Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফ্রেম Bengali definition [ফ্রেম্‌] (বিশেষ্য) ছবি, চশমা, দর্শণ ইত্যাদিতে বাঁধিয়ে বা আটকিয়ে রাখার জন্য সেগুলোর চারধারের বেষ্টনীবিশেষ; কাঠামো; খাঁচা। {(ইংরেজি) Frame}
  • Bengali Word ফ্রোক্ত Bengali definition [ফ্রোক্‌তো] (বিশেষ্য) বিক্রয়; বেচা (দেশ বিদেশের মহাজন লোক গতায়াত করিয়া খরিদ ফ্রোক্ত করে-রাম)। {(ফারসি) ফুরুখত}
  • Bengali Word ফ্লাক্স Bengali definition [ফ্লাস্‌ক্‌] (বিশেষ্য) দীর্ঘক্ষণ গরম বা ঠাণ্ডা রাখার পাত্রবিশেষ (ফ্লাস্কের কণ্ঠ ভরে ধারা চা নিয়ে এসেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) Flask}
  • Bengali Word ফ্লাট, ফ্ল্যাট Bengali definition [ফ্লাট্‌, ফ্ল্যাট্‌] (বিশেষ্য) ১ বহুতল ভবনের কয়েকটি কামরা নিয়ে নির্মিত স্বয়ংসম্পূর্ণ বাসোপযোগী অংশ। ২ চ্যাপটা তলাবিশিষ্ট নৌকা। ৩ স্টিমারঘাটের ভাসমান প্লাটফর্ম। ৪ গাদাবোট; ইঞ্জিনবিহীন মালবাহী জাহাজবিশেষ। ৫ নিরুপায়; হতাশ। ৬ চিৎপাত। {(ইংরেজি) Flat}
  • Bengali Word ফ্লানেল Bengali definition [ফ্লানেল্‌] (বিশেষ্য) পশমের কোমল কাপড়বিশেষ। {(ইংরেজি) Flannel}
  • Bengali Word ফ্লাশ Bengali definition [ফ্লাশ্‌] (বিশেষ্য) তাসের একপ্রকার খেলা; তাস দিয়ে জুয়া খেলা (তারপর চা এবয় তাস ব্রিজই ভাল, তা না তো ফ্লাশ-বিষ্ণু দে)। {(ইংরেজি) Flush}
  • Bengali Word ফ্লু Bengali definition [ফ্লু] (বিশেষ্য) সংক্রামক সর্দিজ্বর; ইনফ্লুয়েঞ্জা, রোগবিশেষ। (আমি ভালো করেই জানতুম ফ্লু ওষুধে সারে না-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) Flu}
  • Bengali Word ফ্লুট Bengali definition ফুলুট
  • Bengali Word ফয়তা ১, ফৈত্তা Bengali definition [ফয়্‌তা, ফোইত্‌তা](বিশেষ্য) ১ ইসলাম ধর্মশাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির আত্মার সদ্‌গতি প্রার্থনা উপলক্ষে ভোজ বা ফকির মিশকিনকে খাওয়ানো। ২ পীরের দরগায় শিরনি দান ও ভক্তি নিবেদন (দরগায় গিয়ে ফয়তা দেবা-দীসে)। {(আরবি) ফাতিহা>ফয়তা}
  • Bengali Word ফয়তা ২ Bengali definition [ফয়্‌তা] (বিশেষ্য) ১ ইসলাম ধর্মশাস্ত্র অনুযায়ী কাজির রায় (এই পক্ষপাতহীন ফয়তা ঘাড় পাতিয়া লইলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শাস্ত্রীয় বিধান। {(আরবি) ফতরা}। ⇒ফতোয়া
  • Bengali Word ফয়দা, ফায়দা Bengali definition [ফয়্‌দা,ফায়দা](বিশেষ্য) ১ মঙ্গল; উপকার; সুফল; লাভ (তুমি হররোজ ওখানে ওখানে ফিরে বেড়াও-তাতে মোর আর লেড়কা-বালার কি ফয়দা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। শরীরকে এভাবে কাহিল করাতে কি ফায়দা-ওহিদুল আলম)। ২ সুবিধা; সুযোগ। ৩ আবশ্যক। {(আরবি) ফাইদাহ্‌}
  • Bengali Word ফয়লা, ফায়লা Bengali definitionফইলা
  • Bengali Word ফয়সালা, ফায়সালা Bengali definition [ফয়্‌সালা,ফায়সালা](বিশেষ্য) ১ মীমাংসা; মিটমাট; নিষ্পত্তি (মালিকানা স্বত্বের ফয়সলা করার জন্য প্রস্তুত হল-জগলুল হায়দার আফরিক)। ২ রায়; বিচারফল (গা-ময় তিলক ছাব দিয়া যেন সদর দেওয়ানী আদালতের ফয়সালা বেরুলেন-দীনবন্ধু মিত্র)। ফয়সালা করা (ক্রিয়া) ১ নিষ্পত্তি করা। ২ মিটমাট করা। {(আরবি) ফইসল; (ফারসি) ফইসলাহ}