ব পৃষ্ঠা ৭৪
- Bengali Word বেরাল, বেড়াল Bengali definition ⇒ বিড়াল
- Bengali Word বেরি (ব্রজবুলি) Bengali definition [বেরি] (বিশেষ্য) বেলা; সময় (মরণক বেরি-বিদ্যাপতি)। বেরি এক (ক্রিয়াবিশেষণ) বারেক; একবারে (বেরিএক কর ধনী-বিদ্যাপতি)। বেরি বেরি১ বার বার; পুনঃপুন (কতয়ে বেরি বেরি রচব শেজরি-বলরাম দাশ) {(তৎসম বা সংস্কৃত) বেলা}
- Bengali Word বেরি, ভেরী Bengali definition [ভেরি] (বিশেষ্য) ঢাক; পটহ; বাদ্যযন্ত্রবিশেষ (বাজএ রণশিঙ্গা খমক ভেরি-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) √ভী+রি(ক্রিন্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বেরিবেরি ২ Bengali definition [বেরিবেরি] (বিশেষ্য) শোথজাতীয় রোগ যাতে হাত পা ফুলে যায়। {সিংহলি.> (ইংরেজি) beriberi}
- Bengali Word বেরুণ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বেরুন্] (বিশেষ্য) মজুরি (প্রকারে পালিল পেট করিয়ে বেরুণ-ঘনরাম চক্রবর্তী) বেরুনিয়া (বিশেষ্য) মজুর (মহাবীর কাটে বন শুনি বেরুনিয়াগণ আইসে তারা নানা দেশ হৈতে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) বেরূন}
- Bengali Word বেরেষের কাঠ Bengali definition [বেরেশের্ কাঠ্] (বিশেষ্য) হিন্দু শ্রাদ্ধে বৃষোৎসর্গের স্মারক; বৃষচিহ্নিত কাষ্ঠ খণ্ড; বৃষকাষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) বৃষ+কাষ্ঠ>}
- Bengali Word বেল ১, বেলা, বেলি Bengali definition [বেল্, বেলা, বেলি] (বিশেষ্য) বেলফুল; স্নিগ্ধ গন্ধযুক্ত এক প্রকার সাদা ফুল; মল্লিকা। {(তৎসম বা সংস্কৃত) মল্লিকা>মল্লি> বল্লি(?)>বেলি>; (তৎসম বা সংস্কৃত) বল্লী> (প্রাকৃত) বেল্লি}
- Bengali Word বেল ২ Bengali definition [বেল্] (বিশেষ্য) খোলযুক্ত একপ্রকার ফল; শ্রীফল। বেলশুঁঠ (বিশেষ্য) খণ্ডিত ও শুকনা বেল ফল। বেল পাকলে কাকের কী (প্রব.) যা উপভোগ করা অসম্ভব তার প্রতি লোভ করা নিরর্থক। ন্যাড়া/নেড়া একবারই বেল তলায় যায় (প্রব.) একবার যে বিষয়ে বিপন্ন হয় মানুষ তা ভীতির সাথে এড়িয়ে চলে। {(তৎসম বা সংস্কৃত) বিল্ব>}
- Bengali Word বেল ৩ Bengali definition [বেল্] (বিশেষ্য) ঘন্টা (বেল বাজানো)। {(ইংরেজি) bell}
- Bengali Word বেল ৪ Bengali definition [বেল্] (বিশেষ্য) গাঁট (বেল বাঁধা পাট)। {(ইংরেজি) bale}
- Bengali Word বেল ৫ Bengali definition [বেল্] (বিশেষ্য) নকশাকাটা জালের ফিতা। বেলদার (বিশেষণ) নকশাকাটা ফিতাযুক্ত (বেলদার কাপড়)। {(ফারসি) বেল; (তৎসম বা সংস্কৃত) বল্লী>}
- Bengali Word বেল ৬ Bengali definition [বেল্] (বিশেষ্য) আসামিকে শর্ত আরোপ করে জামিন দেওয়া। {(ইংরেজি) bail}
- Bengali Word বেলক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বেলক্] (বিশেষ্য) একপ্রকার অস্ত্র (তবক বেলক টাঙ্গী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) বেলক}
- Bengali Word বেলগ Bengali definition [বেলগ্] (বিশেষণ) পৃথক। {(তৎসম বা সংস্কৃত) বিলগ্ন>}
- Bengali Word বেলচা Bengali definition [বেল্চা] (বিশেষ্য) ১ লম্বা হাতলযুক্ত এক প্রকার কোদাল; শাবল; shovel; কোদালের মত এক-প্রকার খনন যন্ত্র। ২ বালি ইত্যাদি তোলার যন্ত্র। {(ফারসি) বেল + (ফারসি) চাহ}
- Bengali Word বেলদার Bengali definition [বেল্দার্] (বিশেষ্য) ১ খনক; যারা কোদাল দিয়ে মাটি কেটে জীবিকা অর্জন করে। ২ যারা ঝাড়-লন্ঠন সাজায়। □ (বিশেষণ) জরির বা সুতার জালিবিশিষ্ট। বেলদারনি (বিশেষ্য) স্ত্রী। {(ফারসি) বেল + (ফারসি) দার}
- Bengali Word বেলদার ১ Bengali definition ⇒ বেল৫
- Bengali Word বেলন, বেলুন, বেলনা Bengali definition [বেলন্, বেলুন্, বেল্না] (বিশেষ্য) ১ রুটি লুচি ইত্যাদি বেলবার গোল লম্বা কাঠের তৈরী জিনিস। ২ সিলিন্ডার; cylinder; লম্বা পাশের দিকে গোল আকৃতির বস্তু। বেলনাকার (বিশেষণ) বেলনের মতো গোল ও লম্বা। {(তৎসম বা সংস্কৃত) বেল্লন>}
- Bengali Word বেলমুক্তা Bengali definition ⇒ বেলমোক্তা
- Bengali Word বেলমোক্তা, বেলমুক্তা Bengali definition [বেল্মোক্তা, বেলমুক্তা] (ক্রিয়াবিশেষণ) সর্বসমেত; মোটমাট; চুক্তিকৃত পূর্ণ মূল্যে। {(আরবি) বিল্মুকাতিয়াহ}
- Bengali Word বেলা ১, বেল, বেলি Bengali definition [বেলা, বেল্, বেলি] (বিশেষ্য) বেলফুল; স্নিগ্ধ গন্ধযুক্ত এক প্রকার সাদা ফুল; মল্লিকা। {(তৎসম বা সংস্কৃত) মল্লিকা>মল্লি> বল্লি(?)>বেলি>; (তৎসম বা সংস্কৃত) বল্লী> (প্রাকৃত) বেল্লি}
- Bengali Word বেলা ২ Bengali definition [ব্যালা] (বিশেষ্য) ১ সমুদ্রের তীর বা তটভূমি। ২ সাগরের জোয়ারভাঁটা। ৩ সীমা। বেলাভূমি (বিশেষ্য) সমুদ্রের তটভূমি বা এক প্রকার সাদা ফুল। {(তৎসম বা সংস্কৃত) √বেল্+অ(অচ্)}
- Bengali Word বেলা ৩ Bengali definition [ব্যালা] (ক্রিয়া) ১ বেলন দিয়ে রুটি বানানো (ময়দা বেলে রুটি তৈরী করা)। {(তৎসম বা সংস্কৃত) বেল্ল>}
- Bengali Word বেলা ৪ Bengali definition [ব্যালা] (বিশেষ্য) ১ সময় (বেলা চারটা)। ২ দিবাভাগ (বেলা যে পড়ে এলো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বিলম্ব; দেরি (বেলা করা, বেলা হওয়া)। ৪ ব্যাপ্তি; বিস্তৃতি (জীবনের বেলা)। ৫ সুযোগ; অবসর (একবেলা)। ৬ বয়স (সেই ছোট বেলা থেকে)। ৭ সম্বন্ধে (পরের বেলায়)। বেলা করা (ক্রিয়া) দেরি করা। বেলা করে আসা (ক্রিয়া) দেরি করে আসা। বেলা পড়া, বেলা যাওয়া (ক্রিয়া) বিকেল বা সন্ধ্যা হওয়া। বেলা হওয়া (ক্রিয়াবিশেষণ) ১ সময় পেরিয়ে যাওয়া। ২ বিলম্ব হওয়া। বেলাবেলি (ক্রিয়াবিশেষণ) দিবা ভাগ বা দিন থাকতে থাকতে। {(তৎসম বা সংস্কৃত) √বেল্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word বেলা ৫ Bengali definition [ব্যালা] (বিশেষ্য) সমুদ্রতট; সাগরতীর; বেলাভূমি। {(তৎসম বা সংস্কৃত) √বেল্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word বেলাওল Bengali definition [বেলায়োল] (বিশেষ্য) পূর্বাহ্নের রাগিনীবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) বিলাবল}
- Bengali Word বেলাল ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বেলাল্] (বিশেষ্য) বলে গাছের (তুলি বেলাল সিকড়-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বিল্ব>বেল+ (বাংলা) আল}
- Bengali Word বেলাল ২ Bengali definition [বেলাল] (বিশেষ্য) ১ হজরত মুহম্মদের (স.) বিশ্বাসী ভক্ত হাবসি শিষ্য ও ইসলামের প্রথম মুয়াজ্জিন। {(আরবি) বিলাল}
- Bengali Word বেলি ১, বেল, বেলা Bengali definition [বেলি, বেল্, বেলা] (বিশেষ্য) বেলফুল; স্নিগ্ধ গন্ধযুক্ত এক প্রকার সাদা ফুল; মল্লিকা। {(তৎসম বা সংস্কৃত) মল্লিকা>মল্লি> বল্লি(?)>বেলি>; (তৎসম বা সংস্কৃত) বল্লী> (প্রাকৃত) বেল্লি}
- Bengali Word বেলি ২ (মধ্যযুগীয় বাংলা,, ব্রজবুলি) Bengali definition [বেলি] (বিশেষ্য) বেলা; সময়; কাল (গোধূলি সময় বেলি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বেলা>}