Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বিনিয়োজিত Bengali definition [বিনিয়োজিতো] (বিশেষণ) ১ বিনিয়োগ করা হয়েছে এমন। ২ প্রেরিত। ৩ অর্পিত। ৪ প্রবর্তিত। ৫ নিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+নিয়োজিত}
  • Bengali Word বিনীত Bengali definition [বিনিতো] (বিশেষণ) ১ বিনম্র; বিনয়ী; বিনয় আছ এমন। ২ সংযত; শান্ত; শিক্ষিত। ৩ স্থানান্তরে নীত। বিনীতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√নী+ত(ক্ত)}
  • Bengali Word বিনু Bengali definition বিনা
  • Bengali Word বিনুনি, বিননি, বিননী Bengali definition [বিনুনি, বিনোনি, বিনোনি] (বিশেষ্য) ১ বেণী রচনা (মা তুমি চারগুচির বিনুনি রচনা কর্ত্তে জানো-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বেণী; বিনানো চুল ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) বেণীবন্ধন>}
  • Bengali Word বিনে Bengali definition [বিনে] (অব্যয়) ব্যতীত; ছাড়া (তো বিনে উনমত কান-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিনা>}
  • Bengali Word বিনেতা (-তৃ) Bengali definition [বিনেতা] (বিশেষ্য) ১ নিয়ন্তা। ২ শিক্ষক। ৩ শাসক। □ (বিশেষণ) ১ বিনয়কারী। ২ নিয়মকর্তা। বিনেত্রী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√নী+তৃ(তৃচ্‌)}
  • Bengali Word বিনেয় Bengali definition [বিনেয়ো] (বিশেষণ) বিনীত বা দমন করা যায় এমন। দণ্ডনীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+√নী+য(যৎ)}
  • Bengali Word বিনোদ Bengali definition [বিনোদ্‌] (বিশেষ্য) ১ তোষণ; সন্তুষ্টিবিধান। ২ আমোদ; আনন্দ; বিহার। □ (বিশেষণ) ১ মনোহর; মনোরম (সই ভাল করে বিনোদ বেণী বাঁধিয়া দে-কাজী নজরুল ইসলাম)। ২ সুন্দর (বিনোদ নাগর)। বিনোদন (বিশেষ্য) ১ আমোদিতকরণ; তুষ্টিসাধন। ২ অপনোদন; দুরীকরণ (শ্রম বিনোদন)। বিনোদিত (বিশেষণ) সন্তোষিত; আমোদিত। বিনোদিয়া (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) আনন্দদায়ক; মনোহর; মনোরম; রমণীয় (বিনোনিয়া বিনোদিয়া বেণীর শোভায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বি+নুদ্‌+অ(ঘঞ)}
  • Bengali Word বিনোদী (-দিন্‌) Bengali definition [বিনোদি] (বিশেষণ) বিনোদকারী; আনন্দ দানকারী; আনন্দদায়ক। বিনোদিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ প্রমোদিনী, সুন্দরী; সন্তোষদায়িনী (বিদূষী এই আছেন যিনি আমার কালে বিনোদিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রাধিকা। {(তৎসম বা সংস্কৃত) বিনোদ+ইন(ণিনি)}
  • Bengali Word বিন্তি, বিস্তী Bengali definition [বিন্‌তি] (বিশেষ্য) এক প্রকার তাস খেলা (তিনি যেরূপ নিরুদ্বিগ্নভাবে বিন্তি খেলিতে লাগিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {পর্তুগিজ Vinte (অর্থ-বিশ)}
  • Bengali Word বিন্দা, বিন্ধা (প্রাচীন বাংলা) Bengali definition [বিন্‌দা, বিন্‌ধা] (ক্রিয়া) বিদ্ধ করা; বেঁধা (একে শর সন্ধানে বিন্দহ-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্ধ>}
  • Bengali Word বিন্দু Bengali definition [বিন্‌দু] (বিশেষ্য) ১ কণিকামাত্র; কণা (বিন্দুমাত্র দুঃখ)। ২ তরল দ্রব্যের অত্যল্প ফোঁটা (ঘর্মবিন্দু)। ৩ ক্ষুদ্র চিহ্ন। ৪ (জ্যামিতি) যা দৈর্ঘ্য বিস্তার বেধহীন অবস্থিতির জ্ঞাপকমাত্র; point। ৫ অনুস্বার; s ও t। ২ (আলঙ্কারিক) কোনো কিছুর অতি সামান্য অংশ। ৩ (আলঙ্কারিক) কোনো ঘটনার অত্যল্প সংবাদ; কিঞ্চিন্মাত্র আভাস। বিন্দুমাত্র (বিশেষ্য) লেশমাত্র; যৎসামান্য; সামান্য মাত্র। {(তৎসম বা সংস্কৃত) √বিন্‌দ্‌+উ(কু)}
  • Bengali Word বিন্দেদূতী Bengali definition [বিন্‌দেদুতি] (বিশেষ্য) ১ বৃন্দা নামক রাধিকার দূতী। ২ গুপ্তপ্রেমের দূতী। {(তৎসম বা সংস্কৃত) বৃন্দা+দূতী>}
  • Bengali Word বিন্ধ, বিন্দ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিন্‌ধ, বিন্‌দ] (বিশেষ্য) ছিদ্র; রন্ধ্র (বাঁশীর বিন্দত, মুখ সংযোজিতআঁ, সপত কর বাজাএ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্ধ>}
  • Bengali Word বিন্ধ্য Bengali definition [বিন্‌ধো] (বিশেষ্য) ভারতের একটি পর্বতমালা। বিন্ধবাসিনী (বিশেষ্য) হিন্দুদেবী দূর্গা। □ (বিশেষণ) বিন্ধ্য পর্বত নিবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) বি+√ধ্যৈ+অ(ড), ‘ম’ আগম}
  • Bengali Word বিন্ন Bengali definition বিনা
  • Bengali Word বিন্যস্ত Bengali definition বিন্যাস
  • Bengali Word বিন্যাস Bengali definition [বিন্‌নাশ্‌] (বিশেষ্য) ১ সুন্দরভাবে রচনা, মনোহর সজ্জা (কেশবিন্যাশ)। ২ রক্ষণ; স্থাপন। ৩ গ্রন্থন। বিন্যস্ত (বিশেষণ) ১ সুশৃঙ্খলভাবে স্থাপিত। ২ যথাক্রমে রক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) বি+নি+√অস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word বিনয় Bengali definition [বিনয়্‌] (বিশেষ্য) ১ নম্র ভাব; নম্রতা। ২ কোমলতা। ৩ শৃঙ্খলা বিক্ষা; discipline। ৪ মিনতি। ৫ শাসন; দমন। বিনয়াবনত (বিশেষণ) ১ অতি বিনয়ী। ২ বিনয়-নম্র; বিনয়বশে নত। বিনয়াবনতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিনয়ী (-য়িন্‌) (বিশেষণ) বিনীত; শিষ্ট; বিনয়শালী; বিনয়যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√নী+অ(অচ)}
  • Bengali Word বিনয়ন Bengali definition [বিনয়োন্‌] (বিশেষ্য) ১ অপনয়ন; নিরাকরণ; অপনোদন। ২ দমন; শাসন। ৩ শিক্ষাদান। ৪ মোচন। {(তৎসম বা সংস্কৃত)বি+√নী+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বিপক্ষ Bengali definition [বিপোক্‌খো] (বিশেষ্য) প্রতিপক্ষ; শত্রু; বিরুদ্ধপক্ষ; অনিষ্টকারী। বিপক্ষতা (বিশেষ্য) বৈরিতা; শত্রুতা; প্রতিকূলতা। বিপক্ষীয় (বিশেষণ) ১ বিপক্ষভূক্ত। ২ বিপক্ষসম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+√পক্ষ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বিপণ Bengali definition [বিপন্‌] (বিশেষ্য) বিক্রয়; বেচা। বিপণন (বিশেষ্য) পণ্য বিক্রয় ব্যবস্থা; পণ্যের বাজার সৃষ্টি; বিক্রয়ের জন্যে পণ্য বাজারে তোলা ও সাজিয়ে রাখা। {স.বি+√পণ্‌+অ(অপ্‌)}
  • Bengali Word বিপণি, বিপণী Bengali definition [বিপোনি] (বিশেষ্য) ১ দোকান; পণ্যশালা (সুপ্রসর রাজপথ দুধারে বিপণি-কায়কোবাদকোবাদ)। ২ হাট; বাজার। {(তৎসম বা সংস্কৃত) বিপণ+ই(ইন্‌)}
  • Bengali Word বিপতি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বিপোতি] (বিশেষ্য) বিপদে (বিপতি পড়ল রাধা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিপত্তি>}
  • Bengali Word বিপত্তি Bengali definition [বিপোত্‌তি] (বিশেষ্য) ১ আপদ; বিপদ; সঙ্কট। ২ ঝামেলা; ঝঞ্ঝাট। ৩ দুর্দশা; দুরবস্থা। {(তৎসম বা সংস্কৃত) বি+√পদ্‌+তি(ক্তি)}
  • Bengali Word বিপত্নীক Bengali definition [বিপোত্‌নিক্‌] (বিশেষণ) স্ত্রী মারা গেছে এমন; মৃতদার। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+পত্নী; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিপথ Bengali definition [বিপথ্‌] (বিশেষ্য) কুপথ; মন্দ পথ; ভুল পথ; অসৎ জীবনযাত্রা প্রণালি। বিপথগামী (বিশেষ্য), (বিশেষণ) কুপথগামী; অসৎ পথাবলম্বী। বিপথগামিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+পথ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word বিপদ, বিপৎ Bengali definition [বিপদ্‌, বিপত্‌] (বিশেষ্য) আপদ; বিপত্তি। ২ দুর্দশা; দুরবস্থা। ৩ দুর্ঘটনা। ৪ ঝঞ্ঝাট। বিপৎকাল, বিপদকাল (বিশেষ্য) বিপদপূর্ণ সময়; বিপত্তিপূর্ণ সময়। বিপদ্‌গর্ভ (বিশেষণ) বিপদপূর্ণ; বিপত্তিময়। বিপদপ্রাজ্ঞ (বিশেষণ) বিপদ সম্বন্ধে জ্ঞানী (তুমি কখনও বিপদ্‌প্রাজ্ঞ নও-সুধীন্দ্রনাথ দত্ত)। বিপদবহুল (বিশেষণ) বিপত্তিময়; বিপদপূর্ণ। বিপদভঞ্জন (বিশেষ্য), (বিশেষণ) যে বিপদ নাশ করে; বিপদ দূরকারী; আপদ মোচনকারী। বিপৎসংকুল, বিপদসংকুল (বিশেষণ) বিপদ-বহুল; সংকটাপন্ন। বিপদাত্মক (বিশেষণ) বিপদ আছে এমন; বিপজ্জনক। বিপদাপদ (বিশেষ্য) সঙ্কট; আপদ-বিপদ; নানা রকম বিপদ। বিপদাপন্ন (বিশেষণ) সংকটাপন্ন; আপদগ্রস্ত; বিপন্ন। বিপদুদ্ধার (বিশেষ্য) সংকটমোচন; বিপদ থেকে নিষ্কৃতি। {(তৎসম বা সংস্কৃত) বি+√পদ্‌+ক্বিপ্‌}
  • Bengali Word বিপন্ন Bengali definition [বিপন্‌নো] (বিশেষণ) ১ সংকটাপন্ন; বিপদগ্রস্ত; বিপর্যয়। ২ উল্টা। ৩ উৎকট; উগ্র; বিষম; অস্বাভাবিক। বিপন্না (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√পদ্‌+ত(ক্ত)}
  • Bengali Word বিপরিণত Bengali definition [বিপোরিণতো] (বিশেষণ) ১ উলটপালট হয়েছে এমন; বিপর্যস্ত। ২ পরিবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) বি+পরি+√নম্‌+ত(ক্ত)}