Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নেহালি, নিহালি Bengali definition [নেহালি, নিহালি] (বিশেষ্য) ১ গদি; কার্পেট (জেলে আসিবার সময় ভেড়াকান্তের বাড়ীর লোকেরা হইতে খরিদ করে দিয়াছে-মীর মশাররফ হোসেন)। ২ নবমল্লিকা ফুলবিশেষ (নেহালি পিয়লি দুর্বা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) নবমল্লিকা}
  • Bengali Word নেহালে Bengali definition [নেহালে] (ক্রিয়া) নেত্রপাত করে; দেখে; দর্শন করে (নেহালে রহিল গড় রাজা বিভীষণ-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) নিভালন>}
  • Bengali Word নেড়, ন্যাড় Bengali definition [ন্যাড়্‌] (বিশেষ্য) লম্বাকৃতি বিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) লেগু>}
  • Bengali Word নেড়রি, গেড়রি Bengali definition [নেড়্‌ড়ি, গেড়্‌রি] (বিশেষ্য) বোচকাবুচকি; লটবহর; জিনিসপত্র; বাচ্চা-কাচ্চা; নেদড়ি গেদড়ি (বোমার ভয়ে বৌ, মা, বোন, নেড়ড়ি গেড়রি লয়ে দিগ্বিদিকে পলায় ভীরু মানুষ মৃত্যুভয়ে-কাজী নজরুল ইসলাম)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word নেড়া, ন্যাড়া Bengali definition [ন্যাড়া] (বিশেষ্য), (বিশেষণ) ১ যার কেশ মুণ্ডিত করা হয়েছে; মুণ্ডিত মস্তক; মুণ্ডিতকেশ। ২ নগ্ন। □ (বিশেষণ) ১ পত্রপুষ্পহীন (নেড়া গাছ)। ২ নগ্ন; বৃক্ষাদিশূন্য (বাগানের গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে হাজার ফুট উঁচু কালো নেড়া পাথরের খাড়া পাহাড়-সৈয়দ মুজতবা আলী)। ৩ পত্রপুষ্পহীন (নেড়া গাছ)। ৪ অলঙ্কারহীন; নিরাভরণ (নেড়া হাত)। ৫ সজ্জাহীন; শোভাহীন; সৌন্দর্যশূন্য; অশোভন (নেড়া নেড়া দেখানো)। □ (বিশেষ্য) ১ প্রাচীরহীন (আলিসাবিহীন নেড়া ছাদে ঘুড়ি উড়াইতে উঠিয়া পড়িয়া যায় নাই তো-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ (ব্যঙ্গার্থ) বৈষ্ণব বৈরাগী; বাউল; বৌদ্ধ ভিক্ষু (নেড়া-নেড়ির দল)। নেড়ি (স্ত্রীলিঙ্গ)। নেড়ানেড়ি, ন্যাড়ানেড়ী (বিশেষ্য) ১ (ব্যঙ্গার্থ) বৈষ্ণব-বৈষ্ণবীগণ। ২ বৈষ্ণব সম্প্রদায়। {(তৎসম বা সংস্কৃত) নগ্নাট>}
  • Bengali Word নেড়িকুত্তা Bengali definition ⇒ কুত্তা
  • Bengali Word নেড়ে Bengali definition [নেড়ে] (বিশেষ্য), (বিশেষণ) (ব্যঙ্গার্থ) অশ্রদ্ধাজনিত আক্রমণাত্মক উক্তিতে) নিচু শ্রেণির মুসলমান। {(তৎসম বা সংস্কৃত) নগ্নাট>}
  • Bengali Word নেয়া Bengali definition ⇒ নেওয়া
  • Bengali Word নেয়াই Bengali definition ⇒ নিহাই
  • Bengali Word নেয়াপতি Bengali definition [নেয়াপাতি] (বিশেষণ) কোমল শাঁসযুক্ত নারকেল; কচি ডাব। {(তৎসম বা সংস্কৃত) স্নেহপত্র>+ই}
  • Bengali Word নেয়ামৎ Bengali definition ⇒ নিয়ামত
  • Bengali Word নেয়ার, নেয়াড় Bengali definition [নেয়ার্‌, নেয়াড়্‌] (বিশেষ্য) চওড়া ফিতা যা খাট ছাওয়া ও মশারি ইজার-পাজামা ইত্যাদির কাজে ব্যবহৃত হয়। {(ফারসি) নয়ার্‌}
  • Bengali Word নেয়াল Bengali definition ⇒ নেহাল
  • Bengali Word নেয়ালী Bengali definition ⇒ নেআলী
  • Bengali Word নেয়াড় Bengali definition ⇒ নেয়ার
  • Bengali Word নৈ ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নই] (বিশেষ্য) নদী (স্নান করি মহানৈ কূলে-চৈতন্যভাগবত)। {(তৎসম বা সংস্কৃত) নদী>}
  • Bengali Word নৈ ২ Bengali definition [নোই] (বিশেষণ) নবজাত; নবপ্রসূত; গোবৎস বা ছাগশিশু (চেঙা ক্ষেতে নৈ ছাগল ঝেঙাফুল ছিঁড়ে খাচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নব>নও>}
  • Bengali Word নৈঃশব্দ্য, নৈশব্দ Bengali definition [নোইশ্‌শব্‌দো, নোইশব্‌দো] (বিশেষ্য) শব্দহীনতা (শান্ত হোক সে নির্ঝর নৈঃশব্দ্যের নিস্তব্ধ সাগরে-রবীন্দ্রনাথ ঠাকুর; নৈশব্দের মন্ত্রে যেন-মাহমুদা খাতুন সিদ্দিকা)। {(তৎসম বা সংস্কৃত) নিঃশব্দ/নিশব্দ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word নৈকট্য Bengali definition [নোইকোট্‌টো] (বিশেষ্য) নিকটত্ব; নিকটস্থ; সামীপ্য। {(তৎসম বা সংস্কৃত) নিকট+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word নৈকষেয় Bengali definition [নোইকশেয়ো] (বিশেষ্য) নিকষার পুত্র; রাবণ; কুম্ভকর্ণ ও বিভীষণ। {(তৎসম বা সংস্কৃত) নিকষা+এয়(ঢক্‌)}
  • Bengali Word নৈকষ্য Bengali definition [নোইকোশ্‌শো] (বিশেষণ) ১ বিশুদ্ধ; খাঁটি (নৈকষ্য কুলীন)। ২ নিকষে পরীক্ষা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) নিকষ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word নৈচা, নৈচে Bengali definition [নোইচা, নোইচে] (বিশেষ্য) হুঁকার নলচে; হুঁকার খোলে যে সছিদ্র কাষ্ঠদণ্ড লাগানো থাকে (বসে আছি নৈচে ধরে শূন্য কলকে শূন্যে তুলে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) নইচাহ্‌}
  • Bengali Word নৈতিক Bengali definition [নোইতিক] (বিশেষণ) নীতিঘটিত; নীতিসংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) নীতি+ইক(ঠক্‌)}
  • Bengali Word নৈদাঘ Bengali definition (বিশেষণ) ১ নিদাঘসংক্রান্ত। ২ গ্রীষ্মকাল সম্বন্ধীয়; গ্রীষ্মকালীন। নৈদাঘী (বিশেষণ) স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) নিদাঘ+অ(অণ্‌)}
  • Bengali Word নৈপুণ্য Bengali definition [নোইপুন্‌নো] (বিশেষণ) ১ নিপুণতা; কৌশল; চাতুর্য; দক্ষতা। ২ পারিপাট্য। {(তৎসম বা সংস্কৃত) নিপুণ+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word নৈবচ Bengali definition [নোইবচ] (অব্যয়) এমন নয়। নৈবচ নৈবচ (অব্যয়) কখনই তা নয়; কখনই হবে না। {(তৎসম বা সংস্কৃত) ন+এব+চ্‌}
  • Bengali Word নৈবিদ্দ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নোইবিদ্‌দো] (বিশেষ্য) নিবেদনযোগ্য (নৈবিদ্দ শুরিআ আনা-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নৈবেদ্য}
  • Bengali Word নৈবিদ্য, নৈবিদ্যি Bengali definition ⇒ নৈবেদ্য
  • Bengali Word নৈবেদ্য, নৈবিদ্য, নৈবিদ্যি Bengali definition [নোইবেদ্‌দো, নোইবিদ্‌দো, নোইবিদ্‌দি] (বিশেষ্য) ১ নিবেদনের যোগ্য বস্তু; যা নিবেদন করা হয়। ২ নিবেদনীয় সামগ্রী (নৈবেদ্য কৌশিক বস্ত্র আদি বলি যত-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) নিবেদ্য+অ(অণ্‌)}
  • Bengali Word নৈমিত্তিক Bengali definition [নোইমিত্‌তিক্‌] (বিশেষণ) ১ প্রয়োজনের জন্য এমন; প্রয়োজনার্থক; বিশেষ উদ্দেশ্যে অনুষ্ঠানযোগ্য; casual। ২ নিমিত্তবেত্তা; শুভাশুভ লক্ষণ জানে এমন; শকুনজ্ঞ। {(তৎসম বা সংস্কৃত) নিমিত্ত+ইক(ঠক্‌)}