ন পৃষ্ঠা ৪৬
- Bengali Word নেত্রী Bengali definition ⇒ নেতা
- Bengali Word নেপ Bengali definition ⇒ লেপ২
- Bengali Word নেপটানো, লেপটানো, ন্যাপটান, ল্যাপটানো Bengali definition [ন্যাপ্টানো, ল্যাপ্টানো, ন্যাপ্টানো, ল্যাপ্টানো] (ক্রিয়া) লিপ্ত হওয়া; জড়িয়ে থাকা। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>}
- Bengali Word নেপথ্য Bengali definition [নেপোত্থো] (বিশেষ্য) ১ রঙ্গমঞ্চের অন্তরালবর্তী জায়গা; প্রেক্ষাগৃহের আড়ালে বা গোপনীয় স্থানে। ২ রঙ্গালয়ের সাজঘর বা সজ্জাঘর। ৩ অভিনেতা-অভিনেত্রীর সাজসজ্জা বা বেশভূষা। নেপথ্যবিধান (বিশেষ্য) বেশ-বিন্যাস; অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ের পূর্বে সাজগোজ। নেপথ্যে (ক্রিয়া-বিশেষ্য), (বিশেষণ) ১ রঙ্গমঞ্চের আড়ালে। ২ (আলঙ্কারিক) সাধারণের আড়ালে বা অগোচরে; গোপনে। {(তৎসম বা সংস্কৃত) নেপথ+য(যৎ)}
- Bengali Word নেপাল ১ Bengali definition [নেপাল্] (বিশেষ্য) ভারতের উত্তরে হিমালয়স্থ দেশের ও রাষ্ট্রের নাম; হিমালয়-কন্যা। নেপালি (বিশেষণ), (বিশেষ্য) নেপালের অধিবাসী বা বাসিন্দা বা নিবাসী। □ (বিশেষণ) ১ নেপাল সম্পর্কিত। ২ নেপালে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) নৃপাল>}
- Bengali Word নেপাল ২, ন্যাপলা Bengali definition [নেপাল্, ন্যাপ্লা] (বিশেষ্য) মানুষের নাম। {(তৎসম বা সংস্কৃত) নৃপাল>নিরিপাল>নেপাল>ন্যাপলা}
- Bengali Word নেপো, নেপা, ন্যাপা Bengali definition [নেপো, ন্যাপা, ন্যাপা] (বিশেষণ) ধূর্ত ব্যক্তি। বাটপাড়; অধিকারহীন চালাক ব্যক্তি। যার ধন তার নয়, নেপোয় মারে দই-পরিশ্রমীকে বঞ্চিত করে ধূর্তের সুবিধা ভোগ। {ন. নৃপ>}
- Bengali Word নেফাক Bengali definition ⇒ নিফাক
- Bengali Word নেবা ১, নেবানো Bengali definition ⇒ নিবা
- Bengali Word নেবা ২ Bengali definition ⇒ ন্যাবা
- Bengali Word নেবাজ, নেওয়াজ Bengali definition [নেবাজ্, নেওয়াজ্] (বিশেষ্য) সহায়; পালক; পৃষ্ঠপোষক। গরিবে নেওয়াজ, গরিব নেবাজ-দরিদ্রের সঞ্চয় (প্রাণ রাখ গরীব নেবাজ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) নেরাজ}
- Bengali Word নেবু Bengali definition ⇒ লেবু
- Bengali Word নেভা Bengali definition ⇒ নিবা
- Bengali Word নেমক Bengali definition ⇒ নিমক
- Bengali Word নেমন্তন্ন Bengali definition ⇒ নিমন্ত্রণ
- Bengali Word নেমাজ Bengali definition ⇒ নমাজ
- Bengali Word নেমি, নিমি Bengali definition [নেমি] (বিশেষ্য) চক্রপরিধি; চাকার বেষ্টনী; চাকার বেড়। {(তৎসম বা সংস্কৃত) √নী+মি}
- Bengali Word নেল (ব্রজবুলি) Bengali definition [নেলো] (ক্রিয়া) নিল; নইল (দুহুঁ লোচন লোম-বিদ্যাপতি)। {নেওয়া>}
- Bengali Word নেলা খেপা Bengali definition ⇒ ন্যালা খেপা
- Bengali Word নেশা, নিশা Bengali definition [নেশা, নিশা] (বিশেষ্য) ১ মত্ততা; মত্ততার ঘোর (বিলাসের নেশা গেল টুটে; জেগে দেখি আর সে আমি নেই-কাজী নজরুল ইসলাম)। ২ অত্যন্ত আসক্তি; প্রবল ঝোঁক (চোখের নেশা)। ৩ মাদক দ্রব্য। ৪ মোহ; বিহ্বলতা। নেশা করা (ক্রিয়া) মাদকদ্রব্য সেবন করা। নেশা কাটা (ক্রিয়া) মোহ কেটে যাওয়া। □ (ক্রিয়াবিশেষণ) মোহ দূরীভূত হওয়া; মোহমুক্ত হওয়া। নেশাখোর (বিশেষণ) মাদকদ্রব্য সেবন করে এমন; মাদকদ্রব্যসেবী। {(ফারসি) নিশাহ}
- Bengali Word নেসার Bengali definition ⇒ নেছার
- Bengali Word নেস্ত-নাবুদ Bengali definition ⇒ নাস্তানাবুদ
- Bengali Word নেহ ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নেহো] (ক্রিয়া) গ্রহণ করো; লও (হাথ পাতি নেহ সেবকর অর্ঘ ফুল জল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) নী; বা √নে>}
- Bengali Word নেহ ২ Bengali definition [নেহো] (বিশেষ্য) (জিহ্বা দ্বারা) চাটা; অবলেহন। {(তৎসম বা সংস্কৃত) লেহন>}
- Bengali Word নেহ ৩, নেহা (ব্রজবুলি), (মদ্যযুগীয় বাংলা) Bengali definition [নেহো, নেহা] (বিশেষ্য) স্নেহ; প্রীতি; আদর; প্রণয়। নেহত, নেহাত (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) স্নেহ বা প্রীতি। নেহাতি (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) স্নেহ বা প্রীতির দ্বারা। নেহে (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) স্নেহে বা প্রীতিতে। {(তৎসম বা সংস্কৃত) স্নেহ>সিনেহ>নেহ, নেহা}
- Bengali Word নেহাই Bengali definition ⇒ নিহাই
- Bengali Word নেহাত, নিহায়েত Bengali definition [নেহাত, নিহায়েত্] (অব্যয়) একান্ত; নিদেনপক্ষে; নিতান্ত; শেষ সীমা (শাস্ত্র যদি নেহায়েত পড়তে হবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) সম্পূর্ণ; অতিশয়; যারপরনাই; একেবারে (নেহাত আন্দাজী ব্যাপার-এহ)। {(আরবি) নিহায়াত}
- Bengali Word নেহার, নিহারা Bengali definition [নেহার্, নিহারা] (ক্রিয়া) দর্শন করা; দেখা; নিরীক্ষণ করা। নেহারনু, নিহাবনু (ব্রজবুলি) (ক্রিয়া) দেখিলাম (জনম অবধি হাম রূপ নেহারনু, নয়ন বা তিরপিত ভেল-বিদ্যাপতি)। নেহারল, নেহারিল, নিহারি। (ক্রিয়া) দেখল। {(তৎসম বা সংস্কৃত) নিভালন/নিরীক্ষণ>}
- Bengali Word নেহারই (ব্রজবুলি) Bengali definition [নেহারই] (ক্রিয়া) চায়; সাগ্রহে দেখে (পন্থ নেহারই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) নিভালন>}
- Bengali Word নেহাল, নেয়াল Bengali definition [নেহাল্, নেয়াল্] (বিশেষণ) ১ সুখী; পরিতৃপ্ত; পরিতুষ্ট (ইনাম পাইয়া তারা হইল নেহাল-সৈয়দ হামজা)। ২ ধনশালী; আঢ্য। □ (বিশেষ্য) চারাগাছ; কলমের চারা। ২ তোষক; গদি। {(ফারসি) নিহাল্}