Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ডিক্রি, ডিক্রী, ডিগ্রি ১ Bengali definition [ডিক্‌রি, ডিক্‌রি, ডিগ্‌রি] (বিশেষ্য) আদালতের হুকুম বা নিষ্পত্তি ও নির্দেশ; বিচারকের আদেশ (এক-তরফা ডিক্রি দেওয়ার নাম বিচার নয়-প্রথম চৌধুরী)। ‍ডিক্রিজারি করা (ক্রিয়া) অভিযুক্ত দেনদার অথবা সাধারণের নিকট বিচারকের আদেশ বা রায় প্রচার করা। ডিক্রিদার (বিশেষ্য) যার সপক্ষে ডিক্রি হয়েছে; যার অনুকূলে আদালত ডিক্রি দিয়েছে। {(ইংরেজি) decree}
  • Bengali Word ডিগডিগ Bengali definition [ডিগ্‌ডিগ্‌] (অব্যয়) সরু ডগার আন্দোলিত হওয়ার ভাব; সরু ডগার মতো কৃশতা প্রকাশক (ডিগডিগ করা)। ডিগডিগে (বিশেষণ) অত্যন্ত কৃশ; রোগা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ডিগদড়ি Bengali definition [ডিগ্‌দোড়ি] (বিশেষ্য) খুঁটিলগ্ন দড়ি। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্‌ (নভোগতি)>+দড়ি}
  • Bengali Word ডিগবাজি, ডিগবাজী Bengali definition [ডিগ্‌বাজি] (বিশেষ্য) মাথা মাটিতে রেখে দুই পা উঁচু করে উল্টে পড়া। ডিগবাজি খাওয়া (বিশেষ্য) ১ মাথা নিচু করে উল্টে পড়া। ২ (আলঙ্কারিক) সুবিধাজনকভাবে নিজের মত সম্পূর্ণ বদলে ফেলা (রাজনৈতিক ডিগবাজি খাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) ডিঙ্‌ (নভোগতি)> + (ফারসি) বাজি}
  • Bengali Word ডিগ্রি ২, ডিগ্রী Bengali definition [ডিগ্‌রি] (বিশেষ্য) ১ বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষা পাসের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত উপাধিবিশেষ (বি.এ., বি.কম. প্রভৃতি ডিগ্রি) ২ তাপমান যন্ত্রে নির্দিষ্ট তাপের পরিমাণজ্ঞাপক সংজ্ঞা। ৩ কোণের পরিমাণ। ৪ তাপমাত্রা নির্দেশক চিহ্ন (৯০০ সেলসিয়াস)। {(ইংরেজি) degree}
  • Bengali Word ডিগ্রী ১ Bengali definition ডিক্রি
  • Bengali Word ডিঙা ১, ডিঙ্গা ১ Bengali definition [ডিঙা, ডিঙ্‌গা] (বিশেষ্য) ১ এক প্রকার নৌকা (ডিঙ্গা আসে সতে সতে-সৈয়দ আলাওল)। ২ বাণিজ্য তরী (সপ্তডিঙ্গা মধুকর)। {(তৎসম বা সংস্কৃত) দ্রোণী>ডোঙ্গী>ডিঙি, ডিঙা}
  • Bengali Word ডিঙানো, ডিঙ্গানো Bengali definition [ডিঙানো, ডিঙ্‌গানো] (ক্রিয়া) অতিক্রম করা; লাফিয়ে পার হওয়া। □ (বিশেষ্য) উল্লঙ্ঘন; অতিক্রম। {(তৎসম বা সংস্কৃত) √ডী>ডিঙ্‌ + আনো}
  • Bengali Word ডিঙি Bengali definition ডিঙা২ ও ডিঙ্গি২
  • Bengali Word ডিঙি ২, ডিঙ্গি Bengali definition [ডিঙি, ডিঙ্‌গি] (বিশেষ্য) ক্ষুদ্র নৌকাবিশেষ। {ডিঙা+ই}
  • Bengali Word ডিঙ্গা ২, ডিঙা ২, ডিঙ্গি ২, ডিঙি ২ Bengali definition [ডিঙ্‌গা, ডিঙা, ডিঙ্‌গি, ডিঙি] (বিশেষ্য) পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানের অবস্থা। ডিঙ্গা মারা (ক্রিয়া) পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ানো। {(তৎসম বা সংস্কৃত) √ডী> ডিঙ্‌>ডোঙ্গা; মু. ডোঙ্গী}
  • Bengali Word ডিজাইন Bengali definition [ডিজাইন্‌] (বিশেষ্য) ১ নকশা; চিত্র; পরিকল্পনা। ২ পরিকল্পিত চিত্রাদির নকশা (নোতুন ডিজাইন না হলে দ্রব্যাদির আকর্ষণী ক্ষমতা কমে যায়-ওবায়েদুল হক)। {(ইংরেজি) design}
  • Bengali Word ডিটেকটিভ Bengali definition [ডিটেক্‌টিভ্‌] (বিশেষ্য), (বিশেষণ) গোয়েন্দা; গুপ্তচর। {(ইংরেজি) detective}
  • Bengali Word ডিড Bengali definition [ডিড্‌] (বিশেষ্য) দলিল; চুক্তিপত্র। {(ইংরেজি) deed}
  • Bengali Word ডিডকা Bengali definition [ডিড্‌কা] (বিশেষ্য) বয়স-ফোড়া; তরুণদের মখে যে ব্রণ হয়। {(তৎসম বা সংস্কৃত) ডিডকা}
  • Bengali Word ডিণ্ডিম Bengali definition [ডিন্‌ডিম্‌] (বিশেষ্য) ঢোলজাতীয় প্রাচীন বাদ্যযন্ত্র (ডমরু মধ্যমা মাতা ডিণ্ডিমবাদিনী-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ডিণ্ডি+√মি+অ(ক)}
  • Bengali Word ডিণ্ডির Bengali definition [ডিন্‌ডির] (বিশেষ্য) সমুদ্রের ফেনা। {(তৎসম বা সংস্কৃত) ডিণ্ডির}
  • Bengali Word ডিণ্ডিশ Bengali definition [ডিন্‌ডিশ] (বিশেষ্য) ঢেঁড়শ ফল ও গাছ; ভিণ্ডি। {(তৎসম বা সংস্কৃত) ডিণ্ডিশ}
  • Bengali Word ডিন, ডীন Bengali definition [ডিন্‌] (বিশেষ্য) বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান, আইন, চিকিৎসা প্রভৃতি শাখার কোনো একটির অনুষদ-প্রধান। {(ইংরেজি) dean}
  • Bengali Word ডিনামাইট Bengali definition [ডিনামাইট্‌] (বিশেষ্য) তীব্র বিস্ফোরক পদার্থ। {(ইংরেজি) dynamite}
  • Bengali Word ডিনার Bengali definition [ডিনার্‌] (বিশেষ্য) ১ খানা; ইউরোপীয় পদ্ধতিতে নৈশকালীন ভোজ (সেইদিন বেগম সাহেবার পকেট থেকে ডবোল ডিনার আদায় করবো-মীর মশাররফ হোসেন)। ২ দিন বা রাতের প্রধান আহার। ৩ রাষ্ট্রীয় বা কেতাদুরস্ত ভোজ। ডিনারপার্টি (বিশেষ্য) ভোজন উৎসব। {(ইংরেজি) dinner}
  • Bengali Word ডিপজিসন Bengali definition [ডিপোজিশন্‌] (বিশেষ্য) এজাহার; লিপিবদ্ধ সাক্ষ্য। {(ইংরেজি) deposition}
  • Bengali Word ডিপথিরিয়িা Bengali definition [ডিপ্‌থিরিয়া] (বিশেষ্য) কন্ঠনালির সংক্রামক রোগবিশেষ। {(ইংরেজি) diptheria}
  • Bengali Word ডিপুটি Bengali definition ডেপুটি
  • Bengali Word ডিপো Bengali definition [ডিপো] (বিশেষ্য) ১ গুদাম; মালপত্র রাখার স্থান; আড়ত (কয়লার ডিপো)। ২ আড্ডা; আশ্রয়স্থান (বাস ডিপো)। ৩ মশাদির জন্মস্থান; বাসস্থান; আবাস (মশার ডিপো)। {(ইংরেজি) depot}
  • Bengali Word ডিপোজিট, ডিপজিট Bengali definition [ডিপোজিট্‌] (বিশেষ্য) অন্যের নিকট গচ্ছিত বা জমা রাখা; জামানত (নায়েবদের অনুগ্রহধর পদ্মলোচন বিনা ডিপজিটে মুছুদ্দি হলেন-কালীপ্রসন্ন সিংহ) ডিপজিটর (বিশেষ্য) যে টাকা গচ্ছিত রাখে। {(ইংরেজি) deposit}
  • Bengali Word ডিপ্লোমা Bengali definition [ডিপ্‌লোমা] (বিশেষ্য) উপাধিপত্র (এম. এ. ডিপ্লোমাটা পেয়ে তার সে কি আনন্দ!)। {(ইংরেজি) diploma}
  • Bengali Word ডিফেণ্ড Bengali definition [ডিফেন্‌ড্‌] (ক্রিয়া) সমর্থন করা; রক্ষা করা (ফ্রেণ্ডরা সাধ্যমত ডিফেণ্ড কত্তে লাগ্‌লেন-কালীপ্রসন্ন সিংহ)। ডিফেণ্ডান্ট (বিশেষণ) মকদ্দমায় প্রতিবাদী। {(ইংরেজি) defend}
  • Bengali Word ডিবা, ডিবিয়া, ডিবে Bengali definition [ডিবা, ডিবিয়া, ডিবে] (বিশেষ্য) ১ ছোট দীপ; কুপি; টিন বা অন্য কোনো ধাতুর তৈরি চিমনিহীন ছোট কেরোসিন দীপ (ডিবাটি ঊর্ধ্বশিখা হইয়া ধুম ছাড়িতেছে-কাজী আবদুল ওদুদ)। ২ ঢাকনাবিশিষ্ট ছোট পাত্র; বাটা (পানের ডিবা)। ৩ কৌটা (দোকতার ডিবা)। ডিবি (বিশেষ্য) ছোট ডিবা। {(তৎসম বা সংস্কৃত) ডিম্ব>; (তুলনীয়) (হিন্দি) ডিব্বা}
  • Bengali Word ডিবেঞ্চার Bengali definition [ডিবেন্‌চার] (বিশেষ্য) ঋণপত্র; ধার-করা টাকার জন্য কোম্পানি ইত্যাদি কর্তৃক প্রদত্ত তমসুক। {(ইংরেজি) debenture