Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word ভূষ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভুশ্‌] (বিশেষণ) বিফল; বৃথা; নষ্ট; বিনষ্ট (আমি না করিলে সকলি হয় ভূষ-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভস্ম>}
 • Bengali Word ভূষণ, ভূষা Bengali definition [ভুশন্‌, ভুশা] (বিশেষ্য) ১ অলঙ্কার; গহনা; গয়না; সাজ-সজ্জা (দিনু আজি হার ভূষা, রত্ন আভরণ যা আছে আমার-কায়কোবাদকোবাদ)। ২ শোভা; সৌন্দর্য। ৩ অলঙ্কৃতকরণ। ভূষণপ্রিয় (বিশেষণ) অলঙ্কার ভালবাসে এমন; সাজসজ্জা করতে পছন্দ করে এমন। ভূষিত (বিশেষণ) অলঙ্কৃত; সজ্জিত;পরিশোধিত। ভূষিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভূষ্‌+অন(যুচ্‌), অ(অচ্‌)}
 • Bengali Word ভূষণাই Bengali definition [ভুশনাই্‌] (বিশেষ্য) ভূষণা পরগনায় প্রস্তুত দামি কাপড়বিশেষ (বনাত মখমল পটু ভূষণাই খাসা-রামরাম বসুপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {ভূষণা+আই}
 • Bengali Word ভূষা Bengali definition ⇒ ভূষণ
 • Bengali Word ভূয়ঃ Bengali definition [ভুয়োহ্‌] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) পুনঃপুন। □(বিশেষ্য) প্রাচুর্য; বাহুল্য; আধিক্য। ভূয়সী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রচুর; বহুল; অনেক (ভূয়সী প্রশংসা)। ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা (বিশেষ্য) প্রচুর দেখা শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। ভূয়োভূয়, ভূয়োভূয়ঃ (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) পুনঃপুন; বারবার (অপর পক্ষের ভয়োভূয়ঃ আপত্তিতেও কর্ণপাত করিত না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বহু+ঈয়স্‌}
 • Bengali Word ভূয়িষ্ঠ Bengali definition [ভুয়িশ্‌ঠো] (বিশেষণ) প্রচুর; অনেক; প্রভূত; বহুল; বহু; অতিশয়; অত্যধিক। {(তৎসম বা সংস্কৃত) বহু+ইষ্ঠ(ইষ্ঠন্‌)}
 • Bengali Word ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা, ভূয়োভূয়ঃ Bengali definition ⇒ ভূয়ঃ
 • Bengali Word ভৃকুটি, ভৃকুটী Bengali definition ⇒ ভ্রু
 • Bengali Word ভৃগু Bengali definition [ভৃগু] (বিশেষ্য) ১ পর্বতের উপরিস্থ সমতলভূমি। ২ অতি উচ্চ খাড়া পাহাড়। ৩ অতিউচ্চ স্থান। ৪ প্রপাত। ৫ হিন্দু পুরোণোক্ত জণৈক মুরি। ভৃগুপতি (বিশেষ্য) ভৃগুবংশের সর্বশ্রেষ্ঠ; পরশুরাম। ভৃগুপদচিহ্ন (বিশেষ্য) (হিন্দু পুরাণে বর্ণিত) বিষ্ণুর বক্ষস্থ ভৃগু মুনির পদাঘাতের চিহ্ন। ভৃগুমান (বিশেষ্য) সানুদেশ বিশিষ্ট (কৈলাস শিখর-শিরে ভীষণ শিখর ভৃগুমান-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রস্‌জ্‌+উ(কু)}
 • Bengali Word ভৃঙ্গ Bengali definition [ভৃঙ্‌গো] (বিশেষ্য) ১ ভ্রমর (গুরু ভৃঙ্গতুল্য, শিষ্য পতঙ্গ সমান-সৈয়দ আলাওল)। ২ ফিঙে পাখি। ৩ লম্পট। ৪ বৃক্ষবিশেষ। ভৃঙ্গপ্রিয়া (বিশেষ্য) মাধবীলতা। ভৃঙ্গরাজ (বিশেষ্য) ১ ভ্রমরশ্রেষ্ঠ। ২ ভীমরাজ পাখি। ৩ কেশের হিতকর শাকবিশেষ (ভৃঙ্গরাজ তৈল)। ভৃঙ্গরোল (বিশেষ্য) ভিমরুল। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+গ(গন্‌)}
 • Bengali Word ভৃঙ্গার Bengali definition [ভৃঙ্‌গার্‌] (বিশেষ্য) ১ গাড়ু; ঝারি; পানির পাত্রবিশেষ (মধুর ভৃঙ্গারে কের কর মদ্যপান-কাজী নজরুল ইসলাম; ভৃঙ্গারের ভালে রাখে ঔষধ গুলিয়া-হেয়াত মাহমুদ)। ২ অভিষেক-পাত্র (সফল মনস মানি আনি ভৃঙ্গারের পানি মলাদূর করে রম্ভাবতী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ ভৃঙ্গরাজ। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+আর(আরন্‌)}
 • Bengali Word ভৃঙ্গী(-ঙ্গিন্‌), ভৃঙ্গি Bengali definition [ভৃঙ্‌গি] (বিশেষ্য) শিবানুচরবিশেষ (নন্দি-ভৃঙ্গি)। {(তৎসম বা সংস্কৃত) ভৃঙ্গ+ঈ(ঙীষ্‌)}
 • Bengali Word ভৃত Bengali definition [ভৃতো] (বিশেষণ) বেতনাদি দ্বারা পালিত সেবক। ২ ভরা; পূর্ণ। ভৃতক (বিশেষণ) বেতন গ্রহণকারী; বেতনভুক চাকর। □(বিশেষ্য) বেতন। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+ত(ক্ত)}
 • Bengali Word ভৃতি Bengali definition [ভৃতি] (বিশেষ্য) ১ বেতন; মজুরি। ২ পালন; ভরণপোষণ। ৩ পূরণ। ৪ ভৃত্য (কহে আনি তব ভৃতি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভৃতিভুক (বিশেষণ) বেতন গ্রহণকারী; বৃত্তিভুক। {(তৎসম বা সংস্কৃত) ভৃ+তি(ক্তিন্‌)}
 • Bengali Word ভৃত্য Bengali definition [ভৃত্‌তো] (বিশেষ্য) বেতনভৃক; চাকর; নফর। ভৃত্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দাসী। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+য(ক্যপ্‌)}
 • Bengali Word ভৃশ Bengali definition [ভৃশ্‌] (বিশেষণ) ১ বহুল; সাতিশয়। ২ বার বার। {(তৎসম বা সংস্কৃত) √ভৃশ্‌+অ(ক)}
 • Bengali Word ভৃষ্ট Bengali definition ⇒ ভর্জিত
 • Bengali Word ভেঁউড় Bengali definition ⇒ ভেউর
 • Bengali Word ভেঁপু Bengali definition [ভেঁপু] (বিশেষ্য) বাঁশিবিশেষ (তালপাতার ভেঁপু; ছেলেরা আঁটি ঘষে ভেঁপু বাজায়-কালীপ্রসন্ন সিংহ)। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ভেংচা Bengali definition [ভ্যাঙ্‌চা] (ক্রিয়া) ভেংচানো। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গি>}
 • Bengali Word ভেংচানো Bengali definition [ভ্যাঙ্‌চানো] (ক্রিয়া) উপহাস বিরক্তি প্রভৃতি সূচক বিকৃত মুখভঙ্গি করা। □(বিশেষ্য) উক্ত অর্থে। ভেংচি, ভেঙচি (বিশেষ্য) উপহাসাদিসূচক বিকৃত মুখভঙ্গি। {(তৎসম বা সংস্কৃত (ভঙ্গি+(বাংলা)) আনো; ক্রিয়ারূপ-ভেংচাই, ভেংচাও, ভেংচায়, ভেংচান; অসমাপিকা ক্রিয়া-ভেংচিয়ে, ভেংচালে, ভেংচাতে ইত্যাদি}
 • Bengali Word ভেউ, ভেউ ভেউ Bengali definition [ভেউ, ভেউভেউ] (অব্যয়) ১ আকুল ক্রন্দনধ্বনি। ২ কুকুরের ডাক। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word ভেউর, ভেঁউড় Bengali definition [ভেউর্‌, ভেঁউর্‌] (বিশেষ্য) ১ ভেরী। ২ বৃহৎ বংশীবিশেষ (হুলাহুলি নৌকা বাহে বহুল বাজান। দুন্দুভি ভেউব ঢোল মেগের গর্জন-কাজী দৌলত; কুচের নাকারা বাজে ভেউর করণাল-সৈয়দ হামজা)। {(তৎসম বা সংস্কৃত) ভেরী>}
 • Bengali Word ভেক ১ Bengali definition [ভেক্‌] (বিশেষ্য) মণ্ডূক; ব্যাঙ। ভেকী (স্ত্রীলিঙ্গ)। ভেকভুক (বিশেষ্য) সাপ। {(তৎসম বা সংস্কৃত) √ভী+ক(কন্‌)}
 • Bengali Word ভেক ২, ভেখ Bengali definition [ভেক্‌, ভেখ্‌] (বিশেষ্য) সন্ন্যাসীর বা বৈরাগীর সাজ বা বৃত্তি। ২ ছদ্মবেশ; ভোল (আচ্ছা ভেক ধরেছে যা হোক-কাজী নজরুল ইসলাম)। ৩ পরিচ্ছেদ। ভেকধারী (বিশেষণ) ১ সংসারত্যাগী; বৈরাগী। ২ ছদ্মবেশী; ভণ্ড; প্রতারক। {(তৎসম বা সংস্কৃত) বেশ>}
 • Bengali Word ভেকট, ভেকটি, ভেকুট (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভেকট্‌, ভেক্‌টি, ভেকুট্‌] (বিশেষ্য) ভেটকি মাছ (কাতলা ভেকুট-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভেকট>}
 • Bengali Word ভেকসিন, ভ্যাকসিন Bengali definition [ভ্যাক্‌সিন্‌] (বিশেষ্য) টিকার ঔষধ (এ দিকে যে ভেকসিন নেই-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। {(ইংরেজি) vaccine}
 • Bengali Word ভেকা, ভেকো, ভেকুয়া Bengali definition [ভেকা, ভেকো, ভেকুয়া] (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়; হতবুদ্ধি; হতবম্ভ (ভেবাচেকা লাগিল ভুলিয়া হইনু ভেকো-ভারতচন্দ্র রায়গুণাকর; তোমার ব্যানের দৌরাত্মে আমি আরো ভেকো হয়েছি-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) ভেক+(বাংলা) আ, (বাংলা) উয়া>ও}
 • Bengali Word ভেকান্সি, ভ্যাকান্সি Bengali definition [ভ্যাকান্‌সি, ভ্যাকান্‌সি] (বিশেষ্য) কর্ম খালি; শূন্যপদ (একটা ভেকেন্সি আছে-রাজশেখর বসু (পরশু))। {(ইংরেজি) vacancy}
 • Bengali Word ভেকাসন Bengali definition [ভেকাশোন্‌] (বিশেষ্য) যোগাসনবিশেষ। {(ইংরেজি) ভেক+আসন}