ন পৃষ্ঠা ৫
- Bengali Word নতুন, নোতুন, নত্তুন Bengali definition [নোতুন, নোতুন, নোত্তুন] (বিশেষণ) ১ নব; নূতন; নবীন। ২ যৌবন (দেখা হইল নারে শ্যাম আমার এই নতুন বয়সের কালে-সৈয়দ মুজতবা আলী)। ৩ পুরনো নয় এমন; টাটকা (নতুন চাল, নতুন পাতা, নতুন সম্বন্ধ)। নতুন খাতা (বিশেষ্য) নূতন বৎসরের নূতন খাতা খোলার উৎসব; হালখাতা। {(তৎসম বা সংস্কৃত) নূতন}
- Bengali Word নতুবা Bengali definition [নোতুবা] (অব্যয়) নচেৎ; অন্যথায়; তা না হলে; নইলে। {(তৎসম বা সংস্কৃত) ন+তু+বা}
- Bengali Word নতোদর Bengali definition [নতোদর্] (বিশেষণ) যে উদরের মধ্যভাগ নত; কড়াই চাটু ইত্যাদির পেটের ন্যায়; উন্নত উদরের বিপরীত; সাঁটাপেটা; concave। {(তৎসম বা সংস্কৃত) নত+উদর; কর্মধারয় সমাস}
- Bengali Word নতোন্নত Bengali definition [নতোন্নতো] (বিশেষ্য) উঁচুনিচু; বন্ধুর; এবড়োথেবড়ো। {(তৎসম বা সংস্কৃত) নত+উন্নত; কর্মধারয় সমাস}
- Bengali Word নত্তা Bengali definition [নত্তা] (বিশেষ্য) শিশুর জন্মের নবম দিনে প্রসূতির সূতিকাগৃহ হতে বহির্গমনাদি হিন্দু সংস্কারবিশেষ। {নবম>ন+কৃত্যা>ত্তা}
- Bengali Word নত্তুন Bengali definition ⇒ নতুন
- Bengali Word নথ, নৎ Bengali definition [নথ্, নত্, নৎ] (বিশেষ্য) বলয়াকৃতি নাকের অলঙ্কার (বাঁশের কচিপাতা দিয়ে গড়িয়ে দেব নথটি নাকের-জসীমউদ্দীন; খাঁদা নাকে আবার নৎ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। নথনাড়া (ক্রিয়া) নথ নেড়ে নিজের সংকল্প বা গর্ব প্রকাশ করা; মুখ ঝামটা দেওয়া (তাহলে দেখবো লো তাঁর এজলাসে তুই কত নথনারা আর বক্তিমে দিতে পারিস-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) নাথ>}
- Bengali Word নথি, নথী Bengali definition [নোথি] (বিশেষ্য) ১ সুতা দিয়ে গাঁথা কাগজপত্রের তাড়া। ২ কোনো বিষয় সংক্রান্ত কাগজপত্রের তাড়া; ফাইল (মোকদ্দমার নথি)। নথিনিবন্ধ (বিশেষ্য) নথির তালিকাবই; file-register। নথি-নিষ্পত্তিপত্রী (বিশেষ্য) যাতে নথির কাজ শেষ হওয়ার কথা লেখা থাকে; file disposal slip। নথিপত্র (বিশেষ্য) কোনো বিশেষ বিষয়ের বিশেষত মোকদ্দমাদির কগজপত্র। নথিপ্রাপক (বিশেষ্য) নথির কাগজের অনুসন্ধান করে বের করে দেন যিনি; finder। নথিভুক্ত (বিশেষ্য), (বিশেষণ) নথিতে সংযোজিত। নথিরক্ষক (বিশেষ্য), (বিশেষণ) যিনি নথি রক্ষণাবেক্ষণ করেন; record-keeper। নথিশামিল (বিশেষণ) ১ নথির সাথে গাঁথা; নথির অন্তর্ভুক্ত; নথিযুক্ত। ২ প্রামাণিক কাগজপত্ররূপে যা গ্রহণ করা হয়েছে। {(হিন্দি) নথ্থি}
- Bengali Word নদ Bengali definition [নদ্] (বিশেষ্য) নদী শব্দের পুংলিঙ্গ; কপোতাক্ষ, বলেশ্বর, সিন্ধু, দামোদর, ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নামে অভিহিত। {(তৎসম বা সংস্কৃত) √নদ্+অ(অচ্)}
- Bengali Word নদারত, নদারদ Bengali definition [নদারত্, নদারদ্] (অব্যয়) নেই; বিহীন; শূন্য; অভাব (শহরের বড় মানুষের বাড়ীর দরওয়ানরা খোদ হুজুর ভিন্ন নদের রাজা এলেও খবর নদারৎকালীপ্রসন্ন সিংহ; তাঁদের কথায় বাস্তবতা একরকম ‘নদারদ’ বললেই হয়-কাজী নজরুল ইসলাম)। খাতির নদারত খাতির নেই। {(ফারসি) নদারদ্}
- Bengali Word নদিত Bengali definition [নোদিতো] (বিশেষণ) শব্দিত; গর্জিত। নর্দন (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) √নর্দৃ্+ত(ক্ত)}
- Bengali Word নদী Bengali definition [নোদি] (বিশেষ্য) পাহাড় হ্রদ প্রস্রবণ প্রভৃতি থেকে উৎপন্ন ও নানা জনপদের জলস্রোত; চারক্রোশের অধিক বাহিনী জলনালি; স্বাভাবিক জলস্রোত; স্রোতস্বিনী; তটিনী; তরঙ্গিণী; প্রবাহিণী। নদীকান্ত, নদীপতি (বিশেষ্য) সমুদ্র। নদীকূল (বিশেষ্য) নদীতীর; নদীর ধার (এত দিন নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নদীগর্ভ (বিশেষ্য) নদীর দুই তীরের মধ্যস্থ স্থান; নদীর অভ্যন্তর ভাগ; নদীর জলভাগ। নদীজ (বিশেষণ) নদীজাত; নদী থেকে উদ্ভূত। নদীতর স্থান (বিশেষ্য) খেয়াখাট; পারঘাটা; নদী পার হবার জায়গা। নদীপথ (বিশেষ্য) নদীরূপ পথ; জলপথ। নদীবক্ষ (বিশেষ্য) নদীর জলময় অংশের উপরিভাগ। নদীবঙ্ক (বিশেষ্য) নদীর বাঁক। নদীবন্ধ (বিশেষ্য) নদীতে বাঁধানো ঘাট। নদীবহুল (বিশেষণ) প্রচুর নদীযুক্ত। নদীবহুলা (স্ত্রীলিঙ্গ)। নদীভব (বিশেষ্য) নদীজাত। □ (বিশেষ্য) সৈন্ধব লবণ। নদী মাতৃক (বিশেষণ) নদী মাতা এমন; নদী-লালিত; যে দেশের শস্যের উৎপাদন নদীর জলের উপর নির্ভরশীল। নদীমুক (বিশেষ্য) যে স্থানে নদী সমুদ্রের সঙ্গে মিলিত হয়; নদীর মোহনা; সাগর থেকে নদীতে প্রবেশপথ। নদীর মুখে বালির বাঁধ (বিশেষ্য) ১ অবাস্তব উপায়; অসম্ভব পরিকল্পনা। নদীষ্ণ (বিশেষণ) নদী সম্বন্ধে বিশেষষ্ণ। □ (বিশেষ্য) ডুবুরি; ভালো সাঁতারু। নদীসৈকত (বিশেষ্য) নদীর চর বা বালুকাময় তীর। নদীস্নাত (বিশেষণ) নদীতে কৃত স্নান। নদীস্রোত (বিশেষ্য) নদীর জলের প্রবাহ। {(তৎসম বা সংস্কৃত) নদ+ঈ(ঙীপ্)}
- Bengali Word নদে Bengali definition [নোদে] (বিশেষ্য) নদীয়া বা নবদ্বীপ নামের সংক্ষিপ্ত রূপ। নদেয় এলো বান-নবদ্বীপে ভক্তি ও ঐশী প্রেমের আধিক্য। নদের চাঁদ (বিশেষ্য) ১ নদীয়ার চাঁদ; নবদ্বীপের গৌরব; নবদ্বীপচন্দ্র। ২ শ্রীচৈতন্যর একটি নাম। ৩ (ব্যঙ্গার্থ) কুৎসিত ব্যক্তি; অসৎ লোক। {(তৎসম বা সংস্কৃত) নবদ্বীপ>}
- Bengali Word নদ্ধ Bengali definition [নদ্ধো] (বিশেষ্য), (বিশেষণ) বদ্ধ; অসৎ লোক। {(তৎসম বা সংস্কৃত) √নহ্+ত(ক্ত)}
- Bengali Word নধর Bengali definition [নধোর্] (বিশেষণ) ১ নব জলধরের মতো; কোমলতা ও লাবণ্যযুক্ত; সরস ও নবীন; কমনীয়; কোমল (নধর চিকন বাছুরের গায়ে বিগলিত যেন মোম-করুণানিধান বন্দোপাধ্যায়)। ২ তাজা (ফিরোজা বেগম বসন্তের কীটদষ্ট নধর লতিকার ন্যায় দিন দিন মলিন হইতে লাগিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। ৩ সুস্পষ্ট; গোলমাল; সুডৌল। ৪ কোমলাঙ্গ (কামিজ আঁটা নধর বাবু নাগর কোন জন-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) নবজলধর> (ব্রজবুলি) নবধর>নধর}
- Bengali Word নন Bengali definition [নন্] (ক্রিয়া) নন; হন না। {নহেন>}
- Bengali Word নন-কো-বাদ, নন-কো-অপারেশন Bengali definition [নন্কোবাদ্, নন্কোঅপারেশন্] (বিশেষ্য) অসহযোগ আন্দোলন; non-cooperation movement (ননকোবাদের শঙ্খ হঠাৎ উঠল বেজে ভারত গগন ব্যেপে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ইংরেজি) non cooperation}
- Bengali Word নন-ভায়লেন্ট, নন-ভায়োলেন্ট Bengali definition [নন্ভায়োলেন্ট্] (বিশেষণ) অহিংস; অপ্রচণ্ড; অতীব্র (ইংরেজ তাড়ানোর ব্যাপারে সত্য সত্যই নন-ভায়োলেন্ট-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(ইংরেজি) non-violent}
- Bengali Word ননদ Bengali definition [ননোদ্] (বিশেষ্য) স্বামীর ভগিনী; স্বামীর বোন। ননদাই, নন্দাই (বিশেষ্য) ননদের স্বামী (তুমি তাঁর নন্দাই-নজিবর রহমান; সম্বন্ধে দনাই ওঝা আমার নন্দাই-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ননদিনী, ননদী (বিশেষ্য) ননদ (শাশুরী ননদী বাক্য বিষয় বরিষণ-সৈয়দ আলাওল)। নন্দাই (পুংলিঙ্গ)। ননন্দা, ননান্দা,ননন্দৃ (বিশেষ্য) ননদ। ননাস (বিশেষ্য) স্বামীর জ্যেষ্ঠা ভগিনী। {(তৎসম বা সংস্কৃত) ননন্দা(-ন্দৃ)>}
- Bengali Word ননস্টপ Bengali definition [নন্স্টপ্] (বিশেষণ) অবিরাম; অবিরত; non-stop (সেই সব মন্দির ও মসজিদ ননস্টপ পূজা করিতেছে এবং নামাজ পড়িতেছে-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(ইংরেজি) non-stop}
- Bengali Word ননান্দা, ননাস Bengali definition ⇒ ননদ
- Bengali Word ননি, ননী Bengali definition [নোনি] (বিশেষ্য) কাঁচা দুধের মাখন; মাখন। ননিচোরা (বিশেষ্য) ননি চুরি করে যে; বিশেষার্থে শ্রীকৃষ্ণ। ননিবালা (বিশেষ্য) কোমলাঙ্গী নারী (সে মনে কোন অবলা সরলা ননীবালার প্রবেশাধিকার ছিল না-প্রথম চৌধুরী)। ননির ঢেলা (বিশেষ্য) মাখনের টুকরা (কাজেই শরীরটা হচ্ছে আমাদের মত ননীর ঢেলা যাকে শুধু বিলাস-ব্যসনেই লাগানো যেতে পারে-কাজী নজরুল ইসলাম)। ননির পুতুল (বিশেষণ) ১ ননিতে গড়া; পুতুলের মতো সামান্য তাপে গলে যায় এমন; কোমলাঙ্গ। ২ আদুরে; অকর্মণ্য। ৩ অতিশয় আদরযত্নে পালিত ও কোমলাঙ্গ। ননুয়া (বিশেষ্য) ননি; মাখন। □ (বিশেষণ) ননি দিয়ে গঠিত; ননির মতো কোমল ও সুন্দর (এই ননুয়া তনুয়াদেরি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) নবনীত> (প্রাকৃত) ণঅনীঅ>}
- Bengali Word নন্দ Bengali definition [নন্দো] (বিশেষ্য) ১ কৃষ্ণের পালকপিতা নন্দগোপ; মথুরার রাজার অধীনে ইনি ব্রজে গোপীদের অধিপতি ছিলেন। ২ আনন্দ। নন্দক (বিশেষণ) ১ আনন্দজনক। নন্দকুমার (বিশেষ্য) ১ নন্দের পুত্র; শ্রীকৃষ্ণ। ২ (আলঙ্কারিক) অত্যধিক আদরে নষ্ট। নন্দ দুলাল (বিশেষ্য) আদুরে গোপাল; শ্রীকৃষ্ণ (ধনীর অকর্মণ্য নন্দদুলাল রূপেও আমরা তাঁহাকে দেখিতে পাই না-এআচৌ)। নন্দনন্দন, নন্দলাল (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। নন্দবংশ (বিশেষ্য) মগধের রাজা মহাপদ্মের বংশ। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্+অ(অচ্)}
- Bengali Word নন্দন Bengali definition [নন্দোন্] (বিশেষ্য) ১ পুত্র; বংশধর (রঘুনন্দন)। ২ স্বর্গের উদ্যান (নন্দন কানন)। □ (বিশেষণ) আনন্দদায়ক; আনন্দ দেয় এমন; সুখদ (নয়ন-নন্দন)। নন্দনকানন (বিশেষ্য) স্বর্গের উদ্যান; বেহেশ্তের বাগান; সর্বদা আনন্দদায়ক উদ্যানবিশেষ। নন্দনতত্ত্ব (বিশেষ্য) সৌন্দর্যবিদ্যা; শিল্প সাহিত্য ইত্যাদির সৌন্দর্য সংক্রান্ত তত্ত্ব মতবাদ বা জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্+অন(ল্যুট্)}
- Bengali Word নন্দা ১ Bengali definition [নন্দা] (বিশেষ্য) ১ হিন্দুদেবী দুর্গা। ২ (জ্যোতির্বিজ্ঞান) প্রতিপদ ষষ্ঠী ও একাদশী-এই তিন তিথি। {(তৎসম বা সংস্কৃত) √নন্দি+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word নন্দা ২ Bengali definition [নন্দা] (বিশেষ্য) ১ ননদ; স্বামীর বোন। ২ বড় মাটির পাত্র; নাদা। {(তৎসম বা সংস্কৃত) ননন্দ্>}
- Bengali Word নন্দাই Bengali definition ⇒ ননদ
- Bengali Word নন্দি Bengali definition [নোন্দি] (বিশেষ্য) ১ আনন্দ। ২ শিব। ৩ আনন্দদায়ক। নন্দিকর, নন্দিবর্ধক (বিশেষণ) আনন্দবর্ধক। নন্দিকেশ্বর (বিশেষ্য) শিবের প্রধান অনুচর; নন্দী। নন্দিত (বিশেষণ) ১ আনন্দিত; সন্তোষপ্রাপ্ত। ২ আনন্দ দেওয়া হয়েছে এমন; তোষিত। নন্দিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্+ই(ইন্)}
- Bengali Word নন্দিন Bengali definition ⇒ নন্দী
- Bengali Word নন্দিনী Bengali definition [নোন্দিনি] (বিশেষ্য) ১ কন্যা; দুহিতা। ২ গঙ্গা। ৩ বশিষ্ঠ মুনির কামধেনু। □ (বিশেষণ) আনন্দদায়িকা। {(তৎসম বা সংস্কৃত) √নন্দি+ইন্ (নিনি)+ঈ(ঙীপ্)}