ন পৃষ্ঠা ৫০
- Bengali Word ন্যাটা Bengali definition ⇒ নেটা
- Bengali Word ন্যাতনেতে Bengali definition [ন্যাত্নেতে] (বিশেষণ) অবসাদগ্রস্থ; অবসন্ন। {(তৎসম বা সংস্কৃত) নত>}
- Bengali Word ন্যাতা Bengali definition ⇒ নেতা
- Bengali Word ন্যাপলা Bengali definition ⇒ নেপাল
- Bengali Word ন্যাবা, নেবা Bengali definition [ন্যাবা] (বিশেষ্য) রোগবিশেষ; পাণ্ডুরোগ; কামলা রোগ; কাঁওলা রোগ; jaundice। {(তৎসম বা সংস্কৃত) নিম্বু>লেবু>নেবু+আ>নেবুয়া>ন্যাবা (পাকা লেবুর মতো হলদে রং)}
- Bengali Word ন্যায্য Bengali definition [ন্যাজ্জো] (বিশেষণ) ১ যুক্তিযুক্ত; ন্যায়সঙ্গত; উচিত। ২ যোগ্য। ন্যায্যতা বি। ন্যায্য পাওনা-গণ্ডা (বিশেষ্য) ন্যায় অনুসারে প্রাপ্য অর্থ বা অন্য দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+য)যৎ)}
- Bengali Word ন্যালনেলে Bengali definition [ন্যাল্নেলে] (বিশেষণ) ১ লালাসদৃশ; লালাযুক্ত। ২ আঠার ভাবযুক্ত। ৩ লালা গড়ায় যার। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ন্যালাখেপা, ন্যালাখ্যাপা, নেলাখেপা, ন্যালাক্ষেপা Bengali definition [ন্যালাখ্যাপা] (বিশেষণ) ১ খেপার মতো আচরণ এমন; কোনো বিষয়ে হুঁশ নেই এমন। ২ বোকা; আহাম্মক। ৩ খেপা; পাগলাটে; আধপাগলা। {(তৎসম বা সংস্কৃত) লালা>+√ক্ষিপ্>}
- Bengali Word ন্যাস Bengali definition [ন্যাশ্] (বিশেষ্য) ১ গচ্ছিত বস্তু বা সম্পত্তি; trust। ২ গচ্ছিত বস্তু বা বিষয় রক্ষা। ৩ গচ্ছিত বস্তু রক্ষার ভার; জিম্মা। ৪ অর্পণ; প্রাদন। ৫ রক্ষণ; রক্ষণাবেক্ষণ। ৬ জ্ঞাপন; আরোপণ; নিবেশন। ৭ ত্যাগ; বর্জন; পরিহার (কর্মন্যাস)। ৮ প্রাণায়াম; শ্বাস গ্রহণ ধারণ ও ত্যাগ; যোগসাধনার একটি অঙ্গ। ন্যাসরক্ষক (বিশেষ্য), (বিশেষণ) গচ্ছিত বস্তুর রক্ষাকর্তা; অর্পিত সম্পত্তির রক্ষাকারী; জিম্মাদার। ন্যস্ত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√অস্+অ(ঘঞ্)}
- Bengali Word ন্যাসী Bengali definition [ন্যাশি] (বিশেষ্য), (বিশেষণ) ১ ত্যাগী; বিরাগী; ভোগলালসা বিমুখ। ২ সন্ন্যাসী। {(তৎসম বা সংস্কৃত) ন্যাস+ইন্(ণিনি)}
- Bengali Word ন্যাড় Bengali definition ⇒ নেড়
- Bengali Word ন্যাড়া Bengali definition ⇒ নেড়া
- Bengali Word ন্যায় ১ Bengali definition [ন্যায়্] (বিশেষ্য) ১ নীতি; যুক্তি; যথার্থ; সত্য; সুবিচার যা সত্যে নিয়ে যায় (কমু)। ২ তর্কশাস্ত্র; ন্যায়দর্শন; আন্বীক্ষিকী বিদ্যা; গৌতম-রচিত দর্শন শাস্ত্রবিশেষ। অন্যায় বিপরীতার্থক শব্দ। ন্যায়কর্তা (বিশেষ্য) ১ বিচারক; বিচারকর্তা; যিনি বিচার করেন; জজ। ২ ন্যায়প্রণেতা; ন্যায়ত, ন্যায়তঃ(-তস্) (ক্রিয়াবিশেষণ) সুবিচার অনুসারে; সুবিচারমতো। ন্যায়নিষ্ঠ, ন্যায়পর, ন্যায়পরায়ণ, ন্যায়বান (বিশেষণ) ন্যায় মেনে চলে এমন। ন্যায়নিষ্ঠা, ন্যায়নিষ্ঠতা, ন্যায়পরতা, ন্যায়পরায়ণতা, ন্যায়বত্তা, ন্যায়পথ, ন্যায়মার্গ (বিশেষ্য) ১ ধর্মপথ; সত্যপথ; সঙ্গত পথ। ২ ন্যায্য উপায়; ন্যায়সঙ্গত পদ্ধতি। ন্যায়বিচার (বিশেষ্য) পক্ষপাতশূন্য বিচার; ন্যায্য বিচার। ন্যায়সঙ্গত, ন্যায়সম্মত (বিশেষণ) ন্যায্য; যুক্তিযুক্ত; ধর্মসঙ্গত। {(তৎসম বা সংস্কৃত) নি+√ই+অ(ঘঞ্)}
- Bengali Word ন্যায় ২ Bengali definition [ন্যায়্] (অব্যয়) (বাংলা) মতো; তুল্য; সদৃশ; মতন। {(তৎসম বা সংস্কৃত) নি+√অয়্+অ(ঘঞ্)}
- Bengali Word ন্যায়চঞ্চু, ন্যায়রত্ন Bengali definition ⇒ ন্যায়ালঙ্কার
- Bengali Word ন্যায়ধীশ (পরিভাষা) Bengali definition [ন্যায়ধিশ্] (বিশেষ্য) বিচারক; বিচারপতি; জজ। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+অধীশ}
- Bengali Word ন্যায়পাল Bengali definition [ন্যায়্পাল্] (বিশেষ্য) নাগরিকদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতিপালক বা সংরক্ষক; দেশের প্রশাসন ও বিচার বিভাগের অতিরিক্ত বিশেষ ক্ষমতাসম্পন্ন বিচারক বা শাসক; ন্যায়াধীশ। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+পাল}
- Bengali Word ন্যায়বাগীশ Bengali definition [ন্যায়্বাগিশ্] (বিশেষণ) ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+বাগীশ}
- Bengali Word ন্যায়বাদী(-দিন্) Bengali definition [ন্যায়্বাদি] (বিশেষণ) সত্যবাদী। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+বাদিন্}
- Bengali Word ন্যায়রত্ন Bengali definition ⇒ ন্যায়ালঙ্কার
- Bengali Word ন্যায়ালঙ্কার, ন্যায়তীর্থ, ন্যায়চঞ্চু, ন্যায়রত্ন Bengali definition [ন্যায়ালঙ্কার্, ন্যায়্তির্র্থো, ন্যায়্চোনচু, ন্যায়্রত্নো] (বিশেষ্য) ১ ন্যায়শাস্ত্রে বিশিষ্ট জ্ঞান লাভজ্ঞাপক উপাধি। ন্যায়শাস্ত্রে বিশিষ্ট জ্ঞান লাভজ্ঞাপক উপাধি২ পণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+অলঙ্কার, তীর্থ, চঞ্চু, রত্ন}
- Bengali Word ন্যায়ালয়, ন্যায়াধিকরণ Bengali definition [ন্যায়ালয়্, ন্যায়াধিকরোন্] (বিশেষ্য) বিচারালয়; আদালত। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+আলয়, অধিকরণ}
- Bengali Word ন্যায়িক Bengali definition [ন্যায়িক্] (বিশেষণ) ন্যায়বিষয়ক; ন্যায়সংক্রান্ত; বিচারবিষয়ক; judicial। {(তৎসম বা সংস্কৃত) ন্যায়+ইক(ঠক্)}
- Bengali Word ন্যুব্জ Bengali definition [নুব্জো] (বিশেষণ) ১ কুব্জ; কুঁজো; বক্রপৃষ্ঠ। ২ বক্র। ৩ উপুড়। {(তৎসম বা সংস্কৃত) নি+√উজ্+অ(ঘঞ্)}
- Bengali Word ন্যূন Bengali definition [নুনো] (বিশেষণ) অপেক্ষাকৃত অল্প; তুলনায় কম। ন্যূনকল্প (অব্যয়) অন্তত; at least। ন্যূনকল্পে, ন্যূনপক্ষে (ক্রিয়াবিশেষণ) কম করে ধরলে; নিদানপক্ষে; at least। ন্যূনতা, ন্যূনত্ব (বিশেষ্য) অপেক্ষাকৃত অল্পতা; তুলনায় কমের ভাব। ন্যূনাধিক (বিশেষণ) ১ কমবেশি; বেশিকম। ২ প্রায় (ন্যূনাধিক পাঁচশত)। ন্যূনাধিক্য (বিশেষ্য) কমবেশির ভাব; তারতম্য; অল্পতা ও আতিশয্য; অল্পত্ব ও আধিক্য। {(তৎসম বা সংস্কৃত) নি+ঊন্+অ(অচ্)}
- Bengali Word নৎ Bengali definition ⇒ নথ
- Bengali Word নড় ১ Bengali definition [নড়্] (বিশেষ্য) নলখাগড়া (নড় নির্মিত দড়মা)। {(তৎসম বা সংস্কৃত) নল>}
- Bengali Word নড় ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নড়ো] (বিশেষ্য) দৌড় (মায়ে বলে বিশ্বম্ভর যাহ নড় দিয়া-বৃন্দাবন দাস)। নড়ানড়ি (বিশেষ্য) দৌড়াদৌড়ি। {রড়>}
- Bengali Word নড়চড় Bengali definition [নড়্চড়্] (বিশেষ্য) ১ ব্যতিক্রম; অন্যথা; ব্যত্যয় (অমন বড় মানুষ লোক, কথা দিলে আর নড়চড় আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ নড়াচড়া; বিচলন; স্পন্দন। {√নড়্+√চড়্}
- Bengali Word নড়ন Bengali definition [নড়োন্] (বিশেষ্য) ১ নড়া; চলন। ২ সঞ্চলন। ৩ স্পন্দন। নড়ন-চড়ন (বিশেষ্য) ১ নড়াচড়া; স্থান বা পার্শ্ব পরিবর্তন (নড়ন-চড়ন নেই-রাজশেখর বসু (পরশু))। ২ ব্যতিক্রম; অন্যথা। নড়নচড়নহীন, নড়নচড়নরহিত (বিশেষণ) অসাড়; নিঃসাড়। □ (বিশেষ্য) স্থির; অকম্পিত। {(তৎসম বা সংস্কৃত) √নড্>√নড়্+অন}