Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ডমর Bengali definition [ডমর্‌] (বিশেষ্য) ১ কলহ। ২ ছোটখাট লড়াই। ৩ বিদ্রোহ; উপদ্রব; বিপ্লব। {(তৎসম বা সংস্কৃত) ডমর}
  • Bengali Word ডম্ফ ১ Bengali definition [ডম্‌ফো] (বিশেষ্য) খঞ্জনার মতো এক প্রকার প্রাচীন বাদ্যযন্ত্র। {(আরবি) দফ্‌}
  • Bengali Word ডম্ফ ২ Bengali definition [ডম্‌ফো] (বিশেষ্য) দম্ভ; অহংকার; গর্ব (ডম্ফ করি কথা তুমি কহ মোর স্থানে)। {(তৎসম বা সংস্কৃত) দম্ভ>}
  • Bengali Word ডম্বর, ডম্বরী Bengali definition [ডম্‌বর্‌, ডম্‌বোরি] (বিশেষ্য) আড়ম্বর; ঘটা; সমারোহ (মেঘডম্বরী রঙের তাঁবু-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সমূহ (মধুকর ডম্বুর অম্বর ভালে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ডম্ব্‌+অর (অরন্‌) (তুলনীয়) আড়ম্বর}
  • Bengali Word ডম্বল, ডাম্বেল Bengali definition [ডম্‌বল্‌, ডাম্‌বেল্‌] (বিশেষ্য) ব্যায়ামের জন্য ভাঁজবার লৌহ পিণ্ডযুক্ত লৌহদণ্ডদ্বয়। {(ইংরেজি) dumbbell}
  • Bengali Word ডর Bengali definition [ডর] (বিশেষ্য) ভয়; ত্রাস; শঙ্কা (না পাই উত্তর কিছু মনে হইল ডর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √দৃ+ অ= দর> (প্রাকৃত)ডর>}
  • Bengali Word ডরা Bengali definition [ডরা] (ক্রিয়া) ১ ভয় পাওয়া; ভীত হওয়া। ডরানো (ক্রিয়া) ১ ভয় করা; ভয় পাওয়া (আমি কি ডরাই সখি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সমীহ করা (ডরিয়ে চলা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ডরন (বিশেষ্য) ভীতি। ডরাঅ ((মধ্যযুগীয় বাংলা)), ডরায় (ক্রিয়া) ভয় পায় (কাহ্ন কাখেন ডরাঅ-বড়ু চণ্ডীদাস)। ডরাও ((মধ্যযুগীয় বাংলা)) (তোক বড় ডরাওঁ-বদচা)। ডরায়িলী ((মধ্যযুগীয় বাংলা)) (ক্রিয়া) ভয় পেল (সাসুড়ির বোল সুনি ডরায়িলী রাহী)। ডরানে, ডরানিয়া (বিশেষণ) ১ ভয় পায় এমন; ভয়তরাসে; ভীত। ২ ভয়ঙ্কর। ডরাসি ((ব্রজবুলি)) (ক্রিয়া) ভয় করছ বা করিস (কাহে ডরাসি-বিদ্যাপতি)। {√ডর্‌+আ}
  • Bengali Word ডলক Bengali definition [ডলোক্‌] (বিশেষ্য) তুমুল বৃষ্টি; ঢলক (আরও ফুটিক ডলক দিলে চীনার ভাত খাই-জসীমউদ্‌দীন)। {ঢলক>}
  • Bengali Word ডলন Bengali definition [ডলোন্‌] (বিশেষ্য) ডলা কাজ; মর্দন; পেষণ। {(তৎসম বা সংস্কৃত) √দল্‌+ অন=দলন>ডলন}
  • Bengali Word ডলনা Bengali definition [ডল্‌না] (বিশেষ্য) নোড়া; পেষণযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √দল্‌> √ডল্‌+না}
  • Bengali Word ডলা Bengali definition [ডলা] (ক্রিয়া) ১ মালিশ করা; মর্দন করা; ঘর্ষণ করা। ২ মলা; টেপা (গা-হাত-পা ডলা)। ৩ পেষণ করা; ঠাসা (ময়দা ডলা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ডলাই মলাই (বিশেষ্য) অঙ্গ মর্দন ও হাত বুলানো। ডলাডলি (বিশেষ্য) ১ পরস্পরের অঙ্গ মর্দন। ২ (ব্যঙ্গার্থ) অন্তরঙ্গতা। ডলানো, ডলান (ক্রিয়া) ১ মালিশ করানো; মর্দন করানো;। ২ টেপানো; মলানো। ৩ পেষণ করানো; ঠাসানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {ডল্‌+আ}
  • Bengali Word ডলার Bengali definition [ডলার্‌] (বিশেষ্য) মুদ্রাবিশেষ; আমেরিকার মুদ্রা। {(ইংরেজি) dollar}
  • Bengali Word ডল্লক Bengali definition [ডল্‌লক্‌] (বিশেষ্য) বাঁশের চটা দিয়ে তৈরী পাত্রবিশেষ; ডালা। {(তৎসম বা সংস্কৃত) ডল্লক}
  • Bengali Word ডহর Bengali definition [ডহোর্‌] (বিশেষ্য) ১ গর্ত; নিম্নস্থান (সৎ পথ কাটিয়া বাপী পূরাইয়া ডহর করিবে ডাঙ্গা-ঘনরাম চক্রবর্তী)। ২ দহ; খাল। ৩ জলাভূমি (ভাদ্দর মাসেতে হৈল ধান অতি মনুহর ডহর ডাঙ্গার সব একুই মুখর-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। ৪ গো-হালট; অনাবাদি স্থান। □ (বিশেষণ) গভীর (ডহর পানি)। ডহরা (বিশেষ্য) ১ নৌকার খোল (চুপড়ী রাধা থুইল ডহরাএ-বড়ু চণ্ডীদাস)। ২ নৌকার নিম্নদেশ যে স্থানে পানি জমে থাকে। ডহরা জমি (বিশেষ্য) নিচু জমি। ডাঙ্গা জমি বিপ. । {(তৎসম বা সংস্কৃত) দভ্র>(প্রাকৃত) ডহর}
  • Bengali Word ডহা Bengali definition [ডহা] (ক্রিয়া) ১ বর্ষণ হওয়া (যত ডাকে তত ডহে না)। ২ বয়ে যাওয়া; প্রবাহিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বহ্‌+আ=বহা>}
  • Bengali Word ডাঁই Bengali definition ডাং১
  • Bengali Word ডাঁওর Bengali definition [ডাঁয়োর] বিণ, (ক্রিয়াবিশেষণ) ডাঙ্গর; ভালো করে; উত্তমরূপে; উচ্চ (ডাওর গলা)। {ডাগর>}
  • Bengali Word ডাঁট ১ Bengali definition [ডাঁট্‌] (বিশেষ্য) দণ্ড; হাতল; বাঁট; handle (একটু এগিয়ে দেখলেন হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
  • Bengali Word ডাঁটন Bengali definition [ডাঁটন্‌] (বিশেষ্য) তিরস্কার; ভর্ৎসনা। {(তৎসম বা সংস্কৃত) √দন্ড্‌+অন(ল্যুট্‌)=দণ্ডন>}
  • Bengali Word ডাঁটা ১ Bengali definition [ডাঁটা] (বিশেষ্য) ১ গাছের সরু ডাল। ২ খাড়া; সজনের ফল (সজনের ডাঁটা)। ৩ ডাঁটা গাছ; শাকগাছবিশেষ। ৪ বোঁটা। ডাঁটালো (বিশেষণ) ডাঁটাযুক্ত; শক্ত। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড}
  • Bengali Word ডাঁটা ২ Bengali definition [ডাঁটা] (ক্রিয়া) তিরস্কার করা; ধমক দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড+আ>}
  • Bengali Word ডাঁটি Bengali definition ডাটি
  • Bengali Word ডাঁটো Bengali definition [ডাঁটো] (বিশেষণ) ১ শক্ত; কঠিন। ২ সবল; দৃঢ়; সমর্থ (ডাঁটো মানুষ)। ৩ অপক্ব; ডাঁসা (ডাঁটো আম)। ৪ অল্পসিদ্ধ (ডাঁটো ভাত)। {ডাঁট+উয়া>}
  • Bengali Word ডাঁপ Bengali definition [ডাঁপ্‌] (বিশেষ্য) বাঁশের খুঁটি; বাঁশের আড়া। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
  • Bengali Word ডাঁশ Bengali definition [ডাঁশ্‌] (বিশেষ্য) এক প্রকার বড় মাছি যার কামড়ে গরু অতিষ্ঠ হয়ে ওঠে (ডাঁশের কামড়ে গরুটা ছটফট করছে)। ডাঁশমাছি (বিশেষ্য) তীব্র দংশনকারী মাছিবিশেষ; দংশমক্ষিকা। {(তৎসম বা সংস্কৃত) √দন্‌শ>দংশ>(প্রাকৃত) ডংস>}
  • Bengali Word ডাঁশ ১, ডাঁসা Bengali definition [বিণ ১ অর্ধপক্ব; আধাপাকা; পাকা ও কাঁচার মাঝামাঝি (এখন ডাঁশা খেজুরের সময়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ২ হরিদ্রাভ; উজ্জ্বল (বোঁচা বিড়াল তার সর্বতনু হাঁসা; অর্ধখানা লেজ নাহি দুই চক্ষু ডাঁসা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ তক্তপোষ; নৌকা প্রভৃতির আড়কাঠ যার উপরে পাটাতন করা হয়। ডাঁশিয়ে (ক্রিয়াবিশেষণ) প্রায় পাকা; প্রায় পূর্ণবয়স্ক; প্রায় যৌবনকালে উপস্থিত (কিন্তু এখন সে ঝানু হয়ে না গেলেও ডাঁশিয়ে উঠেছে-কাজী নজরুল ইসলাম)। {ডাঁশ+আ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নাসাদারু}
  • Bengali Word ডাঁড় (আঞ্চলিক) Bengali definition [ডাঁড়্‌] (বিশেষ্য) ১ যে দণ্ডের উপর শাখাশ্রয়ী পাখি বসে থাকে। ২ দাঁড়। ডাঁড়কাক (অ(বাংলা)) (বিশেষ্য) দাঁড় কাক; এক শ্রেণির কাক। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
  • Bengali Word ডাঁড়া Bengali definition [ডাঁড়া] (বিশেষ্য) ১ পানি নির্গমন পথ (সে ডাঁড়ায় পানি থাকে না)। ২ চর; চড়া। ৩ মেরুদণ্ড; পৃষ্ঠদণ্ড শিরডাঁড়া। {(তৎসম বা সংস্কৃত) দণ্ড>}
  • Bengali Word ডাঁড়ানো (আঞ্চলিক) Bengali definition [ডাঁড়ানো] (ক্রিয়া) ১ দণ্ডায়মান হওয়া। ২ অপেক্ষা করা। {(তৎসম বা সংস্কৃত) দণ্ডায়মান>দাঁড়ানো>}
  • Bengali Word ডাঁড়াশ, ডাঁরাস Bengali definition [ডাঁড়াশ্‌, ডাঁরাশ্‌] (বিশেষ্য) দাঁরাশ। {(তৎসম বা সংস্কৃত) দণ্ডসর্প>দাঁড়াসাপ>ডাঁড়াশ}