Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিভীতক, বিভীতকী Bengali definition [বিভিতক্‌, বিভিতোকি] (বিশেষ্য) বয়ড়া; বহেড়া গাছ ও ফল। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+ভীত; বহুব্রীহি সমাস+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বিভীষকা Bengali definition [বিভিশিকা] (বিশেষ্য) ১ ভয় দেখানো; ভীতি প্রদর্শন। ২ ভীতি; ভীষণ আতঙ্ক; ভীষণ ভয় (বিভীষিকার ছায়া নেমে আসে তাদের মুখে চোখে-নীলিমা ইব্রাহীম)। ৩ ভীষণ বা ভয়ঙ্কর দৃশ্য; ভীতিজনক দৃশ্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভী+ণিচ্‌(√ভীষি)+অক(ণ্বুল্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word বিভীষণ Bengali definition [বিভিশন্‌] (বিশেষ্য) ১ রামায়ণোক্ত রাবণের ছোট ভাই। ২ (আলঙ্কারিক) গৃহশত্রু। □ (বিশেষণ) ভয়ঙ্কর; অতি ভীষণ। বিভীষণ-বাহিনী (বিশেষ্য) দেশের বহিঃশত্রুপক্ষের সঙ্গে যোগদানকারী ব্যক্তিগণ; fifth column। গৃহশত্রু বা ঘরের শত্রু বিভীষণ (বিশেষ্য) যে লোক দেশের বা পরিবারের বা প্রতিষ্ঠানের আপন লোক হয়েও নিজ দেশের পরিবারের বা প্রতিষ্ঠানাদির শত্রুতা করে। {(তৎসম বা সংস্কৃত) বি+ভীষণ}
  • Bengali Word বিভু Bengali definition [বিভু] (বিশেষ্য) ১ পরমেশ্বর; ঈশ্বর। ২ প্রভু (আর্য তুমি বীর্যে বিভু ঝঞ্ঝা তব উত্তরীয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ হিন্দুদেবতা ব্রহ্মা/বিষ্ণু। বিভুতা, বিভুত্ব (বিশেষ্য) প্রভুত্ব। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভূ+উ(ডু)}
  • Bengali Word বিভূঁই Bengali definition [বিভুঁই] (বিশেষ্য) বিদেশ; ভিন্ন দেশ। {(তৎসম বা সংস্কৃত) বি(ভিন্ন)+ভূমি>}
  • Bengali Word বিভূতি Bengali definition [বিভুতি] (বিশেষ্য) ১ ঈশ্বরের ঐশ্বর্য; ভগবানের শক্তি। ২ ভস্ম; ছাই (বিভূতি ভূষিত দেহ-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ সমৃদ্ধি; উন্নতি। ৪ সম্পত্তি; ধন। ৫ অণিমা, লঘিমা, ব্যাপ্তি, প্রকাম্য, মহিমা, ঈশিত্ব, বশিত্ব, কামাবসায়িতা-এই অষ্ট বিভূতি বা ঐশ্বর্য। বিভূতি ভূষণ (বিশেষ্য) ১ ছাই বা ভস্ম যার অলঙ্কার। ২ হিন্দুদেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভূ+তি(ক্তি)}
  • Bengali Word বিভূষণ ১ Bengali definition [বিভুশন] (বিশেষণ) আভরণহীন; ভূষণহীন; নিরলঙ্কার। বিভূষনা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+ভূষণ}
  • Bengali Word বিভূষণ ২ Bengali definition [বিভুশন] (বিশেষ্য) ১ আভরণ; অলঙ্কার; ভূষণ। ২ শোভা; সৌন্দর্য। বিভূষিত (বিশেষণ) অলঙ্কৃত; বিশেষরূপে শোভিত। বিভূষিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি(বিশিষ্ট)+ভূষন}
  • Bengali Word বিভেদ Bengali definition [বিভেদ] (বিশেষ্য) ১ বিভিন্নতা; প্রভেদ; পার্থক্য। ২ বিদারণ। ৩ দলাদলি; শত্রুতা; মনোমালিন্য। ৪ বিভাগ; ভাগ। বিভেদক (বিশেষণ) বিভেদ সৃষ্টি করে এমন; বিভেদকারী; পৃথককারী। বিভেদন (বিশেষ্য) বিভেদ সৃষ্টিকরণ; ভেদসৃষ্টি; বিয়োজন। {(তৎসম বা সংস্কৃত) বি+ভেদ}
  • Bengali Word বিভোর Bengali definition [বিভোর্‌] (বিশেষণ) বিহ্বল; অভিভূত; আত্মহারা (গিয়েছিল মোর বিভোর বাসনা ওই মুখ পানে ধেয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বিহ্বল>বিভোল>বিভোর}
  • Bengali Word বিভোল Bengali definition [বিভোল্‌] (বিশেষণ) অচেতন; বিভোর; বিবশ; বিহ্বল (বাতাসের ফুলের গন্ধ বনানীর বিভেল ছন্দ-মাহমুদা খাতুন সিদ্দিকা)। {(তৎসম বা সংস্কৃত) বিহ্বল>}
  • Bengali Word বিভ্রম Bengali definition [বিব্‌ভ্রম্‌] (বিশেষ্য) ১ ভুল; ভ্রান্তি; ভ্রম। ২ বিলাস; লীলা (কেউ কেউ বা ভঙ্গিতে একটু বিভ্রম আসলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ সংশয়; সন্দেহ। ৪ প্রণয়ে মানসিক বিমূঢ়তা বা চাঞ্চল্য। ৫ শোভা। বিভ্রান্ত (বিশেষণ) ১ ভুলপথে গত; ভ্রমযুক্ত; বিভ্রমযুক্ত। ২ বিমূঢ়। বিভ্রান্তি (বিশেষ্য) ১ ভ্রান্তি; ভুল। ২ বিভ্রান্ত হওয়ার ভাব বা অবস্থা। ৩ ক্ষিপ্রতা; ত্বরা। {(তৎসম বা সংস্কৃত) বি+ভ্রম}
  • Bengali Word বিভ্রমণ Bengali definition [বিব্‌ভ্রোমোন্‌] (বিশেষ্য) উড়ন (আমার প্রচণ্ড আকুলতা জিজীবিষু প্রজাপতির বিভ্রমণ-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) বি+ভ্রমণ}
  • Bengali Word বিভ্রাট Bengali definition [বিব্‌ভ্রাট্‌] (বিশেষ্য) ১ সঙ্কট; আপদ; বিপদ। ২ ঝামেলা; গোলযোগ; হাঙ্গামা; ঝঞ্ঝাট। ৩ দুঘর্টনা। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভ্রাজ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word বিম, বীম Bengali definition [বিম্‌] (বিশেষ্য) লৌহ বা কাষ্ঠ নির্মিত কড়ি; কড়িকাঠ। {(ইংরেজি) beam}
  • Bengali Word বিমত Bengali definition [বিমত্‌] (বিশেষ্য) ১ বিরুদ্ধ মত। ২ অসম্মতি। বিমতি (মধ্যযুগীয় বাংলা) বিমতী (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ কুবুদ্ধি (বিমতি ছাড়-বড়ু চণ্ডীদাস)। ২ অস্বীকার; অসম্মতি (কি কারণে তোঞ করসি বিমতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বি+মত; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিমথিত Bengali definition [বিমোথিতো] (বিশেষণ) বিধ্বস্ত; যা ধ্বসে বা বিনষ্ট হয়ে গেছে। {(তৎসম বা সংস্কৃত) বি+মথিত}
  • Bengali Word বিমনস্ক, বিমনা Bengali definition [বিমনোশ্‌কো, বিমনা] (বিশেষণ) ১ অন্যমনা; অন্যমনস্ক। ২ উদ্বগ্নচিত্ত; উদ্বেগাকুল; ব্যাকুল; চঞ্চল। ৩ দুঃখিত; ক্লিষ্ট। ৪ বিষণ্ন (বিমনা না হও বালা শুন হিত সার-কাদৌ)। বিমনীকৃত, বিমনীভূত (বিশেষণ) দুঃখিত। {(তৎসম বা সংস্কৃত) বি+মনস্ক, মনাঃআ}
  • Bengali Word বিমন্দ্রিত Bengali definition [বিমন্‌দ্রিতো] (বিশেষণ) ধ্বনিত; বিশেষভাবে ধ্বনিত (চারিদিক বিমন্দ্রিত শত শত কণ্ঠের ঐক্য সঙ্গীত-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) বি+মন্দ্রিত}
  • Bengali Word বিমরিষ Bengali definition [বিমরিশ] (বিশেষ্য) (মধ্যযুগীয় বাংলা) ১ বিমর্ষ; বিচার; পরামর্শ (রাধা করি বিমরিষে-বড়ু চণ্ডীদাস)। বিমরিষে (ক্রিয়া) বিচার করে (বড়ায়ি মনে বিমরিষে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিমর্ষ>}
  • Bengali Word বিমর্দ, বিমর্দন Bengali definition [বিমর্‌দো, বিমর্‌দন্‌] (বিশেষ্য) ১ চূর্ণন। ২ মন্থন। ৩ ঘর্ষণ। ৪ পেষণ। ৫ বিনাশ; ধ্বংস। বিমর্দক, বিমর্দনক (বিশেষণ) ১ নিষ্পেষক। ২ বিমর্দনকারী। বিমর্দিত (বিশেষ্য) ১ দলিত; মথিত। □ (বিশেষণ) ১ পিষ্ট। ২ ঘৃষ্ট। ৩ চূর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√মৃদ্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিমর্শ, বিমর্শন Bengali definition [বিমর্‌শো, বিমর্‌শন্‌] (বিশেষ্য) ১ বিতর্ককরণ; তর্ক। ২ বিশেষ বিবেচনা; বিচার। ৩ তথ্য নিরূপণ। ৪ ‍যুক্তি দিয়ে পরীক্ষাকরণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√মৃশ্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিমর্ষ Bengali definition [বিমর্‌শো] (বিশেষ্য) ১ অসহন। ২ অসন্তোষ। ৩ দুঃখিত; বিষণ্ন; মনমরা; ম্লান। বিমর্ষতা (বিশেষ্য) বিষণ্নতা; ম্লানতা (আছে একটা রঙিন বিমর্ষতা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√মর্ষ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিমল Bengali definition [বিমল্‌] (বিশেষণ) ১ নির্মল; ময়লাহীন। ২ স্বচ্ছ। ৩ অনাবিল; অকলঙ্ক। ৪ পূত; পবিত্র; নিষ্পাপ। বিমলা( স্ত্রীলিঙ্গ) । বিমলতা (বিশেষ্য) ১ নির্মলতা। ২ স্বচ্ছতা। ৩ পবিত্রতা। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+মল; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিমা, বীমা Bengali definition [বিমা] (বিশেষ্য) ক্ষতিপূরণার্থ চুক্তি; ভবিষ্যতে টাকা প্রাপ্তির আশায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে টাকা জমা রাখা;insurance। বিমাপত্র (বিশেষ্য) বিমাবিষয়ক অঙ্গীকারপত্র; policy। {(ফারসি) বীমাহ্‌}
  • Bengali Word বিমাতা Bengali definition [বিমাতা] (বিশেষ্য) মায়ের সপত্নী; গর্ভধারিণী ছাড়া পিতার অন্য স্ত্রী; সৎমা। {(তৎসম বা সংস্কৃত) বি+মাতা(বিরুদ্ধ)+মাতৃ}
  • Bengali Word বিমান Bengali definition [বিমান্‌] (বিশেষ্য) ১ উড়োজাহাজ; হাওয়াই জাহাজ; আকাশগামী যান; ব্যোমযান; aeroplane; air-ship। ২ আকাশ। বিমানঘাঁটি (বিশেষ্য) বিমানাঙ্গন; বিমানবন্দর; aero-drome। বিমানপথ (বিশেষ্য) যে পথে নিয়মিতভাবে উড়োজাহাজ চলাচল করে; airway। বিমান পরিবহন (বিশেষ্য) উড়োজাহাজে করে এক স্থান থেকে অন্যস্থানে যাত্রী ও মালপত্র নিয়ে যাওয়া; air-transport। বিমানবালা (বিশেষ্য) উড়োজাহাজের মহিলা কর্মচারী যিনি আরোহীগণের খাদ্য ও পানীয় পরিবেশন ও অন্যান্য সুখ-সুবিধার দিকে লক্ষ্য রাখেন; air-hostess। বিমানবাহিনী (বিশেষ্য) বিমানবল; বিমানশক্তি; যে সামরিক বাহিনী উড়োহাজাজের সাহায্যে যুদ্ধ করে; airforce। {(তৎসম বা সংস্কৃত) বি+মান; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিমাননা Bengali definition [বিমানোনা] অপমান; তিরস্কার। বিমানিত অপমানিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√মানি+অন(যুচ্‌)+অ(টাপ্‌)}
  • Bengali Word বিমার, বেমার Bengali definition [বিমার, ব্যামার] (বিশেষ্য) পীড়া; রোগ; ব্যাধি (বেমার রোজ জেয়াদা মালুম হচ্ছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। □ (বিশেষণ) পীড়িত। বিমারি, বিমারী (বিশেষ্য) পীড়া; রোগ (শরীরে কোন বিমারি ঢুকছে-ওহিদুল আলম)। বিমারিস্তান (বিশেষ্য) হাসপাতাল (বিমারিস্তানে রোগীর পাশে পাশে অবস্থান করে তাদের শুশ্রূষা করার-আবদুল মওদুদ)। {(ফারসি) বীমার}
  • Bengali Word বিমিশ্র Bengali definition [বিমিস্‌স্রো] (বিশেষণ) সম্পৃক্ত; যুক্ত; মিশ্রিত (এই বিমিশ্র এবং কলুষিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বি+মিশ্র}