Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঠুক Bengali definition [ঠুক্‌] (অব্যয়) ঠক অপেক্ষা মৃদুতর ধ্বনি। ঠুক ঠুক (অব্যয়) ক্রমাগত ঠুক শব্দ। ঠুক ঠুকানো (ক্রিয়া) ঠুকঠুক আওয়াজ করা; কোনো বস্তু দ্বারা ক্রমাগত মৃদু আঘাত। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঠুকনো, ঠুকানো Bengali definition ঠোকন
  • Bengali Word ঠুকরান, ঠুকরানো Bengali definition ঠোকরানো
  • Bengali Word ঠুকা Bengali definition টোকা
  • Bengali Word ঠুন Bengali definition [ঠুন্‌] (অব্যয়) মৃদু ঠন শব্দ। ঠুন ঠুন (অব্যয়) ক্রমাগত ঠুন শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঠুনকা ১, ঠুনকো ১ Bengali definition [ঠুনকা, ঠুনকো] (বিশেষণ) ১ লঘু আঘাতেই ঠুন করে ভেঙে যায় এমন; ভঙ্গুর (যশোখ্যাতির ঠুন্‌কো এ কাঁচ করব ভেঙ্গে চাখ্‌নাচুর-কাজী নজরুল ইসলাম)। ২ (আলঙ্কারিক) অপদার্থ; অসার; বাজে। ঠুনকা-ঠানকা (বিশেষণ) হালকা বা ক্ষণভঙ্গুর (ঠুনকো ঠানকা জিনিস সব সময়ে হাতের কাছে রাখতে নেই)। {ধ্বন্যাত্মক ঠুন+কা, কো}
  • Bengali Word ঠুনকা ২, ঠুনকো ২ Bengali definition [ঠুন্‌কা, ঠুনকো] (বিশেষ্য) প্রসূতির স্তনের এক প্রকার পীড়া; স্তনের যন্ত্রণাদায়ক ব্যথা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঠুনি Bengali definition [ঠুনি] (বিশেষ্য) খুঁটি বা থাম; স্তম্ভ; ঠেকনা। {(তৎসম বা সংস্কৃত) স্থূণা>(প্রাকৃত) থুণ>}
  • Bengali Word ঠুমকি Bengali definition [ঠুমকি] (বিশেষ্য) নৃত্যের এক প্রকার ভঙ্গি বা ধরন। {(তুলনীয়) (হিন্দি) ঠমক>}
  • Bengali Word ঠুলি, ঠুলী Bengali definition [ঠুলি] (বিশেষ্য) ১ গরু ঘোড়া প্রভৃতির চোখের ঢাকনি। ২ আবরণ; খাপ (খুলে দে মা চোখের ঠুলি-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) স্থালী}
  • Bengali Word ঠুস Bengali definition [ঠুশ্‌] (অব্যয়) ঠাস অপেক্ষা লঘুতর ধ্বনি। ঠুসঠাস (অব্যয়) ১ বার বার ঠুস ও ঠাস শব্দ। ২ হালকাভাবে কিল ও চড় মারার শব্দ। ৩ নানাবিধ শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঠুসা, ঠোসা Bengali definition [ঠুশা, ঠোসা] (ক্রিয়া) ১ ঠাসা। ২ অত্যন্ত ভোজন করা; অতিশয় গঞ্জনা দেওয়া বা তিরস্কার করা; অতিশয় প্রহার করা (গুরুমশাই আজ বেশ ঠুসেছেন)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তুলনীয়) (হিন্দি) ঠুস্‌না}
  • Bengali Word ঠুসি Bengali definition [ঠুশি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র ঠোস; ফোস্কা (জলের ঠুসি ভাঙা)। ২ ফল পাড়ার জন্য ব্যবহৃত জালিবিশেষ। ২ (আঞ্চলিক) ঠুলি। {ঠুলি>?}
  • Bengali Word ঠেঁটা, ঠ্যাঁটা, ঠ্যাটা Bengali definition [ঠ্যাঁটা, ঠ্যাঁটা, ঠ্যাটা] (বিশেষণ) ১ নির্লজ্জ; বেহায়া (এ বলে উহারে সই ওটা বড় ঠেটা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ দুর্মুখ (ঠক ঠেঁটা নাবড় ছেবড় লোকে রটে-ঘনরাম চক্রবর্তী)। ৩ অবাধ্য। □ (বিশেষ্য) শঠ; প্রতারক। ঠেঁটি (স্ত্রীলিঙ্গ)। ঠেঁটামি বি। {(তৎসম বা সংস্কৃত) শঠ>; দৃষ্ট>}
  • Bengali Word ঠেঁটি, ঠেঁটী Bengali definition [ঠেঁটি] (বিশেষ্য) পাড়শূন্য খাটো কাপড়; পাড়হীন ছোট কাপড় (....দিনে রাত্রে সূতা কাটিয়া কোনদিন একখানা গামছা, কোনদিন একখানা ঠেঁটি এই হয়-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {ঠেঁটা+ই}
  • Bengali Word ঠেং Bengali definition ঠ্যাং
  • Bengali Word ঠেক, ঠেকনা, ঠেকনো, ঠেকো Bengali definition [ঠ্যাক্‌, ঠেকনা, ঠেক্‌নো, ঠেকো] (বিশেষ্য) পতন রোধ করার অবলম্বন; আশ্রয়; ঠেস; প্যালা (থলিটাকে সে একটা লাঠির ঠেকো দিয়ে বসিয়ে নিজে মাটিতে বসে ঝিমোয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>(প্রাকৃত) √থক্ক>ঠেক}
  • Bengali Word ঠেকরা Bengali definition [ঠেক্‌রা] (বিশেষ্য) ছ্যাকড়া; নিকৃষ্ট শ্রেণির ভাড়াটে ঘোড়ার গাড়ি (আসছে খবর-যাচ্ছে খবর পথ চলিবার ঠেকরা গাড়ী-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শকট>ছকড়া>}
  • Bengali Word ঠেকা Bengali definition [ঠ্যাকা] (ক্রিয়া) ১ স্পর্শ লাগা (পায়ে ঠেকা)। ২ সংকটাপন্ন হওয়া; বিপদে পড়া (ঠেকে শেখা, দায়ে ঠেকা)। ৩ বাধা পাওয়া; প্রতিহত বা বাধাগ্রস্ত হওয়া (অনেক বুদ্ধি দিয়েছিলেন বটে-কিন্তু গোলমাল ঠেকেনি তাতে)। ৪ গিযে থামা বা বিরত হওয়া (তীরটা গিয়ে গাছে ঠেকল)। ৫ উপনীত বা উপস্থিত হওয়া; পৌঁছানো (আয় শূন্যে ঠেকেছে)। ৬ বোধ বা মনে হওয়া (খারাপ ঠেকা)। ⇒(বিশেষ্য) ১ উক্ত সকল অর্থে। ২ সংকট; বিপদ (ঠেকায় পড়া; থালাবাসনের খানকয় গফুর ইতিপূর্বে ঠেকার সময় বিক্রী করে খেয়েছে-শামসুল হক)। ৩ অভাবজনিত বাধা বা বিপত্তি (ঠেকার কাজ চালানো)। ৪ স্পর্শ (ঠেকা লাগা)। ৫ সঙ্গীতের সঙ্গে সঙ্গে তবলার সঙ্গত (ঠেকা না হলে ঠুংরি জমে না)। ৬ ঠেক-ঠেকনা (ঠেকা দেওয়া)। ⇒ (বিশেষণ) ১ স্পৃষ্ট। ২ সংকটাপন্ন। ৩ বাধাপ্রাপ্ত। ৪ উপনীত। ৫ বিবেচিত। ঠেকাঠেকি (বিশেষ্য) ছোঁয়া; স্পর্শ; পরস্পর স্পর্শ। ঠেকানো (ক্রিয়া) ১ ছোঁয়ানো; স্পর্শ করানো। ২ দায়ে বা ক্ষতিতে ফেলা। ৩ বাধা দেওয়া; প্রতিহত করা। ৪ আটকানো; বন্দী করা। ৫ উপস্থিত করানো। ⇒ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঠেকা-বেঠেকা (বিশেষ্য) অভাব-অভিযোগ হেতু বাধাবিপত্তি (ঠেকা-বেঠেকায় কত তারা সাহায্য করে-শামসুল হক)। ঠেকা মেয়ে (বিশেষ্য) গায়ে হলুদের পর নির্ধারিত পাত্রের সঙ্গে যে কুমারীর বিয়ে হয়নি বলে অন্য পাত্র তাকে বিবাহে অসম্মত হয়। চোখে ঠেকা (ক্রিয়া) ১ বিসদৃশ বা খারাপ বোধ হওয়া। ২ খারাপ লাগা। ঠেকে শেখা (ক্রিয়া) দায়ে পড়ে কোনো কিছু শিক্ষালাভ করা। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>}
  • Bengali Word ঠেকানা Bengali definition [ঠ্যাকানা] (বিশেষ্য) ঠিকানা; হদিস (কে কোথায় গতি করিল তাহা ঠেকানা-রামরাম বসুরাম বসু)। {ঠিকানা>}
  • Bengali Word ঠেকার, ঠ্যাকার Bengali definition [ঠ্যাকার্‌] (বিশেষ্য) অহংকার; গর্ব; গুমর; ঢং (ঝি-মাগীদের ঠেকার আর সইতে হচ্ছে না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; তুই যে ঠ্যাকারের কথা কস তাইতে তোর ভাতার রাগ করে-দীনবন্ধু মিত্র)। ঠেকারে, ঠ্যাকারে (বিশেষণ) ঠেকার করে এমন; গর্বিত। ঠেকারি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অহংকার>ঠংকার>ঠ্যাকার}
  • Bengali Word ঠেকি ১ Bengali definition [ঠেকি] (বিশেষ্য) ঠেকনা; একঘরে। {(তৎসম বা সংস্কৃত) √স্থা>}
  • Bengali Word ঠেকি, ঠিকি Bengali definition [ঠেকি, ঠিকি] (বিশেষ্য) ভিড়; স্তূপ (নৌকার ঠেকি লেগেছে, কাঠের ঠেকি দেওয়া হয়েছে। {ঠেক>}
  • Bengali Word ঠেকো Bengali definition ঠেক
  • Bengali Word ঠেঙা, ঠেঙ্গা Bengali definition ঠ্যাংগা
  • Bengali Word ঠেঙে Bengali definition ঠেঁঞে
  • Bengali Word ঠেঞে, ঠেঙে, ঠেঙ্গে, ঠেঁয়ে Bengali definition [ঠেয়েঁ, ঠেঙে, ঠেঙ্‌গে, ঠেঁয়ে] (অব্যয়) নিকট; থেকে; কাছে (তার ঠেঁয়ে এগার সিকে পাওয়া যাবে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) স্থানে>ঠাঁই>ঠেঞে>ঠেঙে>ঠেঙ্গে> ঠেঙে>ঠেঁয়ে}
  • Bengali Word ঠেট, ঠেঁট, ঠেঠ Bengali definition [ঠেট্‌, ঠেঁট, ঠেঠ্‌] (বিশেষণ) নির্লজ্জতা; অমিশ্র; শুদ্ধ; নির্ভেজাল। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>; (তৎসম বা সংস্কৃত) স্থাতৃ>}
  • Bengali Word ঠেঠা, ঠেটা, ঠ্যাঁটা, ঠ্যাটা Bengali definition [ঠ্যাঠা, ঠ্যাটা, ঠ্যাঁটা, ঠ্যাটা] (বিশেষণ) বেহায়াপনা; ধৃষ্টতা (ঠেঠাএ গোঞাইলুঁ কাল....ঠাকুরের না পাইলুঁ দর্শন-দৌলত উজির বাহরাম খান)। ঠেঠী (স্ত্রীলিঙ্গ)। ঠেঠাপনা (বিশেষ্য) বেহায়ামি; ধৃষ্টতা। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>ঠেট+আ>}
  • Bengali Word ঠেঠামি, ঠ্যাঁটামি, ঠ্যাটামি Bengali definition [ঠ্যাঠা, ঠ্যাঁটা, ঠ্যাটা] (বিশেষ্য) বেহায়াপনা; ধৃষ্টতা; নির্লজ্জতা। {(তৎসম বা সংস্কৃত) ধৃষ্ট>ঠেটা+আমি>}