Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ভার্যা Bengali definition [ভার্‌জা] (বিশেষ্য) পত্নী; স্ত্রী। ভার্যানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) (যাকে স্বামী দয়া করে সেই যে ভার্যানী-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+য(ণ্যৎ)+আ(টাপ্‌)}
  • Bengali Word ভাল ১ Bengali definition [ভাল্‌] (বিশেষ্য) ১ ললাট; কপাল। ২ ভাগ্য; আদৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) ভা+√লা+অ(ক)}
  • Bengali Word ভালকে বাঁশ Bengali definition [ভাল্‌কে বাঁশ্‌] (বিশেষ্য) এক প্রকার বাঁশ (এই যে লাঠি ভাল্‌কে বাঁশের আমার বাপের বাবার হাতের-জসীমউদ্‌দীন)। {ভালুকের প্রিয় বাঁশ?}
  • Bengali Word ভালাই Bengali definition [ভালাই] (বিশেষ্য) কল্যাণ; মঙ্গল; হিত (ভালাই করিলে ভাল হয় আলবত-সৈয়দ হামজা)। {(হিন্দি) ভালাই}
  • Bengali Word ভালাবুরা Bengali definition [ভালাবুরা] (বিশেষ্য) ভালোমন্দ। {(হিন্দি) ভালাবুরা}
  • Bengali Word ভালি, ভালী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ভালি] (বিশেষণ) ভালো (সে নাগরী ভালী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {ভাল২+ই}
  • Bengali Word ভালুক, ভালূক, ভাল্লুক Bengali definition ⇒ ভল্লুক
  • Bengali Word ভালে Bengali definition [ভালে] (ক্রিয়াবিশেষণ) কপালে; ভাগ্যে; সৌভাগ্যক্রমে (ভালে সে না পাইল মোরে-গোরক্ষ বিজয়)। {(তৎসম বা সংস্কৃত) ভাল১+(বাংলা) এ}
  • Bengali Word ভালো Bengali definition [ভালা] (বিশেষণ) ভালো (সুগন্ধ তাম্বুল ভালা চম্বক চৌছর মালা-কাজী দৌলত)। {ভাল২+আ}
  • Bengali Word ভালো, ভাল ২ Bengali definition [ভালো] (বিশেষণ) ১ উত্তম (ভালো খাবার)। ২ হিতকর; কল্যাণকর (ভালো ঔষধ)। ৩ সৎ (ভালো লোক)। ৪ নিরীহ; গো-বেচারা (ভালো মানুষ)। ৫ শোভন; উচিত (ভালো দেখায় না)। ৬ পটু; দক্ষ (ভালো কারিগর)। □(বিশেষ্য) মঙ্গল; কল্যাণ; উপকার (পরের ভালো দেখতে পারে না; তোমার ভালো হোক)। □(অব্যয়) আচ্ছা; বেশ (ভালো, তাই হোক; রোস মনে করি কি, কথা হচ্ছিল ভাল, বল না হে মন্ত্রী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ভালো আপদ, ভালো জ্বালা (অব্যয়) কষ্ট, বিরক্তি, অসুবিধা ইত্যাদি ব্যঞ্জক বাক্যাংশ। ভালো কথা (বিশেষ্য) হিতকথা; উত্তম উপদেশ। □(অব্যয়) ভাগ্যক্রমে বা হঠাৎ স্মরণে আসার ভাবব্যঞ্জক (ভালো কথা, তোমার বাড়ি তৈরির কি হলো?)। ভালো করা (ক্রিয়া) ১ উপকার করা। ২ চিকিৎসা করে রোগ মুক্ত করা। ভালো থাকা (ক্রিয়া) ১ সুস্থ থাকা। ২ মনের সুখে থাকা। ভালো দেখানো (ক্রিয়া) সুন্দর দেখানো। ভালোমনে (ক্রিয়া), (বিশেষণ) সরল মনে; প্রসন্ন চিত্তে। ভালোমন্দ (বিশেষ্য) কল্যাণ-অকল্যাণ; শুভাশুভ; মঙ্গল-অমঙ্গল। ভালোরেভালো (অব্যয়) বিরক্তি বা অসন্তোষসূচক উক্তি; মজা মন্দ নয় ইত্যাদি অর্থবোধক। ভালো লাগা (ক্রিয়া) ১ সুস্বাদু বোধ হওয়া। ২ সুস্থ বোধ হওয়া; উপভোগ্য হওয়া। ভালো হওয়া (ক্রিয়া) ১ রোগমুক্ত হওয়া। ২ অসৎ পথ ছেড়ে সৎপথে চলা; খারাপ থেকে ভালো হওয়া। ভালোয় ভালোয় (অব্যয়) নিরাপদে (এখন ভালোয় ভালোয় ফিরে এসো এই দোয়া করি)। ভলোর নিকুচি করা (ক্রিয়া) ১ ভালোর দফা রফা করা। ২ বিরক্তি প্রকাশক শপথ-বাক্য হিসেবে উচ্চারণ করা। মন্দের ভালো (বিশেষণ) নানারূপ অমঙ্গলের মধ্যে অপেক্ষাকৃত কম অমঙ্গলজনক। {(তৎসম বা সংস্কৃত) ভদ্র>(প্রাকৃত) ভল্ল>(বাংলা) ভালো}
  • Bengali Word ভালোবাসা Bengali definition [ভালোবাশা] (ক্রিয়া) ১ কারো প্রতি অনুরক্ত হয়ে প্রীতিযুক্ত বা আসক্ত হওয়া। ২ পছন্দ করা (আমি কবিতা পড়তে ভালবাসি)। ৩ শ্রদ্ধা করা; ভক্তি করা। □(বিশেষ্য) ১ প্রেম; অনুরাগ; আসক্তি। ২ বন্ধুত্ব। ৩ শ্রদ্ধা; ভক্তি। ৪ স্নেহ; প্রীতি। ৫ পছন্দ; টান। {(বাংলা) ভালো+(তৎসম বা সংস্কৃত) বাসনা>(বাংলা) বাসা}
  • Bengali Word ভালোমানছত Bengali definition [ভালোমান্‌ছত্‌] (বিশেষ্য) ভেট; উপহার; সম্মানী (খানাপিনা ও ভালমান্‌ছত অর্থাৎ অর্থাৎ নজরানার ব্যবস্থা করেছে’)। {(তুলনীয়) ভালমানুষি>}
  • Bengali Word ভালোমানুষি Bengali definition [ভালোমানুশি] (বিশেষ্য) ঘুষ। {ভালোমানুষ+ই}
  • Bengali Word ভাশুর, ভাসুর Bengali definition [ভাশুর্‌] (বিশেষ্য) স্বামীর বড় ভাই (ভিখারীকে একটি পয়সা দিতে ভাসুর ও ভাদ্রবৌ সকলেই নারাজ-জীবনানন্দ দাশ)। ভাশুর ঝি (বিশেষ্য) ভাশুরের মেয়ে। ভাশুরপো (বিশেষ্য) ভাশুরের ছেলে। ভাশুর ভাদ্রবৌ সম্পর্ক ১ দুজনের মধ্যে বিশেষ কোনো কারণে কথাবার্তা বন্ধ থাকা সম্পর্কে বলা হয় (হিন্দু সমাজে কনিষ্ঠ ভ্রাতার স্ত্রীর ভাশুরের ছায়াও মাড়াইতে নাই)। ২ (আলঙ্কারিক) শত্রু সম্পর্ক থাকা জন্য পরস্পরের ছায়া না মাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) ভাতৃশ্বশুর>}
  • Bengali Word ভাষক, ভাষিক, ভাষিকা, ভাষিত Bengali definition ⇒ ভাষ
  • Bengali Word ভাষণ, ভাষ Bengali definition [ভাশোন্‌, ভাশ্‌] (বিশেষ্য) ১ উক্তি; বাক্য; বচন। ২ বিবৃতি; বক্তৃতা (সভাপতির ভাষণ)। ৩ টীকা; ভাষ্য। ৪ ধারা (কাজের ভাষ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৫ শ্রদ্ধা (সেতো ভাষা নাহি তোরে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ভাষক (বিশেষণ) বক্তা; কথক। ভাষিকা (স্ত্রীলিঙ্গ)। ভাষিক (বিশেষণ) ভাষা-সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) √ভাষ্‌+অন(ল্যুট্‌), √ভাষ্‌>}
  • Bengali Word ভাষা Bengali definition [ভাশা] (বিশেষ্য) ১ ভাবপ্রকাশক উক্তি বা সংকেত (বোবার ভাষা, চোখের ভাষা, পাখির ভাষা)। ২ নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের অধিবাসীদের বা কোনো জাতি বা সম্প্রদায়ের মনের ভাব প্রকাশ করতে ব্যবহৃত শব্দাবলি ও তার প্রয়োগ- কৌশল (ইংরেজি ভাষা, বাংলা ভাষা, ঢাকার ভাষা)। ৩ নিজস্ব ভাব প্রকাশের রীতি (প্রমথ চৌধুরীর ভাষা)। ৪ উক্তি; কথা (ভাষা শুনে গা জ্বলে)। ৫ সংস্কৃত ভিন্ন অন্যান্য কথিত বা চলিত বাংলা হিন্দি প্রভৃতি ভাষা (প্রেমদাস রচিল ভাষায়)। ৬ প্রকাশ (ওরে সুখেই দুখ দুখেই সুখ ডাকের কথা আছে ভাষা-রায়)। ভাষাজ্ঞান (বিশেষ্য) ভাষা সম্বন্ধে দক্ষতা বা পাণ্ডিত্য; ভাষা সম্বন্ধে জ্ঞান। ভাষাতত্ত্ব (বিশেষ্য) ভাষার উৎপত্তি, বিবর্তন প্রভৃতি সংক্রান্ত বিজ্ঞান। ভাষাতত্ত্বজ্ঞ, ভাষাতত্ত্ববিদ (বিশেষণ), (বিশেষ্য) ভাষা-বিজ্ঞানী। ভাষাতীত (বিশেষণ) ভাষা দ্বারা বর্ণনা বা প্রকাশ করা যায় না এমন; অবর্ণনীয়; অনির্বচনীয় (ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভাষান্তর (বিশেষ্য) অনুবাদ; তর্জমা। ভাষান্তরিক (বিশেষ্য) দোভাষী; interpreter। ভাষান্তরিত (বিশেষণ) অনূদিত; অনুবাদিত। ভাষাভাষী(-ষিন্‌) (বিশেষণ) কোনো একটি ভাষা বলে এমন; কোনো একটি ভাষা ব্যবহারকারী। {(তৎসম বা সংস্কৃত) √ভাষ্‌+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word ভাষী (-ষিন্‌) Bengali definition [ভাশি] (বিশেষণ) ভাষা ব্যবহারকারী; বলে এমন; ভাষক; কথক (মৃদুভাষী, বাংলাভাষী)। ভাষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভাষা+ইন্‌(ণিনি)}
  • Bengali Word ভাষ্য Bengali definition [ভাশ্‌শো] (বিশেষ্য) ব্যাখ্যা; সূত্রের ব্যাখ্যা বা ব্যাখ্যাপুস্তক (কুরআনের ভাষ্য)। □(বিশেষণ) কথনীয়। ভাষ্যকার (বিশেষণ), (বিশেষ্য) ব্যাখ্যাকারী; টীকাকার। {(তৎসম বা সংস্কৃত) √ভাষ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word ভাস ১ Bengali definition [ভাশ্‌] (বিশেষ্য) ১ দীপ্তি; প্রভা (নখ ইন্দু ভাসে দূরে গেল অন্ধকার-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ শোভা; কান্তি। ৩ ভাস নামক প্রাচীন সংস্কৃত নাট্যকার। ভাসন্ত (বিশেষণ) ভাসছে এমন; ভাসমান; ভাসা- ভাসা (ভাসন্ত দুটি চোখ)। □(বিশেষ্য) ১ সূর্য। ২ চন্দ্র। ভাসমান (বিশেষণ) ১ শোভমান; শোভাযুক্ত; দীপ্তিমান। ২ ভাসছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভাস ২ Bengali definition [ভাশ্‌] (বিশেষ্য) ১ শকুন। ২ পানকৌড়ি। ৩ মোরগ; কুক্কুট। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ভাসসি Bengali definition [ভাশ্‌শি] (বিশেষ্য) শৃঙ্খলা; সুশৃঙ্খলা (কাজের ভাসসি নাই-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) ভাষ্য>ভাস্‌স+ই}
  • Bengali Word ভাসা Bengali definition [ভাশা] (ক্রিয়া) ১ পানির উপর ভর করে থাকা (পানিতে নৌকা ভাসে)। ২ বায়ুস্তরের উপরে অবস্থিত হওয়া (আকাশে মেঘ ভাসে)। ৩ না ডোবা (কাগজ পানিতে ভাসে)। ৪ উদিত হওয়া; মনে পড়া (মনে ভেসে ওঠা)। ৫ প্লাবিত হওয়া (বন্যায় গ্রামখানি ভেসে গেছে, চোখের পানিতে তাহার বুক ভেসে গেল)। □(বিশেষ্য) উক্ত সব অর্থে। □(বিশেষণ) ১ প্রাবিত। ২ ভাসন্ত; ভাসমান। ভাসা- ভাসা (বিশেষণ) ১ অগভীর; অতি অল্প; যৎসামান্য (তার ইংরেজি জ্ঞান ভাসা-ভাসা)। ২ ডোবা নয় এমন; কোটরগত নয়; ঢল ঢল (ভাসাভাসা চোখ)। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্‌+(বাংলা) আ}
  • Bengali Word ভাসান Bengali definition [ভাশান্‌] (বিশেষ্য) ১ পানিতে বিসর্জন। ২ বেহুলা প্রভৃতির বিষয় অবলম্বনে রচিত লোকগীতিকা; বেহুলার স্বামী সাপে কাটা লক্ষিনদরকে জলে ভাসিয়ে দেওয়া সংক্রান্ত কিংবদন্তী (ভাসানের গান শুনে কতবার ঘর আর খড় গেল ভেসে-জীবনানন্দ দাশ)। {√ভাসা+আন}
  • Bengali Word ভাসান ১ Bengali definition [ভাশান্‌] (বিশেষ্য) ১ পানিতে বিসর্জন। ২ বেহুলা প্রভৃতির বিষয় অবলম্বনে রচিত লোকগীতিকা; বেহুলার স্বামী সাপে কাটা লক্ষিনদরকে জলে ভাসিয়ে দেওয়া সংক্রান্ত কিংবদন্তী (ভাসানের গান শুনে কতবার ঘর আর খড় গেল ভেসে-জীবনানন্দ দাশ)। {√ভাসা+আন}
  • Bengali Word ভাসানো Bengali definition [ভাশানো] (ক্রিয়া) ১ ভাসতে দেওয়া (নৌকা ভাসানো)। ২ ডুবিয়ে দেওয়া। ৩ প্লাবিত করা (কেঁদে বুক ভাসানো)। {√ভাসা+আনো; ক্রিয়ারূপ-ভাসাই, ভাসাও, ভাসান, ভাসায়; অসমাপিকা ক্রিয়া-ভাসিয়ে, ভাসাতে, ভাসালে ইত্যাদি}
  • Bengali Word ভাসুর ১ Bengali definition ⇒ ভাশুর
  • Bengali Word ভাসুর ২ Bengali definition [ভাশুর্‌] (বিশেষ্য) আভাময়; দীপ্তিযুক্ত; স্ফটিক। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্‌+উর(ঘুরচ্‌)}
  • Bengali Word ভাসুর- ঝি Bengali definition ⇒ ভাশুর- ঝি
  • Bengali Word ভাসুর- পো Bengali definition ⇒ ভাশুর- পো