Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঠান ২ Bengali definition [ঠান্‌] (বিশেষ্য) স্থান। {(তৎসম বা সংস্কৃত) স্থান>ঠান}
  • Bengali Word ঠাম Bengali definition [ঠাম্‌] বিক ১ স্থান; ঠাঁই; জায়গা (স্থান বিবর্জিত মাত্র আছে সর্বঠাম রূপরেখা বহির্ভূত নিরমল নাম-সৈয়দ আলাওল)। ২ নিকট; সমীপ (রাধার ঠাম-চণ্ডীদাস)। ৩ আকার; মূর্তি (বঙ্কিম ঠাম)। ৪ রূপ। ৫ স্ত্রী; শোভা; সৌন্দর্য (সুঠাম দেহ)। ৭ ভঙ্গি; ভঙ্গিমা; ঢঙ; ধরন; রীতি (কালাচাঁদ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছেন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>ঠাম্‌}
  • Bengali Word ঠার Bengali definition [ঠার্‌] (বিশেষ্য) ইশারা; সংকেত; ইঙ্গিত (নয়নের ঠার দিয়া কথা কহে ছলে-শেখ ফয়জুল্লাহ)। ঠারা (ক্রিয়া) ইশারা বা সংকেত করা; বাঁকাভাবে চাহিয়া ইঙ্গিত করা (চোখ ঠারা)। ঠারাঠারি (বিশেষ্য) চোখের ইঙ্গিতে ভাব বিনিময়। ঠারেঠোরে ক্রিবিন ইঙ্গিতে; ইশারায় (তাই টাপে টোপে ঠারে ঠোরে কই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) স্তার>সার>}
  • Bengali Word ঠাস ১ Bengali definition ঠাশ [ঠাশ্‌] (অব্যয়) ১ সাজোরে চড় মারার শব্দ। ২ হঠাৎ চিৎ হয়ে বা উপুড় হয়ে পড়বার শব্দ। ঠাস ঠাস (অব্যয়) বার বার ঠাস ধ্বনি। q (ক্রিয়াবিশেষণ) বার বার ঠাস শব্দ করে (ঠাস ঠাস বাঁশ ভাঙছে)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঠাস ২ Bengali definition [ঠাশ্‌] (বিশেষণ) ১ নিবিড়; ঘন (ঠাসাবুনানি)। ২ ঘেঁষাঘেঁষি। ঠাস বুনুনি/বুনানি (বিশেষ্য) ঘনভাবে গ্রন্থনা; জমাটভাবে গ্রথিত (আম-জামে ঘেরা ঠাসবুনুনির গ্রাম নেই-সৈয়দ মুজতবা আলী)। ঠাসবুনোন (বিশেষ্য) ঘনভাবে গ্রন্থন; ঘনভাবে সংগ্রথিত (আমার কোণ-ঘেঁষা জীবনে ছায়ার ঠাসবুনোন তা আবছায়ার সমান-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অষ্টি>}
  • Bengali Word ঠাসা, ঠাঁসা Bengali definition [ঠাশা, ঠাঁশা] (ক্রিয়া) ১ গাদা; গাদানো; অত্যন্ত চেপে ঢুকানো। ২ বেশি বোঝাই করা। ৩ পেট খুব বেশি ভরে খাওয়া। ৪ চাপা (ঠেসে ধরা)। ৫ মর্দন বা পেষণ বা দলন করা (ময়দা ঠাসা)। (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঠাসাঠাসি (বিশেষ্য) অল্প স্থানে বেশি জিনিসের ভিড় বা চাপ; গাদাগাদি। ণিজন্ত-ঠাসান। {ঠাস+আ}
  • Bengali Word ঠাহর Bengali definitionঠাওর
  • Bengali Word ঠাড় Bengali definition [ঠাড়্‌] (বিশেষণ) খাড়া; দণ্ডায়মান (ঠাড় করা বা হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) স্তব্ধ>(প্রাকৃত) ঠড্‌ড>}
  • Bengali Word ঠায় Bengali definition [ঠায়্‌] (বিশেষ্য) স্থান (মধু মোম আর মৃগনাভি যারা কিনিত সুরের ঠাঁয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্থান>}
  • Bengali Word ঠায় ১ Bengali definition [ঠায়্‌] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) ১ নিশ্চলভাবে; কর্মহীনভাবে; একভাবে (ঠায় বসে আছে)। ২ একটানা (একস্থানে স্থির থাকা)। {(তৎসম বা সংস্কৃত) স্থির>ঠার>}
  • Bengali Word ঠায় ২ Bengali definition [ঠায়্‌] (বিশেষ্য) একই স্থান (ঠায় দাঁড়িয়ে রইল)। {(তৎসম বা সংস্কৃত) স্থায়ী>}
  • Bengali Word ঠিক Bengali definition [ঠিক্‌] (বিশেষণ) ১ স্থির (মন ঠিক করা)। ২ নির্ধারিত; নির্ণীত (দিন ঠিক করা)। ৩ সত্য; খাঁটি (ঠিক কথা)। ৪ নির্ভুল; শুদ্ধ (অঙ্কের ফল ঠিক হয়েছে)। ৫ পুরা; কম বা বেশি নয় এমন (ঠিক দুদিন)। ৬ যোগ্য; উপযুক্ত (সেই ঠিক লোক)। ৭ শোধিত; দুরন্ত (ধমকে ঠিক করা)। ৮ প্রস্তুত; তৈরি (কাপড় পরে ঠিক হওয়া)। ৯ পরিপাটি; গোছাল; সুশৃঙ্খল (চুলটা ঠিক করে নাও)। ১০ বিবেচিত (কর্তব্য ঠিক করা; পাগল বলে ঠিক করা)। ১১ স্থিরতা (কথার ঠিক নেই)। ১২ যোগ (অঙ্ক ঠিক দেওয়া)। ঠিকঠাক (বিশেষণ) ১ নির্ভুল; যথাযথ। ২ সুনির্দিষ্টভাবে বা পাকাপাকিভাবে স্থিরীকৃত। ঠিক-ঠিকানা (বিশেষ্য) ১ নিশ্চয়তা; সত্যতা। ২ সন্ধান; খোঁজ; নির্দিষ্ট বাসস্থান। ৩ সঠিক খবর। {(তৎসম বা সংস্কৃত) স্থির/স্থিত>; মুণ্ডারি. ঠিকা}
  • Bengali Word ঠিকরা, ঠিকরে Bengali definition [ঠিক্‌রা, ঠিকরে] (বিশেষ্য) ১ ক্ষুদ্র ঢেলা। ২ তামাকের কলিকায় প্রদত্ত ছোট ঢেলা। {টুকরা>; (তুলনীয়) (হিন্দি) ঠিকরা}
  • Bengali Word ঠিকরানো, ঠিকরনো Bengali definition [ঠিক্‌রানো, ঠিকরোনো] (ক্রিয়া) ১ ছটকানো; ঠক্কর খেয়ে পড়া (কালো পাথর ..... জ্বলন্ত কয়লার মত একদিকে ঠিকরে পড়ল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ তীব্র আলোকাদির আঘাত সহ্য করতে অমর্থ হওয়া; ঝলসানো (আলোতে চোখ ঠিকরে আসে)। ৩ বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {ঠিকরা+আনো}
  • Bengali Word ঠিকরে Bengali definition ঠিকরা
  • Bengali Word ঠিকা, ঠিকে Bengali definition [ঠিকা, ঠিকে] (বিশেষণ) ১ অল্প সময়ের জন্য নিযুক্ত (ঠিকা ঝি, ঠিকা লোক)। ২ নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা)। ৩ নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকাগাড়ি)। ৪ কাজের চুক্তি বা নির্ধারিত শর্তযুক্ত কাজ; contract (ঠিকা পাওয়া)। ৫ নির্দিষ্ট কালের জন্য দখল বা অধিকার; lease (ঠিকা দেওয়া)। ঠিকা করা (ক্রিয়া) নির্দিষ্ট পারিশ্রমিকে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করা; চুক্তিতে কাজ করা। ঠিকাদার (বিশেষ্য) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ব্যায়ে যে কাজ সম্পাদনের চুক্তি গ্রহণ করে। ঠিকাদারি (বিশেষ্য) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ব্যয়ে যে কার্য সম্পাদনের চুক্তি গ্রহণ করে; contractor। ঠিকাদারি (বিশেষ্য) ঠিকাদারের কাজ; কন্ট্রাক্‌টারি; চুক্তিতে কার্য সম্পাদনের ভার গ্রহণ। □ (বিশেষণ) ঠিকাদারসংক্রান্ত। ঠিকা বন্দোবস্ত (বিশেষ্য) ১ ব্যবসায়ে বা জমি ইত্যাদির নির্ধারিত সাময়িক বন্দোবস্ত। ২ অস্থায়ী বন্দোবস্ত। ঠিকে ভুল হওয়া (ক্রিয়া) পরিণাম ঠিক করতে ভুল হওয়া। {ঠিক+আ; মুণ্ডারি. ঠিকা}
  • Bengali Word ঠিকানা Bengali definition [ঠিকানা] (বিশেষ্য) ১ বাসস্থানের বিবরণ (চিঠির ঠিকানা লেখা)। ২ সন্ধান; খোঁজ; পাত্তা; উদ্দেশ (সে যে কোথায় গেছে তার কোন ঠিকানা পাওয়া গেল না)। ৩ স্থিরতা; অবধারণ; ঠিক (কত লোক যে এখানে এল গেল তার ঠিকানা নেই)। {ঠিক+স্থান>ঠিকান>ঠিকানা}
  • Bengali Word ঠিকারি Bengali definition (প্রাচীন বাংলা)) [ঠিকারি] (বিশেষ্য) হাঁড়ি ভাঙা; খোলামকুচি। {টুকরা>}
  • Bengali Word ঠিকি Bengali definition ঠেকী
  • Bengali Word ঠিকুজি, ঠিকুজী Bengali definition [ঠিকুজি] (বিশেষ্য) সংক্ষিপ্ত বা অল্প বিবরণযুক্ত কোষ্ঠী; জন্মপত্রিকা (ঠিকুজি আছে কি কোনো জ্যোতিষীর কাছে?-কাজী নজরুল ইসলাম)। ঠিকুজি-কোষ্ঠী (বিশেষ্য) পূর্ণ বিবরণ। {(তৎসম বা সংস্কৃত) স্থির>ঠিক; (তৎসম বা সংস্কৃত) পঞ্জি>জি}
  • Bengali Word ঠিকে ১ Bengali definition ঠিকা
  • Bengali Word ঠিকে ২ Bengali definition [ঠিকে] (বিশেষ্য) যোগে; সমষ্টিকরণে (ঠিকে যদি ভুল হয়ে যায় তবে সব অঙ্কটাই ভুল হয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ঠিক+এ}
  • Bengali Word ঠিলা Bengali definition [ঠিলি] (বিশেষ্য) কলসি। {(হিন্দি) ঠিলিয়া}
  • Bengali Word ঠিলি, ঠিলী Bengali definition [ঠিলি] (বিশেষ্য) ছোট কলসি (গাছের রস সংগ্রহ করার জন্য ঠিলি দেওয়া)। ২ ঠোঙা; খিলি। {(হিন্দি) ঠিলিয়া}
  • Bengali Word ঠিশমিশ Bengali definition ঠিশমিশ [ঠিশ্‌মিশ্‌] (বিশেষ্য) অপ্রসন্নতা; মনোমালিন্য; ঠোকাঠুকি। {(তৎসম বা সংস্কৃত) √ঘিষ্‌>ঠিশ+(তৎসম বা সংস্কৃত) √মিশ্র্‌>মিশ}
  • Bengali Word ঠুঁটা, ঠুঁটো ১ Bengali definition ঠুটা [ঠুটা, ঠুঁটো, ঠুটা] (বিশেষণ) ১ হাত নেই এমন; হস্তশূন্য; নুলো; হস্তহীন (তাহলে দেখি তোমার ঐ ঠুটো হাত দিয়ে কেমন করে আমায় মার-কাজী নজরুল ইসলাম; কানা ভাই গীত গাএ....ঠুটা ভাইয়ে মাদল বাজায়-শেফা)। ২ অক্ষম; অসমর্থ; অকর্মণ্য। ঠুঁটো জগন্নাথ (বিশেষ্য) (আলঙ্কারিক) শক্তিমান সত্ত্বেও কার্য সম্পাদনে অক্ষম লোক (ঘরের নিভৃততম কোণে ন্যাড়া বোঁচা জড় পুটুলি ঠুটো জগন্নাথ হয়ে চুপসে বসে থাকে-কাজী নজরুল ইসলাম)। {(প্রাকৃত) টুংটো>}
  • Bengali Word ঠুঁটো ২ Bengali definition (বিশেষণ) ১ দীর্ঘ ঠোঁটযুক্ত; লম্বা ওষ্ঠযুক্ত। ২ দীর্ঘ চঞ্চুসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) ওষ্ঠ>ঠোঁট+উয়া>}
  • Bengali Word ঠুং Bengali definition [ঠুঙ্‌] (অব্যয়) ঠন অপেক্ষা মৃদুতর শব্দ। ঠুং ঠুং (অব্যয়) ক্রমাগত ঠুং শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঠুংগি, ঠুঙ্গি, ঠুঙি Bengali definition [ঠুঙ্‌গি, ঠুঙ্‌গি, ঠুঙি] (বিশেষ্য) ক্ষুদ্র ঠোঙ্গা (বাঁশের চুঙি পাতার ঠুঙি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>}
  • Bengali Word ঠুংরি Bengali definition [ঠুঙ্‌রি] (বিশেষ্য) সঙ্গীতের একটি তাল বা রাগিণীর নাম। {(তুলনীয়) (হিন্দি) ঠম্‌রী}