Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঘেসড়ানো , ঘেসড়ান Bengali definition ঘেঁষড়ানো
  • Bengali Word ঘেয়ো Bengali definition [ঘেয়ো] (বিশেষণ) ঘাওয়ালা; ঘাউয়া; ক্ষতযুক্ত (মড়া খেকো একটা ঘেয়ো কুত্তা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত )। ঘেয়ো কুত্তা (বিশেষ্য) অপরিচ্ছন্ন নির্লজ্জ ঘৃণাজনক অর্থে তিরস্কারে ব্যবহৃত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাত>; (বাংলা) ঘা+উয়া>}
  • Bengali Word ঘোঁঘট (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ঘোঁগট্‌] (বিশেষ্য) ঘোমটা (ঘোঁঘট অন্তরে থাকি বিশিখ করম-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ>( হিন্দী) ঘূংঘট, (বাংলা) ঘোঁঘট}
  • Bengali Word ঘোঁচ Bengali definition ঘোঁজ
  • Bengali Word ঘোঁজ , ঘোঁচ Bengali definition [ঘোঁজ্‌, ঘোঁচ্‌] (বিশেষ্য) ১ বক্রভাব; কুঞ্চন; সংকোচ (ঠোঁট দুটোকে ঘোঁচ কর-(কাজী নজরুল ইসলাম))। ২ বক্রস্থান; বাঁক; পথ বা ক্ষেতের মোড়। ৩ কোণ। □ (বিশেষ্য), (বিশেষণ ) ঘুঁজি। □ (বিশেষণ) বাঁকা। ঘোঁজ-ঘাঁজ, ঘোঁচঘাঁচ (বিশেষ্য) ১ অপরিসর জায়গা; সংকীর্ণ স্থান। ২ আড়াল-আবডাল; আনাচ-কানাচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঞ্জ>(?)}
  • Bengali Word ঘোঁট , ঘোট , গোঁট Bengali definition [ঘোঁট্‌, ঘোট, গোঁট] (বিশেষ্য) ১ তরল পদার্থ মন্থন বা আলোড়ন। ২ জটলা; বিক্ষোভ; আন্দোলন (রামমোহন রায়ের স্ত্রীর শ্রাদ্ধে দলাদলির ঘোঁট-কালীপসন্ন সিংহ)। ৩ দলাদলি; বিরোধ (মর্ত্যে আসি নাই মোরা করতে জেতের ঘোঁট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘোঁটন, ঘোঁটনা Þ ঘোটন। ঘোঁট পাকানো (ক্রিয়া) ১ জটলা পাকানো; আন্দোলন সৃষ্টি করা। ২ দলাদলি সৃষ্টি করা। ৩ জট পাকানো; পেঁচ পড়ানো; জটিলতা সৃষ্টি করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>ঘোঁট}
  • Bengali Word ঘোঁটমণ্ডল Bengali definition [ঘোঁট্‌মন্‌ডোল্‌] (বিশেষ্য) ১ কলঙ্কজনক কোনো কাহিনী নিয়ে গ্রামের লোকদের মধ্যে কথাবার্তা ও আলাপ-আলোচনা। ২ গোলমাল বা চেঁচামেচি সহ বিশৃঙ্খলা; হট্টগোল; এলোমেলো প্রবাহ (সেথা দিয়ে গায় কুয়াসার ভোট-কম্বল সত উদাসীন বাতাসের ঘোঁটমণ্ডল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ঘোঁট+মণ্ডল}
  • Bengali Word ঘোঁটা , ঘুঁটা Bengali definition [ঘোঁটা, ঘুঁটা] (ক্রিয়া) ১ আলোড়ন করা; মন্থন করা। ২ মিশ্রিত করা; মাড়া। ৩ বিশেষ আন্দোলন করা; তোলপাড় করা। ৪ আতিপাতি সন্ধান করে বেড়ানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘোঁটানো (ক্রিয়া) অন্যের দ্বারা আলোড়ন করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>(বাংলা) √ঘোঁট+আনো}
  • Bengali Word ঘোঁৎ ঘোঁৎ Bengali definition [ঘোঁত্‌ঘোঁত্‌] (অব্যয়) ১ শূকরের ডাক। ২ অসন্তোষ বা ক্রোধজনিত চাপা শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঘোগ Bengali definition [ঘোগ্‌] (বিশেষ্য) ১ কুকুরের আকৃতিবিশিষ্ট বন্য জন্তুবিশেষ। ২ বন্য কুকুর। ৩ রূপকথায় বাঘের শত্রু। বাঘের ঘরে গোগের বাসা Þ বাঘ। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কোক>}
  • Bengali Word ঘোঙ্গট , ঘুঙ্গট , ঘুঙ্গুট Bengali definition [ঘোঙ্‌গোট্‌, ঘুঙ্‌গট্‌, ঘুঙগুট্‌] (বিশেষ্য) ঘোমটা (ঘুঙ্গট খোলো পাঞ্জেরী-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ঠন}
  • Bengali Word ঘোচা , ঘোচানো Bengali definition ঘুচা
  • Bengali Word ঘোট Bengali definition ঘোঁট
  • Bengali Word ঘোটক Bengali definition [ঘোটোক্‌] (বিশেষ্য) ঘোড়া; অশ্ব। ঘোটকী (স্ত্রীলিঙ্গ)। ঘোটকারূঢ় (বিশেষণ) অশ্বপৃষ্ঠে আসীন; অশ্বারোহী; অশ্বে আরূঢ়। ঘোটকিনী (বিরল) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ঘোটকী; ঘুড়ি, ঘুড়ী (জিরাফের গলা তার ঘোটকিনী মুখ-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>√ঘুট্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word ঘোটন , ঘোঁটন Bengali definition [ঘোটোন্‌, ঘোঁটন] (বিশেষ্য) ১ আলোড়ন বা মন্থন। ২ মিশ্রিতকরণ। ৩ মাড়ন বা পেষণ। ৪ তরল দ্রব্যের সাথে মেশাতে হবে এরূপ বস্তু। ৫ তরল পদার্থের সাথে মিশ্রিত করে নেওয়ার শুষ্ক বড়ি (কালিদাসের ঘোঁটন কালির এক টুকরো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ সন্ধান; অন্বেষণ। ঘোটনা, ঘোঁটনা (বিশেষ্য) তরল দ্রব্য নাড়ার কাঠি; যা দিয়ে ঘোঁটা হয়; মন্থনদণ্ড (নূতন ঘোট্‌না কুঁড়া দিয়াছে বিশাই-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘট্ট, √ঘুট্‌, (বাংলা) √ঘোঁট্‌}
  • Bengali Word ঘোণা Bengali definition [ঘোনা] (বিশেষ্য) ১ অশ্ব-নাসিকা; ঘোড়ার নাক। ২ নাসিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) Öঘুণ্‌+অঘঞ্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word ঘোনা Bengali definition [ঘোনা] (বিশেষ্য) ১ নির্জন স্থান; খোপ (ঘোনাগুলি মস্ত বড় বড় মাঠ-মাহবুব-উল- আলম)। ২ বোনা; কাপড়ের বেড়; বুনন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণ>}
  • Bengali Word ঘোপ Bengali definition [ঘোপ্‌] (বিশেষ্য) ১ খোপ; কোটর। ২ গোপন স্থান; অপ্রকাশ্য স্থান। ঘোপ ঘাপ (বিশেষ্য) আনাচ কানাচ; লুকানোর উপযুক্ত সংকীর্ণ স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুপ্‌>}
  • Bengali Word ঘোমটা Bengali definition [ঘোম্‌টা] (বিশেষ্য) ১ গুণ্ঠন; অবগুণ্ঠন; মুখাবরণ; মাথায় তুলে দেওয়া শাড়ির প্রান্ত; মাথার কাপড়। ৩ আবরণ; ঘের (কঙ্কাল ঢেকে যেটুকু স্মৃতির ঘোমটা তারি কথা মনে রাখলে সবাই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘোমটার ভিতরে খেমটা নাচা (বিশেষ্য) ১ কুলবধুর সাজে বা ছদ্মবেশের নীচে অসতীত্ব। ২ ((আলঙ্কারিক)) বাহিরের ভদ্র আবরণের অন্তরালে নষ্টামি। নাচতে এসে ঘোমটা (বিশেষ্য) কপাট লজ্জা প্রকাশ; নিস্ফল লজ্জা প্রদর্শন; বৃথা লজ্জা দেখানোয় বিদ্রূপাত্মক উক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুণ্ঠন>}
  • Bengali Word ঘোর Bengali definition [ঘোর্‌] (বিশেষ্য) অন্ধকার। ২ আচ্ছান্নতা; আবেশ; জড়তা। ৩ মোহ; নেশা; ভ্রান্তি। □ (বিশেষণ) ১ ভয়ঙ্কর; দারুণ; বিষম। ২ অত্যন্ত; উৎকট; বেহদ্দ (ঘোর মাতাল)। ৩ নিবিড়; ঘন। ৪ গভীর; গাঢ়। ৫ দুর্গম; দুর্ভেদ্য। ঘোরা (স্ত্রীলিঙ্গ) ( বিশেষণ) (ঘোরা যামিনী)। ঘোর ঘোর (বিশেষ্য) ১ আধো অন্ধকার ভাব; অল্প অল্প অন্ধকার। ২ আচ্ছন্নতার ভাব; জড়তার ভাব। ৩ নেমার ভাব; মোহের ভাব (উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঘোরতর (বিশেষণ) ১ প্রচণ্ড; অতি নিদারুণ। ২ অতি ভয়ঙ্কর। ৩ দুইয়ের মধ্যে অধিক ঘোর। ঘোরতরা (স্ত্রীলিঙ্গ)। ঘোর দর্শন (বিশেষণ) ভয়ানক মূর্তি; বিকটাকার। ঘোর দর্শনা। ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ (বিশেষ্য) ১ গোলমাল; জটিলতা। ২ কুটিলতা। ঘোর লাগা (বিশেষণ) ধাঁধাপূর্ণ; ধাঁধা লাগানো; বিভ্রান্তকারী (ঘোর লাগা রাস্তা এই পৃথিবীর-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুর্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ঘোরা ১ Bengali definition ঘুরা
  • Bengali Word ঘোরা ২ Bengali definition ঘোর
  • Bengali Word ঘোরাঘুরি Bengali definition ঘুরা
  • Bengali Word ঘোরালো Bengali definition [ঘোরালো] (বিশেষণ) ১ গাঢ় তমসাচ্ছন্ন; নিবিড় অন্ধকারাবৃত। ২ নিবিড়; ঘন; গাঢ় (তিমির ক্রমশ হতেছে ঘোরালো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অতি জটিল (ঘোরাল বিষয়)। ৪ ভয়াবহ। ৫ অতি গম্ভীর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুর্‌+(বাংলা) আলো}
  • Bengali Word ঘোল Bengali definition [ঘোল্‌] (বিশেষ্য) মন্থন করে ও পানি মিশিয়ে তরল করা বা মাখন তোলা দই; তক্র। ঘোল খাওয়া (ক্রিয়া) ১ ( (আলঙ্কারিক)) বেকায়দায় পড়া; বিপন্ন অবস্থায় বিব্রত হওয়া। ২ ((আলঙ্কারিক)) সম্পূর্ণ পরাজিত হওয়া; নাকাল হওয়া। ঘোল খাওয়ানো (ক্রিয়া) ১ ((আলঙ্কারিক)) নাকাল করা; নাজেহাল করা। ২ ((আলঙ্কারিক )) অপদস্থ করা; শায়েস্তা করা। ঘোল মউনি (বিশেষ্য) ঘোল করার মন্থনদণ্ড; ঘোল মন্থনী (ঘোল মউনির তাড়নে ঘোল আর বাত্যাতাড়িত সমুদ্র এক নিয়মে বিলোড়িত হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। দুধের সাধ ঘোলে মেটানো-অভীষ্ট উৎকৃষ্ট বস্তুর অভাব নিকৃষ্ট বস্তু দিয়ে পূর্ণ করা। মাথায় ঘোল ঢালা-অপদস্থ করা; অপমানিত করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘূর্ণ>(প্রাকৃত) ঘোল}
  • Bengali Word ঘোলা Bengali definition [ঘোলা] (বিশেষণ) ১ আবিল। ২ কর্দমময়; কাদা গোলা (গোলা পানি)। ৩ অস্বচ্ছ। ৪ নিষ্প্রভ; জ্যোতিহীন; ছানি পড়া (সুন্দরের সামনে .... বসি আছে মূক, অন্ধ, বধির, নিশ্চল মানুষের দল ঘোলা চোখ মেলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ পচা বা গেঁজে ওঠা (ঘোলা ডিম)। ঘোলাটে (বিশেষণ) অল্প ঘোলা (কেমন মড়ার মত ঘোলাটে চোখ বুড়ীর-সৈশা; বস্তুবাদী জড়ত্বের ঘোলাটে স্বপন-রখা)। ঘোলানো Þ ঘুলানো। {( তৎসম বা সংস্কৃত শব্দ) ঘূর্ণি>(প্রাকৃত) ঘুল্রি>ঘোলা}
  • Bengali Word ঘোষ Bengali definition [ঘোশ্‌] (বিশেষ্য) ১ নিনাদ; ধ্বনি; রব। ২ ঘোষণা। ৩ গোয়ালপাড়া; গোপ পল্লি। ৫ কায়স্থ এবং সদ্‌গোপ শ্রেণির বাঙালি হিন্দুর পদবি। ৬ ধ্বনির গুণবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ঘোষক Bengali definition [ঘোশক্‌] (বিশেষণ) ঘোষণাকারী। □ (বিশেষ্য) ১ নিনাদক। ৩ প্রচার। ঘোষযাত্রা (বিশেষ্য) গোপ-পল্লিতে গমন বা তা পরিদর্শন। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √ঘুষ্‌+অক(ণ্বুলল)}
  • Bengali Word ঘোষণ Bengali definition ঘোষণা
  • Bengali Word ঘোষণা , ঘোষণ Bengali definition [ঘোশোনা, ঘোশোন্‌] (বিশেষ্য) ১ উচ্চ রবে প্রচার। ২ বিজ্ঞাপন; বিজ্ঞপ্তি; ইস্তেহার। ৩ প্রকাশ্যে বা দস্তুরমাফিক জ্ঞাপন (যুদ্ধ ঘোষণা)। ৪ উচ্চ শব্দকরণ। ঘোষণাপত্র, ঘোষপত্র (বিশেষ্য) বিজ্ঞাপন; নোটিস; ইস্তেহার; প্রচারপত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্‌+অন(ল্যুট্)+আ}