Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ডেমাক, ডেমাগ Bengali definition [ডেমাক্‌, ডেমাগ্‌] (বিশেষ্য) ১ মস্তিষ্ক। ২ দেমাক; অহংকার; দর্প (ডেমাকে পা মাটিতে পড়ে না)। □ (বিশেষণ) ডেমাকে গর্বিত। {(ফারসি) দিমাগ}
  • Bengali Word ডেমারেজ, ডিমারেজ Bengali definition [ডেমারেজ্‌, ডিমারেজ্‌] (বিশেষ্য) নির্দিষ্ট সময়ে রেল জাহাজ নৌকা প্রভৃতি থেকে মাল খালাস না করার জন্য দেয় অতিরিক্ত ভাড়া। {(ইংরেজি) demurrage}
  • Bengali Word ডেমি, ডেমী Bengali definition [ডেমি] (বিশেষ্য) আদালতে দরখাস্ত লিখবার বা দলিল পত্রাদি লিখবার কাজে ব্যবহার্য কিছু মোটা ও শক্ত অর্ধ ফুলস্কেপ আকারের কাগজ। □ (বিশেষণ) আধা ব্যক্তিগত। ডেমি অফিসিয়াল লেটার-আধা অফিসিয়াল চিঠিপত্র। {(ইংরেজি) demy}
  • Bengali Word ডেমেজ Bengali definition ড্যামেজ
  • Bengali Word ডেমোক্রেসি, ডিমোক্রেসি Bengali definition [ডেমোক্রেসি, ডিমোক্রেসি] (বিশেষ্য) গণতন্ত্র; লোকতন্ত্র (আমরা জীবনের সর্বত্র ডিমোক্রেসি প্রবর্তনের পক্ষপাতী-আবুল মনসুর আহমদ)।{(ইংরেজি) democracy}
  • Bengali Word ডেরা Bengali definition [ডেরা] (বিশেষ্য) ১ তাঁবু; বস্ত্রাবাস; কানাত (কোন নিরালায় ক্লান্ত সেনানী ডেরা গাড়িয়াছ বুঝি-কাজী নজরুল ইসলাম)। ২ বাসা; কুটির; আশ্রয় (ফণীর ডেরায় কাঁটার কুঞ্জে ফোটে ডে কেতকী-কাজী নজরুল ইসলাম)। ৩ আস্তানা; অস্থায়ী আবাস (থাকো ডেরায় আমার আওয়াজ শুনবে তুমি নিজ কানে-ফররুখ আহমদ)। ডেরা গাড়া, ডেরা বাঁধা (ক্রিয়া) ১ তাঁবু গাড়া। ২ অস্থায়ী আবাস স্থাপন করা। ৩ আস্তানা গাড়া; আড্ডা গাড়া। ডেরা-ডাণ্ডা (বিশেষ্য) ১ তাঁবু ও তা খাটাবার সরঞ্জাম; বস্ত্রাবাস তৈরির উপকরণ। ২ বাসা ও গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসপত্র। ডেরা-ডাণ্ডাফেলা (ক্রিয়া) বাসস্থান নির্মাণ করা। ডেরা তোলা (ক্রিয়া) তাঁবু গুটানো; বাসা বা আস্তানা তুলে ফেলা। {(হিন্দি) ডেরা}
  • Bengali Word ডেলকো Bengali definition [ডেল্‌কো] (বিশেষ্য) দেলকো; কাঠের দীপাধার (ক্লান্ত দেহের ডেলকো-টাকে লোভের প্রদীপ উস্কে নিয়ে লোভী- সদ)। {দীপরক্ষক>}
  • Bengali Word ডেলা, ড্যালা Bengali definition [ড্যালা] (বিশেষ্য) ১ দলা; তাল; পিণ্ড। ২ বড় ঢিল; লোষ্ট্র। ডেলা-ক্ষীর (বিশেষ্য) শুষ্ক পিণ্ডাকৃতির ক্ষীর। ডেলাবন (বিশেষ্য) ঢেলা পূর্ণস্থান। ডেলা-মারা (বিশেষণ) ১ মনোযোগশূন্য; লক্ষ্যহীন। ২ হাতুড়ে; আনাড়ি (ডেলা-মারা চিকিৎসা)। {(তৎসম বা সংস্কৃত) ডল্লক>}
  • Bengali Word ডেলি Bengali definition [ডেলি] (বিশেষ্য) প্রত্যহ। {(ইংরেজি) daily}
  • Bengali Word ডেলি প্যাসেঞ্জার Bengali definition [ডেলি প্যাসেন্‌জার্‌] (বিশেষ্য) নিত্যযাত্রী; যারা প্রত্যহ দূর থেকে যাতায়াত করে। {(ইংরেজি) daily passanger}
  • Bengali Word ডেলো Bengali definition [ডেলো] (বিশেষ্য) ১ বৃক্ষবিশেষ। ২ কাঠের মোটা খণ্ড। ৩ ডালে যে লতা বেয়ে ওঠে এবং সেই লতাজাত ফল (ডেলো শসা)। ৪ মাদারগাছ ও ফল। {ডাল+উয়া}
  • Bengali Word ডেশ Bengali definition ড্যাশ
  • Bengali Word ডেসিমাল, ডেসিম্যাল Bengali definition [ডেসিম্যাল্‌] (বিশেষণ) দশমিক (ডেসিমাল ফ্রাকশন কষতে পারো কি?)। {(ইংরেজি) decimal}
  • Bengali Word ডেস্ক, ডেস্‌ক Bengali definition [বি] লিখবার বা পড়বার ছোট ঢালু বাক্সযুক্ত টেবিলবিশেষ (আমি গোপন চাবিতে তাহার ডেস্ক খুলিয়া দেখিয়াছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) desk}
  • Bengali Word ডেস্ট্রয়ার Bengali definition [ডেস্‌ট্রয়ার] (বিশেষ্য) এক প্রকার যুদ্ধজাহাজ। {(ইংরেজি) destroyer}
  • Bengali Word ডেহান Bengali definition ডিহান
  • Bengali Word ডেহুয়া Bengali definition ডেউয়া
  • Bengali Word ডেহেরি Bengali definition [ডেহেরি] (বিশেষ্য) ১ সদর মহল। ২ বারান্দা; দাওয়া (ডেহারিতে কাম করে চাকরিয়াগণ-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) দেহলী>}
  • Bengali Word ডেড়ি, ডেড়ী Bengali definition [ডেড়ি] (বিশেষ্য) ১ কমতি; ন্যূনতা। ২ দারিদ্র্য। ৩ অকল্যাণ; বিপদ-আপদ; অমঙ্গল। ৪ অবহেলা; অবজ্ঞা। ৫ অবাধ্যতা; লঙ্ঘন। □ (বিশেষণ) বেশি; অধিক; অতিরিক্ত। ডেড়িবাড়ি (বিশেষ্য) ধার নেওয়া ফসলের উপর পরের বৎসর বৃদ্ধি হিসাবে দেড়গুণ পরিশোধ। {দেরী>}
  • Bengali Word ডোইরে Bengali definition [ডোইরে] (বিশেষণ) ডোরাযুক্ত (সে যে আমার ডোইরে কলাগাছ জলভরা মেয়ে-দীনবন্ধু মিত্র)। {ডোর+ ইয়া>}
  • Bengali Word ডোকরা, ডুকরা Bengali definition [ডোক্‌রা, ডুক্‌রা] (বিশেষণ) জড়বুদ্ধি; দুষ্টবুদ্ধি; দুর্মতি। □ (বিশেষ্য) হতভাগ্য; লক্ষ্মীছাড়া; ড্যাকড়া; তিরস্কার বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) দুষ্কর> (প্রাকৃত) ডুক্কর> ডুকরা> ডোকরা}
  • Bengali Word ডোকলা Bengali definition {ডোক্‌লা} (বিশেষ্য), (বিশেষণ) ১ যে বাজে খরচ করে; অপব্যয়ী। ২ লক্ষ্মীছাড়া। ৩ পেটুক; যে চেয়ে-চিন্তে খেয়ে বেড়ায়। {(তৎসম বা সংস্কৃত) ডোখল>}
  • Bengali Word ডোঙা Bengali definition ডোঙ্গা
  • Bengali Word ডোঙ্গর Bengali definition [ডোঙ্‌গোর্‌] (বিশেষণ) ডাঙ্গর; ডাগর; বড়। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>; ডাঙ্গর>}
  • Bengali Word ডোঙ্গা, ডোঙা Bengali definition [ডোঙ্‌গা, ডোঙা] (বিশেষ্য) ১ এক প্রকার ছোট সরু নৌকা; শালতি। ২ তাল গাছের গুঁড়ি দিয়ে প্রস্তুত ছোট নৌকা। ৩ জল তোলার পাত্র; দ্রোণী। ডোঙ্গা-কল (বিশেষ্য) জল সেচের ডোঙ্গা। {মু. ডোঙ্গা; (তৎসম বা সংস্কৃত) দ্রোণী>}
  • Bengali Word ডোজ Bengali definition [ডোজ্‌] (বিশেষ্য) ঔষধের মাত্রা (হোমিওপ্যাথিক ডোজ)। □ (ক্রিয়াবিশেষণ) অতি সূক্ষ্ম মাত্রায়। {(ইংরেজি) dose}
  • Bengali Word ডোবর Bengali definition [ডোবোর] (বিশেষ্য) ছোট গর্ত। {(তৎসম বা সংস্কৃত) গহ্বর>}
  • Bengali Word ডোবা ১ Bengali definition [ডোবা] (বিশেষ্য) ১ ছোট বা এঁদো পুকুর; যার পানি ব্যবহারের যোগ্য নয় এমন ছোট জলাশয়। ২ পানিপূর্ণ গর্তবিশেষ। {√ডুব্‌+আ}
  • Bengali Word ডোবা ২ Bengali definition ডুবা
  • Bengali Word ডোম ১ Bengali definition [ডোম্‌] (বিশেষ্য) হিন্দু পুরানে ব্যাপকভাবে উল্লিখিত অন্ত্যজ জাতিবিশেষ; মৃতদেহ সৎকার করা যাদের জীবিকা। ডোমনী, ডুমনী (বিশেষ্য), (স্ত্রীলিঙ্গ)। {(প্রাকৃত) ডোংব>}