Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ঘৃতার্চি , ঘৃতার্চিঃ Bengali definition [ঘৃতার্‌চি, ঘৃতাচিহ্‌] (বিশেষ্য) অগ্নি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত+অর্চিঃ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ঘৃতাহুতি Bengali definition [ঘৃতাহুতি] (বিশেষ্য) (হিন্দুদের) যজ্ঞাগ্নিতে ঘৃত নিক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃত+আহুতি; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ঘৃনিত Bengali definition [ঘৃণিতো] (বিশেষণ) ১ ঘৃণাপ্রাপ্ত। ২ ঘৃণা উদ্রেককারী; ঘৃণাজনক; ঘৃণাকর। ৩ ঘৃণার পাত্র; ঘৃণার যোগ্য; ঘৃণার বিষয়ীভূত। ৪ গর্হিত; নিন্দিত (ঘৃণিত আচরণ)। ৫ কদর্য; জঘন্য; অতি কুৎসিত। ৬ অবজ্ঞাত; অবহেলিত। ৭ হেয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √ঘৃণ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ঘৃষ্ট Bengali definition [ঘৃশ্‌টো] (বিশেষণ) ১ ঘর্ষিত। ২ মর্দিত (ঘৃষ্ট চন্দন)। ৩ মার্জিত। ৪ ঘর্ষণজাত (ঘৃষ্ট ধ্বনি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘৃষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word ঘেঁচি Bengali definition ঘেচি
  • Bengali Word ঘেঁচু , ঘেচু Bengali definition [ঘেঁচু, ঘেচু] (বিশেষ্য) ১ ছোট কচুবিশেষ। ২ কিছুই না; নিষ্ফল প্রযত্ন (ঘেঁচু হবে) ৩ বাজে জিনিস। ঘেঁচু করা (ক্রিয়া) কিছুই করতে না পারা (ঘেঁচু করবে)। কচু ঘেচু (বিশেষ্য) বাজে জিনিস; অসার বস্তু (শালা হাড়কেপ্পন; খায় কচুঘেচু- সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘেঞ্চুলিকা>}
  • Bengali Word ঘেঁচড়া , ঘেচড়া , ঘ্যাঁচড়া , ঘ্যাচড়া Bengali definition [ঘ্যাঁচ্‌ড়া, ঘ্যাচ্‌ড়া, ঘ্যাঁচ্‌ড়া, ঘ্যাচ্‌ড়া] (বিশেষ্য) জামড়া; কড়া। □ (বিশেষণ) ১ কড়া পড়া; জামড়া ধরা। ২ অবাধ্য ও একগুঁয়ে; ঠেটা। ৩ বোধশূন্য; নির্লজ্জ; বেহায়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃষ্ট>}
  • Bengali Word ঘেঁটু Bengali definition ( বিশেষ্য ) ১ বন্য গাছড়া ও পুষ্পবিশেষ; ভাঁটফুল। ২ হিন্দুদের দেবতাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘন্টাকর্ণ>}
  • Bengali Word ঘেঁষ Bengali definition [ঘেঁশ্‌] (বিশেষ্য) ঘষা; ঘর্ষণ বা নিত্যস্পর্শ (চেনা শোনার ঘেঁষ লেগে পালিশ নষ্ট হয়ে যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্পর্শ; ছোঁয়া। ৩ সংস্রব; সঙ্গ বা ঘনিষ্ঠতা। ৪ প্রশ্রয় (ঘেঁষ দেওয়া)। ৫ ঘনিষ্ঠ; কাছাকাছি; নিকট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘৃষ্‌>(হিন্দী) ঘিস}
  • Bengali Word ঘেঁষা Bengali definition [ঘেঁষা] (ক্রিয়া) ১ নিকটবর্তী হওয়া; কাছাকাছি হওয়া। ২ গায়ে গায়ে লেগে বা অতি নিকটবর্তী হয়ে থাকা। ৩ ঘনিষ্ঠ বা নিবিড় হওয়া। ৪ সংস্রবে যাওয়া বা সম্পর্ক রাখা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘেঁষাঘেঁষি ( ক্রিয়াবিশেষণ) গায়ে গায়ে লেগে; চাপাচাপি করে; ঘনভাবে। □ (বিশেষ্য) গায়ে গায়ে লেগে অবস্থান (খুসী ছিল ঘেঁষাঘেঁষির ঘরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘৃষ্‌>+(বাংলা) আ}
  • Bengali Word ঘেঁষড়ানো , ঘেঁসড়ানো , ঘেসড়ানো Bengali definition [ঘেঁশ্‌ড়ানো] (ক্রিয়া) ১ ক্রামগত ঘষা; ঘৃষ্ট করা; হিঁচড়িয়ে টানা বা চলা (ঝুলতে ঝুলতে চলল উলু ঘাসের মধ্যে দিয়ে গা ঘেঁষড়ে- অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিভার অভাব হেতু পুনঃপুন বিফল চেষ্টা করা বা বার বার চেষ্টার পরে সামান্য সফলতা অর্জন করা। ঘেঁষড়ানি, ঘেঁসড়ানি, ঘেষড়ানি, ঘেসড়ানি (বিশেষ্য) ১ ক্রমাগত ঘর্ষণ। ২ হেঁচড়ে বা ছেঁচড়ে টানা। ৩ ক্রমাগত চেষ্টা। ৪ ঘর্ষণজাত শব্দ (তক্ত টানার ঘেসড়ানিতে সচকিত হইয়া-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘৃষ্‌>+(বাংলা) আনো}
  • Bengali Word ঘেঁস , ঘ্যাঁস Bengali definition [ঘ্যাঁশ্‌] (বিশেষ্য) পাথুরে কয়লার ছাই। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘর্ষ>; (হিন্দী) ঘিস্‌সা}
  • Bengali Word ঘেংরাল Bengali definition [ঘেঙ্‌রাল্‌] (বিশেষ্য) হাঁসের শ্রেণিবিশেষ (হাঁসের মধ্যে ঘেংরাল আর সরাল দু-জোড়ের হাঁস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঘেউ Bengali definition [ঘেউ] (অব্যয়) (বিশেষ্য) কুকুরের ডাক বা চিৎকার। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঘেউ ঘেউ Bengali definition [ঘেউঘেউ] (অব্যয়) (বিশেষ্য) কুকুরের ডাক। □ (বিশেষ্য) ১ অনবরত নিষ্ফল বকবক (কানের কাছে ঘেউ ঘেউ করাই সার)। ২ বিরুদ্ধ পক্ষের বকাবকি বক্তব্যের অবজ্ঞাসূচক নামকরণ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঘেঙানো , ঘেঙ্গানো Bengali definition [ঘ্যাঙানো, ঘ্যাঙ্‌গানো] (ক্রিয়া) ১ ঘ্যান ঘ্যান করা; কাতরোক্তির সঙ্গে পুনঃপুনঃ প্রার্থনা করা। □ ( বিশেষ্য) ঘেঙানি; প্রার্থনামূলক একঘেয়ে কাতরোক্তি। ঘেঙানি, ঘেঙ্গানি বি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ঘেচি , ঘেঁচি Bengali definition [ঘেচি, ঘেঁচি] (বিশেষণ) গেঁটে; কুঞ্চিত (শতকের কাহন নিল বাছা ঘেচি কড়ি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ঘৃষ্ট>}
  • Bengali Word ঘেচু Bengali definition ঘেঁচু
  • Bengali Word ঘেচড়া Bengali definition ঘেঁচড়া
  • Bengali Word ঘেটি Bengali definition [ঘেটি] (বিশেষ্য) ঘাড়; গর্দান (ঘেটি ধরে বাহির করে দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাট>(প্রাকৃত) ঘাড}
  • Bengali Word ঘেটেল Bengali definition [ঘেটেল্‌] (বিশেষ্য) ১ ঘাটের কর আদায়কারী; ঘাটোয়াল (কখন ঘেটেল কখন কাঁড়ারী-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ ঘাট মাঝি; পাটনি। ঘেটেলি (বিশেষ্য) ঘাটোয়ালের কাজ বা পারিশ্রমিক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>ঘাটি+আ>}
  • Bengali Word ঘেন ঘেন Bengali definition ঘ্যান ঘ্যান
  • Bengali Word ঘেন ঘেন Bengali definition ঘ্যান ঘ্যান
  • Bengali Word ঘেন্না Bengali definition [ঘেন্‌না] (বিশেষ্য) ১ প্রবল বিতৃষ্ণা বা বিরাগ; ঘৃণা (এই সোজা লোকগুলোর ওপর বিরক্তি আসে বটে তবে ঘেন্না ধরেনি-( কাজী নজরুল ইসলাম))। ২ লজ্জা। ঘেন্না করা (ক্রিয়া) ১ ঘৃণা করা। ৩ গা ঘিন ঘিন করা। ঘেন্না পিত্তি (বিশেষ্য) লজ্জার কথা; মাথা কাটা যাওয়া কথা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘৃণা>(প্রাকৃত) ঘিণা>}
  • Bengali Word ঘের Bengali definition [ঘের্‌] (বিশেষ্য) ১ পরিধি; বেড় (ইতর জীব তারা বর্তমানটুকুর ঘেরে বাঁধাই রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বেড়া; বেষ্টনী। ৩ আচ্ছাদন; আবরণ (রূপের ঘেরে বন্দী আমরা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বেষ্টিত স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্‌>বেড়>ঘের; (বাংলা )√ঘির্‌; (হিন্দী) ঘের}
  • Bengali Word ঘেরা , ঘিরা Bengali definition [ঘেরা, ঘিরা] (ক্রিয়া) ১ বেষ্টন করা (প্রাচীর দিয়ে ঘেরা)। ২ বেষ্টনী দেওয়া; বেড়া দেওয়া। ৩ আচ্ছাদিত বা আবৃত করা; ছাওয়া (কাপড় ঘিরিয়া ছাই তৈয়ারী করিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৪ ব্যাপ্ত করা বা হওয়া; ছেয়ে ফেলা (অসৎ লোকে দেশ ঘিরেছে)। □ (বিশেষ্য) ১ বেড়া; বেষ্টনী (কাঞ্চির ঘেরা বাঁধিয়া-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বেষ্টিত বা আবৃতকরণ। ৩ বেষ্টিত স্থান। ৪ ঘের। □বিণ বেষ্টিত। ঘেরানো, ঘেরান, ঘিরানো, ঘিরান (ক্রিয়া) ১ বেষ্টিত বা অবরুদ্ধ করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্‌>√বেড়>ঘের>(বাংলা) আ}
  • Bengali Word ঘেরাও Bengali definition [ঘেরাও] (বিশেষ্য) ১ বেষ্টিত স্থান। ২ বেষ্টন; অবরোধ। □ (বিশেষণ) অবরুদ্ধ; পরিবেষ্টিত। □ (ক্রিয়া) বেষ্টন করা;অবরোধ করা (কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য অফিস ঘেরাও করলো)। ঘেরাটোপ (বিশেষ্য) ১ কাপড়ের ঢাকনা বা গিলাফ; ওয়াড় (বাকস পেটরাতে নিজের হাতে বোনা ঘেরাটোপ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বোরখা; বুরকা। ৩ আবরণ; আচ্ছাদন (তার মুখটা নিজেকে যেন লুকিয়ে রাখে ভদ্রভাবের ঘেরাটোপে-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্‌>বেড়> ঘের+আও}
  • Bengali Word ঘেসেড়া Bengali definition ঘাস
  • Bengali Word ঘেসো Bengali definition [ঘেশো] (বিশেষণ) ১ ঘাসে ভরা; ঘাসপূর্ণ; তৃণময় (ঘেসো মাঠ)। ২ ঘাসের গন্ধময়; ঘাসের ন্যায় গন্ধযুক্ত। ৩ অসার (ঘেসো জিনিস)। ৪ অনুপাদেয়; অস্বাদু। ৫ ঘাসজাত বা ঘাসের তুল্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘাস+( বাংলা) উয়া}
  • Bengali Word ঘেসড়ানি Bengali definition ঘেঁষড়ানো