কৃত) ভোগ+উত্তর; (তুলনীয়) দেবোত্তর}
- Bengali Word ভোগ্য Bengali definition [ভোগ্গো] (বিশেষণ) ভোগের উপযুক্ত; উপভোগের যোগ্য। ভোগ্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+য(ণ্যৎ)}
- Bengali Word ভোচকানি, ভুচকুনি Bengali definition [ভোচ্কানি, ভুচ্কুনি] (বিশেষ্য) অত্যধিক ক্ষুধার ফলে সংজ্ঞাহারা অবস্থা; অবসন্নতা। {(তৎসম বা সংস্কৃত) বুভুক্ষা>ভুক্ষা>ভুক্>ভোচ+ক+আনি, উনি}
- Bengali Word ভোজ ১ Bengali definition [ভোজ্] (বিশেষ্য) ভোজনোৎসব; বহুলোকের একত্রে আহার; জিয়াফত। ২ বিপুল আহার্য বস্তুর সমাবেশ (এ যে দেখছি রীতিমত ভোজ); ভোজনকারী। {(তৎসম বা সংস্কৃত) ভোজ্য>}
- Bengali Word ভোজ ২ Bengali definition [ভোজ্] (বিশেষ্য) ১ প্রাচীন ভারতের মালব দেশের অন্তর্গত রাজ্য; ঐ দেশের জনৈক ইন্দ্রজালবিদ্যায় পারদর্শী রাজা। ভোজবাজি, ভোজবাজী, ভোজবিদ্যা (বিশেষ্য) জাদুর ভেলা; ইন্দ্রজাল (নানারকম ভোজবাজিতে বিশ্বাস কবিদের রচনায় সুস্টষ্টভাবে প্রকাশ পেয়েছে-আনিঅ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভোজং, ভুজুং, ভাজুং Bengali definition [ভোজঙ্, ভুজুঙ্, ভাজুঙ্] (বিশেষ্য) কুমন্ত্রণা; কুপরামর্শ। {বুঝন>}
- Bengali Word ভোজন Bengali definition [ভোজোন্] (বিশেষ্য) ১ ভক্ষণ; আহার। ২ ভোজ; জিয়াফত (বনভোজন)। ৩ খাওয়ানো (কাঙ্গালি ভোজন)। ৪ ভোজ্য দ্রব্য। ভোজনপটু (বিশেষণ) অত্যধিক আহার্য গ্রহণে বা অধিক ভোজনে সমর্থ; ভোজনবিশারদ। ভোজনপাত্র (বিশেষ্য) খাবার থালা; বরতন; প্লেট; বাসন। ভোজনবিলাসী (বিশেষণ) খাদ্য বা খাওয়ার ব্যাপারে শৌখিন; পেটুক। ভোজনশালা, ভোজনাগার (বিশেষ্য) খাবার ঘর; হোটেল; যে স্থানে আহার্য গ্রহণ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+অন(ল্যুট্)}
- Bengali Word ভোজপুরি, ভোজপুরী Bengali definition [ভোজ্পুরি] (বিশেষণ) ১ ভোজপুর নামক স্থানে উৎপন্ন। ২ ভোজপুরের অধিবাসী বা বাসিন্দা; ভোজপুর থেকে আগত (ভোজপুরি দারোয়ান)। {(তৎসম বা সংস্কৃত) ভোজপুর+বা ই, ঈ}
- Bengali Word ভোজবাজি, ভোজবাজী Bengali definition ⇒ ভোজ২
- Bengali Word ভোজবিদ্যা Bengali definition [ভোজ্বিদ্দা] (বিশেষ্য) ইন্দ্রজাল; ভেলকি; জাদুর খেলা; ম্যাজিক। {(তৎসম বা সংস্কৃত) ভোজ+বিদ্যা}
- Bengali Word ভোজরি Bengali definition [ভোজ্রি] (বিশেষ্য) স্বর্ণকারের বেঁধনযন্ত্র। {ভুজালি>}