Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিশল্য Bengali definition [বিশোল্‌লো] (বিশেষণ) ১ শল্যশূন্য। ২ যন্ত্রণাশূন্য; বেদনাহীন। ৩ ভাবনাহীন; চিন্তাবিহীন; নির্ভাবনা। বিশল্যকরণী (বিশেষ্য) রামায়ণোক্ত এক প্রকার বেদনা দূরকারী পাতা । বিশল্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রসববেদনাশূন্যা। □ (বিশেষ্য) একপ্রকার ব্যথা দূরকারী লতা; গুলঞ্চ। {(তৎসম বা সংস্কৃত) বি+শল্য}
  • Bengali Word বিশা ১ Bengali definition ⇒ বিশে
  • Bengali Word বিশা ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিশা] (বিশেষ্য) ১৬০ তোলা (বিশা দরে ছেনা কিনি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বিশ্বা>}
  • Bengali Word বিশাই Bengali definition [বিশাই] (বিশেষ্য) হিন্দু-দেবতা বিশ্বকর্মা (কারুছত্রের ছাতা বিশাই-এর হাতিয়ার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিশ্বকর্মা>}
  • Bengali Word বিশাখ ১ Bengali definition [বিশাখ্‌] (বিশেষ্য) হিন্দুদেবতা কার্তিকেয়। {(তৎসম বা সংস্কৃত) বি+শাখা+অ(অণ্‌)}
  • Bengali Word বিশাখ ২ Bengali definition [বিশাখ্‌] (বিশেষণ) শাখাশূন্য। বিশাখা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+শাখা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিশাখা ১ Bengali definition [বিশাখা] (বিশেষ্য) ১ রাধিকার একজন সখী। ২ সাতাশ নক্ষত্রের একটি (বিশাখা কি নীহারিকা ছায় রে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিশাখ+আ(টাপ্‌)}
  • Bengali Word বিশাখা ২ Bengali definition ⇒ বিশাখ২
  • Bengali Word বিশারদ Bengali definition [বিশারদ্‌] (বিশেষ্য) পণ্ডিত; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন (সর্বশাস্ত্রে বিশারদরূপে গুণে বিদগধ-দৌলত উজির বাহরাম খান)। □ (বিশেষণ) ১ পারদর্শী। ২ দক্ষ; নিপুণ। {(তৎসম বা সংস্কৃত) বি(বিপরীত)+শারদ (প্রতিভাহীন) অর্থাৎ প্রতিভাশূন্যতার বিপরীত=প্রতিভাবান; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিশাল Bengali definition [বিশাল্‌] (বিশেষণ) ১ প্রকাণ্ড; বৃহৎ বিস্তীর্ণ। ২ অতিশয় উদার (বিশালহৃদয়)। বিশালতা, বিশালত্ব (বিশেষ্য) ১ বিস্তীর্ণতা; প্রকাণ্ডতা। ২ অতিশয় উদারতা। বিশালী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিশালাক্ষী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ চোখ আয়ত বা টানা-টানা এমন; আয়তলোচনযুক্তা। ২ পরমা সুন্দরী। {(তৎসম বা সংস্কৃত) বি+শাল}
  • Bengali Word বিশিখ Bengali definition [বিশিখ্‌] (বিশেষ্য) ১ বাণ (অরির সন্ধান করি বামনে বিশিখ জুড়ি লোরের কাটায় শরাসন-কাজী দৌলত)। ২ তোমর নামক অস্ত্র। ৩ শরগাছ। ৩ শিখাহীন। {(তৎসম বা সংস্কৃত) বি+শিখা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিশিষ্টা Bengali definition [বিশিশ্‌টো] (বিশেষণ) ১ বিশেষ প্রকার; অসাধারণ; অত্যন্ত (বিশিষ্ট ভদ্রলোক)। ২ যুক্ত; সমন্বিত; সংবলিত (গুণবিশিষ্ট)। ৩ প্রসিদ্ধ; মর্যাদাসম্পন্ন (বিশিষ্ট সাহিত্যিক)। বিশিষ্টতা (বিশেষ্য) ১ অতিশয় শিষ্টতা। ২ অসাধারণতা। {(তৎসম বা সংস্কৃত) বি+শিষ্ট}
  • Bengali Word বিশীর্ণ Bengali definition [বিশির্‌নো] (বিশেষণ) বিশেষভাবে শীর্ণ; অতিশয় শুষ্ক; অত্যন্ত কৃশ; অতীব জীর্ণ (বিমল বিশীর্ণ রেবা-রবীন্দ্রনাথ ঠাকুর)।
  • Bengali Word বিশীর্ণা Bengali definition (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিশীর্ণতা, বিশীর্ণত্ব (বিশেষ্য) অতিশয় জীর্ণতা; অত্যন্ত শুষ্কতা। {(তৎসম বা সংস্কৃত) বি+শীর্ণ}
  • Bengali Word বিশুদ্ধ Bengali definition [বিশুদ্‌ধো] (বিশেষণ) ১ পবিত্র। ২ নির্মল; নিষ্কলঙ্ক; অতিশুদ্ধ। ৩ অমিশ্র। ৪ খাঁটি। ৫ দোষহীন; নির্দোষ। বিশুদ্ধতা, বিশুদ্ধি (বিশেষ্য) নির্মলতা; পবিত্রতা (অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+শুদ্ধ}
  • Bengali Word বিশুষ্ক Bengali definition [বিশুশ্‌কো] (বিশেষণ) ১ খুব শুষ্ক; রসহীন (বিশুষ্ক তালু গগন জিহ্বা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ম্লান; নিষ্প্রভ। বিশুষ্কতা (বিশেষ্য) ১ শুষ্কতা; শুষ্কভাব; অত্যন্ত রসহীনতা। ২ ম্লানিমা। {(তৎসম বা সংস্কৃত) বি+শুষ্ক}
  • Bengali Word বিশৃঙ্খলা Bengali definition [বিস্‌স্রিঙ্‌খল্‌] (বিশেষণ) ১ এলোমেলো; শৃঙ্খলহীন; বিপর্যস্ত। ২ নিয়মবদ্ধ নয় এমন; নিয়মহীন। ৩ উচ্ছৃঙ্খল। বিশৃঙ্খলতা, বিশৃঙ্খলা (বিশেষ্য) ১ ব্যবস্থাহীনতা। ২ উচ্ছৃঙ্খলতা। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+শৃঙ্খলা; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিশে, বিশা Bengali definition [বিশে, বিশা] (বিশেষ্য), (বিশেষণ) মাসের বিংশতি দিবস বা দিবসের; মাসের কুড়ি তারিখ বা কুড়ি তারিখের। {(তৎসম বা সংস্কৃত) বিংশতি>}
  • Bengali Word বিশেষ Bengali definition [বিশেশ্‌] (বিশেষ্য) ১ প্রকর্ষ; উৎকর্ষ; আতিশয্য; আধিক্য। ২ ভেদাভেদ; প্রভেদ; বৈলক্ষণ্য; তারতম্য (মানুষে মানুষে নাই যে বিশেষ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ রকম; প্রকার (অবস্থা বিশেষ)। ৪ বৈচিত্র্য (যৌবন মোর দিনে দিনে শেষ। কাহ্নঞিঁ না বুঝে দৈবে এ বিশেষ-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ বিশিষ্ট; অসাধারণ (বিশেষ লোক)। ২ বিলক্ষণ; জরুরি; খুব বেশি (বিশেষ দরকার)। বিশেষক (বিশেষণ) ১ বৈশিষ্টজ্ঞাপক; বিশেষকারক। ২ প্রবেদকারী; প্রভেদক। বিশেষজ্ঞ (বিশেষণ) ১ সুপণ্ডিত। ২ বিশেষ বিষয়ে জ্ঞানী; কোনো বিষয়ে যে উত্তমরূপে জানে; expert। বিশেষত অব্য; (ক্রিয়াবিশেষণ) ১ বিশেষ করে; বিশেষভাবে। ২ অধিকন্তু। ৩ প্রধানত। বিশেষত্ব (বিশেষ্য) বিশেষ গুণ; অসাধারণত্ব; বৈশিষ্ট্য; বিশেষ ভাব। {(তৎসম বা সংস্কৃত) বি+√শিষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিশেষণ Bengali definition [বিশেশন্‌] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) যে পদ বিশেষ্যের বা সর্বনামের গুণ ভাব অবস্থাদি নির্দেশ করে। ২ গুণ বা দোষ নির্দেশক; প্রশংসাসূচক শব্দ। ৩ বিশেষ ধর্ম। ৪ চিহ্ন। ৫ বিশেষিতকরণ (বিশেষণে সবিশেষ কহিবারে পারি-ভারতচন্দ্র রায়গুণাকর)। বিশেষিত (বিশেষণ) ১ বিশেষণের সাহায্যে নির্ণীত। ২ পৃথক্‌কৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+√শিষ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিশেষত, বিশেষতঃ Bengali definition [বিশেষতো, বিশেষতহ্‌] বিশেষ করে। {(তৎসম বা সংস্কৃত) বিশেষ+তস্‌(তসি)}
  • Bengali Word বিশেষোক্তি Bengali definition [বিশেশোক্‌তি] (বিশেষ্য) সাহিত্যে অলঙ্কারবিশেষ; কারণ সত্ত্বেও কাজের অভাব ঘটলে যে অলঙ্কার হয় (যথা: যদি করি বিষ পান তথাপি না যায় প্রাণ অনলে সলিলে মৃত্যু নাই-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বিশেষ+উক্তি}
  • Bengali Word বিশেষ্য Bengali definition [বিশেশ্‌শো] (বিশেষ্য) (ব্যাকরণ) ব্যক্তি প্রাণী বস্তু দ্রব্য জাতি ক্রিয়া গুণ বা ভাবের সংজ্ঞাবাচক শব্দ। □ (বিশেষণ) গুণাদি দ্বারা পৃথক করে নির্দিষ্ট করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√শিষ্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word বিশোক Bengali definition [বিশোক্‌] (বিশেষ্য) ১ অশোক বৃক্ষ বা ফুল। □ (বিশেষণ) শোকরহিত শোকশূন্য; অশোক। বিশোকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+শোক}
  • Bengali Word বিশোধক Bengali definition ⇒ বিশোধন
  • Bengali Word বিশোধন Bengali definition [বিশোধন্‌] (বিশেষ্য) ১ বিশুদ্ধকরণ। ২ সংশোধন। ৩ সম্যকরূপে শোধন। বিশোধক (বিশেষণ) বিশুদ্ধ করে এমন; বিশোধনকর। বিশোধনীয়, বিশোধ্য (বিশেষণ) বিশোধনযোগ্য; বিশুদ্ধ করার উপযুক্ত। বিশোধিত বিন বিশুদ্ধ করা হয়েছে এমন। পরিষ্কৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+শোধন}
  • Bengali Word বিশোধিত, বিশোধ্য Bengali definition ⇒ বিশোধন
  • Bengali Word বিশোষণ Bengali definition [বিশোশোন্‌] (বিশেষ্য) শুষ্ককরণ; বিশেষভাবে শোষণ; তরল পদার্থ শুষে স্বীয় অঙ্গীভূতকরণ; absorption। বিশোধিত (বিশেষণ) বিশেষভাবে শোষণ করা হয়েছে এমন; বিশেষভাবে শোষিত। {(তৎসম বা সংস্কৃত) বি+শোষন}
  • Bengali Word বিশ্ব Bengali definition [বিশ্‌শো] (বিশেষ্য) জগৎ। □ (বিশেষণ) সমস্ত; সমুদয়; সকল; সব; যাবতীয় (বিশ্বমানব)। বিশ্বকর্মা (বিশেষ্য) হিন্দু দেবতাবিশেষ, যিনি শিল্পের দেবতারূপে খ্যাত। বিশ্বকোষ (বিশেষ্য) জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার আলোচ্য বিষয় নিয়ে সংকলিত এবং সাধারণত একাধিক খণ্ডে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত গ্রন্থবিশেষ; encyclopedia। বিশ্বচরাচর (বিশেষ্য) সমগ্র দৃশ্যমান জগৎ। বিশ্বজন (বিশেষ্য) মানব জাতি; মানব সাধারণ; পৃথিবীর সমস্ত মানুষ। বিশ্বজনীন (বিশেষণ) ১ জগদ্ব্যাপী। ২ বিশ্বের মঙ্গলজনক; সর্বজনহিতকর। ৩ সকল মানুষ সম্পর্কীয়। বিশ্বজিৎ (বিশেষ্য) ১ যিনি বিশ্বকে জয় করেছেন। ২ যজ্ঞবিশেষ। বিশ্বত/বিশ্বতঃ (অব্যয়) সর্বত; সর্বত্র। বিশ্বদেব (বিশেষ্য) ১ অগ্নি; আগুন। ২ হিন্দুমতে গণদেবতা। বিশ্বনাথ (বিশেষ্য) ১ জগদীশ্বর; কাশীর বিখ্যাত শিবলিঙ্গ। ২ হিন্দুদেবতা শিব। বিশ্বনিখিল (বিশেষ্য) সমগ্র জগৎ। বিশ্বনিন্দক, বিশ্বনিন্দুক (বিশেষ্য) যে সব কিছুর নিন্দা করে; প্রত্যেকের নিন্দাকারী (তাহারা বিশ্বনিন্দক-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিশ্বপা (বিশেষ্য) ১ জগতের পালক; পরমেশ্বর; খোদা; আল্লাহ্‌তালা। বিশ্বপাতা (বিশেষ্য), (বিশেষণ) বিশ্বপিতা; জগৎপালক। বিশ্বপ্রেম (বিশেষ্য) সর্বজনের প্রতি সমান ভালোবাসা বা প্রীতি। বিশ্বপ্রেমিক (বিশেষণ) বিশ্বের সর্বজনকে ভালোবাসে এমন। বিশ্ববকাটে, বিশ্ববখাটে (বিশেষণ) চরম দুষ্ট লোক; সর্বাপেক্ষা দুষ্টচরিত্রের লোক। বিশ্ববাসী (বিশেষ্য) ১ বিশ্বের সমগ্র মানবজাতি; জগতেরজনগণ। ২ জগদ্বাসী। বিশ্ববিদ্যালয় (বিশেষ্য) সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান; university। বিশ্ববিধাতা (বিশেষ্য) সৃষ্টিকর্তা; পরমেশ্বর; আল্লাহ। বিশ্ববিমোহন, বিশ্বমোহী(-হিন্‌) (বিশেষণ) সমস্ত জগৎ মুগ্ধকারী; ভুবন-মোহন। বিশ্ববিমোহিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিশ্ববিলোপ (বিশেষণ) বিশ্বকে মুছে দেয় এমন। বিশ্ববিশ্রুত (বিশেষণ) জগৎবিখ্যাত; জগতের সর্বত্র প্রসিদ্ধ; ভুবনবিখ্যাত। বিশ্বব্যাপী (বিশেষণ) পৃথিবীর সব জায়গায় বিস্তৃত; সকল স্থানে বর্তমান। বিশ্বমৈত্রী (বিশেষ্য) জগতের সকলের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা; universal friendship। বিশ্বম্ভরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বিশ্বের ধারক; জগতের আশ্রয়; পৃথিবী। বিশ্বরূপ (বিশেষ্য) ১ ঈশ্বর। ২ অনন্ত রূপ। ৩ সমগ্র জগৎ যাঁর রূপ বা আকৃতি। বিশ্বসংসার⇒বিশ্বনিখিল। বিশ্বসাহিত্য (বিশেষ্য) ১ সকল দেশ বা সকল যুগের উপযোগী যে সাহিত্য। ২ জগতের সাহিত্য; বিশ্ববিখ্যাত গ্রন্থ। বিশ্বাশ্লেষী (বিশেষণ) বিশ্ব পরিব্যাপক বা বিশ্ব মিলন সংঘটক (তিনি বিশ্বাশ্লেষী আন্তর্জাতিকতার মহিমা কীর্তন করিতে থাকেন-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) √বিশ্‌+ব(ক্বন্‌)}
  • Bengali Word বিশ্বস্ত Bengali definition [বিশ্‌শস্‌তো] (বিশেষণ) ১ বিশ্বাসের উপযুক্ত; বিশ্বাসকারী; বিশ্বাসী। ২ বিশ্বাসভাজন। বিশ্বস্ততা (বিশেষ্য) বিশ্বাসযোগ্যতা। বিশ্বস্তসূত্রে ক্রিবিন বিশ্বাসযোগ্য ব্যক্তি থেকে; বিশ্বাসযোগ্য ঘটনা বা কারণ থেকে। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্বস্‌+ত(ক্ত)}