ন পৃষ্ঠা ৪
- Bengali Word নজুল, নুযূল Bengali definition [নোজুল্, নুজুল্] (বিশেষ্য) অবতরণ; নাজিল হওন (নুযূল-ই-কুরআন)। {(আরবি) নুজুল্}
- Bengali Word নজ্জুম Bengali definition [নোজ্জুম্] (বিশেষ্য) গণক; ভাগ্যগণনাকারী; ভবিষ্যদ্বক্তা (‘নজ্জুম’ সব বলছে সবাই আসবে সেজন এ মঞ্জিল-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) নুজূমী}
- Bengali Word নঞ্ Bengali definition [নোয়িঁ, নঙ্] (অব্যয়) নেতিবাচক; নিষেধার্থক; (বিরোধার্থক) অ আ না নি প্রভৃতি অব্যয়যোগে ব্যক্ত হয় (নিলাজ কাহ্নঞি-চণ্ডীদাস)। নঞর্থক (বিশেষণ) নেতিবাচক; negative; অভাব, বিরোধ, নিষেধ প্রভৃতি ভাবজ্ঞাপক; অনস্তিত্ববাচক। নঞ্ তৎপুরুষ (বিশেষ্য) (ব্যাকরণ) অভাব, অন্যত্ব, অল্পতা, নিষেধ ও বিরোধবাচক নঞর্থক শব্দের সঙ্গে নিষ্পন্ন তৎপুরুষ তথা কারক বিভক্তি বা কর্মপ্রবচনীয় লোপে সমাস (অসৎ, অনভিজ্ঞ, অকাজ)। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গ বিশেষ}
- Bengali Word নট ১ Bengali definition [নট্, সমাসের পূর্বপদে “নটো”] (বিশেষ্য) ১ নর্তক; নৃত্যব্যবসায়ী (মধুর নটিনী নটরঙ্গ-বিদ্যাপতি)। ২ অভিনেতা; নাটকের অভিনয়কারী। নটবর (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ নর্তক। ২ শ্রেষ্ঠ অভিনেতা। ৩ শ্রীকৃষ্ণ। নটরাজ, নটেশ্বর (বিশেষ্য) ১ নর্তকশ্রেষ্ঠ। ২ হিন্দুদেবতা শিব যিনি তাণ্ডব নৃত্য করেন। নটিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নর্তকী (চলে যেন নটিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অভিনেত্রী। ৩ বেশ্যা; বারাঙ্গনা। নটী (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) নর্তকী; নৃত্য যে নারীর উপজীবিকা। ২ অভিনেত্রী। {(তৎসম বা সংস্কৃত) √নট্+অ(অচ্)}
- Bengali Word নট ২ Bengali definition [নট্] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √নট্+অ(অচ্)}
- Bengali Word নট ৩ Bengali definition [নট্] (বিশেষ্য) সঙ্গীতের রাগ (নটনারায়ণ, নটমল্লার, ছায়ানট)। {(তৎসম বা সংস্কৃত) √নট্> (প্রাকৃত) নট্ট>}
- Bengali Word নট ৪ Bengali definition [নট্] (বিশেষ্য) ১ দুষ্ট; নষ্টচরিত্র; লম্পট; যে বহু নারীর সঙ্গে প্রণয় করে। ২ ধ্বংস (লঙ্ঘিয়া তোমার ঘট ছয় ডিঙ্গী হবে নট-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) নষ্ট; বিকৃত (শুন ওহে গুণনিধি নট হোক ছানা দধি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; সব কর্ম হবে নট-ভারতচন্দ্র রায়গুণাকর)। নটখট, নটখটি (বিশেষ্য) ১ ছোটখাট গোলমাল বা ঝগড়াঝাঁটি। ২ ঝঞ্ঝাটপূর্ণ (নটখটে কাজ)। নটঘট, নটঘটি (বিশেষ্য) অসৎ সম্বন্ধ ঘটনা; অবৈধ প্রণয়সূচক ব্যাপার; কলঙ্কজনক ঘটনা। নটখটে (বিশেষণ) গোলমেলে; ঝঞ্ঝাটপূর্ণ (নটখটে কাজ)। নটঘটে (বিশেষণ) ১ অসৎ সম্বন্ধযুক্ত; কলঙ্কযুক্ত (নটঘটে ব্যাপার)। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট> (প্রাকৃত) ণট্ঠ>}
- Bengali Word নটই Bengali definition [নটোই] (ব্রজবুলি) (ক্রিয়া) নৃত্য করে (রঙ্গিণীগণ সব সঙ্গহি নটই-বিদ্যাপতি)। {নট+ই}
- Bengali Word নটক (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নটক] (বিশেষ্য) ১ দোষত্রুটি (রাজা বড় খরতর নাহি গুণকথা; লগু নটক পাইলে কাটে তার মাথা-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ ধৃষ্ট; ছলনা-কুশল (সুনহ নটক কাহ্ন কেহ্নে কর অপমান-বড়ু চণ্ডীদাস)। ২ দুষ্ট; নষ্ট (তবেহ নিলাজ দূতী নটক কুজনি ময়নার বিদিতে কহে চৈত্র ঋতু পুনি-কাজী দৌলত)। ৩ নর্তক (নৃত্য দেখিবারে দিলা নটক সুন্দর –দৌবা)। নটকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ দুষ্টা; ধৃষ্টা। ২ কুচেষ্টাবতী। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট> (প্রাকৃত) ণট্ঠ> (বাংলা) নট+ক}
- Bengali Word নটকনা, নটকান Bengali definition [নট্কনা, নট্কানো] (বিশেষণ) ১ বাসন্তী রং (নটকনা রং শাড়ীটি ভাঁজে-মোহিতলাল মজুমদার; সেখানে শরীর তার নটকান-রক্তিম রৌদ্রের আড়ালে-জীবনানন্দ দাশ)। □ (বিশেষ্য) একপ্রকার গাছ বা তার বীজ। {অজ্ঞাতমূল}
- Bengali Word নটকী Bengali definition ⇒ নটক
- Bengali Word নটখট, নটখটি, নটখটে, নটঘট, নটঘটি, নটঘটে Bengali definition ⇒ নট৪
- Bengali Word নটচাঁদ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নটোচাঁদ্] (বিশেষ্য) নষ্টচন্দ্র; ভাদ্র মাসের চতুর্থী তিথিতে উদিত চন্দ্র (বাদরে দেখিনু নটচাঁদে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) নষ্টচন্দ্র>}
- Bengali Word নটতি Bengali definition [নটোতি] (ক্রিয়া) নাচছে (নটতি কলাবতী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নৃত্যতি>}
- Bengali Word নটন Bengali definition [নটোন্] (বিশেষ্য) নৃত্য। {(তৎসম বা সংস্কৃত) নট+অন(ল্যুট্)}
- Bengali Word নটবর Bengali definition ⇒ নট১ ও নট৪
- Bengali Word নটরাজ Bengali definition ⇒ নট১
- Bengali Word নটা Bengali definition [নটা] (বিশেষ্য) সুমিষ্ট খাগড়াবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) নল>নড়>}
- Bengali Word নটিনী Bengali definition ⇒ নট২
- Bengali Word নটী Bengali definition ⇒ নট১ ও ট২
- Bengali Word নটে, নটিয়া Bengali definition [নোটে, নোটিয়া] (বিশেষ্য) ১ এক প্রকার শাক (লাল নটের ক্ষেতে, লাল টুকটুকে বৌ যায় গো-কাজী নজরুল ইসলাম)। ২ নর্তক। নটে খাড়া (বিশেষ্য) নটে শাকের ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) লুণ্টক অথবা (তৎসম বা সংস্কৃত) লতা>নটা>}
- Bengali Word নটেশ্বর Bengali definition ⇒ নট১
- Bengali Word নঠ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নঠো] (বিশেষণ) নষ্ট; বিকৃত (ঘৃত দুধ দধি নঠ না কর-বড়ু চণ্ডীদাস)। নঠশীল (বিশেষণ) দুষ্ট প্রকৃতি (নঠশীল মারে কীল লাগে খিল দাঁতে-ভারতচন্দ্র রায়গুণাকর)। নঠী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ধৃষ্টা; প্রগল্ভা। {(তৎসম বা সংস্কৃত) নষ্ট> (প্রাকৃত) নট্ঠ>}
- Bengali Word নড্ Bengali definition [নড্] (বিশেষ্য) অভিবাদন; মাথা সঞ্চালন (নিতান্ত সামনে, বয়সে বড়; তাই একটা ছোটাসে ছোটা নড করলুম-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) nod}
- Bengali Word নত Bengali definition [নতো] (বিশেষণ) ১ হেঁট; অবনত; শ্রদ্ধাবিনম্র (নতমস্তক)। ২ প্রণত; প্রণামকারী (চরণে নত)। ৩ বিনীত; নম্র। ৪ নিম্নাভিমুখী (নতদৃষ্টি)। ৫ নিচু; অনুন্নত; উন্নত নয় এমন (নতনাসিক)। ৬ কুটিল; বক্র। নতা (স্ত্রীলিঙ্গ)। নতজানু (বিশেষণ) হাঁটু গেড়ে বসে আছে এমন। নতনয়ন, নতনেত্র (বিশেষ্য) অবনত দৃষ্টি। □ (বিশেষণ) মুখ নত করে নিচের দিকে দৃষ্টি করে আছে এমন (মৃদু হাস্যে নতনেত্রে দাঁড়াও আসিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। নতনাস, নতনাসিক বণ চ্যাপটা নাকযুক্ত; অনুন্নত নাসিকাযুক্ত; খাঁদা। নতবান (বিশেষণ) নতশীল; প্রণত। নতভ্রূ (বিশেষণ) কুটিল ভ্রূ। নতমস্তক, নতশির (বিশেষণ) মাথা নিচু করেছে এমন; বিনয়ী। নতমুখী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নম্+ত(ক্ত)}
- Bengali Word নতা, নাতা Bengali definition [নতা, নাতা] (বিশেষ্য) ১ সম্বন্ধ (তোমা সনে নাতা কি তার-ভক্তমাল)। ২ ছল; ওজর। ৩ অছিলা; আপত্তি (ছুতানাতা)। {(তৎসম বা সংস্কৃত) জ্ঞাতি> (পালি) নাতি>}
- Bengali Word নতি ১ Bengali definition [নোতি] (বিশেষ্য) ১ নত অবস্থা বা ভাব। ২ প্রণাম; নমস্কার (জুড়িয়া উভয় পাণি ধীরে কৈল নতি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ অবনত হওয়া; নমন। ৪ বিনয়; নম্রতা। ৫ ঝোঁক; হেলে পড়া; inclination। ৬ অনুনয়; বিনীত প্রার্থনা; আবেদন; নিবেদন (কত করিলাম নতি, কেশে ধরি লহনা মারিল কিল লাথি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। নতিমান (বিশেষণ) প্রণত; নতশীল (শারী মুক ভেট দিয়া হইল নতিমান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √নম্+তি(ক্তি)}
- Bengali Word নতি ২ Bengali definition [নোতি] (বিশেষ্য) (জ্যামিতি) কোনো সরলরেখা বা তলের সঙ্গে কোণের যে পরিমাণ তা; inclination। {(তৎসম বা সংস্কৃত) √নম্+তি(ক্তি)}
- Bengali Word নতিজা, নতীজা Bengali definition [নোতিজা] (বিশেষ্য) পরিণাম; ফল (অনেক গোপনীয় কথাও ফাঁস করে দেয়। এর নতিজাও তাকে পেতে হয়েছে-মবিনউদ্দীন আহমদ)। {(আরবি) নতীজাহ}
- Bengali Word নতিমান Bengali definition ⇒ নতি১