Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word পোয়াতি Bengali definition [পোয়াতি] (বিশেষ্য) ১ প্রসূতি (এগিয়ে এসে বড় ঠাকরুণ, সাত পোয়াতীর মা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ নবজাত সন্তানের মাতা। ৩ অন্তঃসত্ত্বা; গর্ভিণী (পোয়াতী বউ-ঝিরা বুড়ীকে দেখলে তাড়াতাড়ি সরে যায় ঘরের মধ্যে-হেমায়েত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) পুত্রবতী>}
  • Bengali Word পোয়ানো Bengali definition ⇒ পোহানো
  • Bengali Word পোয়াল Bengali definition [পোয়াল্‌] (বিশেষ্য) খড়; বিচালি (ঢেঁকীশালে শয়ন আমার পোয়ালের খড়-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী; আঁতুর ঘরে পোয়াল বিছানো বিছানায়-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) পলাল>}
  • Bengali Word পৌঁচ Bengali definition ⇒ পৌঁছ
  • Bengali Word পৌঁছ, পৌঁচ Bengali definition [পৌঁছ্‌, পৌঁচ্‌] (বিশেষ্য) ১ নাগাল; লাগ (তার পৌঁছ পাওয়া গেল না)। ২ গন্তব্যস্থলে উপস্থিত (পৌঁছ সংবাদ)। {(তুলনীয়) (হিন্দি) পহুঁচনা}
  • Bengali Word পৌঁছন, পৌঁছনো Bengali definition ⇒ পৌঁছা
  • Bengali Word পৌঁছা, পেঁহুছা Bengali definition [পোঁউছা, পোঁহুছা] (ক্রিয়া) উপস্থিত হওয়া (এত ক্ষণে পৌঁছে গেছে)। ২ নাগাল পাওয়া (হাতে পৌঁছেনি)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পৌঁছানো, পৌঁছনো, পঁইছন, পঁহুছন (ক্রিয়া) ১ পৌঁছা। ২ নির্দিষ্ট স্থানে রেখে আসা (জিনিসটা বাড়ি পৌঁছে দিও)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তুলনীয়) (হিন্দি) পহুঁচনা}
  • Bengali Word পৌগণ্ড Bengali definition ⇒ পোগণ্ড
  • Bengali Word পৌটেক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [পোউটেক] (বিশেষণ) পোয়াটাক (পোটেক চালের অন্ন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {পোয়াটাক>}
  • Bengali Word পৌণ্ড্র Bengali definition ⇒ পুণ্ড্র
  • Bengali Word পৌত্তলিক Bengali definition [পোউত্‌তোলিক্‌] (বিশেষণ) পুতুলপূজক; মূর্তিপূজাকারী। পৌত্তলিকতা (বিশেষ্য) মূর্তির উপাসনা। {(তৎসম বা সংস্কৃত) পুত্তলিকা+অ(অণ্‌)}
  • Bengali Word পৌত্র Bengali definition [পৌউত্‌ত্রো] (বিশেষ্য) ছেলের ছেলে; পুত্রের পুত্র বা তৎস্থানীয় ব্যক্তি; নাতি। পৌত্রী (বিশেষ্য) পুত্রের কন্যা বা তৎস্থানীয় নারী; নাতনি। {(তৎসম বা সংস্কৃত) পুত্র+অ(অণ্‌)}
  • Bengali Word পৌনঃপুনিক Bengali definition [পোউনোপ্‌পুনিক্‌] (বিশেষণ) পুনঃপুন ঘটে এমন; বারংবার সংঘটিত হয় এমন। পৌনঃপুনিক দশমিক (বিশেষ্য) আবৃত্ত দশমিক; recurring decimal। পৌনঃপুনিকতা, পৌনঃপুন্য (বিশেষ্য) বারংবার সংঘটন; বারংবার ঘুরে আসা; পুনঃপুন অনুবর্তন (কোনো বিষয়ে তোমার অত্যন্ত পৌনঃপুন্য আছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) পুনঃ+পুনঃ+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word পৌনর্ভব Bengali definition [পোউনর্‌ভবো] (বিশেষ্য) বিধবা বা স্বামী পরিত্যক্তা কর্তৃক পুনরায় বিবাহিত স্বামীর ঔরসে জাত পুত্র। {(তৎসম বা সংস্কৃত) পুনর্ভূ+অ(অণ্‌)}
  • Bengali Word পৌনে Bengali definition [পোউনে] (বিশেষণ) একপাদ বা সিকি কম; চারি ভাগের তিন ভাগ (পৌনে একসের)। {(তৎসম বা সংস্কৃত) পাদোন>}
  • Bengali Word পৌর Bengali definition [পোউরো] (বিশেষণ) ১ পুরবাসী; নাগরিক (পৌরজন)। ২ নগর বা পুর-সংক্রান্ত; মিউনিসিপ্যাল (পৌরসভা)। ৩ নাগরিক হিসেবে প্রাপ্য (পৌর অধিকার)। পৌরসভা (বিশেষ্য) মিউনিসিপ্যালিটি; মিউনিসিপ্যাল কর্পোরেশন। পৌরস্ত্রী (বিশেষ্য) পুরনারী; অন্তঃপুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) পুরস+অ(অণ্‌)}
  • Bengali Word পৌরব Bengali definition [পোউরব্‌] (বিশেষণ) পুরুরাজের বংশে উৎপন্ন; পুরুবংশীয়। {(তৎসম বা সংস্কৃত) পুরু+অ(অণ্‌)}
  • Bengali Word পৌরাঙ্গনা Bengali definition [পোউরাঙ্‌গনা] (বিশেষ্য) পুরনারী; অন্তঃপুরবাসিনী। {(তৎসম বা সংস্কৃত) পৌর+অঙ্গনা}
  • Bengali Word পৌরাণিক Bengali definition [পোউরানিক্‌] (বিশেষ্য)পু রাণ-সংক্রান্ত। □ (বিশেষণ) পুরাতন; প্রাচীন (কালক্রমে ঐ পৌরাণিক পুতুলকে বিবাহ করে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুরাণের বিষয়বস্তু অবলম্বনে রচিত (পৌরাণিক নাটক)। ৩ পুরাণ। {(তৎসম বা সংস্কৃত) পুরাণ+ইক(ঠক্‌)}
  • Bengali Word পৌরাণিকী Bengali definition [পোউরানিকি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পুরাণের সঙ্গে সম্পর্কযুক্ত (পৌরাণিকী মেয়েটির হাত থেকে রক্ষা পাওয়া গেল বটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পৌরাণিক+ঈ(ঙীপ্‌}
  • Bengali Word পৌরুষ Bengali definition [পোউরুশ্‌] (বিশেষ্য) ১ পুরুষজনোচিত ভাব ধর্ম বা আচার-ব্যবহার। ২ পুরুষকার (আমার শাস্ত্র অনিত্য পৌরুষের পরিবর্তনসহ-রাজশেখর বসু (পরমু))। ৩ তেজ; বীর্য; পরাক্রম; বীরত্ব (দৃঢ় পৌরুষ বাদশাজাদার-মামো)। ৪ পুরুষত্ব। ৫ পুরুষের রতিশক্তি। {(তৎসম বা সংস্কৃত) পুরুষ+অ(অণ্‌)}
  • Bengali Word পৌরুষেয় Bengali definition [পোউরুশেয়ো] (বিশেষণ) ১ পুরুষ সম্পর্কিত। ২ মনুষ্য রচিত; মনুষ্যকৃত। {(তৎসম বা সংস্কৃত) পুরুষ+এয়(ঢক্‌)}
  • Bengali Word পৌরোহিত্য Bengali definition [পোউরোহিত্‌তো] (বিশেষ্য) ১ পুরোহিতের কর্ম বা বৃত্তি; যাজন ক্রিয়া; পুরোহিতগিরি। ২ সভাপতিত্ব; নেতৃত্ব। {(তৎসম বা সংস্কৃত) পুরোহিত+য(যক্‌)}
  • Bengali Word পৌর্ণমাসী Bengali definition [পোউর্‌নোমাশি] (বিশেষ্য) ১ পূর্ণিমা তিথি; যে তিথিতে চাঁদের ষোলোকলা পূর্ণ হয় (আজ দীর্ঘ পৌণমাসী যাপিয়াছি নির্জন বাসরে-মোহিতলাল মজুমদার; সেই অন্ধকারের মধ্যে হজরত মুহম্মদ মুস্তফা (সা.) পৌর্ণমাসী শারদীয় শশধরের ন্যায় প্রকাশ পাইয়াছিলেন-আতাউর রহমান)। ২ বৈষ্ণবশাস্ত্রে কৃষ্ণলীলা সংঘটয়িত্রী যোগমায়ার একটি রূপ। ৩ বৈষ্ণব সাহিত্যে বর্ণিত বর্ষীয়সী নারী। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণমাস+অ(অণ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word পৌর্ব Bengali definition [পোউর্‌বো] (বিশেষণ) পূর্বগত; পূর্বকালের; বিগত। ২ পূর্বদিকের। ৩ প্রাচ্য। পৌর্বী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পৌর্বদেহিক, পৌর্বদৈহিক (বিশেষণ) ১ পূর্বদেহসম্বন্ধীয়। ২ পূর্বজন্মগত। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অ(অণ্‌)}
  • Bengali Word পৌর্বাপর্য Bengali definition [পোউর্‌বাপর্‌জো] (বিশেষ্য) ১ পূর্ব ও পর সম্বন্ধ। ২ অনুক্রম; আনুপূর্বিক। {(তৎসম বা সংস্কৃত) পূর্বপর+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word পৌর্বাহ্নিক Bengali definition [পোউর্‌বান্‌হিক্‌] (বিশেষণ) ১ দ্বিপ্রহরের পূর্বকালীন; প্রাতঃকালীন। ২ পূর্বাহ্ন-সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পূর্বাহ্ন+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word পৌষ, পউষ Bengali definition [পৌউশ্‌] (বিশেষ্য) বাংলা বৎসরের নবম মাস। পৌষপার্বণ (বিশেষ্য) পৌষ-সংক্রান্তি উপলক্ষে পিষ্টকাদি ভোজনের উৎসব; পৌষমাসে পিঠা ভক্ষণ-উৎসব। পৌষা, পৌষে (বিশেষণ) ১ পৌষ-সংক্রান্ত। ২ পৌষ মাসে জাত। {(তৎসম বা সংস্কৃত) পুষ্য+অ(অণ্‌)}
  • Bengali Word পৌষালি, পৌষালী Bengali definition [পোউ্‌শালি] (বিশেষণ) ১ পৌষ মাসে জন্মে বা প্রস্তুত হয় এমন। ২ পৌষমাস সম্বন্ধীয় (কুয়াশা জড়ানো ঢুলু ঢুলু পৌষালি প্রহর-সাহা)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্য+অ(অণ্‌)+(বাংলা) আলি}
  • Bengali Word পৌষ্টিক Bengali definition [পোউ্‌শ্‌টিক্‌] (বিশেষ্য) ১ পুষ্টিকর; বলকারক। ২ পুষ্টিসাধক কাজ। {(তৎসম বা সংস্কৃত) পুষ্টি+ইক(ঠঞ্‌)}