Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word প্রক্ষ্বেড়ন Bengali definition [প্রোক্‌খেড়ন্‌] (বিশেষ্য) লৌহময় বাণ; নারাচ অস্ত্র। প্রক্ষ্বেড়নধারী (বিশেষণ) লৌহময় বাণধারী; নারাচ অস্ত্রধারী (প্রক্ষেড়নধারী বীর-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষ্বিড়্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word প্রখর Bengali definition [প্রোখর্‌] (বিশেষণ) ১ তীব্র; কড়া (ঘরের বাহির হইলে জানিতে কারণ। প্রখর নূপুর দিয়া কন্যার চরণ-দৌলত উজির বাহরাম খান)। ২ অত্যন্ত ধারালো। প্রখরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রখরতা, প্রখরত্ব (বিশেষ্য) তীক্ষ্ণতা; তীব্রতা (প্রখরা গোপন করিয়া রাখিবেন, স্পষ্ট কথাগুলার ধারটুকু একটু নরম করে দিবেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) প্র+খর; প্রাদি.}
  • Bengali Word প্রখ্যাত Bengali definition [প্রোক্‌খ্যাতো] (বিশেষণ) প্রসিদ্ধ; বিখ্যাত; যশস্বী। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ খ্যা+ত(ক্ত)}
  • Bengali Word প্রখ্যাপন Bengali definition [প্রোক্‌খাপন্‌] (বিশেষ্য) প্রচার করা; ঘোষণাকরণ। প্রখ্যাপক (বিশেষণ) প্রচারক; ঘোষণাকারী। প্রখ্যাপিত (বিশেষণ) ঘোষিত; প্রচারিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ খ্যা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word প্রগণ্ড Bengali definition [প্রোগন্‌ডো] (বিশেষ্য) বাহুর যে অংশ কাঁধ থেকে কনুই পর্যন্ত থাকে; কনুই থেকে কাঁধ অবধি বাহুর নাম। {(তৎসম বা সংস্কৃত) প্র+গণ্ড}
  • Bengali Word প্রগত Bengali definition [প্রোগতো] (বিশেষণ) ১ প্রস্থান করেছে এমন। ২ প্রস্থিত; মারা গেছে এরূপ; মৃত। ৩ পৃথগৃভূত। ৪ বিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গম্‌+ত(ক্ত)}
  • Bengali Word প্রগতি Bengali definition [প্রোগোতি] (বিশেষ্য) ১ অগ্রগতি; উন্নতি; সমৃদ্ধি; অভ্যুদয়। ২ ক্রমোন্নতি (সাধারণ লোকের কাছে প্রগতি আর সভ্যতায় কোন পার্থক্য নেই-মোচৌ)। ৩ (গণিত.) সংখ্যায় নিয়মিত ক্রমবৃদ্ধি; নিয়মিতভাবে ক্রমবর্ধমান সংখ্যাশ্রেণি; progression। প্রগতিপন্থি/প্রগতিপন্থী, প্রগতিশীল (বিশেষ্য) বর্তমানের পরিবর্তন ও উৎকর্ষ সাধনের ইচ্ছা যাঁরা পোষণ করেন (শেষ আশায় নিরাশ হয়ে কাবুলের প্রগতিপন্থীরা নির্জীব হয়ে পড়লেন-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গম্‌+তি(ক্তিন্‌)}
  • Bengali Word প্রগমন Bengali definition [প্রোগমোন্‌] (বিশেষ্য) প্রস্থান; দূরে চলে যাওয়া; দূরে গমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গম্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word প্রগল্‌ভ Bengali definition [প্রোগল্‌ভো] (বিশেষণ) ১ দাম্ভিক; অহঙ্কারী (নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্‌ভে পশিল দম্ভী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ ধৃষ্ট; নির্লজ্জ। ৩ সপ্রতিভ; অকুণ্ঠিত; দ্বিধাহীন; নির্ভীক; অত্যন্ত সাহসী। ৪ নিঃসংকোচে বা নির্লজ্জভাবে কথা বলে এমন (ইতি এতটা প্রগল্‌ভ হতে পারেন-মঈ)। প্রগল্‌ভতা (বিশেষ্য) ঔদ্ধত্য; নির্লজ্জতা; অশিষ্টতা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গল্‌ভ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word প্রগাঢ় Bengali definition [প্রোগাঢ়ো] (বিশেষণ) ১ অত্যন্ত গাঢ় (নীল আকাশের প্রগাঢ় নীলিমা যেন গো সবলে চিরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নিবিড়। ৩ গভীর। প্রগাঢ়তা (বিশেষ্য) নিবিড়তা; গভীরতা; অতিশয় গাঢ়তা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গাহ্‌+ত(ক্ত)}
  • Bengali Word প্রগ্রহ, প্রগ্রাহ Bengali definition [প্রোগ্রোহো, প্রোগ্রাহো] (বিশেষ্য) ১ (অশ্বাদির) লাগাম; বল্‌গা। ২ বাঁধার দড়ি; বন্ধনবরজ্জু। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গ্রহ্‌+অ(অপ্‌), অ(ঘঞ্‌)}
  • Bengali Word প্রঘাত Bengali definition [প্রোঘাত্‌] (বিশেষ্য) ১ প্রচণ্ড আঘাত (এ দুস্তর পারাবারের প্রথম তরঙ্গমালার প্রঘাতে আর আমায় কে রক্ষা করিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ রণ; সংগ্রাম। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ হন্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word প্রচণ্ড Bengali definition [প্রোচন্‌ডো] (বিশেষণ) ১ প্রখর; তীব্র; কড়া; অত্যন্ত উগ্র। ২ দুর্ধর্ষ। ৩ প্রবল। ৪ ভীষণ; ভয়ানক। ৫ অসহনীয়; অসহ্য। প্রচণ্ডতা (বিশেষ্য) ১ প্রখরতা। ২ উগ্রতা। ৩ উষ্ণতা। প্রচণ্ডমূর্তি (বিশেষণ) উগ্রমূর্তি; ভয়ঙ্কর মূর্তি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চণ্ড্‌+অ(অচ্‌)}
  • Bengali Word প্রচল Bengali definition [প্রোচল্‌] (বিশেষণ) ১ প্রচলিত; চালু; প্রবর্তিত। ২ প্রচলিত বা চালু রীতি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word প্রচলন ১ Bengali definition [প্রোচলোন্‌] (বিশেষ্য) ১ প্রবর্তন; যা চালু করা হয়েছে। ২ চলন; প্রচল; চলছে এমন। ৩ প্রচার। প্রচলিত (বিশেষণ) ১ প্রচলন বা প্রবর্তন করা হয়েছে এমন। ২ প্রবর্তিত। ৩ চালু; চলিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word প্রচার Bengali definition [প্রোচার] (বিশেষ্য) ১ ঘোষণা; সর্বসাধারণকে জানানো। ২ প্রকাশ। ৩ বিজ্ঞপ্তি। ৪ চালু করার উদ্দেশ্যে বিজ্ঞপ্তি দান। ৫ রটনা। ৬ প্রচলন। প্রচারক (বিশেষণ) প্রচার করে এমন; প্রচারকারী। প্রচারণ, প্রচারণা (বিশেষ্য) প্রচার; প্রচারের কাজ। প্রচারিত (বিশেষণ) প্রচার করা হয়েছে এমন। রটনাকৃত; সর্বসাধারণ্যে বিজ্ঞাপিত বা ঘোষিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চর্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word প্রচার্য Bengali definition [প্রোচার্‌জো] (বিশেষণ) প্রচারযোগ্য; প্রচারের উপযুক্ত। (কি তার প্রচার্য প্রথা-মামো)। {(তৎসম বা সংস্কৃত) প্রচার+য(যৎ)}
  • Bengali Word প্রচায় Bengali definition ⇒ প্রচয়
  • Bengali Word প্রচিত Bengali definition [প্রোচিতো] (বিশেষণ) ১ চয়িত; সংগৃহিত। ২ সঞ্চিত; জমাকৃত। ৩ রাশীকৃত; স্তূপীকৃত; বৃদ্ধিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চি+ত(ক্ত)}
  • Bengali Word প্রচীয়মান Bengali definition [প্রোচিয়োমান্‌] (বিশেষণ) উপচীয়মান; বর্ধমান; বৃদ্ধিপ্রাপ্ত; সমৃদ্ধি বা উন্নতিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চি+মান(শানচ্‌)}
  • Bengali Word প্রচুর Bengali definition [প্রোচুর্‌] (বিশেষণ) ১ প্রয়োজনানুরূপ; যথেষ্ট; পর্যাপ্ত। ২ (অর্থান্তরে) অনেক; বহু; ঢের; প্রভূত; প্রয়োজনাতিরিক্ত। প্রাচুর্য বি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চুর+অ}
  • Bengali Word প্রচেতা, প্রচেতাঃ Bengali definition [প্রোচেতা, প্রোচেতাহ্‌] (বিশেষণ) ১ প্রশস্তচিত্ত; জ্ঞানবান; পণ্ডিত; বিজ্ঞ (দিগ্বিজয়ীদিগের নেতা! চিদ-রসায়ন প্রচেতা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হৃষ্ট; আনন্দিত; সুখী; প্রশান্তচিত্ত। □ (বিশেষ্য) ১ হিন্দু জলদেবতা বরুণ। ২ সমুদ্র (কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচেতঃ-মাইকেল মধূসূদন দত্ত)। ৩ এক জাতীয় প্রজাপতি। {(তৎসম বা সংস্কৃত) প্র+চেতাঃ}
  • Bengali Word প্রচেষ্টা Bengali definition [প্রোচেশ্‌টা] (বিশেষ্য) ১ প্রয়াস; বিশেষ চেষ্টা। ২ অধ্যবসায়। ৩ প্রচুর উদ্যম। {(তৎসম বা সংস্কৃত) প্র+চেষ্টা}
  • Bengali Word প্রচ্ছদ Bengali definition [প্রোচ্‌ছদ] (বিশেষ্য) আবরণ; আচ্ছাদন; ঢাকনি। প্রচ্ছদপট (বিশেষ্য) ১ আবরণের কাপড়; ঢাকার কাগজ। ২ বইয়ের মলাট। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ছাদি+অ(ঘ)}
  • Bengali Word প্রচ্ছন্ন Bengali definition [প্রোচ্‌ছন্‌নো] (বিশেষণ) ১ আবৃত; ঢাকা (অরণ্যমেঘের তলে প্রচ্ছন্ন অনল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গুপ্ত (খবরের কাগজ প্রভৃতি চাপা দিয়া প্রচ্ছন্ন করিয়া রাখিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ লুক্কায়িত (সে প্রতিদিন প্রচ্ছন্নভাবে ঐ বিষয়ের অনুসন্ধান করিত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রচ্ছন্নতা (বিশেষ্য) গোপনতা; গোপনের ভাব; আবরণ। প্রচ্ছন্নবেশ (বিশেষ্য) ছদ্মবেশ (আমি প্রচ্ছন্ন বেশে পর্যটন করিয়া প্রজাগণের অবস্থা প্রত্যক্ষ করিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রচ্ছাদন (বিশেষ্য) ১ আবরণ। ২ উত্তরীয় বস্ত্র; চাদর; উড়ানি। ৩ আবরণ বস্ত্র। ৪ আস্তরণ বস্ত্র। প্রচ্ছাদিত (বিশেষণ) আবৃত; ঢাকা; আচ্ছাদিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ছাদি্‌+ত(ক্ত)}
  • Bengali Word প্রচ্ছায় Bengali definition [প্রোচ্‌ছায়্‌] (বিশেষ্য) ঘন ছায়া; ছায়াচ্ছন্ন স্থান (প্রচ্ছায় তমসা-তীরে শিশু কুশলব ফিরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। প্রচ্ছায়া (বিশেষ্য) ১ (জ্যোতির্বিজ্ঞান) গ্রহণের সময়ে চাঁদ বা সূর্যের উপর পৃথিবী বা চন্দ্রের গাঢ় ছায়া; umbra। ২ (আর.) অমঙ্গলের আশঙ্কা (বুকে তার নতুন প্রচ্ছায়া-রখা)। {(তৎসম বা সংস্কৃত) প্র+ছায়া}
  • Bengali Word প্রচয়, প্রচায় Bengali definition [প্রোচয়্‌, প্রোচায়্‌] (বিশেষ্য) ১ চয়ন; সংগ্রহ। ২ সঞ্চয়; জমা। ৩ রাশি; সমূহ; স্তূপ। ৪ উন্নতি; আধিক্য; বৃদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ চি+অ(অচ্‌), প্র+□ চি+অ(ঘঞ্‌)}
  • Bengali Word প্রছন্ন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [প্রছন্‌নো] (বিশেষণ) প্রসন্ন; খুশি (যেবে প্রছন্ন তোতে হইল কুমার-গোবিন্দ গতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রসন্ন>}
  • Bengali Word প্রজ Bengali definition [প্রোজ] (বিশেষ্য) পতি; স্বামী। {(তৎসম বা সংস্কৃত) প্র+জন্‌+অ(ড)}
  • Bengali Word প্রজন Bengali definition [প্রোজন্‌] (বিশেষ্য) (গবাদি পশুর) গর্ভ সঞ্চার। অতিপ্রজন (বিশেষ্য) জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি; জনবৃদ্ধি; over population। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ জন্‌+অ(ঘঞ্‌)}