Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নোটিস, নোটিশ Bengali definition [নোটিশ্‌] (বিশেষ্য) সংবাদ; বিজ্ঞাপন; ইস্তেহারি; বিজ্ঞপ্তি; সূচনা। {(ইংরেজি) notice}
  • Bengali Word নোত, নো, নোতক (প্রাচীন বাংলা) Bengali definition [নোত, নো, নোতক্‌] (বিশেষ্য) অশ্রু (চণ্ডী মুছালেন নো-মানিক রাজার গান; পরতখ ভই গেল নোতে-বিদ্যাপতি; দ্বিনের নোতক পাতে-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) লোচ>}
  • Bengali Word নোতুন Bengali definition ⇒ নতুন
  • Bengali Word নোদন Bengali definition [নোদোন্‌] (বিশেষ্য) ১ প্রেরণ; চালানো। ২ অপসারণ; দূরীকরণ; তাড়ানো; অপনোদন। ৩ নিবারণ; বাধাপ্রদান। {(তৎসম বা সংস্কৃত) √নুদ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নোনতা Bengali definition [নোন্‌তা] (বিশেষ্য) কচুরি; নিমকি জাতীয় খাবার। □ (বিশেষণ) লবণাক্ত। {নুন+তা}
  • Bengali Word নোনা ১ Bengali definition [নোনা] (বিশেষণ) লবণাক্ত। নোনা ধরা, নোনা লাগা (ক্রিয়া) ইট দেয়াল প্রভৃতি জীর্ণ হলে তাতে মাটির লবণ অংশ ফুটে ওঠা (মধ্যবিত্ত জীবনের সুউচ্চ আশার সংকীর্ণ কারার এই নোনা-ধরা পাণ্ডুর প্রাচীরে-সৈয়দ হামজা)। {নুন+আ}
  • Bengali Word নোনা ২ Bengali definition [নোনা (বিশেষ্য) আতাজাতীয় ফল (তারপর দেখি নোনা ফুটি শশা তরমুজ-সৈয়দ মুর্তাজা আলী)। {পর্তুগিজ annona}
  • Bengali Word নোল Bengali definition [নোল্‌] (বিশেষ্য), (বিশেষণ) আলগা; ঢিলা (নোল দিয়ে তাই এগিয়ে এলাম-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) লোল>}
  • Bengali Word নোলক Bengali definition [নোলক্‌, নোলোক্‌] (বিশেষ্য) নাকের ফুল; নাসিকার এক প্রকার অলঙ্কার (কলমী ফুলের নোলক-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) লোলক>}
  • Bengali Word নোলা Bengali definition [নোলা] (বিশেষ্য) ১ জিহ্বা; লোলা (খাবার জিনিস দেখলে যেমন নোলা দিয়ে লালা ঝরে-কাজী নজরুল ইসলাম)। ২ আহারে লোভ। নোলাদাগা (বিশেষণ) ১ লোলুপ; লোভী। ২ পেটুক। নোলা বাড়ানো (ক্রিয়া) খাবার লোভ করা। {(তৎসম বা সংস্কৃত) লোলা>}
  • Bengali Word নোড় Bengali definition [নোড়্‌] (বিশেষ্য) আমলকীর আকৃতি সাদা টক ফলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) লবণী>}
  • Bengali Word নোড়া, লোড়া Bengali definition [নোড়া, লোড়া] (বিশেষ্য) প্রস্তরনির্মিত ছোট পেষণদণ্ড; পেষণী; মসলা ইত্যাদি বাটার পাথর; পুতা। {(তৎসম বা সংস্কৃত) লোষ্ট্র>(প্রাকৃত) লোট্‌ঠ+লোড়>নোড়+আ}
  • Bengali Word নোয়া ১, নুয়া Bengali definition [নোয়া, নুয়া] (বিশেষ্য) লৌহ নির্মিত হাতের অলঙ্কার যা সধবার নিদর্শন হিসেবে হিন্দু সধবা নারীরা ব্যবহার করে (হাতের নোয়াও প্রথম যৌবনের সাধের জিনিস-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) লৌহ>}
  • Bengali Word নোয়া ২ Bengali definition [নোয়া] (ক্রিয়া) ঝুঁকে পড়া; নত বা অবনত হওয়া; মাথা নিচু করা। □ (বিশেষ্য), (বিশেষণ) অনবত; নত; ঝোঁকা। নোয়ানো (ক্রিয়া) নত করা; ঝুঁকিয়ে দেওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) নতকরণ। {(তৎসম বা সংস্কৃত) নত>√নো+আ}
  • Bengali Word নৌ Bengali definition [নোউ] (বিশেষ্য) নাও; তরণী; পোত; জলযান। নৌবল, নৌবাহিনী (বিশেষ্য) জলযুদ্ধে প্রয়োগযোগ্য সৈনিক ও জাহাজের সমষ্টি। নৌবাহ (বিশেষ্য) ১ দাঁড়ি নৌচালক। ২ জাহাজ চালনা। নৌবাহী (বিশেষ্য) ১ নৌকা চলাচল করতে পারে এমন গভীর ও প্রশস্ত নদী, খাল ইত্যাদি। □ (বিশেষ্য), (বিশেষণ) নৌকা চালনাকারী। নৌবাহ্য (বিশেষণ) জাহাজাদি চালানোর উপযুক্ত; navigable। নৌবিদ্যা (বিশেষ্য) নৌকা জাহাজ ইত্যাদি নির্মাণ; নৌকা জাহাজ ইত্যাদি চালনার বিদ্যা। নৌযুদ্ধ (বিশেষ্য) জলযুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) নুদ্‌+ঔ(ডৌ); (তুলনীয়) (গ্রিক) naus, (ল্যাটিন) navis}
  • Bengali Word নৌকতা Bengali definition [নোউক্‌তা] লৌকিকতা; সামাজিক আদানপ্রদান বা আচার ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) লৌকিকতা>}
  • Bengali Word নৌকা Bengali definition [নৌউকা] (বিশেষ্য) ১ নাও; তরণী; জলযান; পোত; তরী। ২ দাবা খেলার ‍গুটিবিশেষ। নৌকাজীবি (-বিন), নৌকাজীবিক (বিশেষণ) মাঝি; নৌকা বাওয়া যার জীবিকা। নৌকাপথ (বিশেষ্য) নদীতে নৌকা চলাচরের পথ; জলপথ; নদীপথ। নৌকা বিলাস, নৌকাবিহার, নৌকালীলা (বিশেষ্য) ১ নৌকা চড়ে বেড়ানো। ২ শ্রীকৃষ্ণকীর্তনে ও পদাবলিতে শ্রীকৃষ্ণের ও গোপীগণসহ একটি লীলা। নৌকাযাত্রী (বিশেষ্য) যে নৌকায় যাত্রা করে। নৌকারোহী (-হিন্‌) (বিশেষণ) নৌকায় আরোহণ করে এমন; জলপথের যাত্রী; নৌকাযাত্রী। দুই নৌকায় পা দেওয়া (বিশেষ্য) দুই চলমান নৌকায় দুই পা রাখলে যেমন পানিতে পড়ে যাওয়া অবশ্যম্ভাবী, সেইরূপ দুই মত বা দলের সমর্থকের বিপন্ন অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) নৌ+ক(কন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word নৌজোয়ান Bengali definition ⇒ নওজোয়ান
  • Bengali Word নৌতন (প্রাচীন বাংলা) Bengali definition [নোউতন্‌] (বিশেষণ) নতুন (নৌতন মণ্ডপে ধর্মর সমীপে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নূতন>}
  • Bengali Word নৌবত, নৌবৎ Bengali definition ⇒ নওবত
  • Bengali Word নৌবল, নৌবাহ, নৌবাহী, নৌবাহ্য, নৌবিদ্যা, নৌযুদ্ধ Bengali definition ⇒ নৌ
  • Bengali Word ন্যগ্রোধ Bengali definition [নগ্‌গ্রোধো] (বিশেষ্য) বটগাছ (এই বঙ্গের বীজ ন্যগ্রোধ প্রায় প্রান্তর তার ছায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্‌+রোধ}
  • Bengali Word ন্যস্ত Bengali definition [ন্যাস্‌তো, নস্‌তো] (বিশেষ্য) ১ ভার দেওয়া হয়েছে এমন; অর্পিত; সমর্পিত; প্রদত্ত। ২ রক্ষিত; গচ্ছিত। ৩ বিন্যস্ত; বিন্যস্তকৃত। ৪ নিক্ষিপ্ত; পতিত। ৫ স্থাপিত; প্রতিষ্ঠিত; নিহিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√অস্‌+ত(ক্ত)}
  • Bengali Word ন্যাংটা, ন্যাংটো Bengali definition [ন্যাঙ্‌টা, ন্যাঙ্‌টো] (বিশেষণ) বিবস্ত্র; উলঙ্গ; দিগম্বর। ন্যাংটাগারা (বিশেষ্য) স্কটল্যাণ্ডের পর্বত অঞ্চলের অধিবাসী; খাটো প্যান্ট পরতে অভ্যস্ত বলে তাদের এরূপ বলা হয়। {(তৎসম বা সংস্কৃত) নগ্নাট>}
  • Bengali Word ন্যাওটা Bengali definition ⇒ নেউটা
  • Bengali Word ন্যাকর Bengali definition ⇒ নেকার
  • Bengali Word ন্যাকা Bengali definition ⇒ নেকা
  • Bengali Word ন্যাক্কার, ন্যাকার Bengali definition [নক্‌কার্‌, ন্যাকার্‌] (বিশেষ্য) ১ ভীষণ ঘৃণার বিষয়। ২ বমি; বমন (গন্ধ দেখ, ন্যাকার ওঠেদীনবন্ধু মিত্র)। ৩ ধিক্কার। ন্যাক্কারজনক (বিশেষণ) ১ অতিশয় ঘৃণাজনক (অসত্যের পুঞ্জীকৃত ন্যক্কারজনক আবর্জনা রাশি-আখা)। ২ অত্যন্ত নিন্দনীয়; ধিক্কারজনক। ৩ বমনোদ্রেক কর। {(তৎসম বা সংস্কৃত) ন্যক্‌+কার}
  • Bengali Word ন্যাকড়া Bengali definition ⇒ নেকড়া
  • Bengali Word ন্যাজা Bengali definition ⇒ নেজা