Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ফোঁপল, ফোপর, ফোপল Bengali definition [ফোঁপোল্‌, ফোপোর্‌, ফোপোল্‌] (বিশেষ্য) নারকেলের অভ্যন্তরস্থ বীজের অংশ যা অঙ্কুরোদ্‌গমের সময়ে বৃদ্ধি পায়। {(হিন্দি) ফোঁপী (রন্ধ্রযুক্ত)}
  • Bengali Word ফোঁপল-দালাল, ফোঁপর-দালাল Bengali definitionফপর দালাল
  • Bengali Word ফোঁপানো, ফুঁপানো Bengali definition [ফোঁপানো, ফুঁপানো] (ক্রিয়া) ১ গুমরে কাঁদা। ২ চাপা গর্জন করা। ৩ রাগে ফোঁস ফোঁস করা। ফোঁপানি, ফুঁপানি (বিশেষ্য) গুমরানি; ফোঁপানি; ফোঁসফোঁসানি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফোঁস Bengali definition [ফোঁশ্‌] (অব্যয়) ১ নৈরাশ্য বা দুঃখজনিত আবেগে নিঃম্বাস ফেলার শব্দ। ২ সর্প-গর্জন। ফোঁস করা (ক্রিয়া) ১ ফণা বা চক্র ধারণ করা। ২ দংশন করতে প্রস্তুত হওয়া। ৩ হঠাৎ বিরক্তি বা উষ্মা প্রকাশ করা। ফোঁস ফোঁস (বিশেষ্য) ফোঁস ফোঁস শব্দকরণ। ফোঁস ফোঁসানো (বিশেষ্য) অবিরাম ফোঁস ফোঁস শব্দ করা। ফোঁস ফোঁসানি (বিশেষ্য) ফোঁস ফোঁস শব্দকরণ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ফোঁসা, ফুঁসা Bengali definition [ফোঁশা, ফুঁশা] (ক্রিয়া) ১ ফোঁস ফোঁস করা। ২ আক্রোশবশে গর্জন করা। উক্ত সকল অর্থে। ফোঁসানো (বিশেষ্য) ১ ফোঁস ফোঁস শব্দ। ২ দংশন করতে প্রস্তুত হওয়া। ফোঁসানি, ফুঁসানি (বিশেষ্য) ১ ফোঁস ফোঁস শব্দ। ২ আক্রোশে চাপা গর্জন। {ধ্বন্যাত্মক ফোঁস+আ}
  • Bengali Word ফোঁড়, ফোড়া Bengali definition [ফোঁড়্‌, ফোড়া] (বিশেষ্য) ১ ছিদ্র; রন্ধ্র। ২ বেঁধন; বিঁধ। ৩ সুঁইয়ের ঘাই। (ঘন ফোঁড়ের কাঁথা দেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; মাথা নীচু করি ফোঁড় তুলে চলেবন্দে আলী মিয়া)। এফোঁড়-ওফোঁড় (বিশেষণ) এপিঠ-ওপিঠ করে বিদ্ধ; পারাপার করে বিদ্ধ। ভুঁইফোঁড় (বিশেষণ) ১ ভূমি ফুঁড়ে ওঠে এমন। ২ হঠাৎ ধনী; বুনিয়াদি ঘরের নয় এমন। ৩ পূর্বাপর সম্পর্ক নেই এমন (ভুঁইফোঁড় সভ্যতা)। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটন>}
  • Bengali Word ফোঁড়া, ফোড়া, ফুঁড়া Bengali definition [ফোঁড়া, ফোড়া, ফুঁড়া] (ক্রিয়া) ভেদ করা; বিদ্ধ করা; বিদীর্ণ করা। ফোঁড়াফুঁড়ি (বিশেষ্য) বিদ্ধকরণ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>}
  • Bengali Word ফোকট Bengali definition [ফোকোট্‌] (বিশেষ্য) ফাঁকতাল (ফোকটে দু-পয়সা মারার তালে থাকে-সৈয়দ মুজতবা আলী)। {অমু.}
  • Bengali Word ফোকর Bengali definitionফুকর
  • Bengali Word ফোকরানো Bengali definitionফুকরানো
  • Bengali Word ফোকলা, ফোগলা Bengali definition [ফোক্‌লা, ফোগ্‌লা] (বিশেষণ) দন্তহীন। {ফাঁক>ফোক+লা}
  • Bengali Word ফোকলোর Bengali definition (বিশেষ্য) বিশেষ কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের ঐতিহ্যিক সংস্কৃতি (artistic communication in a small group-Dan Ben Amos) লোকসংস্কৃতি; লোককৃতি। {(ইংরেজি) Folklore}
  • Bengali Word ফোটন Bengali definition [ফোটোন্‌] (বিশেষ্য) আলোর কণা; কণারূপী আলো (যখন কণারূপে আলো প্রকাশিত হয় তখন একে বলে ফোটন-শাহ ফজলুর রহমান)। {(ইংরেজি) Photon}
  • Bengali Word ফোটা, ফুটা Bengali definition [ফোটা, ফুটা] (ক্রিয়া) ১ বিকশিত বা প্রস্ফুটিত হওয়া (ফুল ফোটা, মুখে হাসি ফোটা)। ২ উদিত হওয়া (আকাশে তারা ফোটা)। ৩ প্রকাশিত হওয়া; ব্যক্ত হওয়া (ছেলের মুখে কথা ফুটেছে)। ৪ অগ্ন্যুত্তাপে বুদ্বুদযুক্ত হওয়া (পানি ফোটা)। ৫ ফেটে যাওয়া (খই ফোটা)। ৬ সিদ্ধ হওয়া (চাল ফোটা)। ৭ উন্মুক্ত হওয়া; উন্মীলিত হওয়া (চোখ ফোটা)। ৮ বিদ্ধ হওয়া (কাঁটা ফোটা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। কথা ফোটা (ক্রিয়া) অর্থবহ শব্দ উচ্চারিত হওয়া। চোখ ফোটা (ক্রিয়া) ১ কোনো বিশেষ প্রাণীর জন্মের কয়দিন পর চক্ষু উন্মীলিত হওয়া বা দৃষ্টিশক্তি পাওয়া। ২ (আলঙ্কারিক) ভুল ধারণা দূরীভূত হয়ে কারও মধ্যে যথার্থ ধারণা বা জ্ঞানের আবির্ভাব হওয়া (এতদিনে তার চোখ ফুটেছে)। জ্যোৎস্না ফোটা (ক্রিয়া) চাঁদের কিরণ বিচ্ছুরিত হওয়া; চন্দ্রালোক উদ্ভাসিত হওয়া। তারা ফোটা (ক্রিয়া) আকাশে তারকারাজির আবির্ভাব হওয়া। বিয়ের ফুল ফোটা (ক্রিয়া) (আলঙ্কারিক) বিবাহের সম্ভাবনা দেখা দেওয়া। মুখে খই ফোটা (ক্রিয়া) খই ফোটার মতো চটপট দ্রুত কথা বলা। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট্‌>; (তৎসম বা সংস্কৃত) স্ফোট>(বাংলা) √ফোট্‌+আ}
  • Bengali Word ফোটানো, ফুটানো Bengali definition [ফোটানো, ফুটানো] (ক্রিয়া) ১ প্রস্ফুটিত বা বিকশিত করা। ২ ব্যক্ত বা প্রকাশিত করা। ৩ আগুনের উত্তাপে কোনো বস্তু বা পদার্থ সিদ্ধ করা। ৪ উৎকর্ষ বিধান করা। দাঁত ফোটানো (ক্রিয়া) ১ দাঁত দিয়ে কামড় বসানো। ২ (আলঙ্কারিক) বোধগম্য করা; কটিন বিষয়ে প্রবেশ লাভ করা। {(বাংলা) ফোটা+আন, আনো}
  • Bengali Word ফোটো, ফটো, ফটোগ্রাফ Bengali definition [ফোটো, ফটো, ফটোগ্রাফ্‌] (বিশেষ্য) আলোকচিত্র; ফটোগ্রাফ যন্ত্রের সাহায্যে গৃহীত ছবি (রবীন্দ্রনাথের পাশে ঝুলতো তোলার ফটোগ্রাফ-শামসুর রাহমান)। {(ইংরেজি) Photograph}
  • Bengali Word ফোত Bengali definitionফৌত
  • Bengali Word ফোতো Bengali definitionফতো
  • Bengali Word ফোন Bengali definition [ফোন্‌](বিশেষ্য) দূরালাপনী; আলাপনী; টেলিফোন। {(ইংরেজি) Telephone}
  • Bengali Word ফোপর-দাদাল Bengali definition ফপর-দালাল
  • Bengali Word ফোপরা Bengali definition ফোঁপরা
  • Bengali Word ফোপল Bengali definition ফোঁপল
  • Bengali Word ফোমেন্ট Bengali definition [ফোমেন্‌ট্‌] (বিশেষ্য) গরম পানির সেঁক। {(ইংরেজি) Foment}
  • Bengali Word ফোরকান Bengali definition ফুরকান
  • Bengali Word ফোরজারি Bengali definition [ফোরজারি] (বিশেষ্য) জাল; জালিয়াতি। {(ইংরেজি) Forgery}
  • Bengali Word ফোরম্যান Bengali definition [ফোর্‌ম্যান্‌] (বিশেষ্য) যন্ত্র পরিচালনায় তত্ত্বাবধায়ক কর্মচারীবিশেষ। {(ইংরেজি) Foreman}
  • Bengali Word ফোরাত Bengali definition [ফোরাত্‌] (বিশেষ্য) ইরাক দেশীয় প্রসিদ্ধ নদী (ফোরাতের কূলে কূলে দীনের দুন্দভি বাজিয়া উঠিল-হবীবুল্লাহ বাহার)। {(আরবি) ফুরাত}
  • Bengali Word ফোলন-ফুলন Bengali definition [ফোলোন্‌, ফুলন্‌] (বিশেষ্য) ১ স্ফীত হওয়া। ২ স্ফীতি। {(তৎসম বা সংস্কৃত) √স্ফার্‌>√ফুল্‌+অন}
  • Bengali Word ফোলা, ফুলা Bengali definition [ফোলা, ফুলা] (ক্রিয়া) ১ স্ফীত হওয়া (ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফুলে বা ফেঁপে ওঠা। ৩ স্থুল বা মোটা হওয়া। ৪ (আলঙ্কারিক) ধনবান হওয়া। ৫ স্বাস্থ্যেন্নয়ন হওয়া। ৬ গর্বিত হওয়া। ৭ ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ করা। ৮ শোথ রোগে ফুলে ওঠা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ফোলানো, ফুলানো, ফুলনো (ক্রিয়া) ১ স্ফীত করা। ২ ফাঁপিয়ে তোলা। ৩ (আলঙ্কারিক) অতি প্রশংসাদি দিয়ে অহঙ্কৃত করে তোলা; বাড়িয়ে তোলা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √স্ফার্‌>√ফুল্‌+আ}
  • Bengali Word ফোসলানো Bengali definitionফুসলানো