Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word নিদালি, নিদালী Bengali definition [নিদালি] (বিশেষ্য) ১ মন্ত্রপূত ধুলা যা নিদ্রালু করে। ২ নিদ্রার ভাব; ঘুমঘুম ভাব (দিবস আমার এখনো নিদালী ঘোরে রাতের কবলে বাঁধা-জাহানারা আরজু)। {নিদ+আলি}
  • Bengali Word নিদিধ্যাস, নিদিধ্যাসন Bengali definition [নিদিদ্‌ধ্যাস্‌, নিদদ্‌ধ্যাশোন্‌] (বিশেষ্য) শ্রুত বিষয়ের মনন ও ধ্যান; নিরন্তর পর্যালোচনা। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধ্যৈ+স(সন্‌)+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নিদুখ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিদুখ্‌] (বিশেষণ) দুঃখশূন্য (নিদুখ কাহ্ন চরণে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {নি+দুখ}
  • Bengali Word নিদুটি, নিদুলি, নিদাটি Bengali definition [নিদুটি, নিদুলি, নিদাটি] (বিশেষ্য) ১ গাঢ় নিদ্রাজনক মন্ত্র। ২ নিদ্রা ভাব (আত্মহ্য অসূর্যলোক নক্ষত্রেও লেগেছে নিদুটি-সুধীন্দ্রনাথ দত্ত; লাগ লাগ নিদাটি নগর জুড়ে লাগ-ঘনরাম চক্রবর্তী)। {নিদ+উটি, উলি, আটি}
  • Bengali Word নিদেন ১ Bengali definition ⇒ নিদেশ
  • Bengali Word নিদেন ২ Bengali definition [নিদেন্‌] (অব্যয়) একান্ত; অন্তত; নেহাত; বড়জোর (আশা করি, নিদেন পক্ষে ছটা মাস কি এক বছরই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) নিদান>}
  • Bengali Word নিদেন ৩ Bengali definition [নিদেন্] (বিশেষ্য) লাঙলের মুড়ার উপরের ধরার কাঠ দণ্ড। {অজ্ঞাতমূল}
  • Bengali Word নিদেশ Bengali definition [নিদেশ্‌] (বিশেষ্য) ১ আজ্ঞা; অনুমতি আদেশ (তোমার নিদেশে নেমে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উক্তি; নির্দেশ। ৩ সংবাদ (এতহু নিদেশ কহলুঁ তোহে সুন্দরী-বিদ্যাপতি)। নিদিষ্ট (বিশেষণ) ১ উক্ত। ২ নির্দেশপ্রাপ্ত; আদিষ্ট। নিদেশপত্র (বিশেষ্য) কোনো ব্যাপারে নির্দেশ দেওয়া পত্র বা লিপি। নিদেষ্টা বিন নির্দেশ দিয়ে থাকে এমন ব্যক্তি; আদেশকারী। {(তৎসম বা সংস্কৃত) নি+√দিশ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নিদ্রা Bengali definition [নিদ্‌দ্রা] (বিশেষ্য) ১ ঘুম। নিদ্রাকর্ষণ (বিশেষ্য) নিদ্রাবেশ; তন্দ্রাঘোর; ঘুম পাওয়া। নিদ্রাগত (বিশেষণ) ঘুমন্ত; নিদ্রিত। নিদ্রাজড় (বিশেষণ) তন্দ্রা-জড়িত অবস্থা; সম্পূর্ণ নিদ্রাবস্থায় নয় (তার পরে নিদ্রাজড় অবস্থায় ভাবিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রাজনক (বিশেষণ) ঘুম পায় এমন; নিদ্রা উৎপাদক; ঘুমপাড়ানি। নিদ্রাতুর (বিশেষণ) ঘুমে কাতর; ঘুম-জড়িত (নিদ্রাতুর আঁখি পরে, সারা রাত্রি ধরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রান্বিত (বিশেষণ) ঘুমন্ত (বিমান কিঞ্চিৎ অবতীর্ণ করিয়া নিদ্রান্বিত লাবণ্যবতীকে লইয়া পলায়ন করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। নিদ্রাবিষ্ট (বিশেষণ) ঘুম অচেতন; নিদ্রামগ্ন। নিদ্রাবেশ (বিশেষ্য) ঘুমের আবেশ; ঘুমের ঘোর; নিদ্রা পাওয়া; তন্দ্রালু। নিদ্রাভঙ্গ (বিশেষ্য) জাগরণ; ঘুম ভাঙা। নিদ্রাভিভূত (বিশেষণ) নিদ্রাবিশিষ্ট; নিদ্রামগ্ন। নিদ্রায়মাণ (বিশেষণ) ঘুমাচ্ছে এমন। নিদ্রালস (বিশেষণ) নিদ্রার আবেশে অবসন্ন বা জড়তাগ্রস্ত; তন্দ্রালস (নিদ্রালস আঁখিসম-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদ্রালসা (স্ত্রীলিঙ্গ)। নিদ্রালু (বিশেষণ) নিদ্রাপ্রিয়; ঘুমাতে ভালোবাসে এমন; নিদ্রাশীল; ঘুম পেয়েছে এমন। নিদ্রিত (বিশেষণ) নিদ্রাগত, নিদ্রাবিষ্ট; ঘুমন্ত। নিদ্রিতা (স্ত্রীলিঙ্গ)। নিদ্রোত্থিত (বিশেষণ) ঘুম থেকে উঠেছে এমন; সদ্য জাগরিত। নিদ্রোত্থিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নি+√দ্রা+অ(অঙ্‌)}
  • Bengali Word নিদয় Bengali definition [নিদয়্‌] (বিশেষণ) নির্দয়; দয়াহীন; কঠোর (কে তুমি নিদয় নীরব ললনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। নিদয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) নির্দয়>}
  • Bengali Word নিধন Bengali definition [নিধন্‌] (বিশেষ্য) ১ বিনাশ; ধ্বংস; সংহার; মৃত্যু (দূতের মুখে শুনি সুতের নিধন-মাইকেল মধুসূদন দত্ত)। ২ লগ্ন থেকে অষ্টম স্থান। □ (বিশেষণ) দরিদ্র; ধনহীন। নিধনপতি (বিশেষ্য) হিন্দুমতে প্রলয়কর্তা; শিব। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধা+অন(যুচ্‌)}
  • Bengali Word নিধনিয়া Bengali definition [নিধোনিয়া] (বিশেষণ) ধনহীন; নির্ধন। {(তৎসম বা সংস্কৃত) নির্ধন+ (বাংলা) ইয়া>}
  • Bengali Word নিধান Bengali definition [নিধান্‌] (বিশেষ্য) ১ ভাণ্ডার; আধার; আগার; আশ্রয় (পিতা যদি দয়ার নিধান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নিবেশ; স্থাপন; অর্পণ। ৩ আস্বাদ। ৪ (গণিত.) লগারিদমের ঘাতাঙ্ক গণনের প্রথম রাশি; base of logarithm। ৫ আমানত; গচ্ছিত। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধা+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নিধানী Bengali definition [নিধানি] (বিশেষণ) ধানশূন্য; ধানবর্জিত (কে আসবে আর ঐ নিধানী মাঠের কাছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {নি+ধান+ঈ}
  • Bengali Word নিধার Bengali definition [নিধার্‌] (বিশেষণ) ঋণ নাই এমন। {(তৎসম বা সংস্কৃত) নি+ধার}
  • Bengali Word নিধার্য (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [নিদার্‌জো] (বিশেষণ) ১ নির্ধারিত; স্থিরীকৃত। ২ সিদ্ধান্ত (শুন রাজা নিগার নিধার্য)। {(তৎসম বা সংস্কৃত) নিধার্য}
  • Bengali Word নিধি Bengali definition [নিধি] (বিশেষ্য) ১ গচ্ছিত ধন; ধনরত্ন (মিললে নিধি জলের তলে থাকবে না সে ছড়িয়ে আর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আধার; পাত্র; ভাণ্ডার (গুণনিধি)। ৩ কুবেরের ধনবিশেষ। ৪ অমূল্য সম্পদ; রত্নসদৃশ বস্তু (রক্ষঃকুলনিধি)। ৫ বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত তহবিল বা ধন (শেরে-বাংলা স্মৃতিনিধি)। {(তৎসম বা সংস্কৃত) নি+√ধা+ই(কি)}
  • Bengali Word নিধুবন ১ Bengali definition [নিধুবোন্‌] (বিশেষ্য) ১ রতিবিলাস; মৈথুন; কামকেলি; রমণ। ২ আমোদ-প্রমোদ; ক্রীড়া-কৌতুক। {(তৎসম বা সংস্কৃত) নি+ধুবন}
  • Bengali Word নিধুবন ২ Bengali definition [নিধুবোন্‌] (বিশেষ্য) বৃন্দাবনে অবস্থিত নিধু নামক বন; রাধা-কৃষ্ণের কেলি-মালঞ্চ (নিধুবনে রমণী রসরঙ্গে মাতলুঁ তোহে ভগব কোন বেলা-বিদ্যাপতি)। {(বাংলা) নিধু+ (তৎসম বা সংস্কৃত) বন}
  • Bengali Word নিধেয় Bengali definition [নিধেয়ো] (বিশেষণ) আমানত বা গচ্ছিত বা ন্যাসরূপে রাখার উপযুক্ত। {অহমিয়া/অসমিয়ানি+√ধা+য}
  • Bengali Word নিনাদ Bengali definition [নিনাদ্‌] (বিশেষ্য) উচ্চ ধ্বনি; শব্দ; গর্জন। নিনাদিত (বিশেষণ) ১ ধ্বনিত। ২ গর্জনপূর্ণ; নাদপূর্ণ। ৩ ঘোষিত (ভেরী রবে নিনাদিত সংবাদ)। ৪ ঝঙ্কৃত; বাদিত (নিনাদিত হইল অসি কোষে)। {(তৎসম বা সংস্কৃত) নি+√নদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word নিনু ১ Bengali definition [নিনু] (বিশেষণ) নিচু; নিম্ন; হেঁট (তোমার হুকুমে লোহা হইল নিনু পদানত যত গজরিগি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নম্র; বিনত; আনত। ৩ হীন। {(তৎসম বা সংস্কৃত) নিম্ন>}
  • Bengali Word নিনু ২ Bengali definition [নিনু] (বিশেষ্য) লিনেন; ক্ষৌমবস্ত্র। {(ইংরেজি) linen}
  • Bengali Word নিনু ৩ Bengali definition [নিনু] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) লইলাম। {(তৎসম বা সংস্কৃত) নী>}
  • Bengali Word নিন্দ Bengali definition ⇒ নিদ্রা
  • Bengali Word নিন্দক, নিন্দুক Bengali definition [নিন্‌দুক্‌, নিন্‌দুক্‌] (বিশেষণ) কুৎসাকরণ; নিন্দাকরণ; অপবাদ দান (তেমনি কতগুলি লোক তাঁহার গ্রন্থের নিন্দক ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word নিন্দন Bengali definition [নিন্‌দন্‌] (বিশেষ্য) কুৎসাকরণ; নিন্দাকরণ; অপবাদ দান। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word নিন্দা ১ Bengali definition [নিন্‌দা] (বিশেষ্য) অপযশ; কুখ্যাতি; কুৎসা; কলঙ্ক; অখ্যাতি; বদনাম। নিন্দা করা (ক্রিয়া) ১ কুৎসা বর্ণনা করা; নিন্দা করা (নিন্দিল যতেক সভাজন)। ২ তিরস্কার করা (মুখের উপর নিন্দা করা)। ৩ দোষ দেওয়া। নিন্দাজনক (বিশেষণ) অপযশপূর্ণ; কলঙ্ককর। নিন্দাবাদ (বিশেষ্য) কুৎসা; অপযশকীর্তন; নিন্দন। নিন্দার্হ (বিশেষণ) নিন্দার যোগ্য; নিন্দনীয়। নিন্দাসূচক (বিশেষণ) নিন্দা বোঝায় এমন; কুৎসাজনক। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্‌+আ(টাপ্‌)}
  • Bengali Word নিন্দিত Bengali definition [নিন্‌দিতো] (বিশেষ্য) নিন্দা করা হয়েছে এরূপ; অপবাদিত। □ (বিশেষণ) ১ আপত্তিকর; গর্হিত; দূষণীয়; অনুচিত। ২ তুলনায় মহত্তর (চম্পক-নিন্দিত বর্ণ; মৃণালনিন্দিত বাহু, কাজল-নিন্দিত কেশ)। নিন্দিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √নিন্দ্‌+ত(ক্ত)}
  • Bengali Word নিন্দুক Bengali definition ⇒ নিন্দক